আপলোডের ডিফল্ট সেটিংস সেট করা

আপলোডের ডিফল্ট সেটিংস হল এমন সেটিংস যা আপনার পছন্দ অনুযায়ী সেট করা হবে ও ওয়েবে আপলোড করা আপনার সমস্ত কন্টেন্টের ক্ষেত্রে প্রয়োগ করা হবে। আপনি ভিডিওর গোপনীয়তা সেটিংস, বিভাগ, শীর্ষক, ট্যাগ, কমেন্ট, ভাষা ও আরও অনেক কিছুর ক্ষেত্রে ডিফল্ট সেটিংস বেছে নিতে পারেন। 

আপনার ব্রাউজার ব্যবহার করে youtube.com/upload লিঙ্কের মাধ্যমে আপলোড করা ভিডিওর ক্ষেত্রে শুধুমাত্র আপলোডের ডিফল্ট সেটিংস প্রয়োগ করা হবে। আপনি মোবাইল, Hangout On Air বা ভিডিও এডিটর থেকে ভিডিও আপলোড করলে সেক্ষেত্রে এই ডিফল্ট সেটিংস প্রয়োগ করা হবে না।

আপনার ভিডিও 'বাচ্চাদের জন্য তৈরি' কিনা তা আমাদের জানাতে আপনার চ্যানেলের ডিফল্ট দর্শক সেটিং সেট করুন।

আপলোডের ডিফল্ট সেটিংস বেছে নেওয়া

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, সেটিংস বিকল্পটি বেছে নিন।
  3. এরপর আপলোডের ডিফল্ট সেটিংস বিকল্পটি বেছে নিন।
  4. আপনার ভিডিওর ডিফল্ট সেটিংস প্রাথমিক তথ্য এবং উন্নত সেটিংস ট্যাব থেকে বেছে নিন।
  5. সেভ করুন বিকল্প বেছে নিন।

ভিডিও পৃষ্ঠাতে ভিডিও আপলোড করার পরেও আপনি সেটিংস পরিবর্তন করতে পারেন। কীভাবে আপলোড করা ভিডিওর সেটিংস পরিবর্তন করবেন তা দেখে নিন।

আপনি YouTube পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকলে, আপনার বিজ্ঞাপন ফর্ম্যাটের ডিফল্ট এবং মনিটাইজেশনের ডিফল্ট সেটিংস সেট করতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14878317072332660198
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false