আগ্নেয়াস্ত্র সংক্রান্ত নীতি

আমাদের দর্শক, পার্টনার ও ক্রিয়েটরের সুরক্ষার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই অভিনব ও প্রাণবন্ত কমিউনিটিকে রক্ষা করার জন্য আপনাদের প্রত্যেকের সাহায্য আমাদের প্রয়োজন। আমাদের কমিউনিটি নির্দেশিকা এবং YouTube-এ লোকজনকে সুরক্ষিত রাখার ব্যাপারে সকলেরই যে দায়িত্ব আছে সেই বিষয়ে এই নির্দেশিকার ভূমিকা যাতে আপনি বোঝেন সেটি খুব গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে নিম্নলিখিত নীতি ভালভাবে পড়ুন। আমাদের সব নির্দেশিকা নিয়ে তৈরি তালিকা দেখতে এই পৃষ্ঠাতে যান।
আগ্নেয়াস্ত্র বিক্রি করা, দর্শকদের আগ্নেয়াস্ত্র এবং নির্দিষ্ট কিছু সরঞ্জাম কীভাবে তৈরি হয় সেই সংক্রান্ত নির্দেশাবলী প্রদান করা, অথবা সেই সব সরঞ্জাম কীভাবে ইনস্টল করা হবে সেই সংক্রান্ত নির্দেশাবলী প্রদান করার উদ্দেশ্যে তৈরি করা কন্টেন্ট YouTube-এ দেখানো যাবে না। YouTube-কে আগ্নেয়াস্ত্র বা নিচে উল্লেখ করা সরঞ্জাম বিক্রি করার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যাবে না। যে লাইভ স্ট্রিম-এ কেউ আগ্নেয়াস্ত্র হাতে ধরে আছেন, নাড়াচাড়া করছেন অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন এমন দৃশ্য প্রদর্শন করা হয় সেটি YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না। 

আপনার কাছে এর মানে কী

আপনি যদি কন্টেন্ট পোস্ট করেন

YouTube-এ এমন কন্টেন্ট পোস্ট করবেন না যার উদ্দেশ্য নিচে উল্লেখ করা একটি বা একাধিক জিনিস করা:

  • প্রত্যক্ষ বিক্রির মাধ্যমে আগ্নেয়াস্ত্র বা আগ্নেয়াস্ত্রের নির্দিষ্ট সরঞ্জাম বিক্রি করা (যেমন, কোনও একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে বিক্রি করেন) বা এমন সাইটের সাথে লিঙ্ক করা যেখানে এইসব আইটেম বিক্রি হয়। এইসব সরঞ্জামের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে:
    • এমন সরঞ্জাম যা কোনও আগ্নেয়াস্ত্রকে অটোমেটিক ফায়ার করার মতো করে সিমুলেট করে,
    • এমন সরঞ্জাম যা আগ্নেয়াস্ত্রকে অটোমেটিক রাইফেলে পরিণত করে, যেমন: বাম্প স্টক, গ্যাটলিং ট্রিগার, ড্রপ-ইন অটো সিয়ার্স বা কনভার্সন কিট,
    • উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন বা ৩০টি বেশি রাউন্ড বহন করতে পারে এমন বেল্ট।
  • নিম্নলিখিতগুলির যেকোনও একটি তৈরি করা সংক্রান্ত নির্দেশাবলী প্রদান করে:
    • আগ্নেয়াস্ত্র,
    • গোলাবারুদ,
    • উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগাজিন,
    • বাড়িতে তৈরি সাইলেন্সর/সাপ্রেসর,
    • এমন সরঞ্জাম যা কোনও আগ্নেয়াস্ত্রকে অটোমেটিক ফায়ার করার মতো করে সিমুলেট করে,
    • এমন সরঞ্জাম যা আগ্নেয়াস্ত্রকে অটোমেটিক রাইফেলে পরিণত করে, যেমন: বাম্প স্টক, গ্যাটলিং ট্রিগার, ড্রপ-ইন অটো সিয়ার্স বা কনভার্সন কিট
  • আগ্নেয়াস্ত্রকে কীভাবে অটোমেটিক বা সিমুলেটেড অটোমেটিক ফায়ার করার ক্ষমতাসম্পন্ন করে তোলা সম্পর্কে নির্দেশাবলী প্রদান করে।
  • উপরে উল্লেখ করা সরঞ্জাম বা মডিফিকেশন কীভাবে ইনস্টল করতে সেই সংক্রান্ত নির্দেশাবলী প্রদান করে।

মনে রাখবেন এটি সম্পূর্ণ তালিকা নয়।

উদাহরণ

এখানে এমন কিছু কন্টেন্টের উদাহরণ দেওয়া হল যা YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না।

