ভিডিও বিজ্ঞাপনের ফর্ম্যাট সম্পর্কে

 


 

“Video discovery ads” are now known as “in-feed video ads”. Aside from the name change, the ad format functions the same as before.

YouTube ও ভিডিও পার্টনারদের সাইট জুড়ে গ্রাহকদের আকর্ষণ করার জন্য, Google Ads-এ বিভিন্ন ধরনের ভিডিও বিজ্ঞাপনের ফর্ম্যাট ব্যবহার করে আপনি নজর কাড়া ভিডিও ক্যাম্পেন তৈরি করতে পারেন। ভিডিও বিজ্ঞাপনের এই সমস্ত ফর্ম্যাট ব্যবহার করা যাবে:

  ইন-স্ট্রিমে এড়ানো যায় ইন-ফিড ইন-স্ট্রিমে এড়ানো যায় না বাম্পার আউটস্ট্রিম
  Image of skippable in-stream ad Image of video discovery ad Image of non-skippable in-stream ad Image of bumper ad Image of outstream ad
সুবিধা: ব্যবহারকারীরা এগুলি এড়িয়ে যেতে পারেন, তাই শুধুমাত্র ভিউয়ের জন্যেই আপনাকে চার্জ করা হবে যে ব্যবহারকারীদের এনগেজমেন্ট খুব বেশি, তারা কিছু খোঁজা ও খুঁজে পাওয়ার সময় এগুলি দেখানো হয় ব্যবহারকারীরা এগুলি এড়াতে পারেন না, তাই সম্পূর্ণ বিজ্ঞাপন দেখেন অন্য বিজ্ঞাপনের উপরে জোর দিতে বা সেটির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই ছোট বিজ্ঞাপন ব্যবহার করা হয়, এটি এড়ানো যায় না। ব্যবহারকারীরা Google-এর বাইরে তাদের পছন্দের সাইট ব্রাউজ করার সময় তাদের সচেতনতা বৃদ্ধি করতে এগুলি ব্যবহার করা হয়
কোথায় দেখানো হয়? YouTube ভিডিও, GVP YouTube হোম ফিড, YouTube সার্চ YouTube ভিডিও, GVP YouTube ভিডিও, GVP GVP
ভিডিওর সর্বাধিক দৈর্ঘ্য? কোনও সর্বাধিক সীমা নেই (তবে দৈর্ঘ্য ৩ মিনিটের কম রাখার সাজেশন দেওয়া হয়) দৈর্ঘ্যের কোনও সর্বাধিক সীমা নেই ১৫ – ৩০ সেকেন্ড ৬ সেকেন্ড দৈর্ঘ্যের কোনও সর্বাধিক সীমা নেই
ভিউয়ের সংখ্যা Google Ads-এ দেখা যায়? হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ
সর্বজনীন ভিউয়ের মধ্যে ধরা হয়? হ্যাঁ (তবে ১০ সেকেন্ডের থেকে ছোট ভিডিওর ভিউ ধরা হয় না) হ্যাঁ না না হ্যাঁ
দর্শকদের কাছে রিমার্কেট করা যায়? হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ

ভিডিও বিজ্ঞাপনের কন্টেন্ট YouTube-এ হোস্ট করা হলেও, সেগুলি YouTube ছাড়াও Google-এর ভিডিও পার্টনারদের ওয়েবসাইট ও অ্যাপ জুড়ে দেখানো যায় (এটি বিজ্ঞাপনের ফর্ম্যাট ও ক্যাম্পেনের সেটিংসের উপরে নির্ভর করে)।

