কমেন্ট পোস্ট করা ও ইন্টার‍্যাক্ট করা

YouTube কমেন্ট: উত্তর দেওয়া, ফিল্টার ও মডারেট করা

ভিডিওর মালিক ভিডিওতে কমেন্ট করার সুবিধা চালু রাখলে আপনি YouTube ও YouTube Music অ্যাপে সংশ্লিষ্ট ভিডিও, গান বা পডকাস্টে কমেন্ট পোস্ট করতে, লাইক বা ডিসলাইক করতে অথবা অন্য কারও করা কমেন্টে উত্তর দিতে পারবেন। নিজের করা কোনও কমেন্ট আপনি এডিট বা মুছেও দিতে পারবেন। কেউ কোনও কমেন্টের উত্তর দিলে, তা আসল কমেন্টের নিচে পরপর থ্রেড হিসেবে দেখানো হবে যার ফলে আপনি সহজে কথোপকথন অ্যাক্সেস করতে পারবেন।

আপনার স্মার্ট টিভিতে কমেন্টের মাধ্যমে ইন্টার‌্যাক্ট করুন

আপনি এবার থেকে স্মার্ট টিভি বা গেম কনসোলে কন্টেন্ট দেখার সময় কমেন্ট সহ ইন্টার‌্যাক্ট করতে পারবেন। কোনও ভিডিওতে করা কমেন্ট দেখতে, সেই ভিডিওর দেখার পৃষ্ঠায় গিয়ে ভিডিওর শীর্ষক বেছে নিন। 'এর সম্পর্কে' বিভাগ সামনে দেখানো হবে, যেখানে ভিডিওর কমেন্ট প্যানেল ফিচার করা হচ্ছে। ভিডিওতে করা কমেন্টের সম্পূর্ণ তালিকা দেখতে কমেন্টের টাইল বেছে নিন। এই তালিকার মধ্যে নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত থাকে:

  • ক্রিয়েটরের পিন করা কমেন্ট
  • লাইক করা কমেন্টের সংখ্যা
  • কটা উত্তর দেওয়া হয়েছে, তার সংখ্যা

কোনও কমেন্ট সম্পূর্ণভাবে পড়তে, উত্তর দেখতে, কমেন্ট লাইক বা ডিসলাইক করতে, সেই কমেন্টটি বেছে নিন।

কোনও কমেন্টের উত্তর দিতে বা কমেন্ট পোস্ট করতে, ফোনের সাথে আপনার স্মার্ট টিভি বা গেম কনসোল সিঙ্ক করুন এবং ফোন ব্যবহার করে কমেন্ট পোস্ট করুন।

কমেন্ট যোগ করতে বা উত্তর দিতে হলে:

  1. আপনার ফোনে YouTube অ্যাপ খুলুন।
  2. দুটি ডিভাইস থেকে একই Google অ্যাকাউন্টে সাইন-ইন করেছেন কিনা দেখে নিন।
  3. আপনার YouTube অ্যাপে একটি পপ-আপ খুলে যাবে, যেখানে আপনার টিভিতে YouTube কানেক্ট করার জন্য বলা হবে।
  4. 'কানেক্ট করুন' বিকল্পে ট্যাপ করুন।
  5. টিভিতে আপনার দেখা ভিডিওতে যেসব কমেন্ট করা হয়েছে, সেগুলি YouTube অ্যাপে লোড করা হবে, যার ফলে আপনি নির্বিঘ্নে সেগুলি পোস্ট করতে ও অন্যান্য ব্যক্তির সাথে ইন্টার‌্যাক্ট করতে পারবেন।
মনে রাখবেন: আপনি সাইন-আউট করে বেরিয়ে গেলে শুধুমাত্র কমেন্ট পড়তে পারবেন, সেখানে উত্তর দিতে অথবা কমেন্ট পোস্ট করতে পারবেন না।

