বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

গোপনীয়তা ও মেসেজিং সম্পর্কে

Google-এ আমাদের প্রতিটি কাজে ব্যবহারকারীকে অগ্রাধিকার দেওয়ার প্রচেষ্টা কোনও নতুন ঘটনা নয়। ব্যবহারকারীদের প্রতি আমাদের দায়বদ্ধতার একটি অঙ্গ হিসেবে আমরা কখনও তাদের ব্যক্তিগত তথ্য বিক্রি করি না এবং আমার অ্যাকাউন্ট, কেন এই বিজ্ঞাপন দেখতে হবেএই বিজ্ঞাপনটি মিউট করুন এই রকম টুলের মাধ্যমে তারা যাতে বিজ্ঞাপন ব্যবহারের অভিজ্ঞতায় আরও স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ পান সেই চেষ্টা করি। বিজ্ঞাপনের একটি সুস্থ ও দীর্ঘস্থায়ী ইকোসিস্টেম গড়ে তুলতে এবং প্রকাশকদের উন্নতিতে সাহায্য করতে, আমরা Coalition for Better Ads, Digital News Initiative, Google News Initiative এবং ads.txt-এর মতো উদ্যোগেও বিনিয়োগ করে থাকি।

এই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা ইন্টিগ্রেটেড গোপনীয়তা ও মেসেজিং টুল তৈরি করেছি। এগুলির সাহায্যে আপনি গোপনীয়তা সংক্রান্ত অভিরুচি ম্যানেজ ও কন্টেন্ট মনিটাইজ করতে পারবেন। ব্যবহারকারীদের থেকে সম্মতি পেতে আপনি যেসব মেসেজ ব্যবহার করেন সেগুলি তৈরি ও ম্যানেজ করতে পারবেন। ব্যবহারকারীরা আপনার তৈরি সম্মতির মেসেজের সাথে কীভাবে ইন্টার‌্যাক্ট করছেন সেটি বোঝার জন্য নতুন মেসেজ ড্রাফ্ট করুন, তাদের সেটি দেখান এবং এনগেজমেন্ট পরিমাপ করুন।

ব্যবহারকারীদের দেখানো মেসেজ (আপনার সাইটের ব্যবহারকারীদের যেসব মেসেজ দেখান) ম্যানেজ করতে গোপনীয়তা ও মেসেজিং ব্যবহার করুন। ব্যবহারকারীকে দেখানো মেসেজে, আপনার বেছে নেওয়া সেটিংস ও মেসেজের ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন বিকল্প ও অনুরোধ সম্পর্কিত তথ্য দেখানো হয়। ইউরোপের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (GDPR) এবং ক্যালিফোর্নিয়া প্রাইভেসি রাইটস অ্যাক্ট-এর (CPRA) মতো রেগুলেশন অনুযায়ী, ব্যবহারকারীদের সম্মতি নিতে ও কোনও বিষয়ে অপ্ট-আউট করার অনুরোধ জমা নিতে আপনি গোপনীয়তা ও মেসেজিং টুল ব্যবহার করতে পারেন।

ব্যবহারকারীকে দেখানো মেসেজ বিভিন্ন ধরনের হয় এবং কোনও নির্দিষ্ট প্রক্রিয়ায় আপনাকে সাহায্য করার জন্য প্রত্যেকটি ডিজাইন করা হয়।

 


গোপনীয়তা ও মেসেজিং কম্পোনেন্ট এবং উপলভ্যতা সম্পর্কে এই নিবন্ধে সংক্ষেপে উল্লেখ করা হল।


শুরু করুন

আপনার গোপনীয়তা ও মেসেজিং পৃষ্ঠা অ্যাক্সেস করতে, AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন এবং AdSense-এর সাইডবার থেকে গোপনীয়তা ও মেসেজিং বিকল্পে ক্লিক করুন।

মনে রাখবেন: আপনি যদি একজন AdSense for Search (AFS) প্রকাশক হন, তাহলে AFS-এর জন্য গোপনীয়তা ও মেসেজিং পৃষ্ঠাটি কীভাবে ব্যবহার করবেন তার নির্দেশাবলী পেতে এই নিবন্ধটি দেখুন।

