অটোমেটিক সিস্টেম ব্যবহার করে বা মূল উদ্দেশ্য সম্পর্কে অবগত নন এমন দর্শকদের ভিডিও দেখিয়ে কৃত্রিম ভিউ, লাইক, কমেন্ট বা অন্যান্য মেট্রিক বাড়ানোর চেষ্টা করা হলে YouTube তা অনুমোদন করে না। এছাড়া, সেইসব কন্টেন্টও দেখানোর অনুমতি দেওয়া হয় না যেগুলি দর্শকদের শুধুমাত্র এনগেজমেন্টের (ভিউ, লাইক, কমেন্ট ইত্যাদি) জন্য আকর্ষণ করতে চায়।
এই নীতি অনুসরণ করে না এমন কন্টেন্ট ও চ্যানেলকে বন্ধ করা ও YouTube থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
গুরুত্বপূর্ণ: চ্যানেলের হয়ে প্রচার করার জন্য আপনি কাউকে নিয়োগ করলে, তার সিদ্ধান্ত আপনার চ্যানেলের উপর প্রভাব ফেলতে পারে। আমাদের নীতিকে লঙ্ঘন করা যেকোনও পদ্ধতির কারণে কন্টেন্ট সরিয়ে দেওয়া বা চ্যানেল সরিয়ে দেওয়া হতে পারে, সেই পদ্ধতি আপনি বা আপনার নিয়োগ করা ব্যক্তি যেকেউ গ্রহণ করতে পারেন।
আমরা সেইসব এনগেজমেন্টকে আইনসম্মত বলে বিবেচনা করি যেখানে কোনও হিউম্যান ব্যবহারকারী প্রকৃত অর্থেই কন্টেন্টের সাথে ইন্ট্যার্যাক্ট করতে চান। আমরা সেইসব এনগেজমেন্টকে বেআইনি বলে বিবেচনা করি যেগুলি অন্তর্নিহিত কোনও পরিবর্তন বা প্রতারণার মাধ্যমে তৈরি করা হয় অথবা যেখানে এনগেজমেন্টের মূল লক্ষ্য হিসেবে আর্থিক লাভের কথাই বলা হয়।
এই নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্ট খুঁজে পেলে, সেটি সম্পর্কে অভিযোগ করুন। কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করছে বলে দেখতে পেলে, কীভাবে অভিযোগ করবেন সেটি এখান থেকে জানতে পারবেন। আপনি একাধিক ভিডিও বা মন্তব্য সম্পর্কে অভিযোগ করতে চাইলে, চ্যানেল সম্পর্কে অভিযোগ করতে পারেন।
এই নীতি আপনার উপর কী প্রভাব ফেলে
আপনি যদি কন্টেন্ট পোস্ট করেন
YouTube-এ এমন কোনও কন্টেন্ট পোস্ট করবেন না যা নিচে উল্লেখ করা যেকোনও বিবরণের সাথে মিলে যায়।
- থার্ড-পার্টি পরিষেবার সাথে করা লিঙ্ক বা তার প্রচার যেগুলি ভিউ, লাইক ও সাবস্ক্রাইবারের মতো মেট্রিককে কৃত্রিমভাবে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখায়
- থার্ড-পার্টি ভিউ বা গেমিং ওয়েবসাইট বা পরিষেবা সাবস্ক্রিপশন সংখ্যার সাথে লিঙ্ক করা বা তার প্রচার করা
- অন্য কোনও ক্রিয়েটর আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে শুধুমাত্র তবেই তার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অফার করা (“সাব ফর সাব”)
- মনে রাখবেন: আপনি দর্শককে সাবস্ক্রাইব করা, 'লাইক' বোতামে প্রেস করা, শেয়ার করা অথবা কোনও কমেন্ট করার জন্য উৎসাহিত করতে পারবেন
- এমন কন্টেন্ট যেখানে পরিষেবা প্রচার করার জন্য কোনও থার্ড-পার্টির থেকে ক্রিয়েটরের ভিউ কেনাকে ফিচার করা হয়
এই নীতি ভিডিও, ভিডিওর বিবরণ, কমেন্ট, লাইভ স্ট্রিম সহ যেকোনও YouTube প্রোডাক্ট অথবা ফিচারের ক্ষেত্রে প্রযোজ্য। মনে রাখবেন, এই ধরনের আরও অনেক কিছু এই তালিকায় উল্লেখ করা নেই।
কীভাবে এনগেজমেন্ট পরিমাপ করা হয়
এইসব জায়গায় দেখানো সাবস্ক্রাইবারের সংখ্যা রিয়েল-টাইমে আপডেট করা হয়:
- আপনার চ্যানেল হোমপেজ
- অ্যাকাউন্ট বদলকারী
- ভিডিও পৃষ্ঠা
- YouTube Data API ব্যবহার করা থার্ড-পার্টি সাইট ও অ্যাপ
YouTube Analytics-এ দেখানো সাবস্ক্রাইবারের সংখ্যা আপনার YouTube চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যার থেকে আলাদা হতে পারে। YouTube Analytics-এ দেখানো সংখ্যা বিষয়ক তথ্য প্রায় ৪৮ ঘণ্টা পুরনো। নম্বর যাতে সঠিক দেখানো হয় তার জন্য আমরা অতিরিক্ত যাচাই ও স্প্যাম রিভিউ করে দেখি বলে এই বিলম্ব হয়।
