চ্যানেলে যাচাইকরণের ব্যাজ

কোনও YouTube চ্যানেলের নামের পাশে একটি টিক চিহ্ন বা যাচাইকরণের টিক চিহ্ন দেখা গেলে, তার অর্থ হল YouTube সেই চ্যানেল যাচাই করেছে।

চ্যানেল যাচাইকরণের জন্য আবেদন করা

আপনার ১০০,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেল আপনি চ্যানেল যাচাইকরণের অনুরোধ করতে পারবেন। মনে হচ্ছে এখনও আপনার চ্যানেল যাচাইকরণের উপযুক্ত নয়।

আপনি উপযুক্ত চ্যানেলের সাথে যুক্ত ইমেল আইডি দিয়ে সাইন-ইন করে আছেন কিনা তা দেখে নিন। উপরে ডানদিকে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করে সেই অ্যাকাউন্ট বেছে নিন।

To see if your channel is eligible to request verification, click Sign in at the top-right. 

আমরা এমন চ্যানেল যাচাই করি না যারা অন্য ক্রিয়েটর বা ব্র্যান্ড নকল করার চেষ্টা করছে। এমন কোনও চ্যানেল যদি আমাদের নজরে আসে যারা ইচ্ছাকৃত অন্য কাউকে নকল করছে, তাহলে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে।

যাচাই করা চ্যানেল সম্পর্কে

চ্যানেল যাচাই করা হয়েছে মানে সেই চ্যানেলটি কোনও ক্রিয়েটর, শিল্পী, কোম্পানি বা বিখ্যাত ব্যক্তির অফিসিয়াল চ্যানেল। চ্যানেল যাচাই করলে, অফিসিয়াল চ্যানেলকে YouTube-এ একই নামের অন্যান্য চ্যানেলের থেকে সহজে আলাদা করা যায়।

মনে রাখবেন...

  • যাচাই করা চ্যানেলের ক্ষেত্রে YouTube-এর কোনও অতিরিক্ত ফিচার থাকে না। এছাড়াও, চ্যানেল যাচাই করার মানে এই নয় যে ওই চ্যানেলকে YouTube কোনও পুরষ্কার, মাইলস্টোন বা এন্ডোর্সমেন্ট দিয়েছে। পুরষ্কার সম্পর্কে জানতে চাইলে, YouTube-এর ক্রিয়েটর অ্যাওয়ার্ড প্রোগ্রাম সম্পর্কে আরও জানুন।
  • আপনার চ্যানেল একবার যাচাই করা হলে, আপনি চ্যানেলের নাম পরিবর্তন না করা পর্যন্ত তা যাচাই করা অবস্থাতেই থাকবে। আপনার চ্যানেলের নাম পরিবর্তন করলে নতুন নামের চ্যানেলটি আর যাচাই করা চ্যানেল থাকবে না এবং সেক্ষেত্রে আপনাকে আবার যাচাই করার জন্য আবেদন করতে হবে।
  • আপনার চ্যানেলের হ্যান্ডেল পরিবর্তন করলে আপনার যাচাইকরণের ব্যাজটি সরিয়ে দেওয়া হবে না।
  • কোনও চ্যানেল আমাদের কমিউনিটি নির্দেশিকা বা YouTube-এর পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করলে চ্যানেলের যাচাইকরণ সরিয়ে দেওয়া বা ওই চ্যানেল বন্ধ করে দেওয়ার অধিকার YouTube-এর আছে।
  • সময়ের সাথে সাথে যাচাইকরণ প্রক্রিয়ায় অনেক পরিবর্তন এসেছে, তাই আপনি YouTube-এ বিভিন্ন ধরনের যাচাই করা চ্যানেল দেখতে পেতে পারেন।

যাচাই করা চ্যানেলের উপযুক্ততা

যাচাই করার আবেদনের জন্য উপযুক্ত হতে গেলে, আপনার চ্যানেলের অবশ্যই ১০০,০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে।

আপনি আবেদন করার পরে আমরা আপনার চ্যানেল পর্যালোচনা করে দেখব। আমরা চ্যানেলের যেসব বিষয় যাচাই করে দেখি সেগুলি হল:

  • বিশ্বাসযোগ্যতা: আপনার চ্যানেল নিজেকে যে ক্রিয়েটর, ব্র্যান্ড বা সত্তা হিসেবে পরিচয় দিচ্ছে, সেই দাবি অবশ্যই সঠিক হতে হবে। আপনার চ্যানেলের বয়স সহ বিভিন্ন ফ্যাক্টর চেক করার মাধ্যমে আপনার পরিচয় যাচাই করা হবে। এর জন্য আপনার কাছে আরও তথ্য বা ডকুমেন্টেশন চাওয়া হতে পারে।
  • সম্পূর্ণতা পেতে হবে: আপনার চ্যানেল অবশ্যই সর্বজনীন হতে হবে এবং তার মধ্যে চ্যানেল ব্যানার, বিবরণ ও প্রোফাইল ছবি থাকতে হবে। চ্যানেলে কন্টেন্ট থাকতে হবে এবং এটি YouTube-এ অ্যাক্টিভ থাকতে হবে।

কখনও কখনও YouTube নিজে থেকেই ১০০,০০০ জনের কম সাবস্ক্রাইবার থাকা চ্যানেলকে যাচাই করে দেখতে পারে যেগুলি YouTube-এর বাইরেও জনপ্রিয়।

যাচাই না করেও নিজের চ্যানেলকে বাকিদের থেকে আলাদা করুন

আপনার চ্যানেল যাচাই না হয়ে থাকলে, একই ধরনের অন্যান্য চ্যানেলের থেকে নিজের চ্যানেলকে আলাদা করে তোলার কিছু উপায়:

কেউ যদি আপনাকে বা আপনার চ্যানেলকে নকল করে, তা আমাদের কাছে রিপোর্ট করুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12749357696254692302
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false