সেটিংস

আপনি যদি ব্যবহারকারীদের মেসেজ ম্যানেজ করার জন্য আগে Funding Choices ব্যবহার করে থাকেন, তাহলে মনে রাখবেন, বেছে নেওয়া বিজ্ঞাপন পার্টনার সংক্রান্ত তথ্য সহ বর্তমান মেসেজ এবং সেটিংস এখন গোপনীয়তা ও মেসেজিং টুলে পাওয়া যায়।

গোপনীয়তা ও মেসেজিং টুলে উপলভ্য সেটিংস ব্যবহার করে অ্যাকাউন্ট লেভেল গোপনীয়তা ও মেসেজ সেটিংস ম্যানেজ করুন:

  • গোপনীয়তা সম্পর্কিত রেগুলেশন সংক্রান্ত সেটিংস: প্রতিটি গোপনীয়তা সম্পর্কিত রেগুলেশনের "সেটিংস" ট্যাবে, আপনি সেই আইন সংক্রান্ত অ্যাকাউন্ট লেভেল সেটিংস ম্যানেজ করতে পারবেন। আপনি যে ধরনের বিজ্ঞাপন দেখাতে চান ও যেসব বিজ্ঞাপন পার্টনারদের ব্যবহার করতে চান সেগুলি এর মধ্যে পড়ে। এই সেটিংস আগে আপনার AdSense অ্যাকাউন্টের ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীর সম্মতি ও CPRA (সিপিআরএ) সেটিংস পৃষ্ঠায় ("ব্লকিং কন্ট্রোল" বিকল্পের মধ্যে) দেখানো হত।
  • মেসেজ সেটিংস: এছাড়াও, ব্যবহারকারীকে দেখানো মেসেজ তৈরি ও ম্যানেজ করার জন্য আপনি গোপনীয়তা ও মেসেজিং টুল ব্যবহার করবেন বলে ঠিক করলে, "সেটিংস" ট্যাব থেকে অ্যাকাউন্ট লেভেল মেসেজ সেটিংস ম্যানেজ করতে পারবেন। কোনও ধরনের মেসেজের ক্ষেত্রে, প্রথম মেসেজ তৈরি করার সময় আপনাকে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট সেটিংস দেখে নেওয়ার কথা বলা হতে পারে।

মেসেজ সেটিংস অ্যাক্সেস ও অ্যাডজাস্ট করতে গোপনীয়তা ও মেসেজিং বিকল্পে ক্লিক করুন। যে ধরনের মেসেজ অ্যাডজাস্ট করতে চান, সেটিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করুন।

গোপনীয়তা ও মেসেজিং টুলে উপলভ্য সেটিংস সম্পর্কে আরও জানুন: 

মেসেজ

আপনার প্রকাশিত ও ড্রাফ্ট মেসেজের তালিকা 'মেসেজ' পৃষ্ঠায় দেখানো হয়। মেসেজের বর্তমান স্ট্যাটাস, সেইগুলি কটি সাইটের সাথে সম্পর্কিত এবং কোন কোন ভাষায় উপলভ্য, এটি তা দেখায়। নতুন মেসেজের ড্রাফ্ট তৈরি করুন, ব্যবহারকারীদের তা দেখান এবং আপনার সাইটগুলিতে বর্তমানে দেখানো মেসেজের সাথে ব্যবহারকারীদের এনগেজমেন্ট মূল্যায়ন করুন। 

আপনার কাছে Ad Manager, AdSense ও AdMob অ্যাকাউন্টের কোনও কম্বিনেশন থাকলে, একটি অ্যাকাউন্টের মেসেজে কোনও পরিবর্তন করা হলে তা অন্যান্য অ্যাকাউন্টকেও প্রভাবিত করবে। বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে আপনার মেসেজ কীভাবে কাজ করে তা জানুন।  

'মেসেজ' পৃষ্ঠায় যেতে গোপনীয়তা ও মেসেজিং বিকল্পে ক্লিক করুন। মেসেজের ধরনে ক্লিক করে মেসেজ বিকল্পে ক্লিক করুন।

আগে তৈরি করা মেসেজে ডিফল্ট নাম দেওয়া হয়ে থাকতে পারে; আপনি চাইলে এগুলি এডিট করতে পারেন।

যেসব ভাষাতে মেসেজ দেখানো যায়

আপনি বিভিন্ন ভাষায় মেসেজ তৈরি করতে পারবেন। কোন ভাষায় মেসেজ দেখানো হবে সেটি ব্যবহারকারীর ডিভাইসের ভাষা সংক্রান্ত সেটিং অনুযায়ী, দেখানোর সময় নির্ধারণ করা হয়।AdSense যদি সাইটের জন্য ভুল ভাষা শনাক্ত করে, তাহলে ভাষা পরিবর্তন করতে মেসেজ এডিট করুন

