YouTube ক্রিয়েটরদের জন্য এক নজরে মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক (MCN)

মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক (“MCN” বা “নেটওয়ার্ক”) হল একাধিক YouTube চ্যানেলের সাথে অ্যাফিলিয়েট করা থার্ড-পার্টি পরিষেবা প্রদানকারী, যারা চ্যানেলে দর্শক বাড়ানো, কন্টেন্ট প্রোগ্রামিং, ক্রিয়েটরদের যৌথভাবে কাজ করা, ডিজিটাল অধিকার ম্যানেজমেন্ট, মনিটাইজেশন এবং/অথবা সেলস সহ বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করে। 

যেসব চ্যানেল কোনও MCN-এর অংশ তাদের অবশ্যই চ্যানেল পর্যালোচনা করাতে হবে এবং YouTube-এর মনিটাইজেশন নীতি মেনে চলতে হবে।

অ্যাফিলিয়েট করা এবং মালিকানাধীন ও পরিচালিত চ্যানেল

MCN সংস্থাগুলির YouTube নেটওয়ার্কের মধ্যে দুই ধরনের চ্যানেল থাকতে পারে:

  • অ্যাফিলিয়েট করা চ্যানেল হল এমন চ্যানেল যার বেশিরভাগ কাজকর্ম MCN ম্যানেজ করে এবং যা অ্যাফিলিয়েট কন্টেন্ট মালিকের অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে।
  • মালিকানাধীন ও পরিচালিত (O&O) চ্যানেলগুলি পার্টনারদের মালিকানাধীন এবং তাদের মাধ্যমেই পরিচালিত হয়। অর্থাৎ, পার্টনার সংশ্লিষ্ট চ্যানেলের YouTube কন্টেন্টের এক্সক্লুসিভ অধিকার লাভ করেছেন এবং চ্যানেলের দৈনিক কাজকর্ম (যেমন, ভিডিও আপলোড করা) নিয়মিত সক্রিয়ভাবে ম্যানেজ করেন। মালিকানাধীন ও পরিচালিত চ্যানেলের আপলোড করা কন্টেন্টের স্থায়ী, বিশ্বব্যাপী এক্সক্লুসিভ অধিকার যদি পার্টনারের না থাকে, সেক্ষেত্রে প্ল্যাটফর্মে কন্টেন্টের উপলভ্যতা ম্যানেজ করার জন্য উপযুক্ত ফিচার ব্যবহার করা পার্টনারের দায়িত্বের মধ্যে পড়ে।

দুই ধরনের চ্যানেল আলাদা করার মাধ্যমে YouTube আরও ন্যায্যভাবে ও স্বচ্ছতার সাথে আমাদের নীতি ও চ্যানেল ফিচার প্রয়োগ করতে পারে।

MCN ও অন্যান্য থার্ড-পার্টি পরিষেবা প্রদানকারীদের YouTube বা Google এন্ডোর্স করে না, তবে আপনি ক্রিয়েটর পরিষেবা ডিরেক্টরি থেকে YouTube সার্টিফায়েড পরিষেবা প্রদানকারীদের তালিকা দেখতে পারবেন।

আপনি কি MCN পার্টনার হতে আগ্রহী? আমাদের এন্টারপ্রাইজ ইনটেক ফর্ম পূরণ করলে আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব!

MCN-এর সাথে কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়

যেকোনও YouTube ক্রিয়েটরের কাছে MCN-এ যোগ দেওয়ার সিদ্ধান্তটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যোগ দেওয়ার আগে, আপনার পেমেন্টের ভিত্তিতে MCN কী পরিষেবা এবং/অথবা ফলাফল প্রদান করবে তা ভাল করে বুঝে নিতে ভুলবেন না। এছাড়াও, আপনাকে কখন পেমেন্ট করা হবে এবং আপনার MCN ঠিক সময়মতো অথবা আপনার প্রাপ্য পেমেন্ট না করলে, সেক্ষেত্রে কী ধরনের সুরক্ষামূলক বিকল্প আপনার জন্য উপলভ্য আছে তা ভাল করে বুঝে নেবেন। যদিও অনেক ক্রিয়েটরই পার্টনার হিসেবে কোনও MCN বেছে নিতে পছন্দ করেন, তবে YouTube-এ সফল হওয়ার জন্য MCN-এ যোগ দেওয়া বাধ্যতামূলক নয়।

সব ক্রিয়েটরের জন্য YouTube রিসোর্স

আপনি MCN-এর সাথে যুক্ত হন বা না হন, আপনার জন্য উপলভ্য YouTube-এর সহায়তা সংক্রান্ত বিকল্প কীভাবে ব্যবহার করবেন এবং YouTube ক্রিয়েটর হিসেবে সাহায্য কীভাবে পাবেন তা জেনে নিতে ভুলবেন না।

ক্রিয়েটরদের জন্য YouTube হল আরও উন্নত ভিডিও তৈরিতে সাহায্য করতে পারে এমন সব প্রোগ্রাম, টুল ও আসন্ন ইভেন্ট সম্পর্কে জানার সবচেয়ে ভাল জায়গা। YouTube for Creators সংক্রান্ত সুবিধা প্রোগ্রামের মাধ্যমে আপনি চ্যানেলের দর্শক সংখ্যা বাড়ানোর কাজে সাহায্য পেতে পারেন।

কোনও MCN-এর সাথে চুক্তি সই করা

MCN চুক্তিগুলি আইনগতভাবে বাধ্যতামূলক, তাই আগে ভাল করে জেনে ও বুঝে নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভাল। আপনি চাইলে নিজের আইনি উপদেষ্টার থেকেও পরামর্শ নিতে পারেন।

