আগ্নেয়াস্ত্র সংক্রান্ত নীতি

১৮ জুন ২০২৪ থেকে সেইসব কন্টেন্টে নিষেধাজ্ঞা আরোপ করা হবে যেগুলিতে সুরক্ষা ডিভাইস কীভাবে সরানো যায় তা দেখানো হয়েছে। যেসব কন্টেন্টে ঘরে তৈরি আগ্নেয়াস্ত্র, অটোমেটিক আগ্নেয়াস্ত্র এবং নির্দিষ্ট কয়েকটি আগ্নেয়াস্ত্রের সরঞ্জামের ব্যবহার দেখানো হয়, সেগুলিতে বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
আগ্নেয়াস্ত্র বিক্রি করা, আগ্নেয়াস্ত্র, বুলেট ও শেল এবং নির্দিষ্ট কিছু সরঞ্জাম কীভাবে তৈরি হয় অথবা সেইসব সরঞ্জাম কীভাবে ইনস্টল করা হয় তার ব্যাপারে দর্শকদের নির্দেশাবলী প্রদান করার উদ্দেশ্যে তৈরি করা কন্টেন্ট YouTube-এ দেখানো যায় না। YouTube-কে আগ্নেয়াস্ত্র বা নিম্নলিখিত সরঞ্জাম বিক্রি করার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যাবে না। লাইভ স্ট্রিমে কেউ আগ্নেয়াস্ত্র হাতে ধরে আছেন, নাড়াচাড়া করছেন অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন এমন দৃশ্য দেখানো হলে তা YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না।
 
কিছু ক্ষেত্রে কন্টেন্ট আমাদের নীতি লঙ্ঘন না করলেও সেটি ১৮ বছরের কম বয়সের দর্শকদের দেখার উপযুক্ত নাও হতে পারে। তাছাড়া, নির্দিষ্ট কয়েকটি আগ্নেয়াস্ত্র ও নিম্নলিখিত সরঞ্জামের ব্যবহার দেখানো কন্টেন্টের উপরেও YouTube বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করে (মনে রাখবেন: এই বিধিনিষেধ শুধুমাত্র আগ্নেয়াস্ত্রের প্রকৃত ব্যবহারের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, নিচে এর বিস্তারিত বিবরণ দেওয়া হল)।

এর ফলে আপনি কীভাবে প্রভাবিত হতে পারেন

আপনি যদি কন্টেন্ট পোস্ট করেন

YouTube-এ এমন কন্টেন্ট পোস্ট করবেন না যার উদ্দেশ্য নিচে উল্লেখ করা একটি বা একাধিক জিনিস করা:

  • প্রত্যক্ষ বিক্রির মাধ্যমে আগ্নেয়াস্ত্র বা আগ্নেয়াস্ত্রের নির্দিষ্ট সরঞ্জাম বিক্রি করা (যেমন, কোনও একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে বিক্রি করেন) বা এমন সাইটের সাথে লিঙ্ক করা যেখানে এইসব আইটেম বিক্রি হয়। এইসব সরঞ্জামের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে:
    • এমন সরঞ্জাম যা কোনও আগ্নেয়াস্ত্রকে অটোমেটিক ফায়ার করার মতো করে সিমুলেট করে,
    • এমন সরঞ্জাম যা আগ্নেয়াস্ত্রকে অটোমেটিক রাইফেলে পরিণত করে, যেমন: বাম্প স্টক, গ্যাটলিং ট্রিগার, ড্রপ-ইন অটো সিয়ার্স বা কনভার্সন কিট,
    • উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন বা ৩০টি বেশি রাউন্ড বহন করতে পারে এমন বেল্ট।
  • নিম্নলিখিতগুলির যেকোনও একটি তৈরি করা সংক্রান্ত নির্দেশাবলী প্রদান করে:
    • আগ্নেয়াস্ত্র,
    • গোলাবারুদ,
    • উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগাজিন,
    • বাড়িতে তৈরি সাইলেন্সর/সাপ্রেসর,
    • এমন সরঞ্জাম যা কোনও আগ্নেয়াস্ত্রকে অটোমেটিক ফায়ার করার মতো করে সিমুলেট করে,
    • এমন সরঞ্জাম যা আগ্নেয়াস্ত্রকে অটোমেটিক রাইফেলে পরিণত করে, যেমন: বাম্প স্টক, গ্যাটলিং ট্রিগার, ড্রপ-ইন অটো সিয়ার্স বা কনভার্সন কিট।
  • আগ্নেয়াস্ত্রকে কীভাবে অটোমেটিক বা সিমুলেটেড অটোমেটিক ফায়ার করার উপযোগী করে তোলা যায় তার ব্যাপারে নির্দেশাবলী প্রদান করে।
  • উপরে উল্লেখ করা সরঞ্জাম বা মডিফিকেশন কীভাবে ইনস্টল করতে হয় তার ব্যাপারে নির্দেশাবলী প্রদান করে।
  • ম্যাগাজিনের রিলিজ সীমিত করে এমন ডিভাইসের মতো নির্দিষ্ট ধরনের আগ্নেয়াস্ত্রের নিরাপত্তা ডিভাইস কীভাবে সরানো যায় তার ব্যাপারে নির্দেশাবলী প্রদান করে। গান লকের মতো সাময়িকভাবে কোনও অস্ত্রকে বন্ধ করে দিতে ব্যবহৃত ডিভাইস সরানোর বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে না

