আপনার দর্শকদের সাথে লিঙ্ক শেয়ার করা

ক্রিয়েটর তার দর্শকের সাথে YouTube-এ লিঙ্ক শেয়ার করতে পারেন, কিন্তু কিছু নির্দিষ্ট ধরনের লিঙ্কেই শুধু ক্লিক করা যায়। কোন ধরনের লিঙ্কে ক্লিক করা যায় তা আপনি এই পৃষ্ঠায় জানতে পারবেন এবং তার সাথে অন্যান্য সহায়ক রিসোর্সও পাবেন।

মনে রাখবেন: স্প্যাম ও স্ক্যামের সম্ভাবনা কমাতে YouTube Shorts-এর কমেন্ট ও Shorts-এর বিবরণে থাকা URL ক্লিক করে রিডাইরেক্ট করার সুবিধা বন্ধ করা রয়েছে। 

ক্লিক করা যায় এমন লিঙ্কের ওভারভিউ

লিঙ্কের ধরন/লোকেশন ক্লিক করা যায় এমন ক্লিক করা যায় না এমন
চ্যানেল প্রোফাইলের লিঙ্ক  
বড় দৈর্ঘ্যের ভিডিওর কমেন্ট ও বিবরণে* যেসব URL যোগ করা হয়  
Shorts ভিডিওর কমেন্ট ও Shorts-এর বিবরণে যেসব URL যোগ করা হয়  
Shorts লিঙ্কে এই ধরনের ভিডিও  
YouTube লাইভ চ্যাট ও চ্যানেলের বিবরণে দেওয়া URL (হরাইজনটাল লাইভ স্ট্রিম)  
মোবাইল অ্যাপে দেখার সময় YouTube লাইভ চ্যাট ও চ্যানেলের বিবরণে দেওয়া URL (ভার্টিক্যাল লাইভ ফিড)  
Shorts-এর কমেন্ট ও Shorts-এর বিবরণে যেসব উল্লেখ ও হ্যাশট্যাগ থাকে  
YouTube Shopping অ্যাফিলিয়েট প্রোগ্রামের লিঙ্ক  
Shorts-এর গ্রিন স্ক্রিন এবং রিমিক্স অ্যাট্রিবিউশন লিঙ্ক  
কমিউনিটি পোস্ট*  
এন্ডস্ক্রিন    
* ক্লিক করা যায় এমন এক্সটার্নাল লিঙ্ক যোগ করতে হলে, আপনার চ্যানেলে উন্নত ফিচারে অ্যাক্সেস চালু করতে হবে। 

চ্যানেল প্রোফাইলের লিঙ্ক

আপনার চ্যানেল পৃষ্ঠায় ১৪টি পর্যন্ত লিঙ্ক দেখাতে চ্যানেল প্রোফাইলের লিঙ্ক ব্যবহার করুন। কোন কোন চ্যানেল প্রোফাইল লিঙ্ক আপনার চ্যানেল প্রোফাইলে দেখা যাবে এবং সেগুলি আপডেট করার ধাপ বুঝতে, এই পৃষ্ঠা দেখুন।

মনে রাখবেন: যেসব এক্সটার্নাল লিঙ্ক ব্যবহারকারীকে আমাদের এক্সটার্নাল লিঙ্ক সংক্রান্ত নীতি লঙ্ঘন করা কন্টেন্ট দেখানো ওয়েবসাইটে পাঠায়, সেইসব এক্সটার্নাল লিঙ্ককে YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না। 

রিসোর্স

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2323895652982006219
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false