আপনার Content ID দাবি থেকে কোনও চ্যানেলকে ছাড় দেওয়া

YouTube Studio কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন এমন পার্টনাররাই শুধুমাত্র এই ফিচার ব্যবহার করতে পারবেন।
আপনি Content ID সংক্রান্ত মিল খোঁজার ফিচার চালু করলে, অন্য ব্যবহারকারীদের আপলোড করা কন্টেন্ট যা আপনার রেফারেন্স ফাইলের সাথে (বা তার কিছু অংশের সাথে) মেলে তার বিরুদ্ধে YouTube নিজে থেকেই দাবি তৈরি করে।

কিছু কিছু পরিস্থিতিতে, আপনি নির্দিষ্ট কিছু YouTube চ্যানেলের আপলোড করা ভিডিওতে Content ID দাবি করতে নাও চাইতে পারেন। যেমন, কোনও সিনেমা স্টুডিও সেইসব চ্যানেল থেকে ভিডিও দাবি করতে চাইবে না যেগুলি তার ফিল্ম পর্যালোচনা ও প্রচার করে। আপনার সাদাতালিকায় কোনও চ্যানেল যোগ করে কন্টেন্ট Content ID দাবি থেকে সেই চ্যানেলকে ছাড় দিতে পারবেন।

মনে রাখবেন

আপনার সাদাতালিকায় চ্যানেল যোগ করা

আপনি নিজের সাদাতালিকায় এক বা একাধিক চ্যানেল যোগ করতে পারবেন যাতে সেগুলি Content ID দাবি থেকে ছাড় পায়। আপনার সাদাতালিকায় চ্যানেল যোগ করতে:

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, সাদাতালিকা আইকনটি বেছে নিন।
  3. স্ক্রিনের উপরে ডান দিকে, চ্যানেল যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. কোনও চ্যানেল ID বা URL লিখুন। চ্যানেলের URL-এ 'UC' দিয়ে শুরু হওয়া ২৪ অক্ষরের বর্ণসাংখ্যিক স্ট্রিংকেই 'চ্যানেল ID' হিসেবে গণ্য করা হয়।
    • একসাথে একাধিক চ্যানেল যোগ করতে, টেক্সট বক্সে কমা দিয়ে আলাদা করা চ্যানেল আইডির তালিকা পেস্ট করুন।
  5. যোগ করুন বিকল্পে ক্লিক করুন।

আপনার সাদাতালিকায় কোনও চ্যানেল যোগ করার পরে, Content ID সেই চ্যানেলে আপলোড করা কোনও ভিডিও দাবি করবে না। তবে, আপনার সাদাতালিকায় যোগ করার আগে থেকেই থাকা যেকোনও দাবি অটোমেটিক ছেড়ে দেওয়া হবে না। দাবি ছেড়ে দেওয়ার ব্যাপারে জানুন।

একাধিক পার্টনার কোনও অ্যাসেটের মালিক হলে, সেই অ্যাসেট সংক্রান্ত দাবি ছেড়ে দিতে প্রত্যেক পার্টনারকেই তাদের সাদাতালিকায় সংশ্লিষ্ট চ্যানেলটি যোগ করতে হবে।

আপনার সাদাতালিকা থেকে কোনও চ্যানেল সরিয়ে দেওয়া

আপনার সাদাতালিকা থেকে কোনও চ্যানেল সরানোর অর্থ হল Content ID আর সেই চ্যানেলকে দাবি থেকে ছাড় দেবে না। এই চ্যানেলগুলি যদি আপনার রেফারেন্স ফাইলের সাথে মিলে যাওয়া ভিডিও আপলোড করে এবং চ্যানেলগুলি আর আপনার সাদাতালিকায় না থাকে, তাহলে Content ID দাবি তৈরি করবে। আপনার সাদাতালিকা থেকে চ্যানেল সরিয়ে দিতে এগুলি করতে হবে:

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, সাদাতালিকা আইকনটি বেছে নিন।
  3. ফিল্টার বার এবং তারপর চ্যানেল আইডি অথবা চ্যানেলের নাম বিকল্পে ক্লিক করুন।
  4. কমা দিয়ে আলাদা করা চ্যানেল আইডি অথবা চ্যানেলের নামের তালিকা পেস্ট করুন এবং তারপর প্রয়োগ করুন
  5. আপনি নিজের সাদাতালিকা থেকে যেসব চ্যানেল সরাতে চান তার পাশের চেকবক্সে ক্লিক করুন।
    • সব চ্যানেল বেছে নিতে 'সার্চ ফলাফল' তালিকার উপরের দিকে থাকা চেকবক্সে ক্লিক করুন এবং তারপর সবকটি বেছে নিন
  6. উপরের ব্যানার, সরিয়ে দিন বিকল্পে ক্লিক করুন।
মনে রাখবেন: আপনার সাদাতালিকা থেকে কোনও চ্যানেল সরিয়ে দিলে YouTube থেকে চ্যানেলটি মুছে যাবে না।

আপনার সাদাতালিকায় থাকা চ্যানেল সম্পর্কিত তথ্য এক্সপোর্ট করা

আপনি নিজের সাদাতালিকায় থাকা চ্যানেল সম্পর্কে আরও তথ্য পেতে পারবেন, যেমন চ্যানেল আইডি, চ্যানেলের নাম, এবং চ্যানেলকে ছাড় দেওয়ার তারিখ। এই তথ্য এক্সপোর্ট করতে:

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, সাদাতালিকা আইকনটি বেছে নিন।
  3. আপনি যেসব চ্যানেল সম্পর্কে তথ্য এক্সপোর্ট করতে চান সেগুলির পাশে দেওয়া চেকবক্সে ক্লিক করুন।
  4. উপরের ব্যানারে, এক্সপোর্ট করুন  বিকল্পে ক্লিক করুন এবং কমা দিয়ে আলাদা করা ভ্যালু (.csv) বা Google Sheets (নতুন ট্যাব) বেছে নিন। ফাইল প্রসেস হওয়া শুরু হবে।
  5. ফাইল প্রসেস হয়ে গেলে:
    • কোনও .csv ফাইলের জন্য: উপরের ব্যানারে ডাউনলোড করুন বিকল্পে ক্লিক করুন।
    • কোনও Google Sheets ফাইলের জন্য: উপরের ব্যানারে নতুন উইন্ডোতে শিট খুলুন বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17140819681720276717
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false