টকব্যাক সেটিংস সম্বন্ধে আরও জানুন

আপনি মতামত, স্পিচের হার, জেসচার বা ব্রেইলের কীবোর্ডের মতো আপনার টকব্যাকের সেটিংস পরিচালনা করতে পারেন।

আপনার টকব্যাক ভার্সন পান

  1. টকব্যাক মেনু খুলুন।
    • মাল্টি-ফিঙ্গার জেসচারের সাহায্যে অন-ডিভাইসে: তিন আঙুল দিয়ে ট্যাপ করুন। বা একবারেই নীচে ডানদিকে সোয়াইপ করুন।
    • মাল্টি-ফিঙ্গার জেসচার ছাড়া অন-ডিভাইসে (টকব্যাক 9.1 সহ আপডেটেড Android R-এর আগে): একই সাথে নীচে তারপর ডানদিকে সোয়াইপ করুন।
  2. টকব্যাক সেটিংস নির্বাচন করুন।
  3. টকব্যাক ভার্সন স্ক্রিনের হয় উপরে বা নীচে দেখা যায়।

ধাপ 1: টকব্যাক সেটিংস খুলুন

  1. টকব্যাক মেনু খুলুন।
    • মাল্টি-ফিঙ্গার জেসচারের সাহায্যে অন-ডিভাইসে: তিন আঙুল দিয়ে ট্যাপ করুন। বা একবারেই নীচে ডানদিকে সোয়াইপ করুন।
    • মাল্টি-ফিঙ্গার জেসচার ছাড়া অন-ডিভাইসে (টকব্যাক 9.1 সহ আপডেটেড Android R-এর আগে): একই সাথে নীচে তারপর ডানদিকে সোয়াইপ করুন।
  2. টকব্যাক সেটিংস নির্বাচন করুন।
  3. নিম্নলিখিত যে কোনও সেটিংসের একটি দেখুন বা পরিবর্তন করুন।

ধাপ 2: টকব্যাক সেটিংস দেখুন বা পরিবর্তন করুন

টকব্যাক 9.1 ও পরবর্তী ভার্সনে সেটিংস

আপনি টকব্যাক আপডেট করলে, কিছু পরিবর্তন আগের ভার্সন থেকে পরিবর্তিত হবে। আপনার আপডেট করার পরে, আপনি আপনার ডিভাইসে এই বৈশিষ্ট্যগুলি পাবেন।

গুরুত্বপূর্ণ: ডিভাইস ও টকব্যাকের ভার্সনের ভিত্তিতে সেটিংস ভিন্ন হতে পারে। আপনার সেটিংস নীচের বর্ণিত সেটিংস থেকে ভিন্ন হয়ে থাকলে, আগের টকব্যাকের ভার্সনের সেটিংসদেখুন।

অডিও

সেট করা হচ্ছে

বিবরণ

বিকল্প

টেক্সট টু স্পিচ সেটিংস আপনার টেক্সট-টু-স্পিচ ভাষা, ভয়েস, স্পিচের হার ও পিচ বেছে নিন। টেক্সট টু স্পিচ সেটিংস সম্বন্ধে আরও জানুন
কতখানি বিস্তারিত বলা হয়েছে সেটি

টকব্যাক কতটা বলছে তা বেছে নিন।

  • কীবোর্ডের ইকো বা ব্যবহারের ইঙ্গিতের মতো স্পিচের পছন্দসমূহ পরিচালনা করতে, কাস্টমেসেট করুন।
কাস্টম, সর্বোচ্চ, সর্বনিম্ন
পাসওয়ার্ড বলুন হেডফোন ছাড়া পাসওয়ার্ডের অক্ষর টকব্যাক বলবে কিনা তা বেছে নিন।

চালু, বন্ধ

কীভাবে পাসওয়ার্ডগুলি বলবেন সে বিষয়ে আরও জানুন

সাউন্ড এবং ভাইব্রেশন কাস্টমাইজ করুন:
  • সাউন্ড ফিডব্যাক
  • সাউন্ড ফিডব্যাক ভলিউম
  • অডিও ডাকিং
  • ভাইব্রেশনের প্রতিক্রিয়া
চালু, বন্ধ

