'আমার চ্যানেল মনিটাইজ করার জন্য অনুমোদন করা হয়েছে' সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

মনিটাইজেশন সংক্রান্ত ফিচার

মনিটাইজ করার বিভিন্ন উপায়গুলি কী কী?

আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা ও আপনি কোন কোন চুক্তি মডিউল স্বীকার করেছেন তার উপর ভিত্তি করে যেসব ফিচার অ্যাক্সেস করতে পারবেন তা পরিবর্তিত হতে পারে। আমাদের বিভিন্ন ফিচার ও যোগ্যতার জন্য যা প্রয়োজন সেই সম্পর্কে আরও জানুন

আমি সব শর্ত পূরণ করেছি, তাও কেন নির্দিষ্ট ফিচার চালু করতে পারছি না?

কোনও নির্দিষ্ট ফিচার চালু করা আপনার জন্য যথাযথ হবে কিনা তা দেখতে আমাদের পর্যালোচনাকারীরা আপনার চ্যানেল চেক করে দেখেন। স্থানীয় স্তরে আইনি বিধিনিষেধ বা আপনার দেশ/অঞ্চলে বা ভাষাতে সহায়তা সংক্রান্ত সক্ষমতা অনুযায়ী কিছু ফিচার হয়ত উপলভ্য নাও হতে পারে। কিছু নির্দিষ্ট মনিটাইজেশন ফিচার আনলক করতে, প্রাসঙ্গিক চুক্তিতে সম্মতি প্রদান করতে ভুলবেন না। 

মনিটাইজেশন আইকন ও ভিডিও আপিল

এইসব আইকনের অর্থ কী?

সাধারণভাবে, আইকন আপনাকে ভিডিওর মনিটাইজেশন স্ট্যাটাস সম্পর্কে জানায়। মনিটাইজেশন আইকন ও এটি কীভাবে আপনার উপার্জনকে প্রভাবিত করে তার ব্যাপারে আরও জানুন

আমি কি হলুদ আইকনের বিরুদ্ধে আপিল করতে পারি?

আমাদের বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত কন্টেন্ট নির্দেশিকা ও প্রদত্ত উদাহরণ অনুসারে আপনার কন্টেন্ট চেক করে দেখতে পারবেন। “এই কন্টেন্ট বিজ্ঞাপন থেকে উপার্জন করতে পারে” বিকল্প সংক্রান্ত শর্ত আপনার কন্টেন্ট পূরণ করলে, আপনি আপিল জমা দিতে পারবেন।

মনিটাইজেশন বিকল্পে অ্যাক্সেস করা

আমার উপার্জন মনিটাইজেশন থ্রেশহোল্ডের নিচে চলে গেলে কী হবে?

থ্রেশহোল্ডের নিচে উপার্জন চলে গেলেও, YouTube আপনার চ্যানেলের মনিটাইজেশনের অ্যাক্সেস অটোমেটিক সরিয়ে দেবে না। যদিও, কোনও চ্যানেল ৬ মাস বা তার বেশি সময় ধরে অ্যাক্টিভ না থাকলে এবং কমিউনিটি পোস্টে কিছু আপলোড বা পোস্ট না করলে, YouTube নিজস্ব বিবেচনার ভিত্তিতে চ্যানেলের থেকে মনিটাইজেশনের সুবিধা সরিয়ে নেওয়ার অধিকার রাখে।

সাবস্ক্রাইবারের সংখ্যা, সর্বজনীন ভিডিও কত ঘণ্টা ধরে দেখা হয়েছে অথবা সর্বজনীন Shorts-এর ভিউ যাই হোক না কেন, চ্যানেল YouTube চ্যানেল মনিটাইজেশন সংক্রান্ত নীতি লঙ্ঘন করলে মনিটাইজেশনের সুবিধা বাতিল করে দেওয়া হবে

মনিটাইজেশনের অ্যাক্সেস সরিয়ে নেওয়া হলে কী হবে?

আপনার চ্যানেল মনিটাইজ করার জন্য আর উপযুক্ত নয় তা নির্ধারণ করা হলে, চ্যানেলের কাছে সব মনিটাইজেশন টুল ও তার সাথে সম্পর্কিত ফিচার ব্যবহার করার অ্যাক্সেস থাকবে না।

নীতি লঙ্ঘনের কারণে চ্যানেলের থেকে মনিটাইজেশন সংক্রান্ত অ্যাক্সেস সরিয়ে নেওয়া হলে, আপনি YouTube Studio-এর 'উপার্জন করুন' বিভাগে গিয়ে আপনার চ্যানেলের লঙ্ঘন করা নীতির ব্যাপারে আরও পড়তে পারবেন। তারপরে, আমাদের YouTube চ্যানেলের মনিটাইজেশন নীতি এবং কমিউনিটি নির্দেশিকা অনুযায়ী আপনার ভিডিও পর্যালোচনা করুন। পরবর্তী ধাপ হল এমন যেকোনও ভিডিও এডিট করা বা মুছে দেওয়া যা আমাদের নীতি লঙ্ঘন করে।

আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করা ও YouTube-এ দর্শক সংখ্যা বৃদ্ধি করার কাজ চালিয়ে যেতে পারেন। YouTube পার্টনার প্রোগ্রাম থেকে আপনার চ্যানেল সাসপেন্ড করা হলে, ২১ দিনের মধ্যে আপিল জানাতে পারবেন অথবা ৯০ দিন পর আবার প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন।

অন্যান্য

মনিটাইজেশন কি সার্চ ফলাফলকে প্রভাবিত করে?

YouTube-এ কীভাবে ভিডিও দেখানো হয় তার সম্বন্ধে তথ্য দিতে মনিটাইজেশন স্ট্যাটাস ব্যবহার করা হয় না।মনিটাইজেশন এবং এটি কীভাবে আমাদের সার্চ ও ডিসকভারি সিস্টেমের সাথে কাজ করে তার ব্যাপারে আরও জানুন। 

আমার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। সহায়তা চাই!

মনিটাইজ করলে, আমাদের ক্রিয়েটর সহায়তা টিমের অ্যাক্সেস আপনি পাবেন। কীভাবে সহায়তা পাওয়া যায় তা জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17557603154861120762
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false