YouTube-এ ১৩ থেকে ১৯ বছর বয়সীদের বাবা ও মায়ের জন্য পরামর্শ ও টুল

আমরা বুঝি যে অনলাইনে কিশোর-কিশোরীদের আচরণ ও সুস্থ পরিবেশ বজায় রাখা নিয়ে অনেক সময় বাবা ও মা এবং অভিভাবকদের মনে নানা প্রশ্ন থাকে। YouTube-এ তাদের অভিজ্ঞতা ম্যানেজ করার ব্যাপারে সাহায্য করতে আমরা আপনার জন্য কিছু টুল ও রিসোর্স একত্রিত করেছি।

আমার ১৩ থেকে ১৯ বছর বয়সী সন্তানের ক্ষেত্রে YouTube ব্যবহার করার বয়স কত হতে হবে?

YouTube-এ সাইন-ইন করার জন্য, আপনার ১৩ থেকে ১৯ বছর বয়সী সন্তানের অবশ্যই একটি Google অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে সে আপনার অঞ্চল বা দেশের আইন অনুযায়ী ন্যূনতম প্রয়োজনীয় বয়স সংক্রান্ত শর্ত পূরণ করে। 

আপনার সন্তানের বয়স প্রয়োজনীয় বয়সের চেয়ে কম হলে, তার জন্য কী কী ধরনের অভিজ্ঞতা উপলভ্য আছে, সেই ব্যাপারে আমাদের YouTube For Families সহায়তা কেন্দ্র থেকে আরও জানুন।

অনলাইন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পরামর্শ ও সাজেশন

আপনার ১৩ থেকে ১৯ বছর বয়সী সন্তান YouTube-এ কন্টেন্ট ক্রিয়েট করার ব্যাপারে আগ্রহী হলে আমরা যে পরামর্শ দিই:

  • আমাদের কমিউনিটি নির্দেশিকা পর্যালোচনা করুন, কারণ YouTube-এ কী কন্টেন্ট ও আচরণ গ্রহণযোগ্য সেই ব্যাপারে এখানে উল্লেখ করা আছে।
  • কিশোর-কিশোরীদের জন্য দায়িত্ব সহকারে কন্টেন্ট তৈরি করা সম্পর্কে আরও জানতে ফ্যামিলি গাইড ও অভিভাবকদের জন্য পরামর্শ লিঙ্কে গিয়ে পড়ে দেখুন। এই ফ্যামিলি নির্দেশিকা Common Sense Networks-এর সাথে পার্টনারশিপে তৈরি করা হয়েছে যা Common Sense Media-র একটি অ্যাফিলিয়েট।
  • আপনার ১৩ বছরের কম বয়সী বাচ্চার সাথে এই গাইড শেয়ার করা হচ্ছে। 

গোপনীয়তা ও সুরক্ষা টুল

সুস্থ পরিবেশ বজায় রাখতে সাহায্য করা

  • একটু বিরতি নেওয়া সম্পর্কিত রিমাইন্ডার: ১৩ থেকে ১৯ বছর বয়সীদের ক্ষেত্রে এই ফিচার অটোমেটিক চালু হয়ে যায় এবং তারা ভিডিও অথবা YouTube Shorts দেখার সময় একটু বিরতি নেওয়ার জন্য তাদের রিমাইন্ডার দেওয়া হয়। 
  • বেডটাইম রিমাইন্ডার:  ১৩ থেকে ১৯ বছর বয়সীদের ক্ষেত্রে এই ফিচার অটোমেটিক চালু হয়ে যায় এবং যে নির্দিষ্ট সময়ে YouTube দেখা বন্ধ করে শুতে যাওয়ার কথা তখন এটি দেখানো হয়। 
  • অটোপ্লে বন্ধ করা রয়েছে: ১৩ থেকে ১৯ বছর বয়সীদের ক্ষেত্রে এই ফিচার অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটি বন্ধ করা থাকলে, আপনার ১৩ থেকে ১৯ বছর বয়সী সন্তান নিরবচ্ছিন্নভাবে ভিডিও দেখতে পারবে না এবং এরপর তারা কোন ভিডিও দেখতে চায় সেটি তাদের বেছে নিতে হবে। 
  • ভিডিও সংক্রান্ত দায়িত্বপূর্ণ সাজেশন: YouTube-এ ভিডিও সংক্রান্ত সাজেশন দেওয়ার সিস্টেম আছে যা ১৩ থেকে ১৯ বছর বয়সীদের জন্য দায়িত্বপূর্ণভাবে ভিডিও সাজেস্ট করে। যেসব কন্টেন্ট তাদের নিজস্ব ইমেজ ও আচরণের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এই সিস্টেম সেটির প্রদর্শন অটোমেটিক হ্রাস করে দেয়। ১৩ থেকে ১৯ বছর বয়সীদের অনন্য প্রয়োজন মেটানোর জন্য আমরা কীভাবে কন্টেন্ট সংক্রান্ত সাজেশন তৈরি করি সেই ব্যাপারে জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11255138384287602643
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false