YouTube Kids-এর কন্টেন্ট নীতি

YouTube Kids অ্যাপ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাচ্চারা নিরাপদে ও সহজে অনলাইন ভিডিওর মাধ্যমে তাদের আগ্রহের বিষয়ে জানতে পারে। এই আলাদা অ্যাপটি YouTube-এর একটি ছোটখাটো ভার্সন এবং এতে মূল YouTube অ্যাপ ও ওয়েবসাইটের থেকে অনেক কম চ্যানেল ও ভিডিও রয়েছে। আমরা এমন কন্টেন্ট চিহ্নিত করার জন্য কাজ করে চলেছি যা নির্দিষ্ট বয়সের দর্শকদের জন্য উপযুক্ত, আমাদের কোয়ালিটি সংক্রান্ত শর্ত মেনে চলে এবং যেগুলি সারা বিশ্বের বিভিন্ন দেশের বাচ্চাদের নানা ধরনের আগ্রহ অনুসারে যথেষ্ট বৈচিত্র্যপুর্ণ।

নিচে YouTube Kids-এর নীতি দেওয়া হল, যা থেকে বোঝা যাবে যে কোন ধরনের কন্টেন্ট YouTube Kids প্ল্যাটফর্মে দেখানোর উপযুক্ত। YouTube Kids প্ল্যাটফর্মে কোনও কন্টেন্ট দেখাতে হলে এইসব নীতি অবশ্যই মেনে চলতে হবে। এইসব নীতি এমন কন্টেন্ট বাদ দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, যেগুলি:

শিশু বিকাশ, বাচ্চাদের মিডিয়া, ডিজিটাল শিক্ষা ও নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন এক্সটার্নাল বিশেষজ্ঞ এবং অভিভাবকদের মতামত নিয়ে এইসব নীতি ডিজাইন করা হয়েছে। এইসব নীতির ভিত্তিতে আমাদের কম বয়সী দর্শকদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করতে, বিভিন্ন ভিডিও বা চ্যানেল YouTube Kids থেকে বাদ দেওয়া হতে পারে।

কন্টেন্ট সেটিংস

অ্যাপে ৩টি কন্টেন্ট সেটিংস আছে: প্রি-স্কুল, ছোট বাচ্চা ও বড় বাচ্চা। সন্তানের জন্য YouTube Kids সেট-আপ করার সময় আপনি যে সেটিং বেছে নেবেন তার ভিত্তিতে আপনার বাচ্চা কন্টেন্ট দেখতে পাবে।

প্রি-স্কুল

৪ বছর বা তার চেয়ে কম বয়সী বাচ্চাদের কথা মাথায় রেখে ডিজাইন করা

ছোট বাচ্চা

৫ থেকে ৮ বছর বয়সী বাচ্চাদের কথা মাথায় রেখে ডিজাইন করা

বড় বাচ্চা

৯ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের কথা মাথায় রেখে ডিজাইন করা

কন্টেন্ট নীতি

আমাদের নীতির মাধ্যমে, কোন কন্টেন্ট সেটিংয়ে কী ধরনের কন্টেন্ট দেখানো যাবে, তা ঠিক করা হয়। আপনি সন্তানের জন্য কন্টেন্ট সেটিং বেছে নিলে, তারা ওই সেটিংয়ের উপযুক্ত কন্টেন্ট দেখতে পাবে। তারা সার্চ করে কী খুঁজে পাবে বা তাদের কোন ভিডিও সাজেস্ট করা হবে তা নির্ভর করছে আপনার বেছে নেওয়া সেটিংয়ের উপর। আমাদের অটোমেটিক সিস্টেম ও পর্যালোচনাকারীরা আপনার বেছে নেওয়া সেটিং অনুসারে উপযুক্ত কন্টেন্ট শনাক্ত করতে কাজ করে চলেছে। আমাদের সিস্টেম ছোট বাচ্চাদের পক্ষে অনুপযুক্ত কন্টেন্ট বাদ দেওয়ার চেষ্টা করলেও, সব ভিডিও ম্যানুয়ালি পর্যালোচনা করা হয় না। আমাদের চোখ এড়িয়ে গেছে এমন কোনও অনুপযুক্ত কন্টেন্ট আপনি খুঁজে পেলে, সেটি ব্লক করতে বা দ্রুত পর্যালোচনার জন্য সেটির ব্যাপারে অভিযোগ জানাতে পারেন।