এই নিবন্ধে ভিডিও বিজ্ঞাপন ব্যবহারের সুবিধা জানানো হয়েছে এবং ব্যবহারযোগ্য সমস্ত ভিডিও বিজ্ঞাপনের ফর্ম্যাটের মধ্যে তুলনা করা হয়েছে। ফর্ম্যাটগুলির বিষয়ে বিস্তারিত জানতে নিচের অংশটি পড়ুন। আমাদের নীতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে আরও জানতে পারেন। Google Ads-এ কীভাবে ভিডিও তৈরি করবেন, সেই বিষয়ে জানতে অ্যাসেটের লাইব্রেরির সাহায্যে ভিডিও তৈরি করা নিবন্ধটি পড়ুন। ভিডিওতে ভয়েস-ওভার যোগ করার পদ্ধতি জানতে ভিডিও ক্যাম্পেনে ভয়েস-ওভার যোগ করা লিঙ্কে যান।

An example of all the YouTube ad formats available in Google Ads

মনে রাখবেন: প্রোডাক্ট ও ব্র্যান্ড বিবেচনা সংক্রান্ত ক্যাম্পেনের উদ্দেশ্য ব্যান্ড সচেতনতা ও নাগালের সাথে জুড়ে দেওয়া হয়েছে। দুটি আলাদা উদ্দেশ্যের অন্তর্গত একই ক্যাম্পেন সাবটাইপগুলি এখন থেকে 'সচেতনতা ও বিবেচনা' বিভাগে দেখতে পাবেন। এর ফলে বিজ্ঞাপনের লক্ষ্যমাত্রা বেছে নেওয়া সহজ হয় এবং ব্র্যান্ড ক্যাম্পেনের সমস্ত সাবটাইপ একই জায়গায় পাওয়া যায়।

 


এড়িয়ে যাওয়ার সুবিধা থাকা ইন-স্ট্রিম বিজ্ঞাপন

Image of skippable in-stream ad

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কখন ব্যবহার করা উচিত?

YouTube এবং Google-এর ভিডিও পার্টনারদের ওয়েবসাইট ও অ্যাপ জুড়ে কোনও ভিডিওর আগে, মাঝে বা পরে নিজের ভিডিও কন্টেন্টের প্রচার করতে হলে এড়িয়ে যাওয়ার সুবিধা থাকা ইন-স্ট্রিম বিজ্ঞাপন ব্যবহার করুন।

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কীভাবে কাজ করে?

এড়িয়ে যাওয়ার সুবিধা থাকা ইন-স্ট্রিম বিজ্ঞাপন অন্যান্য ভিডিওর আগে, মাঝে বা পরে দেখানো হয়। ৫ সেকেন্ড দেখার পরে এগুলি এড়িয়ে যাওয়া যায়।

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কোথায় দেখানো হয়?

এড়িয়ে যাওয়ার সুবিধা থাকা ইন-স্ট্রিম বিজ্ঞাপন YouTube-এ ভিডিওর পৃষ্ঠায় এবং Google-এর ভিডিও পার্টনারদের ওয়েবসাইট ও অ্যাপ জুড়ে দেখানো হয়।

এর জন্য আমাকে কীভাবে চার্জ করা হবে?

CPV বিডিং পদ্ধতি ব্যবহার করলে, কেউ আপনার ভিডিও ৩০ সেকেন্ড দেখা, দৈর্ঘ্য ৩০ সেকেন্ডের থেকে কম হলে সেটি সম্পূর্ণ দেখা অথবা সেটির সাথে ইন্ট্যার‍্যাক্ট করা, এগুলির মধ্যে যেটি আগে ঘটবে, তার জন্য আপনাকে চার্জ করা হবে।

টার্গেট CPM, টার্গেট CPA এবং কনভার্সন বাড়ানোর বিডিং পদ্ধতি ব্যবহার করলে প্রতি ইম্প্রেশন পিছু আপনাকে চার্জ করা হবে।

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি ব্যবহার করার জন্য আমায় ক্যাম্পেনের লক্ষ্য হিসেবে কী বেছে নিতে হবে?

  • বিক্রি
  • লিড
  • ওয়েবসাইট ট্রাফিক
  • সচেতনতা ও বিবেচনা

মনে রাখবেন: Google Ads-এ "লক্ষ্য সম্পর্কিত নির্দেশিকা ছাড়া ক্যাম্পেন তৈরি করুন" বিকল্পটি বেছে নিলেও আপনি এই ফর্ম্যাট ব্যবহার করতে পারবেন।

 


এড়িয়ে যাওয়ার সুবিধা না থাকা ইন-স্ট্রিম বিজ্ঞাপন

Image of non-skippable in-stream ad

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কখন ব্যবহার করা উচিত?

