জবাবী বিজ্ঞপ্তির প্রতিক্রিয়া জানানো

কপিরাইট লঙ্ঘনের কারণে কন্টেন্ট সরিয়ে দেওয়ার অনুরোধ মেনে কোনও কন্টেন্ট সরিয়ে দেওয়া হলে, সেই কন্টেন্টের আপলোডার বা অনুমোদিত প্রতিনিধি কপিরাইট সংক্রান্ত জবাবী বিজ্ঞপ্তি জমা দিতে পারেন। যদি কোনও কন্টেন্ট ভুল অভিযোগ বা ভুল শনাক্ত করার ফলে সরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে এটি হল ওই কন্টেন্ট রিস্টোর করার আইনি অনুরোধ।

প্রতিক্রিয়ার জন্য দাবিদারের (যিনি সরিয়ে দেওয়ার মূল অনুরোধটি জানিয়েছেন) কাছে জবাবী বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয়, যদি:

  • সব আইনি বাধ্যবাধকতা পূরণ করা হয়
  • আপলোডার কন্টেন্ট ব্যবহার করার অধিকার স্পষ্টভাবে ব্যাখ্যা করেন
যে কন্টেন্ট নিয়ে সমস্যা সেটি YouTube-এ রিস্টোর করা আটকাতে গ্রহণ করা আইনি ব্যবস্থার প্রমাণ সহ দাবিদারকে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ কর্মদিবসের মধ্যে উত্তর দিতে হবে।

আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রমাণ দেখানো

জবাবী বিজ্ঞপ্তির প্রতিক্রিয়া জানানোর জন্য, দাবিদারকে এইসব আইনি ব্যবস্থার কোনও একটি গ্রহণ করা হয়েছে বলে প্রমাণ দেখাতে হবে:

  • আপলোডারের সম্ভাব্য নীতি লঙ্ঘনকারী অ্যাক্টিভিটি আটকাতে আদালতের আদেশ (শুধু ক্ষতিপূরণ নয়) পাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা।
  • যেখানে প্রযোজ্য হবে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কপিরাইট অফিসের 'কপিরাইট দাবি বোর্ড' (CCB)-এর মাধ্যমে করা আপলোডারের (সেই আপলোডার মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করলে) বিরুদ্ধে করা কপিরাইট লঙ্ঘনের দাবি।

দাবিদারের নেওয়া ব্যবস্থা বা দাবিতে আপলোডারের নাম ও কোনও YouTube ভিডিওর URL-এর মতো সমস্যা থাকা কন্টেন্ট উল্লেখ করতে হবে। নিম্নলিখিত আইনি ব্যবস্থার যেকোনও একটি কপি গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে বিবেচিত হয়:

  • মামলা
  • আদালতের আদেশ
  • CCB-তে জানানো দাবি
  • CCB-এর পক্ষ থেকে লঙ্ঘন হিসেবে নেওয়া সিদ্ধান্ত

কপিরাইট লঙ্ঘন সংক্রান্ত মামলা যেসব আদালতের এখতিয়ারভুক্ত শুধু সেখানেই এই মামলা দায়ের করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইল করা মামলার ক্ষেত্রে, আমরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে দায়ের করা মামলা গ্রহণ করি।

ভুল তথ্য জমা দেবেন না। জাল ডকুমেন্ট জমা দেওয়ার মতো কোনও পদ্ধতিতে আমাদের প্রসেসের অপব্যবহার করা হলে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করা বা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

ইমেলের মাধ্যমে প্রতিক্রিয়া জানানো

জবাবী বিজ্ঞপ্তির প্রতিক্রিয়া জানাতে:

  1. উপরে উল্লিখিত আইনি ব্যবস্থার কপি সংগ্রহ করুন
    • Google Drive-এর মতো কোনও ক্লাউড স্টোরেজে সেভ করা ফাইল গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে না।
  2. YouTube থেকে ফরওয়ার্ড করা জবাবী বিজ্ঞপ্তির ইমেলে যান
    • যে ইমেল আইডি ব্যবহার করে সরিয়ে দেওয়ার মূল অনুরোধটি জমা দেওয়া হয়েছে, সেই আইডিতে জবাবী বিজ্ঞপ্তি পাঠানো হয়। 
  3. প্রমাণের কপি সহ সরাসরি ইমেলের উত্তর দিন
    • YouTube-কে নতুন ইমেল হিসেবে উত্তর পাঠাবেন না।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

জবাবী বিজ্ঞপ্তির প্রতিক্রিয়া জানানোর জন্য আমি কত সময় পাব?
আইনি ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় প্রমাণ সহ জবাবি বিজ্ঞপ্তির ইমেলের উত্তর দিতে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ কর্মদিবস সময় পাবেন।
আইনি ব্যবস্থা গ্রহণের প্রমাণ জমা দেওয়ার পরে কী হবে?
আইনি প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্ট সমস্যাজনক কন্টেন্ট YouTube-এ রিস্টোর করা হবে না। এছাড়াও, আইনি প্রক্রিয়া চলাকালীন কপিরাইট লঙ্ঘনের দাবি ও জবাবী বিজ্ঞপ্তির সমাধান হয়নি বলে ধরা হয়।
আমি জবাবী বিজ্ঞপ্তির উত্তর না দিলে কী হবে?
কোনও দাবিদার জবাবী বিজ্ঞপ্তির উত্তর না দিলে অথবা পর্যাপ্ত প্রমাণ না থাকলে বা অনুপস্থিত থাকলে, যে কন্টেন্ট নিয়ে সমস্যা সেটি YouTube-এ রিস্টোর করা হবে।

আরও তথ্য

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3428096263859536067
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false