জিডিপিআর (GDPR) মেসেজ যে সমস্ত ভাষায় দেখানো হয়

বুলগেরিয়ান
কাতালান
ক্রোয়েশিয়ান
চেক
ড্যানিশ
ডাচ
ইংরেজি (মার্কিন যুক্তরাষ্ট্র)
ইংরেজি (যুক্তরাজ্য)
এস্তোনিয়ান
ফিনিশ
ফরাসি
জার্মান
গ্রিক
হাঙ্গেরিয়ান
আইসল্যান্ডিক
ইটালিয়ান
জাপানী
লাটভিয়ান
লিথুয়েনিয়ান
নরওয়েজিয়ান
পোলিশ
পর্তুগিজ (পর্তুগাল)
রোমানিয়ান
রুশ
সার্বিয়ান
স্লোভাক
স্লোভেনিয়ান
স্প্যানিশ
সুইডিশ
তুর্কি

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের রেগুলেশন সংক্রান্ত মেসেজ যে সমস্ত ভাষায় দেখানো হয়

ইংরেজি (মার্কিন যুক্তরাষ্ট্র)
স্প্যানিশ
স্প্যানিশ (লাতিন আমেরিকা) 

বিজ্ঞাপন দেখানো ব্লক করার কারণে উপার্জন কমে যাওয়ার জন্য ক্ষতিপূরণ চাওয়ার মেসেজ যেসব ভাষায় দেখানো যাবে

আরবি
বাংলা
বুলগেরিয়ান
চিনা (চিন)
ক্রোয়েশিয়ান
চেক
ডেনিশ
ডাচ
ইংরেজি (যুক্তরাজ্য)
ইংরেজি (মার্কিন যুক্তরাষ্ট্র)
এস্তোনিয়ান
ফিলিপিনো
ফিনিশ
ফরাসি
জার্মান
জার্মান (সুইজারল্যান্ড)
গ্রিক
হিব্রু
হিন্দি
হাঙ্গেরিয়ান
আইসল্যান্ডিক
ইন্দোনেশিয়ান
ইতালিয়ান
জাপানি
কোরিয়ান
লাটভিয়ান
লিথুয়ানিয়ান
মারাঠি
নরওয়েজিয়ান
পার্সিয়ান
পোলিশ
পর্তুগিজ (ব্রাজিল)
পর্তুগিজ (পর্তুগাল)
রোমানিয়ান
রাশিয়ান
সিংহল
স্লোভাক
স্লোভেনিয়ান
স্প্যানিশ
স্প্যানিশ (লাতিন আমেরিকা)
সুইডিশ
তামিল
তেলুগু
থাই
তুর্কি
ইউক্রেনিয়ান
উর্দু
ভিয়েতনামি

Offerwall মেসেজ যেসব ভাষায় দেখানো হয়

আরবি
বাংলা
বুলগেরিয়ান
চিনা (চিন)
ক্রোয়েশিয়ান
চেক
ডেনিশ
ডাচ
ইংরেজি (যুক্তরাজ্য)
ইংরেজি (মার্কিন যুক্তরাষ্ট্র)
এস্তোনিয়ান
ফিলিপিনো
ফিনিশ
ফরাসি
জার্মান
জার্মান (সুইজারল্যান্ড)
গ্রিক
হিব্রু
হিন্দি
হাঙ্গেরিয়ান
আইসল্যান্ডিক
ইন্দোনেশিয়ান
ইতালিয়ান
জাপানি
কোরিয়ান
লাটভিয়ান
লিথুয়ানিয়ান
মারাঠি
নরওয়েজিয়ান
পার্সিয়ান
পোলিশ
পর্তুগিজ (ব্রাজিল)
পর্তুগিজ (পর্তুগাল)
রোমানিয়ান
রাশিয়ান
সিংহল
স্লোভাক
স্লোভেনিয়ান
স্প্যানিশ
স্প্যানিশ (লাতিন আমেরিকা)
সুইডিশ
তামিল
তেলুগু
থাই
তুর্কি
ইউক্রেনিয়ান
উর্দু
ভিয়েতনামি