YouTube এবং Google-এর ভিডিও পার্টনারদের ওয়েবসাইট ও অ্যাপ জুড়ে কোনও ভিডিওর আগে, মাঝে বা পরে নিজের ভিডিও কন্টেন্টের প্রচার করতে হলে এবং ভিডিওটি এড়ানোর সুযোগ না দিয়ে দর্শককে সেটি সম্পূর্ণ দেখাতে চাইলে এড়িয়ে যাওয়ার সুবিধা না থাকা ইন-স্ট্রিম বিজ্ঞাপন ব্যবহার করুন।

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কীভাবে কাজ করে?

এড়িয়ে যাওয়ার সুবিধা না থাকা ইন-স্ট্রিম বিজ্ঞাপনের দৈর্ঘ্য ৩০ সেকেন্ড বা তার কম হয় এবং এগুলি অন্য ভিডিওর আগে, মাঝে বা পরে দেখানো হয়। বিজ্ঞাপন এড়িয়ে যাওয়ার বিকল্প ব্যবহারকারীদের দেওয়া হয় না।

মনে রাখবেন: এড়িয়ে যাওয়ার সুবিধা না থাকা কিছু ইন-স্ট্রিম বিজ্ঞাপন উপযুক্ত হলে YouTube TV-তেও দেখানো হতে পারে। YouTube TV-তে বিজ্ঞাপন সম্পর্কে আরও জানুন।

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কোথায় দেখানো হয়?

এড়িয়ে যাওয়ার সুবিধা না থাকা ইন-স্ট্রিম বিজ্ঞাপন YouTube ভিডিওতে এবং Google-এর ভিডিও পার্টনারদের ওয়েবসাইট ও অ্যাপ জুড়ে দেখানো হয়।

এর জন্য আমাকে কীভাবে চার্জ করা হবে?

এড়িয়ে যাওয়ার সুবিধা না থাকা ইন-স্ট্রিম বিজ্ঞাপনে 'টার্গেট করা CPM বিডিং' পদ্ধতি ব্যবহার করা হয়, তাই আপনাকে ইম্প্রেশন পিছু চার্জ করা হবে।

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি ব্যবহার করার জন্য আমায় ক্যাম্পেনের লক্ষ্য হিসেবে কী বেছে নিতে হবে?

  • সচেতনতা ও বিবেচনা

মনে রাখবেন: Google Ads-এ "লক্ষ্য সম্পর্কিত নির্দেশিকা ছাড়া ক্যাম্পেন তৈরি করুন" বিকল্পটি বেছে নিলেও আপনি এই ফর্ম্যাট ব্যবহার করতে পারবেন।

 


Vertical-friendly video ads

Optimize your App, Performance Max, and Video campaigns by having vertical videos in your creative assets as a best practice. The mobile-friendly, full-screen experience of vertical videos can help improve your campaign’s engagement with mobile video viewers.

For YouTube, vertical videos are supported in all video eligible campaigns with possible placements in-feed, in-stream, on YouTube Search, and YouTube Shorts. In some cases, just by adding a vertical video asset to a Video action campaign can deliver 10-20% more conversions compared to just having horizontal videos for YouTube Shorts.

Outside of YouTube, your ads also run on Google video partners to reach more people. A large share of Google video partners inventory is vertical-focused, like gaming and video apps, to further utilize your vertical and square video assets.

Note: Vertical videos may also be served in-feed to people using desktops as your best performing assets are served based on user behavior and environment.

To start creating vertical video assets, learn more about video creation in Google Ads.

 


ইন-ফিড ভিডিও বিজ্ঞাপন

Image of video discovery ad

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কখন ব্যবহার করা উচিত?