  • আপনার ভিডিওর শীর্ষক বা বিবরণে উল্লেখ করা এমন সাইটের লিঙ্ক যেখানে উপরে উল্লেখ করা আগ্নেয়াস্ত্র বা সরঞ্জাম বিক্রি হয়। আপনি এমন সাইটের সাথে লিঙ্ক করতে পারবেন যারা এই আইটেম নিয়ে আলোচনা বা পর্যালোচনা করে, তবে তারা যেন প্রত্যক্ষভাবে এইসব আইটেম বিক্রি না করেন তা ভালভাবে দেখে নিন।
  • ব্যক্তিগতভাবে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে কোনও আগ্নেয়াস্ত্র দেখানো। এর মধ্যে বিক্রেতার ফোন নম্বর, ইমেল আইডি বা যোগাযোগের অন্যান্য তথ্য প্রদান করা অন্তর্ভুক্ত।
  • আগ্নেয়াস্ত্রের ফ্যাব্রিকেশন সম্পূর্ণ করার জন্য লোয়ার রিসিভার কীভাবে সম্পূর্ণ করতে হয় সেই সংক্রান্ত নির্দেশাবলী ধাপে ধাপে ব্যবহারকারীকে দেখানো।
  • ফ্ল্যাশলাইট, তেলের ক্যান, সলভেন্ট ক্যাচার বা অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করে কীভাবে সাইলেন্সর তৈরি করতে হয় তা ব্যবহারকারীকে দেখানো।
  • সিমুলেটেড অটোমেটিক ফায়ার চালু করার জন্য কীভাবে বাম্প স্টক বা সেই ধরনের অন্যান্য সরঞ্জাম ইনস্টল করতে হয় তা ব্যবহারকারীকে দেখানো।
  • আগ্নেয়াস্ত্র থেকে গুলি করা হোক বা না হোক কেউ সেটি হাতে ধরে আছেন অথবা নাড়াচাড়া করছেন এমন দৃশ্য সহ লাইভ স্ট্রিম। মনে রাখবেন: ভিডিও গেমে আগ্নেয়াস্ত্র দেখানো এর মধ্যে পড়ে না।
  • আগ্নেয়াস্ত্র নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন এমন দৃশ্য সহ লাইভ স্ট্রিম; যেমন মোটর গাড়ি, ট্রাক বা অন্য যানবাহনে আগ্নেয়াস্ত্র নিয়ে ভ্রমণ করা বা সেটি সঙ্গে নিয়ে ঘোরা। মনে রাখবেন: ভিডিও গেমে আগ্নেয়াস্ত্র দেখানো এর মধ্যে পড়ে না।

মনে রাখবেন, এখানে মাত্র কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। কোনও কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করতে পারে বলে আপনার মনে হলে সেটি পোস্ট করবেন না।

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে কী হবে

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে, সেটি সরিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইমেল করে জানানো হবে। আপনার পোস্ট করা লিঙ্ক নিরাপদ কিনা তা যাচাই করতে না পারলে আমরা সেটি সরিয়ে দিতে পারি। মনে রাখবেন, ভিডিওতে বা ভিডিওর মেটাডেটায় কোনও নীতি লঙ্ঘনকারী URL পোস্ট করলেও ভিডিওটি সরিয়ে দেওয়া হতে পারে।

প্রথমবার কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, চ্যানেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে আপনাকে শুধু সতর্ক করা হতে পারে। আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিয়ে এই সতর্কতার মেয়াদ ৯০ দিনে শেষ করার সুযোগ পাবেন। তবে, ওই ৯০ দিন সময়সীমার মধ্যেই আবার একই নীতি লঙ্ঘন করলে, এই সতর্কতার মেয়াদ শেষ হবে না এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে।

আপনি ৯০ দিনের মধ্যে ৩টি স্ট্রাইক পেলে, আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। স্ট্রাইক কীভাবে ও কেন প্রয়োগ করা হয়, সেই সম্পর্কে আরও জানুন

কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘনের কারণে আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। একবার গুরুতর কোনও অপব্যবহার করলে অথবা চ্যানেলটি নীতি লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হলে, আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে নীতি সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি। চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে আরও জানুন

এই নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্ট খুঁজে পেলে, সেটি সম্পর্কে অভিযোগ করুন। কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করছে বলে দেখতে পেলে, কীভাবে অভিযোগ করবেন সেটি এখান থেকে জানতে পারবেন। আপনি একাধিক ভিডিও বা মন্তব্য সম্পর্কে অভিযোগ করতে চাইলে, চ্যানেল সম্পর্কে অভিযোগ করতে পারেন।

 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7176882975063580907
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false