চ্যানেলের পারফর্ম্যান্স এক নজরে দেখে নেওয়া

আপনার চ্যানেল ও ভিডিও YouTube-এ কেমন পারফর্ম করছে, YouTube Analytics-এর এক নজরে ট্যাবে সেই সংক্রান্ত হাই-লেভেলের সংক্ষিপ্তসার দেখানো হয়। গুরুত্বপূর্ণ মেট্রিক দেখানোর কার্ডে আপনার ভিউ, দেখার সময়, সাবস্ক্রাইবার এবং আনুমানিক উপার্জন দেখানো হয় (আপনি যদি YouTube পার্টনার প্রোগ্রামে থাকেন)। 
 
মনে রাখবেন: মোবাইল ডিভাইসে কিছু রিপোর্ট উপলভ্য নাও হতে পারে।

আপনার 'এক নজরে' রিপোর্ট দেখুন

YouTube iPhone এবং iPad অ্যাপ

YouTube অ্যাপে, আপনার চ্যানেলের এইসব সর্বকালীন মেট্রিক দেখতে পাবেন: সাবস্ক্রাইবার, ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার এবং সর্বজনীন ভিডিওর সংখ্যা।

এছাড়াও, গত ৭ দিনের সাম্প্রতিক ভিউ এবং আপনার চ্যানেলের লেটেস্ট কন্টেন্টের পরিসংখ্যান দেখতে পারবেন। আরও বিস্তারিত অ্যানালিটিক্স দেখতে, YouTube Studio অ্যাপ  ব্যবহার করুন।

  1. YouTube অ্যাপ খুলুন।
  2. আপনার 'প্রোফাইল ছবি' এবং তারপর আপনার চ্যানেল বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার চ্যানেল পারফর্ম্যান্সের সংক্ষিপ্ত ওভারভিউ পেতে মাঝের মেনু থেকে Analytics বিকল্পে ট্যাপ করুন।

iPhone ও iPad ডিভাইসের জন্য YouTube Studio অ্যাপ

  1. YouTube Studio অ্যাপ খুলুন।
  2. নিচের মেনু থেকে, Analytics বিকল্পে ট্যাপ করুন।
  3. এক নজরে ট্যাবটি ডিফল্ট হিসেবে দেখা যাবে। 

সেরা কন্টেন্ট

সেরা ভিডিও রিপোর্টে আপনার সবচেয়ে জনপ্রিয় ভিডিওকে হাইলাইট করা হয়। ডিফল্ট হিসেবে, এই রিপোর্টে ভিউয়ের ভিত্তিতে সেরা ভিডিও দেখানো হয়।

রিয়েলটাইম

রিয়েলটাইম রিপোর্ট আপনার সাম্প্রতিক প্রকাশিত ভিডিওর পারফর্ম্যান্স সম্পর্কে প্রাথমিক ইনসাইট প্রদান করে। এছাড়াও, রিপোর্ট থেকে আপনার সেরা ভিডিও এবং সাবস্ক্রাইবারের সংখ্যা সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন। এর পাশাপাশি, ৬০ মিনিট থেকে ৪৮ ঘণ্টার পারফর্ম্যান্সের তুলনা করার জন্য আপনি বিস্তারিত অ্যানালিটিক্স রিপোর্ট দেখতে পারবেন।

যে মেট্রিক জানতে হবে

ভিউ

আপনার চ্যানেল বা ভিডিওর জন্য সঠিক ভিউয়ের সংখ্যা।

দেখার সময় (ঘণ্টা)

দর্শকরা যতটা সময় আপনার ভিডিও দেখেছেন।

সাবস্ক্রাইবার

যতজন দর্শক আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন।

আনুমানিক উপার্জন

বেছে নেওয়া তারিখের ব্যাপ্তি ও এলাকার জন্য Google-এর বিক্রি করা সব বিজ্ঞাপন ও ট্রানজ্যাকশন থেকে মোট আনুমানিক উপার্জন (মোট উপার্জন)।

দেখার গড় সময়সীমা

বেছে নেওয়া ভিডিও এবং তারিখের ব্যাপ্তির জন্য প্রতিটি ভিউয়ের ক্ষেত্রে দেখার আনুমানিক গড় সময়সীমা।

ইম্প্রেশন

রেজিস্টার করা ইম্প্রেশনের মাধ্যমে আপনার ভিডিওর থাম্বনেল YouTube-এর দর্শকদের কতবার দেখানো হয়েছে।

ইম্প্রেশনের ক্লিক-থ্রু-রেট

কত ঘনঘন কোনও থাম্বনেল দেখে দর্শক ভিডিও দেখেছেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8668780472755454014
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false