ব্যবহারকারী যখন কিছু খুঁজে দেখেন, তখন নিজের ভিডিও কন্টেন্টের প্রচার করতে হলে ইন-ফিড ভিডিও বিজ্ঞাপন ব্যবহার করুন। এগুলি ব্যবহারকারীর সার্চ করা কন্টেন্টের সাথে সম্পর্কিত YouTube ভিডিওর পাশে, YouTube সার্চের ফলাফলে এবং YouTube মোবাইল হোমপেজে দেখানো হয়।

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কীভাবে কাজ করে?

ইন-ফিড ভিডিও বিজ্ঞাপনে আপনার ভিডিওর থাম্বনেল এবং কিছু টেক্সট দেখানো হয়। বিজ্ঞাপন ঠিক কোথায় দেখানো হচ্ছে, সেই অনুযায়ী সেটির আকার ও আয়তন সামান্য আলাদা হতে পারে। ইন-ফিড ভিডিও বিজ্ঞাপনে সব সময় ভিডিওটি দেখার জন্য ক্লিক করতে দর্শকদের আহ্বান জানানো হয়। ক্লিক করলে ভিডিওটি YouTube ভিডিওর পৃষ্ঠা বা চ্যানেল হোমপেজে দেখানো হয়।

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কোথায় দেখানো হয়?

ইন-ফিড ভিডিও বিজ্ঞাপন এই সমস্ত জায়গায় দেখানো হয়:

  • YouTube সার্চের ফলাফলে
  • সম্পর্কিত YouTube ভিডিওর পাশে
  • YouTube মোবাইল হোমপেজে

এর জন্য আমাকে কীভাবে চার্জ করা হবে?

দর্শক ভিডিওর থাম্বনেলে ক্লিক করে বিজ্ঞাপনটি দেখলে তবেই আপনাকে চার্জ করা হবে।

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি ব্যবহার করার জন্য আমায় ক্যাম্পেনের লক্ষ্য হিসেবে কী বেছে নিতে হবে?

  • সচেতনতা ও বিবেচনা

মনে রাখবেন: Google Ads-এ "লক্ষ্য সম্পর্কিত নির্দেশিকা ছাড়া ক্যাম্পেন তৈরি করুন" বিকল্পটি বেছে নিলেও আপনি এই ফর্ম্যাট ব্যবহার করতে পারবেন।

 


বাম্পার বিজ্ঞাপন

Image of bumper ad

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কখন ব্যবহার করা উচিত?

স্বল্প সময়ের মধ্যে বহু মানুষের মনে দাগ কাটার মতো বার্তা পৌঁছে দিতে চাইলে বাম্পার বিজ্ঞাপন ব্যবহার করুন।

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কীভাবে কাজ করে?

বাম্পার বিজ্ঞাপনের দৈর্ঘ্য ৬ সেকেন্ড বা তার কম হয় এবং এগুলি অন্য ভিডিওর আগে, মাঝে বা পরে দেখানো হয়। বিজ্ঞাপন এড়িয়ে যাওয়ার বিকল্প ব্যবহারকারীদের দেওয়া হয় না।

মনে রাখবেন: কিছু বাম্পার বিজ্ঞাপন উপযুক্ত হলে YouTube TV-তেও দেখানো হতে পারে। YouTube TV-তে বিজ্ঞাপন সম্পর্কে আরও জানুন।

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কোথায় দেখানো হয়?

বাম্পার বিজ্ঞাপন YouTube ভিডিওতে এবং Google-এর ভিডিও পার্টনারদের ওয়েবসাইট ও অ্যাপ জুড়ে দেখানো হয়।

এর জন্য আমাকে কীভাবে চার্জ করা হবে?

বাম্পার বিজ্ঞাপনে 'টার্গেট করা CPM বিডিং' পদ্ধতি ব্যবহার করা হয়, তাই আপনাকে ইম্প্রেশন পিছু চার্জ করা হবে।

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি ব্যবহার করার জন্য আমায় ক্যাম্পেনের লক্ষ্য হিসেবে কী বেছে নিতে হবে?