মনে রাখবেন যে এই তালিকাটি সম্পূর্ণ নয়।

বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত কন্টেন্ট

কিছু ক্ষেত্রে কন্টেন্ট আমাদের নীতি লঙ্ঘন না করলেও সেটি ১৮ বছরের কম বয়সের দর্শকদের দেখার উপযুক্ত নাও হতে পারে।

  • বাড়িতে তৈরি আগ্নেয়াস্ত্র (যেমন, 3D প্রিন্টেড গান), অটোমেটিক আগ্নেয়াস্ত্র বা নিম্নলিখিত যেকোনও সরঞ্জামের ব্যবহার দেখানো কন্টেন্ট:
    • এমন সরঞ্জাম যা কোনও আগ্নেয়াস্ত্রকে অটোমেটিক ফায়ার করার মতো করে সিমুলেট করে
    • এমন সরঞ্জাম যা আগ্নেয়াস্ত্রকে অটোমেটিক রাইফেলে পরিণত করে, যেমন: বাম্প স্টক, গ্যাটলিং ট্রিগার, ড্রপ-ইন অটো সিয়ার্স বা কনভার্সন কিট
    • উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগাজিন
    • বাড়িতে তৈরি সাইলেন্সার/সাপ্রেসর
  • উদাহরণ (তালিকাটি সম্পূর্ণ নয়):
    • কোনও 3D প্রিন্টেড আগ্নেয়াস্ত্র দিয়ে ফায়ার করা
    • সম্পূর্ণ অটোমেটিক রাইফেল দিয়ে ফায়ার করা
    • উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগাজিন সহ আগ্নেয়াস্ত্র দিয়ে ফায়ার করা

এইসব নির্দেশিকা আগ্নেয়াস্ত্রের প্রকৃত ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং উদাহরণস্বরূপ, কোনও সিনেমার মতো শৈল্পিক কন্টেন্টে আগ্নেয়াস্ত্রের ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। তাছাড়া, আমরা জনস্বার্থে দেখানো কন্টেন্টের জন্যও কিছু এক্সেপশন করতে পারি, যেমন, মিলিটারি বা পুলিশের ফুটেজ, খবরের ফুটেজ বা যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া ভিডিও ফুটেজ।

উদাহরণ

এখানে এমন কিছু কন্টেন্টের উদাহরণ দেওয়া হল যা YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না।