ভিডিওতে কমেন্ট পোস্ট করা

সর্বজনীন ভিডিও

YouTube এবং YouTube Music-এ গান, ভিডিও, পডকাস্ট এবং আপলোড করা মিউজিকের উপর কমেন্ট করতে পারেন। YouTube-এ সর্বজনীন ভিডিওতে করা সব কমেন্ট, সবাই দেখতে পাবেন এবং আপনার পোস্ট করা কমেন্টের উত্তর যে কেউ দিতে পারবেন। আপনি Google অ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করলে, YouTube-এ পোস্ট করা আপনার যেকোনও কমেন্ট ডোমেনের বাইরে থাকা ব্যবহারকারীরাও সর্বজনীনভাবে দেখতে পাবেন।

কোনও কমেন্ট যোগ করতে হলে

  1. ভিডিওর নিচে কমেন্টের বিভাগ দেখতে পাবেন।
  2. কমেন্ট লিখুন… বক্সে আপনার কমেন্ট যোগ করুন।
  3. আপনার কমেন্ট লিখুন।
  4. কমেন্ট লিখুন বিকল্পে ক্লিক করুন।

ব্যক্তিগত ভিডিও

ব্যক্তিগত ভিডিওতে কমেন্ট করার সুবিধা নেই। সর্বজনীনভাবে উপলভ্য নয় এমন ভিডিওতে কমেন্ট করার অনুমতি দিতে চাইলে, তালিকাভুক্ত নয় এমন ভিডিও পোস্ট করুন

তালিকাভুক্ত নয় এমন ভিডিও

তালিকাভুক্ত নয় এমন ভিডিওতে থাকা কমেন্টে আপনি কমেন্ট করতে ও উত্তর দিতে পারবেন। তালিকাভুক্ত নয় এমন ভিডিওর লিঙ্ক যাদের কাছে আছে তারা প্রত্যেকে ভিডিওতে থাকা কমেন্ট দেখতে পাবেন। তালিকাভুক্ত নয় এমন ভিডিও এবং গোপনীয়তা সেটিংস-এর বিষয়ে আরও জানুন।

আপনার যদি YouTube চ্যানেল না থাকে, কোনও কমেন্ট পোস্ট করলে আপনার চ্যানেল অটোমেটিক তৈরি হয়ে যাবে। কমেন্ট পোস্ট করার পরে আপনার প্রোফাইল ছবিতে গিয়ে নিজের চ্যানেল ম্যানেজ এবং অ্যাক্সেস করতে পারবেন।
কমেন্টের উত্তর দেওয়া

YouTube এবং YouTube Music-এ গান, ভিডিও, পডকাস্ট এবং আপলোড করা মিউজিকের উপর করা কমেন্টের উত্তর পারেন। 

  1. কোনও কমেন্টের নিচে থাকা উত্তর দিন বিকল্পে ক্লিক করুন।
  2. আপনার কমেন্ট লিখুন।
  3. উত্তর দিন বিকল্পে ক্লিক করুন।
কমেন্ট ফর্ম্যাট করুন
লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে আমাদের YouTube Viewers চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আপনার কমেন্টে স্টাইল যোগ করুন

আপনি রিচ টেক্সটের মাধ্যমে কমেন্ট ফর্ম্যাট করতে পারেন। নিম্নলিখিত সাধারণ বিশেষ ট্যাগ ব্যবহার করে এটি করতে পারেন:

  • *বোল্ড টেক্সট*বোল্ড
  • _ইটালিক টেক্সট_ইটালিক
  • -স্ট্রাইকথ্রু টেক্সট-স্ট্রাইকথ্রু

আপনার কমেন্টে লিঙ্ক যোগ করুন

আপনি কমেন্টে URL যোগ করলে, সেটি হাইপারলিঙ্ক হিসেবে দেখানো হবে।

পছন্দসই কমেন্টে হার্ট আইকন যোগ করা

ভিডিও দেখার পৃষ্ঠাতে কমেন্ট ছাড়াও, কমিউনিটি ট্যাবের কমেন্ট বিভাগে কোনও দর্শকের কমেন্টে 'হার্ট'  আইকন যোগ করে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন।

  1. YouTube-এ সাইন-ইন করুন।
  2. কমিউনিটি ট্যাবের পোস্টে যান।
  3. আপনি 'থাম্বস-আপ' ও 'থাম্বস-ডাউন' চিহ্নের পাশেই 'হার্ট'  আইকন দেখতে পাবেন।

