- পরবর্তী পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অগ্রগতি
- গত ১২ মাসের পেমেন্টের ইতিহাস যার মধ্যে তারিখ, পেমেন্টের পরিমাণ ও পেমেন্ট ব্রেকডাউন সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকবে
আপনার AdSense পেমেন্ট কবে আসবে তা জানতে চান? আপনি এই মাসে পেমেন্ট করবেন নাকি পরের মাসে তা জানতে চাইছেন? এই গাইড থেকে আমাদের পেমেন্ট প্রসেস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
AdSense ব্যবহার করে আমি কবে পেমেন্ট পাবো?আপনি কখন প্রথমবার পেমেন্ট পাবেন
AdSense থেকে প্রথমবার পেমেন্ট পেতে আপনার অ্যাকাউন্ট সেট-আপ করতে নিম্নলিখিত ধাপগুলি সম্পূর্ণ করুন।
১. আপনার ট্যাক্স সংক্রান্ত তথ্য প্রদান করুন
লোকেশনের উপর নির্ভর করে ট্যাক্স সম্পর্কিত তথ্য সংগ্রহ করার প্রয়োজন হতে পারে। আরও তথ্য পেতে, Google-এ কীভাবে আপনার ট্যাক্স সংক্রান্ত তথ্য জমা করবেন দেখুন।
২. আপনার ব্যক্তিগত তথ্য কনফার্ম করুন
পেমেন্ট অ্যাকাউন্টের নাম ও ঠিকানা সঠিক কিনা তা যাচাই করা গুরুত্বপূর্ণ কারণ আপনার পরিচয় যাচাই করা এবং আপনাকে ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (PIN) পাঠানোর জন্য আমরা এই তথ্য ব্যবহার করে থাকি। কোনও তথ্য সংশোধন করার প্রয়োজন হলে, আপনার পেমেন্ট অ্যাকাউন্টের নাম ও ঠিকানা পরিবর্তনের জন্য এইসব নির্দেশ অনুসরণ করুন।
আপনার পরিচয় যাচাই করা
বিজ্ঞাপন দেখানো এবং Google AdSense থেকে পেমেন্ট পাওয়া চালিয়ে যেতে, আপনাকে নিজের পরিচয় যাচাই করাতে হবে। আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য সঠিক কিনা তা কনফার্ম করতে এবং জালিয়াতি থেকে রক্ষা করতে এটি করা হয়।
আপনার ঠিকানা যাচাই করুন
আপনার উপার্জন যাচাইকরণ থ্রেশহোল্ডে পৌঁছে গেলে, আপনার AdSense অ্যাকাউন্টের প্রাপকের ঠিকানায় আমরা মেল করে পিন পাঠিয়ে দেব। আমরা কোনও পেমেন্ট ইস্যু করার আগে, আপনার AdSense অ্যাকাউন্টে এই পিন লিখতেই হবে। আপনার পিনটি সাধারণ পোস্টে পাঠানো হবে এবং সেটি পৌঁছাতে ২-৩ সপ্তাহ সময় লাগতে পারে। পিন সম্পর্কে আরও জানতে, এক নজরে ঠিকানা (পিন) যাচাইকরণ লেখাটি পড়ুন।
৩. পেমেন্ট পদ্ধতি বেছে নিন
আপনার উপার্জন পেমেন্ট পদ্ধতি বেছে নেওয়ার থ্রেশহোল্ডে পৌঁছে গেলে, পেমেন্ট পদ্ধতি বেছে নিতে পারবেন। পেমেন্ট পাঠানোর ঠিকানা অনুযায়ী ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (EFT), ওয়্যার ট্রান্সফার ইত্যাদি বিভিন্ন পেমেন্ট পদ্ধতি আপনি সেট করতে পারেন। কীভাবে পেমেন্ট পদ্ধতি সেট-আপ করবেন তা জানুন।
৪. পেমেন্ট থ্রেশহোল্ড পূরণ করুন
বর্তমান ব্যালেন্স মাসের শেষে পেমেন্ট থ্রেশহোল্ডে পৌঁছে গেলে, পেমেন্ট প্রসেস করার জন্য ২১ দিনের সময়কাল শুরু হয়। এই প্রসেসের সময়কাল শেষ হওয়ার পরে, আমরা পেমেন্ট ইস্যু করব। পেমেন্ট টাইমলাইন সম্পর্কে আরও জানুন।
যেমন, ধরা যাক, $১০০ হল আপনার অ্যাকাউন্টের পেমেন্ট থ্রেশহোল্ড। যদি জানুয়ারি মাসে আপনার বর্তমান ব্যালেন্স $১০০-এ পৌঁছায় এবং আপনি উপরের সবকটি ধাপ সম্পূর্ণ করে থাকেন, তাহলে আমরা ফেব্রুয়ারি মাসের শেষে পেমেন্ট ইস্যু করব।
আপনার বর্তমান ব্যালেন্স পেমেন্ট থ্রেশহোল্ডে না পৌঁছালে আপনার চূড়ান্ত উপার্জন পরের মাসের সাথে যোগ হয়ে যাবে এবং থ্রেশহোল্ডে না পৌঁছানো পর্যন্ত ব্যালেন্স এইভাবে জমা হতে থাকবে।