বাচ্চারা রয়েছে এমন কন্টেন্টের ক্ষেত্রে যেসব পেশাদার পদ্ধতি মেনে চলতে হবে

আমরা চাই ক্রিয়েটররা সৃজনশীল কন্টেন্ট তৈরি করুন ও সেটি করে আনন্দ পান, কিন্তু আমাদের অনুরোধ যে আপনি আমাদের কমিউনিটি নির্দেশিকা মেনে চলুন। অনলাইনে কন্টেন্ট পোস্ট করার ব্যাপারে আপনাকে অবশ্যই যথেষ্ট সতর্ক হতে হবে এবং কোনও ভিডিও YouTube-এ আপলোড করার আগে সেটিতে দেখানো ব্যক্তির থেকে অনুমতি নিতে হবে।

কোনও নাবালক রয়েছে এরকম কন্টেন্ট পোস্ট করার আগে আপনাকে যা যা করতে হবে:

  • গোপনীয়তার শর্তগুলি যথাযথভাবে পালন করুন। কোনও নাবালককে আপনার ভিডিওতে নেওয়ার আগে তার অভিভাবক অথবা আইনি অভিভাবকের কাছে যথাযথ উপায়ে অনুমতি নিন। আপনার ভিডিওতে তাকে স্বেচ্ছায় অংশগ্রহণ করতে হবে।
  • আপনার ভিডিওতে ব্যবহারকারীদের পোস্ট করা কমেন্ট মডারেট করুন। মন্তব্য ফিল্টার ও পর্যালোচনা করার জন্য আপনার কাছে টুল আছে এবং কোনও মন্তব্য সম্পর্কে স্প্যাম বা অপব্যবহারের অভিযোগ করতে সেটি যেকোনও সময় ফ্ল্যাগ করতে পারেন।
  • আপনার ভিডিওর গোপনীয়তা এবং এম্বেড করা সেটিংস ম্যানেজ করুন। আপনার ভিডিও কে দেখতে পাবেন এবং এক্সটার্নাল সাইটে সেটি কীভাবে শেয়ার করা হবে তা নিয়ন্ত্রণ করার জন্য আপনার কাছে একাধিক বিকল্প আছে।

এই সমস্ত আইন আপনি বুঝেছেন ও মেনে চলছেন কিনা ভাল করে দেখে নিন। নাবালকদের নিয়ে কন্টেন্ট তৈরির সময় আপনাকে সব আইন, নিয়ম ও বিধিনিষেধ মেনে চলতে হবে। এই বিষয়গুলি জেনে রাখা ভাল:

  • অনুমতি: আপনার ভিডিওতে নাবালকদের কাজ করার জন্য কোনও অনুমতি, রেজিস্ট্রেশন বা লাইসেন্সের প্রয়োজন আছে কিনা সেটি স্থানীয় আইন ও নিয়ম পর্যালোচনা করে দেখুন। এছাড়াও, নাবালকদের নিয়োগ করার জন্য আপনার কোনও অনুমতি বা অনুমোদনের প্রয়োজন আছে কিনা সেটি দেখুন।
  • পারিশ্রমিক/উপার্জন ভাগ করা: নাবালকদের পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রযোজ্য আইন মেনে চলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নাবালকদের পারিশ্রমিক দিতে হতে পারে। অন্যান্য ক্ষেত্রে, ভিডিও থেকে উপার্জনের ভাগ আপনাকে সরাসরি নাবালককে দিতে হবে অথবা তার জন্য একাংশ আলাদা করে সুরক্ষিত রাখতে হবে।
  • স্কুল ও পড়াশোনা: আপনার কন্টেন্টে অংশগ্রহণ করার ফলে নাবালকদের স্কুলে যাওয়া ও পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য প্রযোজ্য আইন মেনে চলতে হবে।
  • কাজের পরিবেশ, সময়সীমা ও বিরতি: কাজের পরিবেশ নাবালকদের পক্ষে নিরাপদ হতে হবে। প্রতিদিন তাদের বিশ্রাম, পড়াশোনা ও অবসর বিনোদনের জন্য সময় দিতে হবে। নাবালকদের দিয়ে রাতে কোনও কাজ করানো চলবে না। এছাড়াও কাজের সময়সীমা ও প্রতি দিন/সপ্তাহে কতক্ষণ কাজ করতে হবে সেই সম্পর্কিত সমস্ত স্থানীয় আইন আপনাকে মেনে চলতে হবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11324311410500761754
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false