YouTube ক্রিয়েটরদের জন্য প্রয়োজনীয় অনলাইন সুরক্ষা প্র্যাক্টিস

আপনার YouTube চ্যানেলের Google অ্যাকাউন্ট সুরক্ষিত করে নিলে, আপনি YouTube-এ অনলাইন সুরক্ষা বজায় রাখার জন্য পেশাদার পদ্ধতি এক্সপ্লোর করতে পারবেন।

আপনার কি মনে হয় যে YouTube চ্যানেল হ্যাক করা হয়েছে? জানুন কীভাবে এটিকে আগের অবস্থায় ফেরানো যায় এবং সুরক্ষিত রাখা যায়

সন্দেহজনক অনুরোধ এড়িয়ে চলুন

কোনও বিশ্বাসযোগ্য ব্যক্তির ছদ্মবেশে হ্যাকার যখন ব্যক্তিগত তথ্য চুরি করে নেয়, তখন তাকে ফিশিং বলা হয়।
কোনও সন্দেহজনক ইমেল, টেক্সট, ইনস্ট্যান্ট মেসেজ, ওয়েবপেজ বা কোনও কিছু অফার করা ফোন কলের উত্তর দেবেন না, যেমন:
  • ফ্রি ক্রিপ্টো কয়েন
  • মার্কেটিং সংক্রান্ত সহায়তা যার জন্য চ্যানেল অ্যাক্সেস করার প্রয়োজন হয়
  • এনক্রিপ্ট করা ফাইল খোলার জন্য পাসওয়ার্ড
ইমেল, মেসেজ, ওয়েবসাইট, পপ-আপ বা YouTube অফারিংয়ের ক্ষেত্রে, বিশ্বস্ত নয় এমন কোনও সোর্স থেকে পাওয়া লিঙ্কে ক্লিক করবেন না বা কোনও ফাইল খুলবেন না, যেমন:
  • ফ্রি থাম্বনেল টেমপ্লেট
  • প্রিমিয়াম এডিটিং প্রোগ্রাম 
  • অজানা সফ্টওয়্যার
প্রতিষ্ঠান, ফ্যামিলি মেম্বার বা সহকর্মী হওয়ার ছদ্মবেশে, হ্যাকার ইমেল, টেক্সট মেসেজ বা ওয়েব পেজ ব্যবহার করতে পারে।
YouTube কখনই আপনার পাসওয়ার্ড, ইমেল আইডি বা অ্যাকাউন্ট সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে চাইবে না। ফিশিংয়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে, myaccounts.google.com ছাড়া অন্য কোনও পৃষ্ঠায় নিজের পাসওয়ার্ড লিখবেন না। YouTube-এর পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চান বলে কেউ দাবি করলে, তার ফাঁদে পা দেবেন না। শুধুমাত্র @youtube.com বা @google.com আইডি থেকেই YouTube থেকে ইমেল পাঠানো হয়।

স্প্যাম ও ফিশিংয়ের ব্যাপারে রিপোর্ট করুন

আপনি যদি YouTube-এ দেখানো কোনও ভিডিওকে স্প্যাম বা ফিশিং বলে মনে করেন, তাহলে YouTube টিমের মাধ্যমে পর্যালোচনা করার জন্য সেটির ব্যাপারে অভিযোগ জানান। স্প্যাম ও ফিশিং সম্পর্কে আরও জানতে, National Cyber Security Alliance-এর ওয়েবসাইট দেখুন।
পরামর্শ: আমাদের ফিশিং ক্যুইজ-এ অংশগ্রহণ করে ফিশিং সম্পর্কে আপনি আরও জানতে পারবেন।

অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন

এই সরল চেকলিস্ট ব্যবহার করে আপনার Google অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন এবং এইসব অতিরিক্ত পেশাদার পদ্ধতি অনুসরণ করুন:

আপনার সাইন-ইন সংক্রান্ত তথ্য কখনই শেয়ার করবেন না

  • আপনার পাসওয়ার্ড কাউকে জানাবেন না। পাসওয়ার্ড শেয়ার করার পরিবর্তে আপনার কোলাবরেটরদের অ্যাক্সেস দিতে, চ্যানেল সংক্রান্ত অনুমতি বা ব্র্যান্ড অ্যাকাউন্ট ব্যবহার করুন
  • YouTube কখনই ইমেল, মেসেজ বা ফোন করে আপনার পাসওয়ার্ড জানতে চাইবে না।
  • YouTube কখনই কোনও ফর্ম পাঠিয়ে আইডি নম্বর, ফাইন্যান্সিয়াল ডেটা বা পাসওয়ার্ডের মতো ব্যক্তিগত তথ্য জানতে চাইবে না।

