আপনার লাইভ স্ট্রিমে প্রোডাক্ট ট্যাগ করা

আপনি উপযুক্ত ক্রিয়েটর হলে, লাইভ স্ট্রিমে ফিচার করা প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন। আপনার ট্যাগ করা প্রোডাক্টের তালিকা পর্যালোচনা করতে, দর্শক 'শপিং' shopping bag icon বিকল্প বেছে নিতে পারেন। দর্শকরা কীভাবে YouTube-এ প্রোডাক্ট কিনতে পারেন সেই সম্পর্কে আরও জানুন। উপযুক্ত ক্রিয়েটররা নিজেদের প্রোডাক্ট বা অন্যান্য ব্র্যান্ড থেকে পাওয়া প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন।

মাপকাঠি ও নির্দেশিকা

নিজস্ব প্রোডাক্ট ট্যাগ করার ক্ষেত্রে চ্যানেলের মাপকাঠি

নিজের প্রোডাক্ট ট্যাগ করা শুরু করতে হলে, আপনার চ্যানেলটি অবশ্যই YouTube Shopping-এর উপযুক্ত হতে হবে। একমাত্র তাহলেই আপনি YouTube-এর সাথে আপনার স্টোর কানেক্ট করতে ও নিজের প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন। 

ট্যাগ করা প্রোডাক্ট শুধুমাত্র এইসব দেশ/অঞ্চলের দর্শকরা দেখতে পাবেন এবং কোনও প্রোডাক্ট শুধুমাত্র তখনই দেখানো হবে যদি সেটি দর্শকের দেশ/অঞ্চলে শিপিংয়ের জন্য উপলভ্য থাকে।

অন্যান্য ব্র্যান্ড থেকে প্রোডাক্ট ট্যাগ করার ক্ষেত্রে চ্যানেলের মাপকাঠি

আপনার লাইভ স্ট্রিমে অন্যান্য ব্র্যান্ড থেকে প্রোডাক্ট ট্যাগ করতে, আপনার চ্যানেলকে অবশ্যই YouTube Shopping সংক্রান্ত উপযুক্ততার মাপকাঠি পূরণ করতে হবে।

ট্যাগ করা প্রোডাক্ট শুধুমাত্র এই সমস্ত দেশ/অঞ্চলের দর্শকরাই দেখতে পাবেন। যেসব দেশ/অঞ্চলের প্রোডাক্ট ডেলিভার করা যায় সেখানে আমরা দর্শকদের প্রোডাক্ট সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দেখাই। নির্দিষ্ট দেশে ভিডিওটির সাথে "শিপিং এরিয়া লিমিটেড" ডিসক্লেমার দিয়ে রাখার অর্থ হল, মার্চেন্ট এই দেশকে টার্গেট করেনি। 

ভিডিও সম্পর্কিত নির্দেশিকা

ক্রিয়েটরকে অবশ্যই লাইভ স্ট্রিমের মধ্যে থাকা কন্টেন্টের সমস্ত অধিকারের মালিক হতে হবে এবং তা কন্ট্রোল করতে হবে অথবা সমস্ত অধিকার অর্জন করতে হবে। এর মধ্যে মিউজিক সম্পর্কিত যেকোনও প্রয়োজনীয় অধিকারও (যেমন, পাবলিক পারফর্ম্যান্স সংক্রান্ত অধিকার) অন্তর্ভুক্ত। লাইভ স্ট্রিমের সব কন্টেন্ট আমাদের কমিউনিটি নির্দেশিকা এবং পরিষেবার শর্তাবলী অনুসারে হতে হবে।

প্রোডাক্ট ট্যাগ দর্শকদের দেখানো হবে না যদি:

লাইভ স্ট্রিমের কন্টেন্ট আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করবে বলে যদি ইঙ্গিত পাওয়া যায়, তাহলে আমরা লাইভ স্ট্রিমে বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করতে বা লাইভ স্ট্রিম সরিয়ে দিতে পারি। এছাড়াও, নিজস্ব বিবেচনার ভিত্তিতে ক্রিয়েটরের লাইভ স্ট্রিম করার উপর নিষেধাজ্ঞা আরোপ করার অধিকার YouTube-এর আছে।

অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট ট্যাগ করা সম্পর্কিত নির্দেশিকা

আপনার লাইভ স্ট্রিমের প্রোডাক্ট যদি স্পষ্টভাবে ফিচার করা হয়, নিরাপদে ব্যবহার করা হয়ে থাকে এবং প্রোডাক্ট আপনার লাইভ স্ট্রিমে থাকা কন্টেন্টের সাথে অর্থপূর্ণভাবে সম্পর্কিত হয় তাহলে প্রোডাক্ট ট্যাগ করুন। দর্শকদের সবথেকে প্রাসঙ্গিক অভিজ্ঞতা দেওয়ার উদ্দেশ্যে, তারা যেন আপনার কন্টেন্টে ফিচার করা প্রোডাক্ট সঠিকভাবে দেখতে পান, তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।
পেড প্রোডাক্ট প্লেসমেন্ট আছে এমন কন্টেন্টে প্রোডাক্ট যোগ করার আগে চুক্তি ভিত্তিক কোনও আইনগত বাধ্যবাধকতা আছে কিনা তা ভালভাবে পর্যালোচনা করে নিন। YouTube-এ পেড প্রোডাক্ট প্লেসমেন্ট ও এন্ডোর্সমেন্ট সহ সমস্ত কন্টেন্টের সাথে সম্পর্কিত যথাযথ তথ্য প্রকাশ করুন

কোনও প্রোডাক্ট বেছে নেওয়া কোনও রিটেলারের কাছে উপলভ্য হলে তবেই আপনি সেটি ট্যাগ করতে পারবেন। এছাড়াও, আপনার ট্যাগ করা প্রোডাক্ট যে নির্দিষ্ট রিটেলারের কাছে উপলভ্য, তাকেও বেছে নিতে হবে। ভবিষ্যতে আমরা আরও রিটেলারের সাথে কাজ করতে চাই। এই সম্পর্কে আরও জানতে, আগ্রহী পার্টি তাদের YouTube প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন।

কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলিকে আপনি ট্যাগ করতে পারবেন না, সেগুলির উদাহরণ নিচে দেওয়া হল, তবে সেগুলি এর মধ্যেই সীমাবদ্ধ নয়: বাচ্চাদের খাবার, পরিষ্কার করার জিনিস এবং ট্যাকটিক্যাল গিয়ার।

প্রোডাক্ট ট্যাগ করা, পিন করা, আবার সাজানো এবং সরিয়ে দেওয়া

লাইভ স্ট্রিম শুরু করার আগে প্রোডাক্ট ট্যাগ করা

  1. লাইভ কন্ট্রোল রুমে যান।
  2. বাঁদিকের মেনু থেকে, স্ট্রিম  বা ম্যানেজ করুন  বিকল্প বেছে নিন।
  3. লাইভ স্ট্রিম প্রিভিউয়ের নিচে, শপিং ট্যাবে ক্লিক করুন।
  4. বেছে নেওয়ার টুল খুলতে, প্রোডাক্ট ট্যাগ করুন এবং তারপর এডিট করুন  বিকল্পে ক্লিক করুন।
  5. আপনার উপলভ্য যেকোনও প্রোডাক্ট সার্চ করে দেখুন।
  6. আপনি সর্বাধিক ৩০টি প্রোডাক্ট টেনে এনে রাখতে এবং সাজাতে পারবেন। 
    • নির্দিষ্ট রিটেলারের থেকে প্রোডাক্ট সার্চ করতে, 'ফিল্টার করুন' বিকল্পে ক্লিক করুন এবং রিটেলারের নাম লিখুন।
    • কোনও প্রোডাক্ট সরিয়ে দিতে সেটির পাশে থাকা 'মুছুন' বিকল্পে ক্লিক করুন।
  7. সেভ করুন বিকল্পে ক্লিক করুন। আপনার করা পরিবর্তন প্রতিটি ভিডিও লেভেল সেটিংসে দেখা যাবে।
মনে রাখবেন:
  • যে ক্রম দর্শকদের দেখানো হয়েছে, প্রোডাক্ট পিকারও সেই একই ক্রমে আছে।
  • আপনি কোনও লাইভ স্ট্রিম চলাকালীন প্রোডাক্ট ট্যাগ করলেও, আগে থেকে থাকা কিছু দর্শক হয়ত আপডেট করা প্রোডাক্টের তালিকা দেখতে পাবেন না।
  • এছাড়াও, লাইভ স্ট্রিম শেষ হওয়ার পরে প্রোডাক্ট ট্যাগ করুন, YouTube Studio-এর মাধ্যমে। রিপ্লে চলাকালীন নতুন ট্যাগ করা প্রোডাক্ট দেখানো হবে।