আপনার মেসেজ টেস্ট করা

AdSense কোড ব্যবহার করে মেসেজ দেখানোর জন্য ট্যাগ করা সাইটে টেস্টিং প্যারামিটার যোগ করে মেসেজ টেস্ট করুন। মেসেজ টেস্ট করতে:

সাইট মেসেজ টেস্ট করে দেখার নির্দেশাবলী এবং প্যারামিটার

  1. আপনার সাইটের পৃষ্ঠাতে এক বা একাধিক মেসেজ প্রকাশ করুন।
  2. সাইটের যে পৃষ্ঠায় মেসেজ টেস্ট করে দেখতে চান সেখানে যান।
  3. আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে, পৃষ্ঠার URL-এ কোয়েরি প্যারামিটার যোগ করুন:
প্যারামিটার এর কাজ কী উদাহরণ
?fc=alwaysshow

প্রকাশ হয়ে গেছে এমন মেসেজ দেখায়। অঞ্চল অনুযায়ী দেখানো হয় না।

http://www.example.com/
sports.html?fc=alwaysshow
?fc=alwaysshow&
fctype=gdpr

আপনার সাইটের জন্য বর্তমানে প্রকাশ করা জিডিপিআর (GDPR) মেসেজ দেখানো হয়। অঞ্চল অনুযায়ী দেখানো হয় না।

http://www.example.com/
sports.html?fc=alwaysshow&
fctype=gdpr
?fc=alwaysshow&
fctype=ccpa

আপনার সাইটের জন্য বর্তমানে প্রকাশ করা সিপিআরএ (CPRA) মেসেজ দেখানো হয়। অঞ্চল অনুযায়ী দেখানো হয় না।

http://www.example.com/
sports.html?fc=alwaysshow&
fctype=ccpa
?fc=alwaysshow&
fctype=ab

আপনার সাইটের জন্য বর্তমানে প্রকাশ করা অ্যাড ব্লক করার রিকভারি মেসেজ দেখানো হয়। অ্যাড ব্লক শনাক্তকরণ অনুযায়ী দেখানো হয় না।

http://www.example.com/
sports.html?fc=alwaysshow&fctype=ab
?fc=alwaysshow&
fctype=monetization

আপনার সাইটের জন্য বর্তমানে প্রকাশ করা Offerwall মেসেজ দেখানো হয়।

মনে রাখবেন, Offerwall-কে কোনও অ্যাক্টিভ পৃষ্ঠা বাদ দেওয়া দেখানো থেকে প্রতিহত করার মতো কিছু না থাকলে শুধুমাত্র সেই ক্ষেত্রেই এটি কাজ করে।

Offerwall সংক্রান্ত সমস্যা সমাধানের নির্দেশিকা থেকে আরও বিবরণ দেখুন।

http://www.example.com/
sports.html?
fc=alwaysshow&
fctype=monetization

মেসেজ টেস্ট করে দেখার সময় নিম্নলিখিত বিষয় মনে রাখতে হবে:

  • মেসেজটি সাইটের বেছে নেওয়া পৃষ্ঠাতে "কেমন দেখতে লাগবে" তা প্রিভিউ করাই কোয়েরি প্যারামিটারের উদ্দেশ্য। যেমন, সাইটের পৃষ্ঠাতে মেসেজটি দেখার পরে, আপনি মেসেজের রঙ, ফন্ট বা ভাষা পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন।
  • কোয়েরি প্যারামিটার অনুযায়ী মেসেজ দেখানোর জন্য, যে মেসেজটি টেস্ট করছেন সেটিকে আপনার সাইটে প্রকাশ করতে হবে এবং পৃষ্ঠাতে AdSense কোড ঠিক কোথায় আছে তা নির্দিষ্ট করে দিতে হবে।
  • আমরা এমন ব্রাউজারে মেসেজ টেস্ট করার সাজেশন দিই যা কুকি মুছে দেয়; যেমন Chrome-এর ছদ্মবেশী মোড।
  • আপনার সাইটের জন্য ব্যবহারকারীকে দেখানোর মেসেজের শুধুমাত্র একটি ধরন প্রকাশ করা হলে, ?fc=alwaysshow ব্যবহার করুন। কোনও নির্দিষ্ট ধরনের মেসেজ পরীক্ষা করতে চাইলে, পরীক্ষার অন্যান্য প্যারামিটার ব্যবহার করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5001432354867545139
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false