আপনার ভিডিও আপলোড ও দাবি করুন

এই নিবন্ধে বর্ণিত ফিচারগুলি শুধু YouTube Studio কন্টেন্ট ম্যানেজার ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। YouTube-এ ভিডিও আপলোড করার ব্যাপারে এখান থেকে আরও জানুন

YouTube-এ একাধিক প্রক্রিয়ায় ভিডিও আপলোড করা যায়। এছাড়াও, কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা চ্যানেলের জন্য ভিডিও আপলোড করতে নীতি সেট, মালিকানা উল্লেখ এবং অ্যাসেট তৈরি করতে হয়।

YouTube-এ কোনও ভিডিও আপলোড করতে সেটির অধিকার বা অধিকারের জন্য প্রয়োজনীয় লাইসেন্স আপনার কাছে থাকতে হবে।

আপনার ভিডিও আপলোড করুন

আপনার চ্যানেল কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকলে, নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আপনি studio.youtube.com থেকে ভিডিও আপলোড করতে পারেন।

মনে রাখবেনঅন্য কন্টেন্ট ডেলিভারি পদ্ধতির মাধ্যমে ভিডিও আপলোড করার চেয়ে এই আপলোড পদ্ধতিটি আলাদা।
১. কোনও ফাইল বেছে নিয়ে বিবরণ লিখুন
  1. আপনার কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা চ্যানেলের আইডি ব্যবহার করে YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের উপরে ডানদিকের কোণে  তৈরি করুন এবং তারপর ভিডিও আপলোড করুন বিকল্পে ক্লিক করুন।
  3. ফাইল বেছে নিন বিকল্পে ক্লিক করুন অথবা যে ভিডিও ফাইলগুলি আপলোড করতে চান সেগুলি টেনে এনে রাখুন।
  4. বিবরণ পৃষ্ঠা দেখানো হলে, সেখানে ভিডিওর শীর্ষক ও বিবরণ লিখুন।
  5. আপনার ভিডিও বাচ্চাদের জন্য তৈরি কিনা তা বেছে নিন।
  6. পেড প্রচার, ট্যাগ ও সাবটাইটেলের মতো আরও তথ্য যোগ করতে, আরও দেখুন বিকল্পে ক্লিক করুন।
  7. পরবর্তী বিকল্পে ক্লিক করুন।
আপনি বিবরণ পৃষ্ঠায় গিয়ে পরবর্তী বিকল্পে ক্লিক করলে অধিকার ম্যানেজমেন্ট পৃষ্ঠাটি দেখতে পাবেন।
২. নীতি সেট করুন
  1. অধিকার ম্যানেজমেন্ট পৃষ্ঠায় গিয়ে আপনার নিজের ভিডিওতে প্রয়োগ করা নীতি বিকল্পের আওতায় আপলোড সংক্রান্ত নীতি  বিকল্পে ক্লিক করে আপলোড করা সম্পর্কিত নীতি বেছে নিন।
    • আপনার আপলোড সংক্রান্ত ডিফল্ট নীতি আগে থেকেই বেছে নেওয়া থাকবে। আপনার আপলোড সংক্রান্ত ডিফল্ট নীতি না থাকলে, সব দেশে ট্র্যাক করুন বিকল্প বেছে নেওয়া হবে।
    • আপলোড সংক্রান্ত নীতির ড্রপডাউন তালিকা থেকে অটোমেটিক দাবি করার ব্যাপারে নির্ণায়ক সহ যেকোনও নীতি বাদ দিয়ে দেওয়া হয়। আপনার আপলোড সংক্রান্ত ডিফল্ট নীতিকে ওভাররাইড করার জন্য অন্য নীতি বেছে নিন।
  2. আপনার ভিডিওর কপিতে প্রয়োগ করা নীতি বিভাগে গিয়ে, মিলে যাওয়া সংক্রান্ত নীতি  বিকল্পে ক্লিক করে তা বেছে নিন।
    • এই ভিডিওর জন্য Content ID ম্যাচ করার অনুমতি দিতে, Content ID মেলানো চালু করুন চেকবক্সে টিকচিহ্ন দিন এবং ড্রপডাউন তালিকা থেকে মিলে যাওয়া সংক্রান্ত নীতি বেছে নিন।
    • আপনি Content ID-র জন্য রেজিস্টার করে না থাকলে, এই কন্ট্রোল দেখানো হবে না। Content ID-র জন্য যোগ্যতা সম্পর্কে আরও জানুন।
    • আপনার ভিডিও Content ID-এর পক্ষে খুব ছোট হলে, একটি বিজ্ঞপ্তি দেখানো হবে যাতে লেখা থাকবে: "ভিডিওটি Content ID মেলানোর পক্ষে খুবই ছোট"।
৩. মালিকানা উল্লেখ করুন
  1. অধিকার ম্যানেজমেন্ট পৃষ্ঠায় গিয়ে মালিকানা বিভাগ থেকে গ্লোবাল (ডিফল্ট বিকল্প) অথবা নির্দিষ্ট অঞ্চল বেছে নিন।
  2. নির্দিষ্ট অঞ্চল বিকল্প বেছে নিয়ে থাকলে, পরের ধাপে বেছে নেওয়া অঞ্চলে মালিকানা আছে অথবা বেছে নেওয়া অঞ্চল বাদ দিয়ে অন্য সব জায়গায় মালিকানা আছে বিকল্প বেছে নিন। তারপরে, টেক্সট বক্সে অঞ্চলের নাম লিখুন।
    • যেসব অঞ্চলের জন্য আপনার মালিকানা আছে সেগুলি বাদ দিয়ে অন্য জায়গায় ভিডিও ব্লক করতে, আপনার মালিকানা আছে এমন অঞ্চলের বাইরে ভিডিও ব্লক করুন চেকবক্সে টিকচিহ্ন দিন। আরও জানুন
৪. অ্যাসেট তৈরি করুন
  1. অধিকার ম্যানেজমেন্ট পৃষ্ঠায় অ্যাসেটের তথ্য বিকল্পে গিয়ে অ্যাসেটের ধরন  বেছে নিন এবং এই ভিডিওর অ্যাসেটের ধরন তৈরির জন্য তা বেছে নিন। অ্যাসেটের ধরন সম্পর্কে আরও জানুন।
  2. অ্যাসেটের শীর্ষক ফিল্ডটি পূরণ করুন।
    • মনে রাখবেন: পরিবর্তনগুলি 'সেভ করুন' বিকল্পে ক্লিক করার পরে আপনি আর অ্যাসেটের ধরন পরিবর্তন করতে পারবেন না।
  3. বাকি ফিল্ডগুলিতে আপনি কাস্টম আইডি, অ্যাসেটের বিবরণ ও নোটও লিখতে পারেন।
  4. পরবর্তী বিকল্পে ক্লিক করুন।
 মালিকানা ও অ্যাসেটের তথ্য সেভ করা হয়ে গেলে, Studio কন্টেন্ট ম্যানেজার পৃষ্ঠার অ্যাসেট বিকল্প থেকে পরিবর্তন করা যাবে। আরও জানুন
৫. বাকি ধাপগুলি সম্পূর্ণ করুন