লাইভ স্ট্রিম চলাকালীন কোনও প্রোডাক্ট পিন করা

লাইভ স্ট্রিম চলাকালীন, সেখানে কোনও আইটেম স্পষ্টভাবে ফিচার করতে আপনি সেটিকে পিন করতে পারবেন।

লাইভ স্ট্রিমে কোনও আইটেম পিন করা:

  1. লাইভ কন্ট্রোল রুম ব্যবহার করে লাইভ স্ট্রিম করা শুরু করুন।

  2. লাইভ স্ট্রিম প্রিভিউয়ের নিচে, শপিং ট্যাবে ক্লিক করুন।

  3. প্রচার করার জন্য একটি আইটেম বেছে নিন।

  4. আইটেমে ক্লিক করে বা সেটিকে টেনে এনে "পিন করা প্রোডাক্ট" প্যানেল এবং তারপর পিন করা প্রোডাক্ট বিকল্পে রাখুন।

কোনও আইটেম আনপিন করতে 'লাইভ স্ট্রিম' প্রিভিউতে, পিন সরিয়ে দিন বিকল্পে ক্লিক করুন।

প্রোডাক্ট সরিয়ে দেওয়া বা আবার সাজানো

আপনি কোনও লাইভ স্ট্রিম চলাকালীন প্রোডাক্ট সরিয়ে দিতে এবং আবার সাজাতে পারলেও, আগে থেকে থাকা কিছু দর্শক হয়ত আপডেট করা প্রোডাক্টের তালিকা দেখতে পাবেন না। দর্শকদের সেরা অভিজ্ঞতা প্রদান করার জন্য, লাইভ স্ট্রিম শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে প্রোডাক্ট সরানো এবং আবার সাজানো সম্পূর্ণ করুন। লাইভ স্ট্রিম শেষ হওয়ার পরেও আপনি প্রোডাক্ট সরাতে বা আবার সাজাতে পারবেন। রিপ্লে চলাকালীন নতুন ট্যাগ করা প্রোডাক্ট দেখানো হবে।

প্রোডাক্ট সরিয়ে দিতে এবং আবার সাজাতে:

  1. লাইভ কন্ট্রোল রুমে যান।
  2. লাইভ স্ট্রিম প্রিভিউয়ের নিচে, শপিং ট্যাবে ক্লিক করুন।
  3. বেছে নেওয়ার টুল খুলতে কাস্টমাইজ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. আপনি যে প্রোডাক্ট আগেই ট্যাগ করেছেন সেটি খুঁজুন।
    1. আইটেম আবার সাজাতে: আপনার পছন্দের জায়গায় সেটি টেনে এনে রাখুন।
    2. আইটেম সরাতে: প্রোডাক্টের পাশে থাকা 'মুছুন' আইকনে ক্লিক করুন।
  5. আপনার করা পরিবর্তনগুলি সেভ করতে চালিয়ে যান বিকল্প বেছে নিন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13486144906096303597
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false