ক্রিয়েটরের দায়িত্ব

ক্রিয়েটররা YouTube-এর প্রাণভোমরা। ক্রিয়েটর হওয়ার অর্থ হল আপনি একটি অত্যন্ত বড় এবং প্রভাব বিস্তারকারী গ্লোবাল কমিউনিটির অংশ। এই অভিনব ও প্রাণবন্ত গ্রুপকে রক্ষা করতে এবং এটি সবার জন্য নিরাপদ রাখতে আপনি আমাদের সাহায্য করতে পারেন।

YouTube-এর ক্রিয়েটরদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা সংক্রান্ত উদ্যোগ

YouTube-এ ক্রিয়েটর হিসেবে আপনাকে আমাদের যেসব নিয়ম মেনে চলতে হবে:

YouTube প্ল্যাটফর্ম সবার জন্য নিরাপদ রাখতে আমাদের এই দ্বিপাক্ষিক ভূমিকা পালনের ক্ষেত্রে এইসব নির্দেশিকা ও সেগুলির গুরুত্ব আপনার বোঝা প্রয়োজন। এইসব নির্দেশিকা লঙ্ঘন করলে আপনার ভিডিও মুছে ফেলা হতে পারে, আপনার চ্যানেল স্ট্রাইক পেতে পারে। গুরুত্বপূর্ণ নির্দেশিকা লঙ্ঘন করলে বা লঙ্ঘনের ঘটনা বারবার ঘটলে আপনার চ্যানেলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে এমনকি চ্যানেল বন্ধ করে দেওয়া হতে পারে।

আপনার কন্টেন্ট থেকে উপার্জন করা

যেসব ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজ করতে চান তাদের আরও যেসব নির্দেশিকা পালন করতে হবে:

এইসব নির্দেশিকা মেনে চললে, সকলের উপার্জনে ক্ষতি করতে পারে এমন সম্ভাব্য অনুপযুক্ত ভিডিওর মনিটাইজেশন আটকানোর ব্যাপারে আপনি আমাদের সাহায্য করবেন।

এইসব নির্দেশিকা মেনে না চললে, এর ফলে আপনি পেনাল্টির সম্মুখীন হতে পারেন যেমন, আপনার কন্টেন্টে বিজ্ঞাপন দেখানো বন্ধ করা বা আপনার চ্যানেলকে YouTube পার্টনার প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা।

আমাদের মনিটাইজেশন নীতি সম্পর্কে আরও জানুন।

YouTube কমিউনিটি সুরক্ষিত রাখা

একজন YouTube ক্রিয়েটর হিসেবে এই প্ল্যাটফর্ম ও এর বাইরেও আপনার দায়িত্বশীল আচরণ কাম্য। আমরা যদি খেয়াল করি, কোনও ক্রিয়েটর YouTube প্ল্যাটফর্মে/বা এর বাইরে এমন কোনও আচরণ করেছে যা আমাদের ব্যবহারকারী, কর্মী বা ইকোসিস্টেমের কোনও ক্ষতি করেছে, সেক্ষেত্রে কমিউনিটিকে সুরক্ষিত করার জন্য আমরা অ্যাকশন নিতে পারি।

YouTube-এ আপনার আপলোড করা কন্টেন্ট ছাড়াও এই প্ল্যাটফর্মে/বা তার বাইরে যেসব আচরণকে আমরা অনুপযুক্ত হিসেবে গণ্য করি ও যার ফলে আপনি পেনাল্টি পেতে পারেন সেরকম কয়েকটি উদাহরণ দেওয়া হল:

  • অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে করা কোনও কার্যকলাপ।
  • কোনও কিছুর অপব্যবহার বা কোনও হিংসাত্মক কার্যকলাপে জড়িত থাকা, নিষ্ঠুর আচরণ বা জালিয়াতি বা ঠগবাজির ঘটনায় অংশগ্রহণ করা যা বাস্তবে কারও ক্ষতি করতে পারে।

যদিও এই ধরনের ঘটনা খুব বেশি ঘটে না, কিন্তু এই জাতীয় ঘটনার প্রভাবে YouTube কমিউনিটিতে ব্যাপক ক্ষতি হতে পারে এবং এর ফলে ক্রিয়েটর, ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতার মধ্যে পারস্পরিক বিশ্বাসে ফাটল ধরতে পারে।

এইসব নির্দেশিকা লঙ্ঘনের গুরুতর ঘটনা ঘটলে এবং এর ফলে YouTube কমিউনিটি গভীরভাবে ক্ষতিগ্রস্থ হলে, নীতি লঙ্ঘনের জন্য নেওয়া স্ট্যান্ডার্ড অ্যাকশন ছাড়াও অন্যান্য অ্যাকশন নেওয়া হতে পারে। এইসব অন্যান্য বিধিনিষেধ প্রযোজ্য হতে পারে:

  • YouTube Originals এবং YouTube Spaces ব্যবহারের অভিজ্ঞতা: YouTube Originals থেকে আপনাকে সাসপেন্ড করলে, বাতিল করলে বা সরিয়ে দেওয়া হলে আপনি YouTube পপ-আপ স্পেস ও ভার্চুয়ালি জমায়েত হওয়ার সুবিধা আর অ্যাক্সেস করতে পারবেন না।
  • মনিটাইজেশন, পার্টনার ম্যানেজ করা ও প্রচারমূলক সুযোগ: আপনার চ্যানেলে বিজ্ঞাপন দেখানো ও উপার্জনের সুবিধা বন্ধ করা হতে পারে এবং YouTube পার্টনার প্রোগ্রাম থেকে আপনার চ্যানেলকে সরিয়ে দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে 'পার্টনার ম্যানেজ করা' ও 'ক্রিয়েটর সহায়তা' সুবিধা থেকে অ্যাক্সেস হারানো। Studio কন্টেন্ট ম্যানেজার অ্যাক্সেস করার সুবিধাও হারাতে পারেন। YouTube Select লাইন-আপ থেকে আপনাকে সরানো হতে পারে।

অতিরিক্ত রিসোর্স

YouTube-এর নীতি সম্পর্কে আরও জানতে এই অতিরিক্ত রিসোর্স কাজে লাগান:

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5283699617093545006
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false