বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

ব্র্যান্ডের নিরাপত্তা

বিজ্ঞাপন পরিবেশন সংক্রান্ত সেটিংস

আপনি AdSense-এ কিছু নির্দিষ্ট বিজ্ঞাপন ফর্ম্যাট ও নিলাম সংক্রান্ত আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন, যেমন আপনার অ্যাকাউন্টে ব্যবহারকারী-ভিত্তিক বিজ্ঞাপন ব্লক করা বা অতিরিক্ত বিজ্ঞাপন প্রযুক্তি ভেন্ডরদের বিজ্ঞাপন দেখানোর অনুমতি দেওয়া।

ব্যবহারকারীর পছন্দমতো বেছে নেওয়া বিজ্ঞাপন

ব্যবহারকারী-ভিত্তিক বিজ্ঞাপন

আপনি ব্যবহারকারীর আগ্রহ, জনসংখ্যাতত্ত্ব ও তাদের Google অ্যাকাউন্টের তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন দেখাতে চান কিনা তা বেছে নিন। মনে রাখবেন যে আপনি রি-মার্কেটিং বিকল্প থেকে বেরিয়ে আসতে পারবেন না।

অতিরিক্ত বিজ্ঞাপন প্রযুক্তি ভেন্ডর

Google বিজ্ঞাপনদাতাদের ব্যবহার করা থার্ড-পার্টি ভেন্ডরদের আপনার বিজ্ঞাপন স্লট কেনবার অনুমতি দেয়। অতিরিক্ত বিজ্ঞাপন প্রযুক্তি ভেন্ডরদের বিজ্ঞাপন দেখানোর অনুমতি দেওয়ার ফলে আপনার ব্যবহারকারী আরও বেশি সংখ্যায় বিজ্ঞাপন দেখতে পারবেন এবং তার ফলে আপনার উপার্জনের পরিমাণও বৃদ্ধি পাবে।

মনে রাখবেন: এই নিয়ন্ত্রণ ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীর সম্মতি সংক্রান্ত নীতি, ক্যালিফোর্নিয়া কনজিউমার প্রাইভেসি অ্যাক্ট বা অন্যান্য নিয়ন্ত্রণমূলক সেটিংস বা আপনার অ্যাকাউন্টে অনুমোদিত বিজ্ঞাপন নেটওয়ার্কের তালিকাকে ওভারারাইড করবে না। আরও তথ্যের জন্য, দেখুন:

ফার্স্ট-পার্টি কুকি

কুকি হল এমন একটি ছোট্ট টেক্সট ফাইল যা কোনও ব্যবহারকারীর ব্রাউজারে ডাউনলোড হয় যা ব্যবহারকারীর তথ্য এবং পছন্দ সেভ করতে ব্যবহার করা যেতে পারে। কুকি ফার্স্ট-পার্টি (ব্যবহারকারী যে ডোমেন দেখছেন তার সাথে যুক্ত) বা থার্ড-পার্টি (ব্যবহারকারী যে ডোমেন দেখছেন তার থেকে আলাদা কোনও ডোমেনের সাথে যুক্ত) হতে পারে। থার্ড-পার্টি কুকি উপলভ্য না থাকলে, Google ফার্স্ট-পার্টি কুকি ব্যবহার করতে পারে।

ফার্স্ট-পার্টি কুকি অনুমোদন করুন

আপনার সাইটে Google-কে ফার্স্ট-পার্টি কুকি ব্যবহারের অনুমতি দিতে চান কিনা তা বেছে নিন। Google-কে ফার্স্ট-পার্টি কুকি ব্যবহার করার অনুমতি দিলে আপনার উপার্জন বাড়তে পারে, কারণ এটি বিজ্ঞাপনে 'ফ্রিকোয়েন্সি ক্যাপিং'-এর মতো বিভিন্ন ফিচার চালু করে এবং এক্ষেত্রে আপনার সাইটে ফ্রিকোয়েন্সি ক্যাপযুক্ত বিজ্ঞাপন দেখায়।