প্রি-স্কুলের জন্য কন্টেন্ট সেটিং

৪ বছর বা তার চেয়ে কম বয়সী বাচ্চাদের কথা মাথায় রেখে প্রি-স্কুল সেটিং ডিজাইন করা হয়েছে। এই কন্টেন্ট সেটিংয়ে এমন ভিডিও অন্তর্ভুক্ত আছে যেগুলি সৃজনশীলতা, কৌতুকপূর্ণ আচরণ, শিক্ষা লাভ ও জানার ইচ্ছাকে উৎসাহ দেয়। জনপ্রিয় ভিডিওর বিভাগে রয়েছে শিল্পকলা ও কারুশিল্প, নার্সারির ছড়া, কার্টুন, শুনে শুনে পড়া, সার্কেল টাইম, খেলনা ও খেলাধূলা এবং যোগ ব্যায়াম।
কিছু ভিডিওতে এগুলিও থাকতে পারে:

যৌনতাপূর্ণ কন্টেন্ট: রোম্যান্টিক নয় এমন ভালবাসার অভিব্যক্তি, যেমন হাত ধরা বা গালে চুমু খাওয়া। যৌন ও লিঙ্গগত পরিচয় সম্পর্কে নির্দিষ্ট বয়সের দর্শকদের জন্য উপযুক্ত শিক্ষামূলক ভিডিও।

হিংস্রতা: অহিংস এবং ভীতিকর নয় এমন স্ক্রিপ্টেড ও অ্যানিমেটেড ভিডিও।

অস্ত্র: নির্দিষ্ট বয়সের দর্শকদের জন্য উপযুক্ত ভিডিও যেখানে খেলনা নিয়ে খেলা, গেমিং ও অ্যানিমেশনের প্রসঙ্গে অস্ত্র (যেমন ওয়াটার গান) দেখানো হয়।

বিপজ্জনক কন্টেন্ট: এমন ভিডিও যেখানে কোনও নির্দেশমূলক উপাদান ছাড়াই দক্ষ ব্যক্তিরা বিভিন্ন ধরনের স্টান্ট দেখান (যেমন, বাস্কেটবল প্লেয়ারদের দেখানো বিভিন্ন কৌশল)। শিল্পকলা ও কারুশিল্প সম্পর্কিত ভিডিও যেখানে নির্দিষ্ট বয়সের দর্শকদের জন্য উপযুক্ত রঙ, আঠা বা কাঁচির মতো প্রোডাক্ট বা টুল দেখানো হয়।

ভাষা: এমন ভিডিও যেখানে আপত্তিকর ভাষা বা অশ্লীল শব্দ ব্যবহার করা হয় না।

মিউজিক ভিডিও: নির্দিষ্ট বয়সের দর্শকদের জন্য উপযুক্ত মিউজিক ভিডিও যার থিম যৌনতাপূর্ণ নয়।

ছোট বাচ্চাদের জন্য কন্টেন্ট সেটিং

৫ থেকে ৮ বছরের বাচ্চাদের কথা মাথায় রেখে ছোট বাচ্চাদের জন্য কন্টেন্ট সেটিং ডিজাইন করা হয়েছে। এই কন্টেন্ট সেটিংয়ে, ছোট বাচ্চাদের নানাবিধ প্রসঙ্গের উপর আগ্রহ পূরণ করতে বিভিন্ন ধরনের বিষয় অন্তর্ভুক্ত করা হয়। জনপ্রিয় বিষয়ের মধ্যে রয়েছে, গেমিং, সেরা ৪০টি গানের কভার, পারিবারিক ভ্লগার, কার্টুন, DIY, শিক্ষা লাভ, কীভাবে করতে হয় এবং আরও নানা বিষয় যা সাধারণত এলিমেন্টারি স্কুলের বাচ্চাদের আকৃষ্ট করে। এছাড়াও, এতে প্রি-স্কুল কন্টেন্ট সেটিংয়ের সব কন্টেন্ট অন্তর্ভুক্ত থাকে।