কন্ট্রোল

সেট করা হচ্ছে

বিবরণ

বিকল্প

জেসচার কাস্টমাইজ করুন টকব্যাক জেসচারের ফাংশন পরিবর্তন করুন। টকব্যাকের জেসচার সম্পর্কে আরও জানুন
মেনু কাস্টমাইজ করুন টকব্যাক মেনু ও রিডিং কন্ট্রোলে যোগ করুন অথবা আইটেম বাদ দিন। কীভাবে টকব্যাক মেনু ও রিডিং কন্ট্রোল ব্যবহার করবেন তা সম্বন্ধে আরও জানুন
ব্রেইল কীবোর্ড টকব্যাক ব্রেইল কীবোর্ড সেটিংস খুলুন কীভাবে টকব্যাক ব্রেইল কীবোর্ড ব্যবহার করবেন তা সম্পর্কে আরও জানুন
স্পিচ বন্ধ করতে প্রক্সিমিটি সেন্সরটি কভার করুন আপনার ডিভাইসে প্রক্সিমিটি সেন্সর থাকলে, আপনি টকব্যাক সাইলেন্ট করতে পারবেন।
  • ফোন: প্রক্সিমিটি সেন্সরে আপনার আঙ্গুলটি নাড়ান।
  • ট্যাবলেট: স্ক্রিনে যে কোনও অ্যাপ্লিকেশন  টাচ করুন। টকব্যাক রিস্টার্ট করতে আবার স্ক্রিনটি টাচ করুন।
চালু, বন্ধ
টিউটোরিয়াল ও সহায়তা টকব্যাকের টিউটোরিয়াল খুলতে জেসচার প্র্যাকটিস করে সহায়তা পান। --

উন্নত সেটিংস

সেট করা হচ্ছে

বিবরণ

বিকল্প

কাস্টম লেবেলগুলি ইমপোর্ট ও এক্সপোর্টের মতো টকব্যাকের মেনুর সাহায্যে আপনার তৈরি করা কাস্টম লেবেলগুলি পরিচালনা করুন। লেবেল ইম্পোর্ট করুন, লেবেলগুলি এক্সপোর্ট করুন, সেভ করা লেবেলগুলি এডিট করুন
একবার ট্যাপ করার মাধ্যমে সক্রিয়করণ একটি ফোকাস করা আইটেম সক্রিয় করতে, দুবার ট্যাপ করার পরিবর্তে এতে একবার ট্যাপ করুন। চালু, বন্ধ
কীবোর্ড শর্টকাটগুলি টকব্যাক কীবোর্ডের শর্টকাট বা সেটিংস পরিবর্তন করুন। টকব্যাকের কীবোর্ডের শর্টকাট সম্বন্ধে আরও জানুন
ডেভেলপার সেটিংস অ্যাপের ডেভেলপার টকব্যাকের সাহায্যে তাদের অ্যাপ পরীক্ষা ও ডিবাগ করুন।
  • ডিবাগ ও সমস্যার সমাধান করতে এই সেটিংস উপযোগী। আপনি ডেভেলপার না হলে, সেগুলি মোটামুটিভাবে ব্যবহার করুন।
--

আগের টকব্যাক 8.2 ও আরও কম ভার্সনে সেটিংস

  • লিস্টগুলি নিজে থেকে স্ক্রল করুন: আপনি লিনেয়ার নেভিগেশন ব্যবহার করলে লিস্টগুলি নিজে থেকে স্ক্রল করুন।
    • Android অ্যাক্সেসেবিলিটি স্যুট 8.1 ও পরবর্তী ভার্সনে এটিই ডিফল্ট সেটিং।
  • রিডিং অবিরত রাখতে নাড়িয়ে দিন: আপনি আপনার ডিভাইস নাড়লে টকব্যাককে পড়তে দিন।
  • উন্নত ফোকাস: আপনি কোনও নতুন স্ক্রিনে সরালে প্রথম ফোকাস করা যায় এমন আইটেমে ফোকাস করুন। আপনই আগে দেখেছেন এমন কোনও স্ক্রিনে গিয়ে থাকলেই, আপনি যেখানে ছেড়ে গিয়েছিলেন সেখানে ফোকাস চলে যায়।
    • Android অ্যাক্সেসেবিলিটি স্যুট 8.1 ও পরবর্তী ভার্সনে এটিই ডিফল্ট সেটিং।
  • টকব্যাক চালু থাকলে স্ক্রিনটি লুকান: টকব্যাক চালু থাকলে আপনার স্ক্রিনের উজ্জ্বলতা কমান।
  • Android অ্যাক্সেসেবিলিটি স্যুট 8.1 ও পরবর্তী ভার্সনে, গ্লোবাল সংশ্লিষ্ট মেনুতে “স্ক্রিন নিষ্প্রভ করুন” বিকল্পটি রয়েছে।
  • স্ক্রিনের শর্টকাট লুকান: আপনি উভয় ভলিউম কী ৩ বার প্রেস করলে, আপনার স্ক্রিন নিষ্প্রভ করুন।
  • স্পিচের ভলিউম: আপনার মিডিয়া ভলিউম একই বা তার কম করার জন্য টকব্যাকের স্পিচ ভলিউম সেট করুন।
  • স্পিক কলার ID: আপনি উত্তর দেওয়ার আগে কলারের পরিচয়টি শুনুন।
  • টকব্যাক শর্টকাট সাসপেন্ড ও আবার চালানো: ভলিউম বাড়ানো ও কমানোর কীগুলি ট্যাপ করে ধরে থাকলে, টকব্যাক থামান বা আবার চালু করুন।
  • সাসপেন্ড থেকে আবার চালান: টকব্যাক থামার পরে কীভাবে এটি আবার চলবে তা বেছে নিন।

সহায়তা পান

Android অ্যাক্সেসিবিলিটি সংক্রান্ত আরও সহায়তা পেতে, Google Disability সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2202677436112470961
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
717068
false
false