পৃষ্ঠাতে দেখানো ট্রাফিক কৃত্রিমভাবে তৈরি করা হলে তা YouTube-এ গণনা করা হয় না এবং এর জন্য আপনার অ্যাকাউন্টে স্ট্রাইক দেওয়া হতে পারে। সাসপেন্ড করা অ্যাকাউন্ট ও 'স্প্যাম' হিসেবে শনাক্ত করা সাবস্ক্রাইবারদের আপনার সাবস্ক্রাইবার বা ভিউয়ের মোট সংখ্যার মধ্যে গণনা করা হবে না। এরা অ্যাক্টিভ দর্শক নন, তাই তাদের সরিয়ে নিলেও তা আপনার ভিউ বা দেখার সময়ের উপরে কোনও প্রভাব ফেলবে না।
কাউন্ট গেমিংয়ের ভিউয়ের জন্য আপনার কোনও ভিডিও সরিয়ে নেওয়া হলে, আরও জানতে সহায়তা কেন্দ্রে এই পৃষ্ঠা চেক করে দেখুন।
উদাহরণ
এখানে এমন কিছু কন্টেন্টের উদাহরণ দেওয়া হল যা YouTube-এ অনুমোদন করা হয় না।
- একটি ভিডিও প্রমাণ যেখানে কোনও ক্রিয়েটর দেখাচ্ছেন যে তিনি থার্ড-পার্টির থেকে কৃত্রিমভাবে পাওয়া পৃষ্ঠা ভিউ কিনেছেন
- কোনও ভিডিও যাতে প্রচার বা সহায়তা প্রদান করার কনটেক্সটে ক্রিয়েটর একটি থার্ড-পার্টি পৃষ্ঠার কৃত্রিম ট্রাফিক পরিষেবা প্রদানকারীর সাথে লিঙ্ক করেছেন। উদাহরণস্বরূপ: “আমি এই ভিডিওতে এক দিনের মধ্যে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছি এবং আপনিও তা পেতে পারেন!”
- প্রতারণামূলক উপায়ে (যেমন, বিভ্রান্তি তৈরি করার জন্য 'তথ্য কার্ড' লেবেল লাগিয়ে) দর্শককে অন্য একটি ভিডিও দেখার জন্য বাধ্য করা বা কৌশল অবলম্বন করা
- যেসব চ্যানেল কৃত্রিমভাবে চ্যানেল এনগেজমেন্ট ট্রাফিক বাড়ায় অথবা শুধুমাত্র এই উদ্দেশ্যে টিকে থাকা ব্যবসার হয়ে প্রচার করে
মনে রাখবেন, এখানে মাত্র কয়েকটি উদাহরণ দেখানো হয়েছে। কোনও কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করতে পারে বলে মনে হলে সেটি পোস্ট না করাই ভালো।
আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে কী হবে
আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে, সেটি সরিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইমেল করে জানানো হবে। আপনার পোস্ট করা লিঙ্ক নিরাপদ কিনা তা যাচাই না করতে পারলে, আমরা সেই লিঙ্ক সরিয়ে দিতে পারি। মনে রাখবেন, ভিডিওতে বা ভিডিওর মেটাডেটায় কোনও নীতি লঙ্ঘনকারী URL পোস্ট করলেও ভিডিওটি সরিয়ে দেওয়া হতে পারে।
প্রথমবার কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, চ্যানেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে আপনাকে শুধু সতর্ক করা হতে পারে। আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিয়ে এই সতর্কতার মেয়াদ ৯০ দিনে শেষ করার সুযোগ পাবেন। ট্রেনিং শেষ হওয়ার পর থেকে ৯০ দিনের সময়সীমা শুরু হয়, সতর্কতা জারি করার পর থেকে নয়। তবে, ওই ৯০ দিন সময়সীমার মধ্যেই আবার একই নীতি লঙ্ঘন করলে, এই সতর্কতার মেয়াদ শেষ হবে না এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে।
আপনি ৯০ দিনের মধ্যে ৩টি স্ট্রাইক পেলে, আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। স্ট্রাইক কীভাবে ও কেন প্রয়োগ করা হয়, সেই সম্পর্কে আরও জানুন।
কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘনের কারণে আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। একবার গুরুতর কোনও অপব্যবহার করলে অথবা চ্যানেলটি নীতি লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হলে, আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে নীতি সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি। চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে আরও জানুন।