  • আপনার ভিডিওর শীর্ষক বা বিবরণে দেখানো এমন সাইটের লিঙ্ক যেখানে উপরে উল্লেখ করা আগ্নেয়াস্ত্র বা সরঞ্জাম বিক্রি হয়। আপনি এমন সাইটের সাথে লিঙ্ক করতে পারবেন যারা আইটেম নিয়ে আলোচনা বা পর্যালোচনা করে, তবে সেইসব সাইট সরাসরি আইটেম বিক্রি করতে বা কাউকে দিতে পারবে না।
  • ব্যক্তিগতভাবে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে কোনও আগ্নেয়াস্ত্র দেখানো। এর মধ্যে বিক্রেতার ফোন নম্বর, ইমেল আইডি বা যোগাযোগের অন্যান্য তথ্য প্রদান করা অন্তর্ভুক্ত।
  • আগ্নেয়াস্ত্রের ফ্যাব্রিকেশন সম্পূর্ণ করতে লোয়ার রিসিভার কীভাবে সম্পূর্ণ করতে হয় তার ব্যাপারে ধাপে ধাপে নির্দেশাবলী ব্যবহারকারীকে দেখানো।
  • কোনও ফ্ল্যাশলাইট, তেলের ক্যান, সলভেন্ট ক্যাচার বা অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করে কীভাবে সাইলেন্সার তৈরি করতে হয় তা ব্যবহারকারীকে দেখানো।
  • সিমুলেটেড অটোমেটিক ফায়ার চালু করতে, কীভাবে বাম্প স্টক বা তাকে নকল করে তৈরি করে নেওয়া সরঞ্জাম ইনস্টল করতে হয় তা ব্যবহারকারীকে দেখানো।
  • আগ্নেয়াস্ত্র থেকে গুলি করা হোক বা না হোক কেউ সেটি হাতে ধরে আছেন অথবা নাড়াচাড়া করছেন এমন দৃশ্য সহ লাইভ স্ট্রিম। মনে রাখবেন: ভিডিও গেমে আগ্নেয়াস্ত্র দেখানো এর মধ্যে পড়ে না।
  • আগ্নেয়াস্ত্র নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন এমন দৃশ্য সহ লাইভ স্ট্রিম; যেমন মোটর গাড়ি, ট্রাক বা অন্য যানবাহনে আগ্নেয়াস্ত্র নিয়ে ভ্রমণ করা বা সেটি সঙ্গে নিয়ে ঘোরা। মনে রাখবেন: ভিডিও গেমে আগ্নেয়াস্ত্র দেখানো এর মধ্যে পড়ে না।

মনে রাখবেন, এখানে মাত্র কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। কোনও কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করতে পারে বলে আপনার মনে হলে সেটি পোস্ট করবেন না।

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে কী হবে

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে, সেটি সরিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইমেল করে জানানো হবে। আপনার পোস্ট করা লিঙ্ক নিরাপদ কিনা তা যাচাই না করতে পারলে, আমরা সেই লিঙ্ক সরিয়ে দিতে পারি। মনে রাখবেন, ভিডিওতে বা ভিডিওর মেটাডেটায় কোনও নীতি লঙ্ঘনকারী URL পোস্ট করলেও ভিডিওটি সরিয়ে দেওয়া হতে পারে।

প্রথমবার কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, চ্যানেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে আপনাকে শুধু সতর্ক করা হতে পারে। আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিয়ে এই সতর্কতার মেয়াদ ৯০ দিনে শেষ করার সুযোগ পাবেন। ট্রেনিং শেষ হওয়ার পর থেকে ৯০ দিনের সময়সীমা শুরু হয়, সতর্কতা জারি করার পর থেকে নয়। তবে, ওই ৯০ দিন সময়সীমার মধ্যেই আবার একই নীতি লঙ্ঘন করলে, এই সতর্কতার মেয়াদ শেষ হবে না এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে।

আপনি ৯০ দিনের মধ্যে ৩টি স্ট্রাইক পেলে, আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। স্ট্রাইক কীভাবে ও কেন প্রয়োগ করা হয়, সেই সম্পর্কে আরও জানুন

কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘনের কারণে আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। একবার গুরুতর কোনও অপব্যবহার করলে অথবা চ্যানেলটি নীতি লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হলে, আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে নীতি সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি। চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে আরও জানুন

এই নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্ট খুঁজে পেলে, সেটি সম্পর্কে অভিযোগ করুন। কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করছে বলে দেখতে পেলে, কীভাবে অভিযোগ করবেন সেটি এখান থেকে জানতে পারবেন। আপনি একাধিক ভিডিও বা মন্তব্য সম্পর্কে অভিযোগ করতে চাইলে, চ্যানেল সম্পর্কে অভিযোগ করতে পারেন।

 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13463157550072858029
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false