  • সচেতনতা ও বিবেচনা

মনে রাখবেন: Google Ads-এ "লক্ষ্য সম্পর্কিত নির্দেশিকা ছাড়া ক্যাম্পেন তৈরি করুন" বিকল্পটি বেছে নিলেও আপনি এই ফর্ম্যাট ব্যবহার করতে পারবেন।

 


আউটস্ট্রিম বিজ্ঞাপন

Image of outstream ad

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কখন ব্যবহার করা উচিত?

মোবাইল ডিভাইসে ভিডিও বিজ্ঞাপনের নাগাল বাড়ানোর মাধ্যমে নতুন গ্রাহকদের কাছে পৌঁছাতে চাইলে আউটস্ট্রিম বিজ্ঞাপন ব্যবহার করুন।

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কীভাবে কাজ করে?

আউটস্ট্রিম বিজ্ঞাপন প্রথমে সাউন্ড বন্ধ রেখে দেখানো হয়। দর্শক বিজ্ঞাপনে ট্যাপ করে ভিডিওটি আনমিউট করতে পারেন। যুক্তি সঙ্গত খরচের মাধ্যমে কার্যকরভাবে আরও বেশি গ্রাহককে ভিডিও দেখানোর জন্যই আউটস্ট্রিম বিজ্ঞাপন তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কোথায় দেখানো হয়?

আউটস্ট্রিম বিজ্ঞাপন শুধুমাত্র মোবাইল ডিভাইসে, Google-এর ভিডিও পার্টনারদের ওয়েবসাইট ও অ্যাপেই দেখানো হয়। আউটস্ট্রিম বিজ্ঞাপন YouTube-এ দেখানো যায় না।

আউটস্ট্রিম বিজ্ঞাপন মোবাইলের স্ক্রিনে বিভিন্ন জায়গায় দেখানো যায়। মোবাইল ওয়েব প্লেসমেন্টের ক্ষেত্রে আউটস্ট্রিম বিজ্ঞাপন ব্যানারে দেখানো হয়। মোবাইল অ্যাপের ক্ষেত্রে এগুলি ব্যানার, ইন্টারস্টিশিয়াল, ইন-ফিড ও নেটিভ বিজ্ঞাপন হিসেবে এবং পোর্ট্রেট ও ফুল-স্ক্রিন, দুটি মোডেই দেখানো হয়।

এর জন্য আমাকে কীভাবে চার্জ করা হবে?

আউটস্ট্রিম বিজ্ঞাপনের জন্য দেখা যায় এমন কস্ট-পার-থাউজ্যান্ড ইম্প্রেশনের মান (দেখার উপযুক্ত CPM) অনুযায়ী চার্জ করা হয়। তাই, কেউ আপনার ভিডিও ২ সেকেন্ড বা তার বেশি দেখলে তবেই আপনাকে চার্জ করা হবে।

 


মাস্টহেড বিজ্ঞাপন

Image of Masthead ad

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কখন ব্যবহার করা উচিত?

কোনও নতুন প্রোডাক্ট বা পরিষেবার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে বা সেলস ইভেন্টের মতো প্রয়োজনে কম সময়ে বহু দর্শকের কাছে পৌঁছাতে হলে এই ফর্ম্যাটটি ব্যবহার করুন।

Google বিক্রয় প্রতিনিধির সাথে রিজার্ভেশন করলে তবেই মাস্টহেড বিজ্ঞাপন দেখানো যায়।

বিজ্ঞাপনের এই ফর্ম্যাটটি কীভাবে কাজ করে?

