বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

পেমেন্ট

পেমেন্ট সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

AdSense পেমেন্ট সংক্রান্ত কিছু প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর নিচে দেওয়া হল।

পেমেন্ট সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

সব বড় করুন  সব আড়াল করুন আমি কবে পেমেন্ট পাবো?

AdSense এর পেমেন্ট মাসে একবার করা হয়। আপনি পেমেন্ট পাওয়ার ধাপ পূরণ করে থাকলে, মাসের ২১ থেকে ২৬ তারিখের মধ্যে আমরা পেমেন্ট ইস্যু করব। এই সময়, পেমেন্টের প্রক্রিয়া চলছে বলে আপনার "ট্রানজ্যাকশন" পৃষ্ঠায় একটি লাইন আইটেম দেখতে পাবেন। পেমেন্ট টাইমলাইন সম্পর্কে আরও জানুন।

EFT-র ক্ষেত্রে, পেমেন্ট প্রসেস শুরু হওয়ার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য ৪-১০ দিন সময় লাগতে পারে। ওয়্যার ট্রান্সফারের ক্ষেত্রে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হতে ১৫ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়া, আরও জানতে আপনি আমাদের EFT সংক্রান্ত সমস্যার সমাধানকারীওয়্যার ট্রান্সফার সংক্রান্ত সমস্যার সমাধানকারী দেখতে পারেন।

আমি কি নির্ধারিত সময়ের আগে পেমেন্ট পেতে পারি?

না, আমরা কোনওভাবেই আমাদের পেমেন্ট সম্পর্কিত সাধারণ শিডিউলের বাইরে পেমেন্ট ইস্যু করতে পারি না।

পেমেন্টের কোনও বিকল্প পদ্ধতি উপলভ্য আছে কি?

আপনার "পেমেন্ট পদ্ধতি যোগ করুন" পৃষ্ঠায় কোনও পেমেন্টের ধরন দেখানো না হলে বুঝবেন যে সেটি আপনার দেশে উপলভ্য নয়। আপনার দেশে পেমেন্টের কোনও নতুন ধরন উপলভ্য হলে, আমরা আপনাকে জানাব।

আমার "ট্রানজ্যাকশন" পৃষ্ঠায় অনেকগুলি পেমেন্ট দেখতে পাচ্ছি না। আমি কীভাবে আমার সম্পূর্ণ ট্রানজ্যাকশন ইতিহাস দেখব?

ডিফল্ট হিসেবে "ট্রানজ্যাকশন" পৃষ্ঠায় আপনার অ্যাকাউন্টের শেষ তিন মাসের ট্রানজ্যাকশন দেখা যায়। সম্পূর্ণ ট্রানজ্যাকশন ইতিহাস দেখতে, তারিখের রেঞ্জ বাছাইকারী বিকল্প ব্যবহার করে সর্বকালীন বিকল্পটি বেছে নিন।

আমার EFT পেমেন্ট বন্ধ থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, আমি এখন কী করব?

আপনার পেমেন্টের ধরন EFT হলে এবং আপনার পেমেন্ট সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হলে, সেটি কয়েক দিনের মধ্যেই অটোমেটিক ফেরত আসবে এবং আপনার উপার্জনও অ্যাকাউন্টে যোগ করে দেওয়া হবে।

আপনার অ্যাকাউন্টে যদি একটি নতুন যাচাই করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তাহলে কিছু দিনের মধ্যেই আপনার পেমেন্ট আবার ইস্যু করা হবে। এই সমগ্র প্রক্রিয়াটির জন্য প্রায় এক সপ্তাহের মতো সময় লাগবে বলে আপনি ধরে নিতে পারেন।

আমি কখন স্থানীয় কুরিয়ারের চেক ডেলিভারির ট্র্যাকিং নম্বর পাব?

আমরা চেক ডেলিভারির জন্য ট্র্যাকিং নম্বর দিই না।

আমার চেক একটি পুরনো ঠিকানায় পাঠানো হয়েছে। আমি কীভাবে একটি নতুন চেক পাব?
চেক আবার ইস্যু করার অনুরোধ করতে এই নির্দেশাবলী অনুসরণ করুন।
Western Union-এর মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে প্রেরকের ঠিকানা কী?

আপনি প্রেরকের ঠিকানা আপনার পেমেন্টের রসিদে দেখতে পাবেন। ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পেমেন্ট পাওয়ার ব্যাপারে আরও জানুন।

ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট পেতে হলে, আমাকে কি টেস্ট ডিপোজিটের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করতে হবে?

ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট পেতে, আপনার অ্যাকাউন্ট যাচাই করার কোনও প্রয়োজন নেই। ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট পাওয়া সম্পর্কে ব্যাপারে আরও জানুন।

আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আমার পেমেন্ট সেটিংসের ঠিকানায় উল্লিখিত দেশে না হয়, তাহলেও কি আমি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট পাব?

না। আপনার ব্যাঙ্ক (অথবা শাখা) অবশ্যই সেই দেশে হতে হবে যেটি আপনার পেমেন্ট সেটিংসের ঠিকানায় উল্লেখ করা আছে। এটি একই দেশে না হলে, পেমেন্ট পদ্ধতির নতুন বিবরণ লেখার সময় আপনার SWIFT কোড গ্রহণ করা হবে না।

EEA ভিত্তিক মার্চেন্ট: আপনার দেশে উপলভ্য থাকলে, আপনি SEPA (সিঙ্গেল ইউরো পেমেন্ট এরিয়া) পেমেন্ট বিকল্পের জন্য সাইন-আপ করতে পারবেন। SEPA-এর মাধ্যমে পেমেন্ট পাওয়া সম্পর্কে আরও জানুন।

আমি কি আমার পেমেন্টের মুদ্রা পরিবর্তন করতে পারব?

দুর্ভাগ্যবশত, আপনার পেমেন্টের মুদ্রা পরিবর্তন করা সম্ভব নয়।

আমি কি আমার AdSense থেকে উপার্জন দাতব্য প্রতিষ্ঠানে দান করতে পারব?

এই মুহূর্তে, আমরা আপনার অ্যাকাউন্টের মধ্যে থেকে আপনার AdSense এর উপার্জন কল্যাণমূলক কাজের জন্য দান করার বিকল্প দিতে পারছি না। তবে, AdSense থেকে পেমেন্ট পাওয়ার পর সেটি আপনার ইচ্ছামত খরচ করতে পারেন।

আমরা আপনাকে বন্ধুত্বপূর্ণভাবে মনে করিয়ে দিতে চাই যে আপনি উপার্জন দান করার সিদ্ধান্ত নিলে, উপার্জনের পুরোটা বা কিছু অংশ যে দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে সেটি আপনার সাইটে লিখবেন না। কারণ এই লেখাটি বিজ্ঞাপনের প্রতি অত্যধিক মনোযোগ আকর্ষণ করতে পারে। উপার্জন অবশেষে কীভাবে ব্যবহার হচ্ছে তা যাচাই করা সম্ভব নয়, তাই AdSense-এর প্রোগ্রাম নীতি অনুযায়ী এটি অননুমোদিত।

আমি কোথায় আমার ইনভয়েস পাঠাব?

আপনি প্রকাশক হিসেবে আয়ারল্যান্ডে ভ্যাট সংক্রান্ত বিষয়ে রেজিস্টার করলে শুধুমাত্র তবেই আপনাকে ইনভয়েস পাঠাতে হবে। এক্ষেত্রে, ইমেলের মাধ্যমে আপনার ইনভয়েস AdSenseVAT@google.com-এ পাঠাতে হবে। কোনও হার্ড কপি ইনভয়েস পাঠাবেন না।

Google AdSense কি অফিসিয়াল পেমেন্ট ডকুমেন্ট প্রদান করে?

হ্যাঁ, প্রতিটি পেমেন্টের জন্য আমরা রসিদ পাঠাই। AdSense থেকে পাওয়া পেমেন্টের প্রমাণ হিসেবে আপনি ব্যাঙ্ক বা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে পেমেন্টের রসিদ দেখাতে পারেন। পেমেন্টের রসিদ দেখতে, পেমেন্ট, তারপরে পেমেন্টের তথ্য বিকল্পে ক্লিক করুন। আপনার "ট্রানজ্যাকশন" বিভাগে অটোমেটিক পেমেন্ট লিঙ্কে ক্লিক করুন।

AdSense-এর সাথে আপনার চুক্তি দেখানোর প্রয়োজন হলে, AdSense-এর নিয়ম ও শর্তাবলী প্রিন্ট করে নিতে পারেন। AdSense-এ সাইন-আপ করার সময় আপনি AdSense-এর নিয়ম ও শর্তাবলীতে সম্মতি জানিয়েছিলেন। তাই আপনার (আপনার ব্যবসা) ও AdSense-এর মধ্যে সমস্ত ইন্টার‍্যাকশনের জন্য এটি একটি আইনি ভিত্তি হিসেবে কাজ করে।

মনে রাখবেন: আমরা কোনও প্রিন্ট করা, স্বাক্ষরিত বা স্ট্যাম্প করা ডকুমেন্ট দিতে পারি না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14244023557049165603
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false