কোনও MCN-এ যোগ দেওয়ার আগে, আপনার চুক্তিটি মন দিয়ে পড়ুন এবং অন্তত নিম্নলিখিত বিষয়গুলি বুঝতে পারছেন কিনা দেখে নিন:

  • নেটওয়ার্ক কত ফি চার্জ করছে
  • আপনার চ্যানেলকে নির্দিষ্ট কোন কোন পরিষেবা ও কী লেভেলের সহায়তা দেওয়া হচ্ছে
  • নেটওয়ার্কের প্রতি আপনার আইনগত বাধ্যবাধকতা
  • আপনার চুক্তির সময়সীমা
  • আপনার চুক্তি কীভাবে বাতিল করতে পারবেন
মোট উপার্জন ও পেমেন্ট পাওয়া

আপনি কোনও MCN-এ যোগ দিলে, আপনার সব উপার্জন MCN-এর AdSense for YouTube অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে এবং MCN আপনার YouTube Analytics থেকে উপার্জনের ডেটা অ্যাক্সেস করতে পারবে।

MCN-এ যোগ দিলে YouTube-এর সাথে আপনার উপার্জন শেয়ারের ক্ষেত্রে কোনও প্রভাব পড়ে না, যা পরিষেবার শর্তাবলী-তে উল্লেখ করা আছে। MCN পেমেন্ট করার আগে সাধারণত ক্রিয়েটরের উপার্জন থেকে শতাংশের হিসেবে একটি অংশ নিজেরা রেখে দেয়।

এছাড়াও, কিছু MCN অতিরিক্ত উপার্জনের সুযোগ অফার করে, যেমন ব্র্যান্ড স্পনসরশিপ বা আলাদা সেলস টিম, যা সামগ্রিকভাবে আপনার চ্যানেলের আরও বেশি উপার্জনের ক্ষেত্রে অবদান রাখতে পারে। কোনও নেটওয়ার্ক এইসব পরিষেবা অফার করলে, তা আপনার চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে কিনা ভাল করে দেখে নেবেন।

বিজ্ঞাপন ব্লক করা ও নিয়ন্ত্রণ করা

নিয়ন্ত্রণ করা বিজ্ঞাপনের ব্যবহার কম হওয়া উচিত। তবে অ্যাফিলিয়েট ক্রিয়েটররা নিজেদের চ্যানেলের সাথে লিঙ্ক করা AdSense for YouTube অ্যাকাউন্টে এটি ব্যবহার করতে পারেন।  বিজ্ঞাপন অনুমোদন এবং ব্লক করা সম্পর্কে আরও জানুন।

স্ট্রাইক ও ভিডিও সরিয়ে দেওয়া

আপনার চ্যানেলে কোনও কপিরাইট দাবি, স্ট্রাইক বা ভিডিও সরিয়ে দেওয়া হলে, সমস্যাটি বুঝতে ও তা সমাধান করার ক্ষেত্রে MCN আপনাকে সাহায্য করতে পারে, তবে কোনও MCN এগুলি ঘটা আটকাতে পারে না। কোনও চ্যানেল MCN-এর অংশ হোক বা না হোক, নিজের মালিকানা নেই এমন কন্টেন্ট আপলোড করার মতো YouTube-এর কমিউনিটি নির্দেশিকা বা কপিরাইট সংক্রান্ত নীতি লঙ্ঘন করলে ওই চ্যানেল স্ট্রাইক বা অন্য শাস্তি পাবে।

স্ট্রাইক ও ভিডিও সরিয়ে দেওয়ার মতো শাস্তির হাত থেকে নিজের চ্যানেলকে কীভাবে বাঁচাবেন, তা জানতে নীতি এবং নিরাপত্তা কেন্দ্র এবং YouTube কপিরাইট কেন্দ্র দেখুন।

চ্যানেল থেকে MCN-এর অ্যাক্সেস সরিয়ে দিন

আপনি যদি অ্যাফিলিয়েট ক্রিয়েটর হন এবং যদি MCN-এর সাথে আপনার চুক্তি আপনাকে এটি করার অনুমতি দেয় বলে মনে করেন, তাহলে নিজের চ্যানেল থেকে MCN-এর অ্যাক্সেস সরিয়ে দেওয়ার অনুরোধ জানাতে পারেন।

MCN সংক্রান্ত পেশাদার পদ্ধতি

সব MCN-এর দায়িত্ব, YouTube-এর পেশাদার পদ্ধতি অনুসরণ করে চুক্তিবদ্ধ ক্রিয়েটরদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করা, যার মধ্যে রয়েছে:

  • চ্যানেল যাতে MCN-এ যোগ দিতে পারে, সেজন্য স্প্যাম ও বিভ্রান্তিকর ভাষা ব্যবহার না করা।
  • কী কী পরিষেবা দেওয়া হবে ও কতটা সহায়তা করা হবে, একটি চুক্তির মাধ্যমে তা স্পষ্টভাবে বুঝিয়ে বলা।
  • যেসব পরিষেবা প্রদান করা হবে এবং চুক্তি সংক্রান্ত যেসব আইনগত বাধ্যবাধকতা আছে, সেগুলির ক্ষেত্রে সততা ও স্বচ্ছতার সাথে কাজ করা।
  • চুক্তি অনুসারে চ্যানেলকে অনবোর্ডিং ও রিলিজ করা।

কোনও MCN এইসব পেশাদার পদ্ধতি পালন না করলে তাদের অ্যাকাউন্ট ফিচার ও মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হবে। কোনও MCN যদি YouTube-এর নীতি মেনে না চলে, সেক্ষেত্রে ক্রিয়েটর সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9161002759622598807
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false