থাম্বনেল সংক্রান্ত নীতি

আমাদের দর্শক, পার্টনার ও ক্রিয়েটরের সুরক্ষার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই অভিনব ও প্রাণবন্ত কমিউনিটিকে রক্ষা করার জন্য আপনাদের প্রত্যেকের সাহায্য আমাদের প্রয়োজন। আমাদের কমিউনিটি নির্দেশিকা এবং YouTube-এ লোকজনকে সুরক্ষিত রাখার ব্যাপারে সকলেরই যে দায়িত্ব আছে সেই বিষয়ে এই নির্দেশিকার ভূমিকা যাতে আপনি বোঝেন সেটি খুব গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে নিম্নলিখিত নীতি ভালভাবে পড়ুন। আমাদের সব নির্দেশিকা নিয়ে তৈরি তালিকা দেখতে এই পৃষ্ঠাতে যান।

যেসব থাম্বনেল ও অন্যান্য ছবি আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করে, সেগুলি YouTube-এ দেখানো যাবে না। এইসব ছবির মধ্যে ব্যানার, অবতার, কমিউনিটি পোস্ট এবং অন্যান্য যেকোনও YouTube ফিচার পড়ে।

আপনি যদি লক্ষ্য করেন যে কোনও থাম্বনেল বা ছবি এই নীতি লঙ্ঘন করছে, তাহলে সেগুলি সম্পর্কে অভিযোগ জানান। আপনি যদি এমন একাধিক ভিডিও বা কমেন্ট দেখতে পান যেগুলির বিষয়ে অভিযোগ জানাতে চান, তাহলে সেই চ্যানেল সম্পর্কে অভিযোগ দায়ের করতে পারেন।

এই নীতি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ

YouTube-এ এমন কোনও থাম্বনেল বা ছবি পোস্ট করবেন না যদি সেখানে এইসব দেখায়:

  • পর্নোগ্রাফিক ছবি
  • যৌন কার্যকলাপ, সেক্স টয়ের ব্যবহার, বস্তুকামিতা বা যৌন আকাঙ্খা তৃপ্ত করে এমন অন্যান্য ছবি
  • নগ্নতা, যেখানে যৌনাঙ্গের ছবি আছে
  • এমন ছবি যেখানে অযাচিত যৌনতাপূর্ণ উপস্থাপনা দেখায়
  • দর্শকদের মনে আতঙ্ক বা বিতৃষ্ণা জাগানোর মতো হিংসাত্মক ছবি
  • রক্ত বা জমাট বাঁধা রক্ত সহ গ্রাফিক অথবা বিরক্তিকর ছবি
  • অশ্রাব্য অথবা আপত্তিকর ভাষা
  • এমন থাম্বনেল যা দর্শকদের মনে বিভ্রান্তির সৃষ্টি করে যে তারা এমন কিছু দেখতে চলেছে যা ভিডিওতে আদতে নেই

মনে রাখবেন: উপরে উল্লিখিত তালিকা সম্পূর্ণ নয়।

বয়স সংক্রান্ত বিধিনিষেধ যুক্ত থাম্বনেল এবং থাম্বনেল সরিয়ে দেওয়া

কখনও কখনও কোনও থাম্বনেল আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন না করলেও, সেগুলি সব ধরনের দর্শকের জন্য উপযুক্ত নাও হতে পারে। এমন হলে, আমরা ভিডিওতে বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করব অথবা থাম্বনেলটি সরিয়ে দেব। কিন্তু, আপনার চ্যানেলের উপর স্ট্রাইক প্রয়োগ করা হবে না। আমরা কোনও একটি থাম্বনেল মুছে দিলে, আপনাকে তা জানাব এবং আপনি অন্য থাম্বনেল আপলোড করতে পারবেন।

আমরা এই ধরনের থাম্বনেলের জন্য ভিডিওর উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা বা থাম্বনেলটি সরিয়ে দেওয়ার সময় এগুলি বিবেচনা করে দেখি:

  • থাম্বনেলে মূলত স্তন, নিতম্ব বা যৌনাঙ্গের উপর ফোকাস করা হয়েছে কিনা
  • দর্শকদের যৌন উত্তেজনা বাড়ানোর জন্য থাম্বনেলে নির্দিষ্ট ভঙ্গিমায় বা পোশাক পরা অবস্থায় কাউকে দেখানো হয়েছে কিনা
  • হিংসাত্মক বা রগরগে ছবি থাম্বনেলের মূল বিষয়বস্তু কিনা
  • দর্শকদের মধ্যে আতঙ্ক বা ঘৃণা উদ্রেক করার জন্য অথবা অমার্জিত ভাষায় কোনও টেক্সট থাম্বনেলে লেখা আছে কিনা
  • দর্শকদের আতঙ্কিত বা বিরক্ত করার জন্য শীর্ষক, বিবরণ, ট্যাগ বা অন্যান্য ডেটা লেখা হয়েছে কিনা

থাম্বনেল যদি আমাদের নীতি লঙ্ঘন করে, তাহলে কী হয়

আপনার থাম্বনেলে পর্নোগ্রাফি থাকলে আমরা আপনার চ্যানেল বন্ধ করে দিতে পারি। আপনার থাম্বনেল আমাদের অন্য কোনও নীতি লঙ্ঘন করলে, সেটি সরিয়ে দেওয়া হবে। এছাড়াও, আপনার চ্যানেলের উপর স্ট্রাইক প্রয়োগ করা হতে পারে। আপনি প্রথমবার আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনকারী কন্টেন্ট পোস্ট করলে, আপনাকে সতর্ক করা হবে, কিন্তু চ্যানেলের উপর পেনাল্টি আরোপ করা হবে না। সতর্কতার মেয়াদ ৯০ দিনে শেষ করতে, আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিতে পারেন। তবে, আপনার কোনও থাম্বনেল যদি ওই ৯০ দিন সময়সীমার মধ্যেই আবার একই নীতি লঙ্ঘন করে, তাহলে এই সতর্কতার মেয়াদ শেষ হবে না এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে।

৯০ দিনের মধ্যে আপনার চ্যানেল তিনটি স্ট্রাইক পেলে অথবা চ্যানেলে নীতি লঙ্ঘনকারী কন্টেন্ট থাকলে, চ্যানেলটি বন্ধ করে দেওয়া হবে। স্ট্রাইক কীভাবে ও কেন প্রয়োগ করা হয় সেই পদ্ধতি সম্পর্কে আরও জানুন।

কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘনের কারণে আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। একবার গুরুতর কোনও অপব্যবহার করলে অথবা চ্যানেলটি নীতি লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হলে, আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে নীতি সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি। চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে আরও জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
18415768746967753889
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false