কমিউনিটি পোস্ট তৈরি করা

YouTube Community Posts

কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনি YouTube-এ দর্শকদের কাছে আরও বেশি পৌঁছাতে পারবেন ও তাদের সাথে আরও ভালভাবে ইন্টার‌্যাক্ট করতে পারবেন। কমিউনিটি ট্যাবের সুবিধা ও কোন কোন চ্যানেল এটি ব্যবহার করার জন্য উপযুক্ত সেই বিষয়ে আরও জানুন। আপনার চ্যানেলের ভূমিকার উপর নির্ভর করে কমিউনিটি পোস্টের অ্যাক্সেস পরিবর্তিত হতে পারে। চ্যানেলের অনুমতি সম্পর্কে আরও জানুন।

মনে রাখবেন: কমিউনিটি পোস্ট বন্ধ করে দেওয়া হয় যদি:

কমিউনিটি পোস্ট তৈরি করা

কমিউনিটি পোস্ট তৈরি করতে:

  1. YouTube-এ সাইন-ইন করুন।
  2. পৃষ্ঠার একদম উপরে, 'তৈরি করুন এবং তারপর পোস্ট তৈরি করুন' বিকল্প বেছে নিন।
  3. স্ক্রিনের একদম উপরের বক্সে:
    • টেক্সট পোস্ট তৈরি করতে মেসেজ টাইপ করুন অথবা কোনও ছবি, GIF বা ভিডিও পোস্টে টেক্সট যোগ করুন।
    • ভিডিও , পোল বা ছবির পোস্ট তৈরি করতে বেছে নিন।
  4. পোস্ট করুন বিকল্প বেছে নিন।

YouTube কমিউনিটিকে সুরক্ষিত রাখতে, কোনও চ্যানেল ২৪-ঘণ্টা সময়সীমার মধ্যে কতগুলি পোস্ট করতে পারবে তার নির্দিষ্ট সংখ্যা নির্ধারিত থাকে। যদি "সীমায় পৌঁছে গেছেন" লেখা সমস্যার মেসেজ দেখতে পান, সেক্ষেত্রে ২৪ ঘণ্টা পরে আবার চেষ্টা করুন।

একটি পোস্ট শিডিউল করুন

কমিউনিটি পোস্ট শিডিউল করতে:

  1. YouTube-এ সাইন-ইন করুন।
  2. পৃষ্ঠার একদম উপরে, 'তৈরি করুন এবং তারপর পোস্ট তৈরি করুন' বিকল্প বেছে নিন।
  3. স্ক্রিনের একদম উপরের বক্সে:
    • টেক্সট পোস্ট তৈরি করতে মেসেজ টাইপ করুন অথবা কোনও ছবি, GIF বা ভিডিও পোস্টে টেক্সট যোগ করুন।
    • ভিডিও , পোল বা ছবির পোস্ট তৈরি করতে বেছে নিন।
  4. পোস্ট করুন বিকল্পের ঠিক পাশের নিম্নমুখী তীরচিহ্নে ক্লিক করুন এবং কখন পোস্ট করবেন তা শিডিউল করুন বিকল্প বেছে নিন।
  5. পোস্ট প্রকাশের তারিখ, সময় এবং টাইম জোন বেছে নিন।
  6. শিডিউল করুন বিকল্প বেছে নিন।

পোস্টে অন্যান্য চ্যানেল উল্লেখ করা

প্রথমে @ লিখে এবং তার ঠিক পরেই তার হ্যান্ডেল বা চ্যানেলের নাম লিখে, আপনার কমিউনিটি পোস্টে অন্যান্য YouTube চ্যানেল উল্লেখ করতে পারবেন। আপনি কোনও চ্যানেলের নাম উল্লেখ করলে সেই চ্যানেলে বিজ্ঞপ্তি পাঠানো হতে পারে। দর্শক যেকোনও ডিভাইস থেকে উল্লেখ করা চ্যানেলে ক্লিক করে সরাসরি সেই চ্যানেল পৃষ্ঠায় যেতে পারেন।

পোস্টের ধরন বোঝা

টেক্সট পোস্ট

টেক্সট পোস্ট তৈরি করতে আপনার চ্যানেলের কমিউনিটি ট্যাবে গিয়ে টেক্সট বক্সে আপনার মেসেজ লিখুন। আপনি শুধু টেক্সট মেসেজ অথবা টেক্সটের সাথে ভিডিও, ছবি বা GIF পোস্ট করতে পারেন। টেক্সট পোস্ট পোলের সাথে যুক্ত করা যাবে না।

প্লেলিস্ট পোস্ট

'কমিউনিটি পোস্ট' ফিচারটি চালু থাকলে আপনি পছন্দের আর্টিস্টের প্লেলিস্ট পোস্ট করতে পারবেন।

যে প্লেলিস্ট শেয়ার করতে চান, সেটি খুলে URL কপি করুন। কমিউনিটি পোস্ট তৈরি করার সময় প্লেলিস্টের URL টেক্সট ফিল্ডে পেস্ট করুন।

ছবি ও GIF পোস্ট

আপনার পোস্টের সাথে সর্বাধিক ৫টি ছবি আপলোড করার জন্য বেছে নিতে পারবেন। আপনার কম্পিউটার থেকে ছবি বা অ্যানিমেট করা GIF বেছে নিতে, 'ছবি' বিকল্পে ক্লিক করুন।

'কমিউনিটি' ট্যাবে আপনার অ্যাক্সেস থাকলে, আপনি YouTube অ্যাপের মাধ্যমে আপনার পোস্টে ছবির সাথে টেক্সট, স্টিকার এবং ফিল্টার যোগ করতে পারবেন।

