প্লেলিস্ট সংক্রান্ত নীতি

আপনার কমিউনিটি সিরিজ হিসেবে দেখতে চায় এমন কিছু ভিডিও আপনি প্লেলিস্টের সাহায্যে একসাথে পরিবেশন করতে পারেন। আমরা জানি যে এটি অনেক সময় ইচ্ছাকৃতভাবে করা হয় না, কিন্তু প্লেলিস্টে এমন কন্টেন্ট থাকতে পারে যেটি আমাদের প্ল্যাটফর্মে দেখানোর অনুমতি দেওয়া হয় না এবং আমাদের কমিউনিটির ক্ষতি করতে পারে। কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করে এমন প্লেলিস্ট YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না।

এই উদাহরণ থেকে এটি সহজে বুঝতে পারবেন: আপনি প্লেলিস্টের সব ভিডিও একত্রিত করে একটি ভিডিও তৈরি করলে এবং সেই ভিডিও আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, সেই প্লেলিস্টও হয়ত আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করবে।

আপনি যদি এমন কোনও কন্টেন্ট দেখতে পান যা এই নীতি লঙ্ঘন করছে, তাহলে সেটির বিষয়ে অভিযোগ করুন। কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করছে বলে আপনি দেখতে পেলে কীভাবে অভিযোগ করবেন সেই সম্পর্কে এখান থেকে জানতে পারবেন। ভিডিও, মন্তব্য বা কোনও ক্রিয়েটরের সম্পূর্ণ চ্যানেল সম্পর্কে অভিযোগ করতে চাইলে, আমাদের অভিযোগ জানানোর টুল ব্যবহার করুন।

এই নীতি আপনার উপর কী প্রভাব ফেলে

আপনি প্লেলিস্ট তৈরি করলে 

নিম্নলিখিত বিবরণের সাথে মেলে এমন প্লেলিস্ট YouTube-এ পোস্ট করবেন না।

  • আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করে এমন থাম্বনেল, শীর্ষক বা বিবরণ সহ প্লেলিস্ট, যেমন যেগুলিতে পর্নোগ্রাফি থাকে অথবা আতঙ্ক বা ঘৃণা উদ্রেক করার জন্য ছবি থাকে।
  • প্লেলিস্টে আসলে কী ভিডিও আছে সেই বিষয়ে দর্শকদের মনে বিভ্রান্তি সৃষ্টি করে এমন শীর্ষক বা বিবরণ সহ প্লেলিস্ট।
  • কোনও প্লেলিস্টের প্রতিটি ভিডিও আমাদের নীতি লঙ্ঘন না করলেও, যেভাবে একত্রিত করে পরিবেশন করা হয়েছে সেটি আমাদের নির্দেশিকা লঙ্ঘন করে। এর মধ্যে এগুলি সহ আরও অনেক কিছু পড়ে: 
    • যৌন আকাঙ্খা তৃপ্ত করার জন্য নগ্নতা বা যৌন থিম সহ শিক্ষামূলক কন্টেন্ট 
    • যৌনতাপূর্ণ না হলেও, যৌন আকাঙ্খা তৃপ্ত করার জন্য দেহের নির্দিষ্ট অংশ বা কার্যকলাপের উপর ফোকাস করে এমন কন্টেন্ট 
    • গ্রাফিক হিংস্রতাকে গৌরবান্বিত করে বা সেটির ব্যাপারে আতঙ্ক জাগায় এমন তথ্যচিত্রমূলক ভিডিও
  • আমাদের নির্দেশিকা লঙ্ঘন করার ফলে সরিয়ে দেওয়া হয়েছে এমন একাধিক ভিডিও নিয়ে তৈরি প্লেলিস্ট। আপনার সর্বজনীন প্লেলিস্টের একাধিক ভিডিও সরিয়ে বা মুছে দেওয়া হয়েছে বলে দেখলে, একটু সময় নিয়ে আপনার প্লেলিস্ট থেকেও সেগুলি সরিয়ে দিন। আপনার সর্বজনীন প্লেলিস্টের কিছু ভিডিও আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করে বলে দেখলে, সেগুলি ফ্ল্যাগ করে প্লেলিস্ট থেকে সরিয়ে দিন।
  • অপ্রাপ্তবয়স্কদের শারীরিক, মানসিক বা যৌন অত্যাচার দেখানো হয়েছে এমন কন্টেন্ট সহ প্লেলিস্ট।

মনে রাখবেন যে এই তালিকা সম্পূর্ণ নয়।

উদাহরণ

YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না এমন কিছু কন্টেন্টের উদাহরণ নিচে দেওয়া হল।

  • "বোমা ফেলার সেরা ঘটনা"-র মতো শীর্ষক সহ আকাশ থেকে বোমা ফেলার খবরের ফুটেজ নিয়ে তৈরি প্লেলিস্ট। 
  • ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিতে ভুগছেন এমন লোকজনকে পৃথক করার জন্য আবেদন করছে এমন শীর্ষক সহ প্লেলিস্ট।
  • খারাপ উদ্দেশ্য নিয়ে ট্রাফিক পাঠানো অথবা দুর্ব্যবহার করার জন্য প্লেলিস্টে কারও ফোন নম্বর, বাড়ির ঠিকানা বা ইমেলের মতো সর্বজনীনভাবে উপলভ্য নয় এমন ব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য তথ্য প্রকাশ করা।
  • বিপজ্জনক বা ভয় দেখানোর জন্য দুষ্টুমি সহ ভিডিও নিয়ে তৈরি প্লেলিস্ট, যেমন বাড়িতে অনধিকার প্রবেশ বা ডাকাতির নকল করা হয়েছে এমন কন্টেন্ট সহ প্লেলিস্ট।
  • "সেক্সি"-র মতো শীর্ষক সহ অপ্রাপ্তবয়স্কদের নিয়ে তৈরি ভিডিওর প্লেলিস্ট।

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে কী হবে

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে, সেটি সরিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইমেল করে জানানো হবে। আপনার পোস্ট করা লিঙ্ক নিরাপদ কিনা তা যাচাই করতে না পারলে আমরা সেটি সরিয়ে দিতে পারি। মনে রাখবেন, ভিডিওতে বা ভিডিওর মেটাডেটায় কোনও নীতি লঙ্ঘনকারী URL পোস্ট করলেও ভিডিওটি সরিয়ে দেওয়া হতে পারে।

প্রথমবার কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, চ্যানেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে আপনাকে শুধু সতর্ক করা হতে পারে। আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিয়ে এই সতর্কতার মেয়াদ ৯০ দিনে শেষ করার সুযোগ পাবেন। তবে, ওই ৯০ দিন সময়সীমার মধ্যেই আবার একই নীতি লঙ্ঘন করলে, এই সতর্কতার মেয়াদ শেষ হবে না এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে।

আপনি ৯০ দিনের মধ্যে ৩টি স্ট্রাইক পেলে, আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। স্ট্রাইক কীভাবে ও কেন প্রয়োগ করা হয়, সেই সম্পর্কে আরও জানুন

কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘনের কারণে আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। একবার গুরুতর কোনও অপব্যবহার করলে অথবা চ্যানেলটি নীতি লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হলে, আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে নীতি সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি। চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে আরও জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16276484195265930940
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false