কিছু ভিডিওতে এগুলিও থাকতে পারে:

যৌনতাপূর্ণ কন্টেন্ট: রোম্যান্টিক থিমের ভিডিও যার মধ্যে রয়েছে দ্রুত মুখ চুম্বনের মতো স্নেহ এবং আকর্ষণ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রদর্শন।

হিংস্রতা: বর্তমান বা ঐতিহাসিক ঘটনা সম্পর্কিত নির্দিষ্ট বয়সের দর্শকদের জন্য উপযুক্ত ভিডিও, যেগুলি শিক্ষামূলক, তবে ঘটনার প্রেক্ষাপটে অল্প হিংস্রতা থাকতে পারে। গ্রাফিক নয় এমন, স্ল্যাপস্টিক কার্টুনে দেখানো হিংস্রতা।

অস্ত্র: এমন ভিডিও যেখানে ঐতিহাসিক ও ক্লাসিকাল আর্ট সম্বন্ধীয় বাস্তবিক অস্ত্র (যেমন, সামুরাই সোর্ড পেন্টিং) দেখানো হয়।

বিপজ্জনক কন্টেন্ট: এমন ভিডিও যেখানে নির্দোষ প্রকৃতির চ্যালেঞ্জ ও প্র্যাঙ্ক অথবা ক্ষতিকর নয় এমন স্টান্ট দেখানো হয়। যে ভিডিওতে মদ্যপান বা ধূমপানের দৃশ্য দেখানো হলেও সেগুলির উপর ফোকাস করা হয় না। DIY ভিডিও যেখানে নিরাপত্তার ডিসক্লেমার সহ সহজে অ্যাক্সেস করা যায় এমন প্রোডাক্ট ও টুল দেখানো হয়।

ভাষা: এমন ভিডিও যেখানে এই টার্গেট বয়সের গ্রুপের জন্য অল্প আপত্তিকর ভাষা মাঝে মাঝে ব্যবহার করা হয়, যেমন "হায় কপাল" বা "বোকা"।

ডায়েট, ফিটনেস ও সৌন্দর্য: সৃজনশীল ও শৈল্পিক অভিব্যক্তি প্রকাশের উদ্দেশ্যে মেক-আপ টিউটোরিয়াল। স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া এবং ব্যায়াম সম্পর্কিত নির্দিষ্ট বয়সের দর্শকদের জন্য উপযুক্ত শিক্ষামূলক ভিডিও।

সংবেদনশীল বিষয়: নির্দিষ্ট বয়সের দর্শকদের জন্য উপযুক্ত ভিডিও যেখানে উদ্বেগ এবং ADHD-এর মতো শিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সাধারণ ব্যাধি নিয়ে আলোচনা করা হয়। এই সেটিংয়ের ভিডিওগুলি যেকোনও পরিস্থিতির ইতিবাচকভাবে মোকাবিলা করা ও সেরে ওঠার কৌশল এবং প্রয়োজন হলে সাহায্য নেওয়ার গুরুত্বের উপর ফোকাস করে।

মিউজিক ভিডিও: এমন মিউজিক ভিডিও যেখানে ব্যাকগ্রাউন্ডে মদ্যপান বা ধূমপানের দৃশ্য দেখানো হয়। যৌনতাপূর্ণ নয় এমন রোম্যান্টিক থিমের গানের লিরিক অথবা হালকা আপত্তিকর ভাষা যেমন "বোকা" বা "গাধা"।

