YouTube-এ আপনার স্টোরের প্রোডাক্ট ম্যানেজ করা

YouTube Shopping-এর সাহায্যে উপযুক্ত ক্রিয়েটররা তাদের প্রোডাক্ট ও অফিসিয়াল ব্র্যান্ডেড মার্চেন্ডাইজ YouTube-এ দেখাতে পারবেন। এই জায়গার দর্শকরা YouTube-এর নিম্নলিখিত সারফেসে আপনার প্রোডাক্ট ব্রাউজ করতে ও কিনতে পারবেন:

  • আপনার চ্যানেলের স্টোরে
  • ভিডিওর বিবরণে দেখানো প্রোডাক্টে
  • ভিডিও বা লাইভ স্ট্রিমের নিচে বা পাশে থাকা প্রোডাক্ট শেল্ফে
  • ভিডিও, Shorts বা লাইভ স্ট্রিমে 'শপিং' বোতামে
  • সংগ্রহ

আপনি YouTube Studio বা YouTube Studio মোবাইল অ্যাপের মাধ্যমে এই সব সারফেস জুড়ে দেখানোর জন্য আপনার প্রোডাক্ট সাজাতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী চ্যানেল লেভেলে ও প্রতিটি ভিডিওর জন্য আপনি প্রোডাক্ট কোন ক্রমে সাজানো থাকবে তা কাস্টমাইজ করতে পারবেন।

এছাড়াও আপনার চ্যানেলের স্টোরের সাথে লিঙ্ক করে অথবা আপনার দর্শকদের পছন্দ মেনে সব সংগ্রহ তৈরি ও শেয়ার করার মাধ্যমে আপনি নিজের প্রোডাক্ট দেখাতে পারবেন।

YouTube Shopping: আপনার স্টোর থেকে প্রোডাক্ট ট্যাগ ও বিক্রি করুন

আপনার চ্যানেলের জন্য প্রোডাক্ট বেছে নিন

আপনি স্টোর কানেক্ট করলে এবং দেখানোর মতো অন্তত একটি উপযুক্ত আইটেম থাকলে, সেটি অটোমেটিক এখানে দেখা যাবে: 

  • আপনার ভিডিওর বিবরণ
  • আপনার চ্যানেল হোমপেজে 'স্টোর' ট্যাব

প্রোডাক্ট কোন ক্রমে দেখানো হবে সেটি এনগেজমেন্টের জন্য অপ্টিমাইজ করা হয় এবং প্রোডাক্টের দাম, উপলভ্যতা, জনপ্রিয়তা ইত্যাদি বিষয়ের ভিত্তিতে অটোমেটিক ঠিক হয়। আপনার পুরো চ্যানেল ও স্টোরে কোন প্রোডাক্ট কোন ক্রমে দেখানো হবে তা বেছে নিতে পারেন।

চ্যানেল লেভেলে প্রোডাক্টের সজ্জা লাইভ স্ট্রিমের ক্ষেত্রে প্রযোজ্য হয় না।

YouTube Studio-তে আপনার পুরো চ্যানেল ও স্টোরে আইটেমের সজ্জা কাস্টমাইজ করুন:

  1. উপার্জন করুন বিকল্পে ক্লিক করুন।
  2. শপিং ট্যাবে ক্লিক করুন। 
    • ডিফল্ট হিসেবে বেছে নেওয়া সজ্জা প্রথমবার পরিবর্তন করার সময় নিজের সজ্জা তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
    • আগে বেছে নেওয়া সজ্জায় পরিবর্তন করতে কাস্টমাইজ করুন বিকল্পে ক্লিক করুন।
  3. আপনি সর্বাধিক ৩০টি আইটেম টেনে এনে রাখতে এবং সাজাতে পারবেন।
  4. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

নিজের চ্যানেল ও স্টোরের অটোমেটিক সজ্জায় ফিরে যাওয়ার জন্য আপনি YouTube Studio-র উপার্জন করুন বিভাগে যেতে পারেন: শপিং ট্যাবে ক্লিক করে এবং তারপর অটোমেটিক সজ্জায় ফিরে যান এবং তারপর সেভ করুন বিকল্প বেছে নিন।

নির্দিষ্ট কন্টেন্টের জন্য প্রোডাক্ট বেছে নেওয়া

আপনার দর্শকদের জন্য আরও কাস্টমাইজ করা অভিজ্ঞতা প্রদান করতে আপনি স্বতন্ত্র ভিডিও বা Shorts-এর জন্য সর্বাধিক ৩০টি আইটেম ট্যাগ করতে ও আবার সাজাতে পারেন। এছাড়াও, আপনি লাইভ স্ট্রিমের জন্য সর্বাধিক ৩০টি আইটেম ট্যাগ করতে ও আবার সাজাতে পারেন

চ্যানেল স্টোরের লিঙ্ক

আপনি স্টোর ট্যাবের URL কপি করে মন্তব্য, বিবরণ ও কমিউনিটি পোস্টে যোগ করতে পারেন। এছাড়াও, আপনি ভিডিওর বিবরণ ও অন্যান্য মিডিয়া চ্যানেলে স্টোরের লিঙ্ক যোগ করতে পারেন। দর্শকরা লিঙ্কে ক্লিক করলে আপনার স্টোরে উপলভ্য আইটেমের প্রিভিউ দেখতে পাবেন, এর ফলে তাদের দেখার অভিজ্ঞতা বিঘ্নিত হবে না। দর্শকরা প্রোডাক্ট কেনার জন্য রেডি হলে আবার আপনার স্টোরের লিঙ্কে ক্লিক করে সেখানে যেতে ও কেনাকাটা সম্পূর্ণ করতে পারবেন।