দর্শকরা স্ক্রিনের নিচে বাঁদিকে আপনার অবতারের সাথে লাল রঙয়ের একটি ছোট হার্ট আইকন দেখতে পাবেন (কম্পিউটারে এবং মোবাইলে দর্শকের বেছে নেওয়া সেটিংসের ভিত্তিতে) যাতে লেখা থাকবে যে চ্যানেলের মালিক "আপনার কমেন্ট পছন্দ করেন।"

পরামর্শ: এছাড়াও আপনি মোবাইল ডিভাইস থেকে Creator Studio অ্যাপ ব্যবহার করে কমেন্ট ম্যানেজ করতে পারেন। YouTube Creator Studio অ্যাপ সহায়তা কেন্দ্র থেকে শুরু করুন।
কমেন্ট উপরে পিন করে রাখা

কমেন্টে পিন করতে হলে, আপনার চ্যানেলকে অবশ্যই উন্নত ফিচার অ্যাক্সেস করায় অনুমতি দিতে হবে। উন্নত ফিচার চালু করার পর আপনার চ্যানেল জুড়ে তা দেখাতে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

অনুরাগীদের জন্য কোনও কমেন্ট হাইলাইট করতে, সেটি কমেন্ট বিভাগের উপরে পিন করে রাখুন। মোবাইল ডিভাইসে পিন করা কমেন্ট দেখতে হলে, দর্শকদের অবশ্যই কমেন্ট বিভাগ বড় করতে হবে। আপনি নিজের বা অনুরাগীর কোন কমেন্টে পিন করবেন তা বেছে নিতে পারবেন।

  1. YouTube-এ সাইন-ইন করুন।
  2. ভিডিওর নিচে পোস্ট করা কমেন্টের মধ্যে যেটি পিন করতে চান তা বেছে নিন।
  3. এরপর 'আরও' '' এবং তারপর পিন করুন বিকল্পে ক্লিক করুন। আপনি আগে কোনও কমেন্ট পিন করে থাকলে, তার জায়গায় নতুন কমেন্টটি দেখা যাবে।
    মনে রাখবেন: আপনি যেকোনও সময় কমেন্ট আনপিন করতে পারবেন এবং কমেন্টটি তার আসল জায়গায় ফিরে যাবে।
  4. কনফার্ম করতে পিন করুন বিকল্পে ক্লিক করুন।

দর্শকরা কোনও কম্পিউটারে ভিডিও দেখার পৃষ্ঠার একেবারে উপরে পিন করা কমেন্ট ছাড়াও "যিনি পিন করেছেন" আইকন ও আপনার চ্যানেলের নাম দেখতে পাবেন। মোবাইল ডিভাইসে এটি বড় করার জন্য, অবশ্যই কমেন্ট বিভাগে ট্যাপ করতে হবে।

পরামর্শ: এছাড়াও আপনি মোবাইল ডিভাইস থেকে Creator Studio অ্যাপ ব্যবহার করে কমেন্ট ম্যানেজ করতে পারেন। YouTube Creator Studio অ্যাপ সহায়তা কেন্দ্র থেকে শুরু করুন।
কমেন্ট লাইক বা ডিসলাইক করুন

কোনও কমেন্টে গিয়ে লাইক  বা ডিসলাইক  আইকন ব্যবহার করুন।

পরামর্শ: কোনও অনুপযুক্ত কমেন্ট আপনার চোখে পড়লে, সেটি স্প্যাম বা অপব্যবহার হিসেবে অভিযোগ করতে পারেন। এছাড়াও আপনি ক্রিয়েটর হলে, ভিডিওর কমেন্ট ম্যানেজ করতে কমেন্ট মডারেশন টুল ব্যবহার করতে পারেন।

আপনার কমেন্ট এডিট করুন বা সরিয়ে দিন
  1. আপনার কমেন্টের উপরে ডানদিকে পয়েন্ট করুন।
  2. 'আরও' '' বিকল্পে ক্লিক করুন।
  3. এডিট করুন  বা মুছুন  বিকল্প বেছে নিন।

কমেন্টের প্রিভিউ সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

কমেন্ট প্রিভিউ করার বিভাগে কোন কোন কমেন্ট দেখানো হবে?