বিবরণঅধিকার ম্যানেজমেন্ট বিভাগ দুটি সম্পূর্ণ করার পরে আপলোড করার বাকি ধাপগুলি সম্পূর্ণ করুন।

বাকি বিভাগগুলি সম্পূর্ণ করার ব্যাপারে সাহায্য পেতে এখানে দেখতে পারেন: ভিডিও এলিমেন্ট, চেক করা এবং দৃশ্যমানতা

আপনার ভিডিও প্রকাশ করার আগে পর্যালোচনা করে নিতে চাইলে দৃশ্যমানতা বিভাগ থেকে সেটি ব্যক্তিগত, তালিকাভুক্ত নয় বা শিডিউল করা আছে হিসেবে সেট করতে পারেন। আপনার ভিডিওর 'গোপনীয়তা সেটিং' সর্বজনীন হিসেবে সেট করা থাকলে, সেভ করুন বিকল্পে ক্লিক করা ও ফাইলটি প্রসেস হয়ে যাওয়ার পরে YouTube সেটি প্রকাশ করে দেয়।

আগে আপলোড করা ভিডিও দাবি করুন

আপনি আগেই ভিডিও আপলোড করে থাকলে, Studio কন্টেন্ট ম্যানেজার থেকে আপলোড সংক্রান্ত নীতি বেছে নিয়ে সেটি পরে দাবি করতে পারবেন।

আগে আপলোড করা ভিডিও দাবি করুন

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে ভিডিও বিকল্প বেছে নিন।
  3. আপনি যে ভিডিও দাবি করতে চান সেটিতে ক্লিক করুন।
  4. অধিকার ম্যানেজমেন্ট ট্যাব বেছে নিন।
  5. আপলোড সংক্রান্ত নীতি  বিকল্পে ক্লিক করে এই ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য নীতি বেছে নিন।
    • এই তালিকায় কম নীতি দেখানো হতে পারে, কারণ Content ID মেলানোর শর্ত সহ মিলে যাওয়া সংক্রান্ত নীতিকে আপলোড সংক্রান্ত নীতি হিসেবে সেট করা যায় না। আরও জানুন
  6. প্রয়োগ করুন বিকল্পে ক্লিক করুন।
  7. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

আগে আপলোড করা একাধিক ভিডিও একবারে দাবি করুন

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে ভিডিও বিকল্প বেছে নিন।
  3. যে ভিডিওগুলি দাবি করতে চান সেগুলির পাশে থাকা চেকবক্সে ক্লিক করুন।
  4. উপরের ব্যানারে এডিট করুন  এবং তারপর আপলোড সংক্রান্ত নীতি বিকল্পে ক্লিক করুন।
  5. আপলোড সংক্রান্ত নীতি  বিকল্পে ক্লিক করে এই ভিডিওগুলির ক্ষেত্রে প্রযোজ্য নীতি বেছে নিন।
  6. প্রয়োগ করুন বিকল্পে ক্লিক করুন।
  7. আপডেট করুন ভিডিও বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
246844015038286892
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false