বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

অ্যাকাউন্ট সেটিংস

আপনার AdSense অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি না হওয়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে

ছয় মাস ধরে কোনও AdSense অ্যাকাউন্টে বিজ্ঞাপন ইম্প্রেশন তৈরি না হয়ে থাকলে, সেটি বন্ধ করে দেওয়া হয়। আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলে এবং আপনি আবার বিজ্ঞাপন পরিবেশন করতে চাইলে, অ্যাকাউন্টটি আবার চালু করতে পারবেন।

মনে রাখবেন: আপনার অ্যাকাউন্টের আর কোনও প্রয়োজন না থাকলে, আপনি AdSense অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন।
YouTube কন্টেন্ট ক্রিয়েটর

YouTube পার্টনার প্রোগ্রামের জন্য আপনার আগে থেকেই থাকা AdSense অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলে বা YouTube থেকে পেমেন্ট পেতে চাইলে, আপনার চ্যানেলের সাথে আগে থেকেই থাকা অ্যাকাউন্টটি লিঙ্ক করুন

কীভাবে আপনার অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভেট করবেন

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. অ্যাকাউন্ট আবার চালু করুন বিকল্পে ক্লিক করুন।
  3. আপনার ফোন নম্বর যাচাই করুন
  4. আগে থেকেই আছে এমন সাইট আবার অনুমোদনের জন্য জমা দিন অথবা নতুন সাইট যোগ করুন
    মনে রাখবেন: আপনি আগে পিন কোডের মাধ্যমে ঠিকানা যাচাই না করে থাকলে, পেমেন্ট পাওয়ার আগে আপনাকে সেটি যাচাই করতে বলা হবে।

আপনার অ্যাকাউন্ট আবার চালু হওয়ার পরে ইম্প্রেশন তৈরি করতে, আপনার সাইটে বিজ্ঞাপন সেট-আপ করুন

অ্যাকাউন্ট বন্ধ করার প্রসেস

  • পাঁচ মাস কোনও অ্যাক্টিভিটি না হওয়ার পরে

    আপনাকে এই কথা জানাতে একটি ইমেল পাঠানো হয়েছে যে আগামী ৩০ দিনের মধ্যে আপনার AdSense অ্যাকাউন্ট কোনও ইম্প্রেশন তৈরি করতে না পারলে, সেটিকে বন্ধ করে দেওয়া হবে। আপনার অ্যাকাউন্ট বন্ধ হওয়া আটকাতে, আগামী ৩০ দিনের মধ্যে সেটি যাতে ইম্প্রেশন জেনারেট করে সেই জন্য আপনার সাইটে বিজ্ঞাপন সেট-আপ করুন

    মনে রাখবেন: আপনি YouTube পার্টনার প্রোগ্রামের জন্য উপযুক্ত হলে আপনার আগে থেকেই থাকা অ্যাকাউন্ট বন্ধ হওয়া আটকাতে, আগামী ৩০ দিনের মধ্যে বিজ্ঞাপনে ভিউ পাওয়ার জন্য একটি উপযুক্ত চ্যানেলের সাথে সেটি লিঙ্ক করতে পারেন।
  • ছয় মাস অ্যাকাউন্টে কোনও অ্যাক্টিভিটি না হওয়ার পরে

    আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

  • ১০ বছর অ্যাকাউন্টে কোনও অ্যাক্টিভিটি না হওয়ার পরে

    আপনি আর নিজের অ্যাকাউন্ট অ্যাক্সেস বা আবার চালু করতে পারবেন না।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পরেও আমি কি তাতে সাইন-ইন করতে পারব?

হ্যাঁ। আপনার অ্যাকাউন্ট এখনও উপলভ্য আছে, কিন্তু বিজ্ঞাপন দেখানোর আগে আপনাকে AdSense-এর সাথে নিজের সাইট কানেক্ট করতে হবে।

আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পরেও আমি কি নিজের চূড়ান্ত উপার্জন অ্যাক্সেস করতে পারব?

হ্যাঁ। যেমন, আপনার উপার্জন যদি পেমেন্ট থ্রেশহোল্ড সীমায় পৌঁছে যায়, কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় তাতে পেমেন্ট হোল্ড করা থাকে, তাহলেও আপনি নিজের অ্যাকাউন্টে সাইন-ইন করতে এবং পেমেন্টের উপর থেকে 'হোল্ড' সরিয়ে দিয়ে নিজের পেমেন্ট পেতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
18036477875678906798
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false