প্রোডাক্ট সংক্রান্ত সমস্যা ম্যানেজ করা

কোনও রিটেলার বা প্ল্যাটফর্মের সাহায্যে আপনি আইটেমগুলি তৈরি বা পরিবর্তন করলে, সেগুলি আমাদের নীতি মেনে চলছে কিনা তা পর্যালোচনা করা হয়। এই পর্যালোচনা করতে কয়েক কর্মদিবস সময় লাগে।

YouTube Studio-তে আপনার আইটেমের পর্যালোচনার স্ট্যাটাস দেখুন:

  1. বাঁদিকের মেনু থেকে, উপার্জন করুন বিকল্পে ক্লিক করুন।
  2. শপিং ট্যাবে ক্লিক করুন।
  3. "স্ট্যাটাস কার্ড"-এ সাজান বিকল্পে ক্লিক করুন।
মনে রাখবেন: আপনার প্রোডাক্ট Google Merchant Center ও YouTube-এর নীতি মেনে চলছে কিনা তা অটোমেটিক পর্যালোচনা করা হবে। এই দুই ধরনের নীতি দ্বারা প্রোডাক্ট অনুমোদিত না হলে YouTube Studio-তে সেটি দেখানো হবে না। আইটেমে কোনও রকম পরিবর্তন (নাম, বিবরণ বা ছবি ছাড়াও এর মধ্যে আরও অনেক কিছু পড়ে) হলে সেটি আবার নতুন করে পর্যালোচনা করা হবে। এই পর্যালোচনা করতে কয়েক কর্মদিবস সময় লাগে।

"আইটেম সাজিয়ে রাখুন" প্যানেলে কোনও বিশেষ আইটেম কেন দেখা যাচ্ছে না তা জানতে মার্চেন্ডাইজ রিটেলার বা প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করুন।

মনে রাখবেন, নিম্নলিখিত কারণে আপনার কন্টেন্টে 'শপিং' ফিচার দেখানো হবে না:

  • আপনার কন্টেন্ট বাচ্চাদের জন্য তৈরি হিসেবে সেট করা থাকে।
  • আপনার কন্টেন্টে আগে থেকেই টিকেটিং বা অনুদানের ফিচার দেখানো হয়।
  • আপনার কন্টেন্টের উপর কপিরাইট দাবি থাকে।
  • আপনার কন্টেন্ট মনিটাইজ করার জন্য সীমিত বা অনুপযুক্ত বলে বিবেচিত হয়।
  • আপনার কন্টেন্টের মধ্যে যদি ক্রিয়েটর মিউজিক থেকে এমন কোনও ট্র্যাক থাকে যার উপার্জন শেয়ার করা হয়।
  • আপনার দর্শক উপযুক্ত দেশ/অঞ্চলে থাকেন না
  • আপনার দর্শক মোবাইল ব্রাউজার, স্মার্ট টিভি অথবা গেম কনসোলে আপনার কন্টেন্ট দেখছেন।
  • আপনার কাছে কোনও অনুমোদিত আইটেম নেই।

আপনার চ্যানেল বা নির্দিষ্ট কন্টেন্ট থেকে 'শপিং' ফিচার সরানো

আপনি যেকোনও সময় কিছুক্ষণের জন্য চ্যানেল থেকে 'শপিং' ফিচার সরিয়ে দিতে অথবা পুরোপুরি আপনার স্টোর ডিসকানেক্ট করে দিতে পারবেন।

আপনি স্বতন্ত্র ভিডিও বা Short থেকে 'শপিং' ফিচার সরিয়ে দিতে চাইলে, সেই ভিডিও বা Short থেকে সব প্রোডাক্ট আনট্যাগ করুন।

আপনার চ্যানেল থেকে সাময়িক সময়ের জন্য 'শপিং' ফিচার সরানো

কম্পিউটার ব্যবহার করে YouTube Studio-তে গিয়ে আপনার পুরো চ্যানেল থেকে 'শপিং' ফিচার সরিয়ে দিন:

  1. বাঁদিকের মেনু থেকে উপার্জন করুন বিকল্পে ক্লিক করুন।
  2. শপিং ট্যাবে ক্লিক করুন।
  3. "শপিং" সুইচ বন্ধ করে সাময়িকভাবে প্রোডাক্ট শেল্ফ সরিয়ে দিন।

আপনার পুরো চ্যানেল থেকে 'শপিং' ফিচার সরাতে Android বা iPhone-এর জন্য YouTube Studio মোবাইল অ্যাপ ব্যবহার করুন:

  1. নিচের মেনু থেকে উপার্জন করুন বিকল্পে ট্যাপ করুন।
  2. শপিং ট্যাবে ট্যাপ করুন।
  3. "চ্যানেলে প্রোডাক্ট" বিভাগের পাশে 'আরও' '' বিকল্পে ট্যাপ করুন।
  4. বন্ধ করুন বিকল্পে ট্যাপ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1916773004578604756
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false