কমেন্ট প্রিভিউ করার বিভাগে কোনও কমেন্ট নানা কারণে দেখানো হতে পারে। যেমন, কোনও কমেন্ট:

  • সম্প্রতি পোস্ট করা হলে
  • ভিডিও ক্রিয়েটর কমেন্টকে পিন করলে বা "হার্ট" চিহ্ন দিলে

আমি কীভাবে সব কমেন্ট দেখতে পাব?

সব কমেন্ট দেখতে কমেন্ট প্রিভিউ করার বিভাগের যেকোনও জায়গায় ট্যাপ করুন।

ভিডিও দেখার তালিকায় ফিরে গিয়ে পরের ভিডিও দেখতে, স্ক্রিনের উপরে ডানদিকের কোণায় X চিহ্নে ট্যাপ করুন।

আমার পিন করা কমেন্ট কি কমেন্ট প্রিভিউ করার বিভাগে দেখানো হবে?

কোনও কমেন্ট পিন করার অর্থ এই নয় যে তা কমেন্ট প্রিভিউ করার বিভাগে অবশ্যই দেখানো হবে কারণ কমেন্ট প্রিভিউ করার বিভাগে সীমিত জায়গা থাকে। তবে, কেউ সমস্ত কমেন্ট দেখতে চাইলে তাকে পিন করা কমেন্টগুলি প্রথম কমেন্ট হিসেবে দেখানো হবে।

আমার বর্তমান কমেন্ট মডারেশন সেটিংস কি কমেন্ট প্রিভিউ করার বিভাগে প্রয়োগ করা হবে?

হ্যাঁ। কমেন্ট প্রিভিউ করার বিভাগে, সমস্ত কমেন্ট মডারেশন সেটিংস প্রয়োগ করা হয়, যার মধ্যে ব্লক করা শব্দ ও লুকানো ব্যবহারকারীও আছে। আপনার কমেন্ট ম্যানেজ ও মডারেট কীভাবে করবেন তা জানুন

কমেন্টের রিমাইন্ডার, সতর্কতা ও টাইমআউট

মন্তব্যের রিমাইন্ডার

কমেন্ট পোস্ট করার আগে YouTube-এ ভদ্র কথোপকথন চালানোর ব্যাপারে আপনাকে রিমাইন্ডার দেওয়া হতে পারে। আপনার লেখা কমেন্ট অন্য কারও কাছে অনুপযুক্ত হতে পারে বলে আমাদের সিস্টেম শনাক্ত করলে তবেই এই রিমাইন্ডার দেখানো হয়। পোস্ট করার আগে আপনার কমেন্ট ভাল করে দেখে নিন অথবা আমাদের কমিউনিটি নির্দেশিকা পর্যালোচনা করে দেখুন।

মনে রাখবেন: বর্তমানে ইংরেজি ও স্প্যানিশ মন্তব্যের জন্য এই রিমাইন্ডার পাওয়া যাবে।

মন্তব্য সরানো সংক্রান্ত সতর্কতা

কমেন্ট পোস্ট করার পরে সেটি সরিয়ে দেওয়া হয়েছে বলে আপনাকে বিজ্ঞপ্তি পাঠানো হতে পারে। কোনও কমেন্ট YouTube-এর কমিউনিটি নির্দেশিকা বারবার লঙ্ঘন করছে বলে YouTube-এর সিস্টেম শনাক্ত করলে, সেটি সরিয়ে দেওয়া হতে পারে। সরিয়ে দেওয়ার ব্যাপারে আপনি একমত না হলে, এখানে আপনার মতামত জানাতে পারেন।

কমেন্ট টাইমআউট

কমেন্ট পোস্ট করার পরে, আপনার অ্যাকাউন্ট থেকে বর্তমানে কমেন্ট করার সুবিধা পজ করা হয়েছে বলে আপনি বিজ্ঞপ্তি পেতে পারেন। YouTube-এর এক বা একাধিক কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্য আপনি বারবার লিখেছেন বলে YouTube-এর সিস্টেম শনাক্ত করলে, মন্তব্য করার অধিকার পজ করে দেওয়া হতে পারে। আপনার মন্তব্য করার অধিকার সর্বাধিক ২৪ ঘণ্টা পজ করে রাখা হতে পারে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9961807574057173706
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false