ডেস্কটপ

  • মাস্টহেড বিজ্ঞাপনে ফিচার করা ভিডিও, YouTube হোম ফিডের একেবারে উপরে সাউন্ড বন্ধ রেখে ৩০ সেকেন্ড পর্যন্ত অটোপ্লে করা হয়। মাস্টহেড বিজ্ঞাপন ওয়াইডস্ক্রিন বা ১৬:৯ অ্যাস্পেক্ট রেশিও ফর্ম্যাটে দেখানো যায়। এর ডানদিকে একটি ইনফরমেশন প্যানেল থাকে, যেটি আপনার চ্যানেলের অ্যাসেট অটোমেটিক ব্যবহার করে। আপনি চাইলে এই প্যানেলে সর্বাধিক ২টি কম্প্যানিয়ন ভিডিও রাখতে পারেন। ভিডিওর সাউন্ড শুনতে চাইলে দর্শক 'মিউট' আইকনে ক্লিক করতে পারেন।
  • অটোপ্লে হওয়ার পরে মূল ভিডিওটি ডিফল্ট হিসেবে ভিডিও থাম্বনেল হয়ে যায়। ভিডিও বা থাম্বনেলে ক্লিক করলে দর্শককে YouTube-এ ভিডিওটির পৃষ্ঠায় নিয়ে যাওয়া হয়।

মোবাইল

  • মাস্টহেড বিজ্ঞাপনে ফিচার করা ভিডিওর দৈর্ঘ্য যতখানি, ততক্ষণ সেটি সাউন্ড বন্ধ রেখে YouTube অ্যাপ বা m.youtube.com হোম ফিডে অটোপ্লে করা হয়।
  • মোবাইল ভিডিও মাস্টহেড বিজ্ঞাপনে ভিডিও থাম্বনেল, কাস্টমাইজ করার উপযুক্ত শিরোনাম, টেক্সটের মাধ্যমে বিবরণ এবং এক্সটার্নাল কল টু অ্যাকশন (CTA) থাকে। এছাড়া, বিজ্ঞাপনদাতার চ্যানেলের নাম ও আইকন মোবাইল ভিডিও মাস্টহেড বিজ্ঞাপনে অটোমেটিক যোগ করে দেওয়া হয়। কেউ মোবাইল ভিডিও মাস্টহেড বিজ্ঞাপনে ক্লিক করলে তাকে YouTube-এ সেই বিজ্ঞাপনের ভিডিওর পৃষ্ঠায় নিয়ে যাওয়া হয়।

টিভি স্ক্রিন

  • টিভিতে YouTube অ্যাপে মাস্টহেড বিজ্ঞাপন দেখানো হলে, বিজ্ঞাপনের ভিডিওটির দৈর্ঘ্য যতখানি, ততক্ষণ ধরে সাউন্ড বন্ধ রেখে স্ক্রিনের একেবারে উপরে সেটি অটোপ্লে করা হয়। মাস্টহেড বিজ্ঞাপন ওয়াইডস্ক্রিন বা ১৬:৯ অ্যাস্পেক্ট রেশিও ফর্ম্যাটে দেখানো যায়। দর্শক টিভির রিমোট কন্ট্রোল দিয়ে মাস্টহেড বিজ্ঞাপনের সাথে ইন্টার‍্যাক্ট করতে পারেন। অটোপ্লে হওয়ার পরে মূল ভিডিওটি ডিফল্ট হিসেবে ভিডিও থাম্বনেল হয়ে যায়। ভিডিও বা থাম্বনেলে ক্লিক করলে তাকে ভিডিওটির পৃষ্ঠায় নিয়ে গিয়ে ফুল-স্ক্রিনে সেটি দেখানো হয়।
  • টিভি স্ক্রিনে মাস্টহেড বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে CTA যোগ করা যায় না।

এর জন্য আমাকে কীভাবে চার্জ করা হবে?

মাস্টহেড বিজ্ঞাপন শুধুমাত্র রিজার্ভেশনের মাধ্যমেই ব্যবহার করা যায়, তাই এর জন্য এক হাজার ইম্প্রেশন প্রতি খরচ (CPM) অনুযায়ী চার্জ করা হয়। আনুমানিক খরচ ও ক্যাম্পেনের ইম্প্রেশন সংক্রান্ত লক্ষ্যের বিষয়ে ধারণা পেতে Google বিজ্ঞাপন টিমের সাথে যোগাযোগ করতে পারেন।

 


সম্পর্কিত লিঙ্ক

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4872046998927577620
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false