বড় বাচ্চাদের জন্য কন্টেন্ট সেটিং

৯ থেকে ১২ বছরের বাচ্চাদের কথা মাথায় রেখে বড় বাচ্চাদের জন্য কন্টেন্ট সেটিং ডিজাইন করা হয়েছে। এই সেটিং একটু বেশি বয়সের বাচ্চাদের জন্য, যারা YouTube থেকে ফিল্টার করা আরেকটু পরিণত কন্টেন্ট দেখার উপযুক্ত। যেমন, অ্যাপে মিউজিক, গেমিং, ভ্লগ, কমেডি ও খেলাধূলা সংক্রান্ত এমন ভিডিও দেখানো হবে যেগুলি YouTube Kids-এর ছোট বাচ্চা ও প্রি-স্কুল কন্টেন্ট সেটিংসে দেখানো হয় না। এছাড়াও, এতে ছোট বাচ্চা ও প্রি-স্কুল কন্টেন্ট সেটিংয়ের সব কন্টেন্ট অন্তর্ভুক্ত থাকে। এই সেটিংয়ে প্রাপ্তবয়স্কদের পক্ষে উপযুক্ত কন্টেন্ট বাদ দেওয়ার চেষ্টা করা হয়, তবে যেহেতু সব কন্টেন্ট ম্যানুয়ালি পর্যালোচনা করা সম্ভব নয় এবং কোনও অটোমেটিক সিস্টেমই নিখুঁত নয়, তাই কিছু ভিডিও আমাদের চোখ এড়িয়ে যেতে পারে।

কিছু ভিডিওতে এগুলিও থাকতে পারে:

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট: যেসব ভিডিওতে ডেটিং বা প্রথম চুম্বনের মতো রোম্যান্স ও আকর্ষণ সম্পর্কিত যৌনতাপূর্ণ নয় এমন অভিজ্ঞতা দেখানো হয় বা তা নিয়ে আলোচনা করা হয়। বয়ঃসন্ধি ও বংশবৃদ্ধির মতো যৌন শিক্ষা বিষয়ক নির্দিষ্ট বয়সের দর্শকদের জন্য উপযুক্ত ভিডিও।

হিংস্রতা: বর্তমান ঘটনা সম্পর্কিত নির্দিষ্ট বয়সের দর্শকদের জন্য উপযুক্ত ভিডিও, যেগুলি শিক্ষামূলক, তবে ঘটনার প্রেক্ষাপটে অল্প হিংস্রতা থাকতে পারে। গেমিং, টেলিভিশন শো এবং সিনেমায় দেখানো স্ক্রিপ্টেড ও অ্যানিমেট করা ভিডিও যেখানে সাধারণত গ্রাফিক হিংস্রতার দৃশ্য থাকে।

অস্ত্র: যেসব ভিডিওতে খেলনা নিয়ে খেলার প্রসঙ্গে অবাস্তব খেলনা বন্দুক দেখানো হয়। গেমিং ও অ্যানিমেশন কন্টেন্টে দেখানো বাস্তবিক অস্ত্রের মতো দেখতে অস্ত্র।

বিপজ্জনক কন্টেন্ট: পেশাদার সেটিংয়ে (যেমন টিভিতে বা মুভি স্টুডিওতে) পারফর্ম করা বিপজ্জনক কার্যকলাপ যার ফলে ক্ষতি হতে পারে। যেসব ভিডিওতে মাঝে মাঝে মদ্যপান বা ধূমপানের উল্লেখ করা বা দেখানো হয়। DIY ভিডিও যেখানে সহজে অ্যাক্সেস করা যায় এমন প্রোডাক্ট ও টুল অথবা একটু-আধটু X-acto ছুরি বা করাতের মতো ধারালো বস্তু ব্যবহার করা দেখানো হয়।

অনুপযুক্ত ভাষা: এমন ভিডিও যেখানে হয়রানি করার উদ্দেশ্য ছাড়াই মাঝে মাঝে হালকা অশ্লীল শব্দ যেমন "শালা" বা তুই-তোকারি" ব্যবহার করা হয়।

ডায়েট, ফিটনেস ও সৌন্দর্য: এমন ভিডিও যেখানে বিউটি প্রোডাক্টের রিভিউ, নির্দিষ্ট বয়সের দর্শকদের জন্য উপযুক্ত মেক-আপ টিউটোরিয়াল এবং স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক শিক্ষামূলক কন্টেন্ট দেখানো হয়।