পছন্দমতো সাজাতে ফার্স্ট-পার্টি কুকি ব্যবহার করুন

আপনার সাইটে পছন্দ অনুযায়ী সুবিধা পেতে ফার্স্ট-পার্টি কুকিতে অনুমতি দেবেন কিনা বেছে নিন। থার্ড-পার্টি কুকি উপলভ্য না হলে নিজের পছন্দমতো সাজিয়ে নেওয়া সুবিধার জন্য ফার্স্ট-পার্টি কুকি আপনার ব্যবহারকারীকে নিজের পছন্দমতো বিজ্ঞাপন দেখাতে সাহায্য করে এবং এর ফলে আপনার উপার্জন বাড়তে পারে। ফার্স্ট-পার্টি কুকিতে অনুমতি দিন বিকল্প চালু করলে তবেই আপনি নিজের পছন্দমতো সুবিধা পেতে এই কুকি ব্যবহার করতে পারেন।

ডিসপ্লে বিজ্ঞাপন

একই মাপের ডিসপ্লে বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন ইউনিটে আপনি একই মাপের কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিসপ্লে বিজ্ঞাপন দেখাতে চান কিনা তা বেছে নিন। কিছু বিজ্ঞাপন সাইজের জন্য প্রতিযোগিতা বাড়াতে, আমরা মাঝে মাঝে একই মাপের ডিসপ্লে বিজ্ঞাপনগুলি পরিবর্তন করব, যাতে সেগুলি বিজ্ঞাপন ইউনিটের মাপের মানানসই হতে পারে। এমনটি হলে, সংশোধিত বিজ্ঞাপনটি বিজ্ঞাপন ইউনিটের উপরের অংশে ঠিক মাঝখানে দেখানো হবে। যেমন, আপনাকে হয়ত ৩২০ বাই ৫০ মাপের বিজ্ঞাপন ইউনিটের মধ্যে একটি ৪৬৮ বাই ৬০ মাপের বিজ্ঞাপন দেখানো হতে পারে।

অ্যানিমেটেড ডিসপ্লে বিজ্ঞাপন

কোনও ছবির মতো নন-স্ট্যাটিক ডিসপ্লে বিজ্ঞাপন, যেমন Adobe Flash অথবা অ্যানিমেটেড GIF ফর্ম্যাটের সাহায্যে তৈরি কোনও ক্রিয়েটিভ বিজ্ঞাপন দেখাতে চান কিনা তা বেছে নিন।

VPAID বিজ্ঞাপন

আপনি ইন্টার‌্যাক্টিভ VPAID ভিডিও বিজ্ঞাপন দেখাতে চান কিনা তা বেছে নিন। VPAID হল এমন একটি স্ট্যান্ডার্ড, যা দিয়ে বিজ্ঞাপনদাতারা ওভারলে, গ্যালারি ইত্যাদির মতো ইন্টার‌্যাক্টিভ ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারেন। মনে রাখবেন যে এই কন্ট্রোল VPAID নয় এমন ইন্টার‌্যাক্টিভ ভিডিও বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেমন TrueView ভিডিও বিজ্ঞাপন।

আপনার বিজ্ঞাপন পরিবেশনের সেটিংস বেছে নিন

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. ব্র্যান্ড নিরাপত্তা এবং তারপর কন্টেন্ট এবং তারপর ব্লকিং কন্ট্রোল এবং তারপর বিজ্ঞাপন পরিষেবা ম্যানেজ করুন বিকল্পগুলিতে পরপর ক্লিক করুন।
  3. এই নিয়ন্ত্রণ ব্যবহার করে বেছে নিন কোন প্রকারের বিজ্ঞাপনকে আপনি অনুমতি দিতে চান Off বা ব্লক করতে চান On
মনে রাখবেন: এই ধরনের সেটিংস শুধুমাত্র 'কন্টেন্টের জন্য AdSense' বিজ্ঞাপনের জন্যই উপলভ্য থাকে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7650288210148990235
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false