নির্দেশিকা

  • সাইজ: সর্বাধিক ১৬ এমবি
  • ফাইলের ধরন: JPG, PNG, GIF অথবা WEBP
  • সাজেস্ট করা আকৃতির অনুপাত: আমরা ১:১ অনুপাতের সাইজ সাজেস্ট করি, কারণ ফিডে ছবি এই সাইজের কন্টেন্টই দেখানো হয়। দর্শক ছবির উপর ক্লিক করে এটি বড় করে দেখতে পারবেন।

মনে রাখবেন, সব ছবির ক্ষেত্রে YouTube কমিউনিটি নির্দেশিকা মেনে চলতেই হবে। কোনও ছবি কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, পোস্টটি সরানো হতে পারে ও আপনার চ্যানেলে একটি স্ট্রাইক আরোপ করা হতে পারে।

ভিডিও পোস্ট

পোস্টে ভিডিও যোগ করতে চাইলে আপনি এগুলির মধ্যে কোনও একটি করতে পারবেন:

  • YouTube ভিডিও সার্চ করা
  • একটি YouTube ভিডিও URL পেস্ট করুন
  • আপনার YouTube চ্যানেল থেকে একটি ভিডিও বেছে নিন

আপনার তৈরি করা পোস্টে অন্য ক্রিয়েটরের ভিডিও শেয়ার করলে, সেই ভিডিওর মূল আপলোডারের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হবে। এই বিজ্ঞপ্তি পাঠানো হলে মূল ক্রিয়েটর জানতে পারেন যে অন্য ক্রিয়েটররা তার ভিডিও শেয়ার করছেন।

মনে রাখবেন: কোনও কমিউনিটি পোস্টে এমন ভিডিও শেয়ার করা হলে, যেটি আগে থেকেই কোনও দর্শক সাবস্ক্রাইব করে রেখেছেন বা হোম ফিডে রয়েছে, সেটি আবার দেখা যাবে না। এই সেটিং আপনার চ্যানেলের দর্শকদের একই ভিডিও বারবার দেখায় না।

পোল

আপনি নিজের পোস্টে পোল  যোগ করতে চাইলে:

  1. টেক্সট বা ছবি পোল বেছে নিন।
  2. টেক্সট পোলের জন্য:
    1. টেক্সট ফিল্ডে আপনার প্রশ্ন লিখুন।
    2. "বিকল্প" ফিল্ডে উত্তর লিখুন।
    3. আরও উত্তর ফিল্ড যোগ করতে চাইলে, বিকল্প যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. ছবি পোলের জন্য:
    1. টেক্সট ফিল্ডে আপনার প্রশ্ন লিখুন।
    2. উত্তর হিসেবে ছবি আপলোড করুন।
    3. আরও ছবির প্রয়োজন হলে, সর্বাধিক ৪টি ছবি যোগ করার জন্য বিকল্প যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।

মনে রাখবেন: 'ছবি পোল' বিকল্পে সর্বাধিক অক্ষরের সংখ্যা এখন বাড়িয়ে ৩৬ করা হয়েছে। 'টেক্সট পোল' বিকল্পে সর্বাধিক ৬৫টি অক্ষর রাখা যাবে।

ক্যুইজ

আপনি নিজের পোস্টে ক্যুইজ যোগ করতে চাইলে:

  1. টেক্সট ফিল্ডে আপনার প্রশ্ন লিখুন।
  2. “উত্তর” ফিল্ডে উত্তর লিখুন। প্রতিটি উত্তর সর্বাধিক ৮০ অক্ষরের হতে পারে।
  3. আরও উত্তর ফিল্ড প্রয়োজন হলে, উত্তর যোগ করুন বিকল্পে ট্যাপ করুন। আপনি সর্বাধিক ৪টি উত্তর যোগ করতে পারবেন।
  4. সঠিক উত্তর বেছে নিন। এই উত্তরটি কেন সঠিক তার ব্যাখ্যা (ঐচ্ছিক) আপনি টেক্সট ফিল্ডে যোগ করতে পারেন। ব্যাখ্যা সর্বাধিক ৩৫০ অক্ষরের হতে পারে।
মনে রাখবেন: ক্যুইজের ক্ষেত্রে কেবল একটিই সঠিক উত্তর যোগ করতে পারেন।

আপনার অ্যাক্টিভিটি ম্যানেজ করুন

কমিউনিটি পোস্টে আপনি নিজের সব অ্যাক্টিভিটি ইতিহাস দেখতে ও ম্যানেজ করতে পারবেন। এই ফিচার শুধুমাত্র কম্পিউটারেই উপলভ্য।

  1. YouTube.com লিঙ্কে যান।
  2. বাঁদিকে, ইতিহাস বিকল্পে ক্লিক করুন।
  3. ডানদিকে "ইতিহাসের ধরন" বিকল্পের অধীনে 'কমিউনিটি' বিকল্পে ক্লিক করুন। আপনি নিজের কমিউনিটি পোস্টের ইতিহাস দেখতে পাবেন।
  4. কোনও অ্যাক্টিভিটি এডিট করতে বা মুছে দিতে, সেটির উপরে মাউস নিয়ে যান এবং 'আরও' '' এবং তারপর এডিট করুন অথবা মুছে দিন বিকল্পে ক্লিক করুন।

মনে রাখবেন: কতগুলি পোস্ট আপনি খুলেছেন তার ইতিহাস শুধু ৩০ দিনের জন্যই স্টোর করে রাখা হয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
15608786392675579833
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false