সংবেদনশীল বিষয়: নির্দিষ্ট বয়সের দর্শকদের জন্য উপযুক্ত ভিডিও যেখানে মানসিক স্বাস্থ্য, নেশা, খাদ্যগ্রহণ সংক্রান্ত অসুস্থতা এবং প্রিয়জনের মৃত্যু ও শোক সম্পর্কিত সংবেদনশীল সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এই সেটিংয়ের ভিডিওতে গ্রাফিক ছবি দেখানো হয় না এবং এতে যেকোনও পরিস্থিতি ইতিবাচকভাবে মোকাবিলা করা ও সেরে ওঠার কৌশল এবং প্রয়োজন হলে সাহায্য নেওয়ার গুরুত্বের উপর ফোকাস করা হয়।

মিউজিক ভিডিও: মিউজিক ভিডিও, যেখানে যৌন আকাঙ্ক্ষা মেটানোর উদ্দেশ্যে তৈরি নয় এমন যৌনতাপূর্ণ নৃত্য এবং মাঝে মাঝে মদ্যপান ও ধূমপানের দৃশ্য দেখানো হয়। হালকা অশ্লীল শব্দ বা মাঝে মাঝে মদ্যপান বা ধূমপানের উল্লেখ করা হয় এমন গানের লিরিক।

ব্যবসায়িক উপাদান যুক্ত কন্টেন্ট

পেড প্রোডাক্ট প্লেসমেন্ট ও এন্ডোর্সমেন্ট যুক্ত কন্টেন্ট। আমরা YouTube Kids-এ এমন ভিডিও দেখানোর অনুমতি দিই না যেখানে পেড প্রোডাক্ট প্লেসমেন্ট ও এন্ডোর্সমেন্ট অন্তর্ভুক্ত আছে। ক্রিয়েটররা YouTube Studio-এর মাধ্যমে তাদের ভিডিওতে পেড প্রোডাক্ট প্লেসমেন্ট ও এন্ডোর্সমেন্টের ব্যাপারে জানালে, আমরা YouTube Kids অ্যাপ থেকে ওই ভিডিও সরিয়ে দেব

অতিমাত্রায় বাণিজ্যিক কন্টেন্ট। YouTube Kids-এ অতিমাত্রায় বাণিজ্যিক বা প্রচারমূলক কন্টেন্ট দেখানোর অনুমতি দেওয়া হয় না, যার মধ্যে রয়েছে:

  • প্রোডাক্ট ও পরিষেবার জন্য ক্রিয়েটর বা ব্র্যান্ডের আপলোড করা চিরাচরিত বিজ্ঞাপন।
  • যে কন্টেন্ট দর্শকদের সরাসরি কোনও প্রোডাক্ট কিনতে উৎসাহিত করে।
  • এমন ভিডিও যেখানে মূলত প্রোডাক্ট প্যাকেজিংয়ের বিষয়ে দেখানো হয়।
  • এমন ভিডিও যেখানে বিভিন্ন প্রোডাক্ট অতিমাত্রায় সঞ্চয় ও ব্যবহার করা দেখানো হয়।

প্রতারণামূলক, চাঞ্চল্যকর বা ক্লিকবেট কন্টেন্ট

আমরা YouTube Kids-এ এমন ভিডিও দেখানোর অনুমতি দিই না যা ক্লিকবেট, প্রতারণামূলক বা চাঞ্চল্যকর। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে বাচ্চাদের ও পরিবারের জন্য তৈরি নিম্ন মানের কন্টেন্ট যেখানে প্রতারণার দ্বারা, চাঞ্চল্য সৃষ্টি করে এবং/অথবা ছলে বলে কৌশলে বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করা হয় এবং ক্লিক করতে/দেখতে প্রলুব্ধ করা হয়, বিশেষ করে এগুলির মাধ্যমে:

  • বিভ্রান্তিকর শীর্ষক ও থাম্বনেল
  • চাঞ্চল্যকর শীর্ষক ও থাম্বনেল
  • শীর্ষকে খুব বেশি কী-ওয়ার্ডের ব্যবহার (যেমন, অতিরিক্ত কী-ওয়ার্ড ব্যবহার করা)
  • বাচ্চাদের বিভিন্ন থিম ম্যাশ-আপ করা যেখানে একটির সাথে অন্যটির কোনও সম্পর্ক নেই

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16919096356300548895
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false