চ্যানেল অ্যাক্সেস চেক ও আপডেট করুন

আপনি ক্রিয়েটর হলে, নিজের Google অ্যাকাউন্টের অ্যাক্সেস না দিয়েও আপনি অন্য কাউকে YouTube চ্যানেল ম্যানেজ করার আমন্ত্রণ জানাতে পারবেন। চ্যানেল সংক্রান্ত অনুমতি ব্যবহার করার মাধ্যমে ভূমিকা ও দায়িত্বের ব্যাপারে আরও স্পষ্ট ধারণা পাওয়া যায়। আপনি নিম্নলিখিত ভূমিকাতে আপনার চ্যানেল অ্যাক্সেস করার জন্য কাউকে আমন্ত্রণ জানাতে পারেন:
  • ম্যানেজার: যিনি অন্যদের যোগ করতে বা সরাতে পারেন এবং চ্যানেল সংক্রান্ত বিবরণ এডিট করতে পারেন।
  • এডিটর: যিনি চ্যানেল সংক্রান্ত সব বিবরণ এডিট করতে পারেন।
  • এডিটর (সীমিত): যার কাছে এডিটরের মতোই অনুমতি থাকে, কিন্তু তিনি উপার্জন সংক্রান্ত তথ্য দেখতে পান না।
  • দর্শক: যিনি চ্যানেল সংক্রান্ত সব বিবরণ দেখতে পারেন, কিন্তু এডিট করতে পারেন না।
  • দর্শক (সীমিত): যিনি উপার্জন সংক্রান্ত বিবরণ ছাড়া চ্যানেল সংক্রান্ত বাকি সব বিবরণ দেখতে পারেন, কিন্তু এডিট করতে পারেন না।

অজানা ব্যবহারকারীদের সরিয়ে দিন

আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করা ব্যক্তিদের আপনি চিনতে না পারলে, হয়ত আপনার অ্যাকাউন্ট হ্যাক করা হতে পারে। আপনার অ্যাকাউন্টের ধরনের উপর ভিত্তি করে, যত তাড়াতাড়ি সম্ভব এইসব ব্যবহারকারীদের আপনাকে পরিবর্তন করতে বা সরিয়ে দিতে হবে।
কেউ আপনার টিম ছেড়ে বেরিয়ে গেলে, অবিলম্বে তার অ্যাক্সেস সরিয়ে দিন।
মনে রাখবেন: আপনার কাছে ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকলে, আপনি কাউকে নিজের Google অ্যাকাউন্ট ও YouTube চ্যানেল ম্যানেজ করার জন্য আমন্ত্রণ জানাতে পারবেন। আপনার কাছে ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে কিনা তা চেক করুন এবং ব্র্যান্ড অ্যাকাউন্টের অনুমতি কীভাবে ম্যানেজ করতে হয় তা জানুন।

অপ্রয়োজনীয় সাইট ও অ্যাপ সরিয়ে দিন

আপনার Google অ্যাকাউন্ট ও YouTube চ্যানেল সুরক্ষিত রাখতে, অজানা অ্যাপ বা অজানা সোর্স থেকে পাওয়া কোনও অ্যাপ ইনস্টল করবেন না। আপনার কানেক্ট করা অ্যাকাউন্ট থেকে সব অপ্রয়োজনীয় অ্যাপ ম্যানেজ করুন ও সরিয়ে দিন।

'ক্রিয়েটর সুরক্ষা কেন্দ্র' ওয়েবসাইট ভিজিট করুন

নিরাপদে চ্যানেল আরও বাড়িয়ে তোলার কাজ চালিয়ে যেতে, 'ক্রিয়েটর সুরক্ষা কেন্দ্র' ওয়েবসাইট ভিজিট করুন। অফলাইনে নিরাপদে থাকতে কোনও প্ল্যান তৈরি করুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11300894740463901230
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false