অশ্লীল ভাষা সংক্রান্ত নীতি

আমাদের দর্শক, পার্টনার ও ক্রিয়েটরের সুরক্ষার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই অভিনব ও প্রাণবন্ত কমিউনিটিকে রক্ষা করার জন্য আপনাদের প্রত্যেকের সাহায্য আমাদের প্রয়োজন। আমাদের কমিউনিটি নির্দেশিকা এবং YouTube-এ লোকজনকে সুরক্ষিত রাখার ব্যাপারে সকলেরই যে দায়িত্ব আছে সেই বিষয়ে এই নির্দেশিকার ভূমিকা যাতে আপনি বোঝেন সেটি খুব গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে নিম্নলিখিত নীতি ভালভাবে পড়ুন। আমাদের সব নির্দেশিকা নিয়ে তৈরি তালিকা দেখতে এই পৃষ্ঠাতে যান।

কিছু ভাষা ১৮ বছরের কম বয়সী দর্শকের পক্ষে অনুপযুক্ত হতে পারে।

এই নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্ট খুঁজে পেলে, সেটি সম্পর্কে অভিযোগ করুন। কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করছে বলে দেখতে পেলে, কীভাবে অভিযোগ করবেন সেটি এখান থেকে জানতে পারবেন। আপনি একাধিক ভিডিও বা মন্তব্য সম্পর্কে অভিযোগ করতে চাইলে, চ্যানেল সম্পর্কে অভিযোগ করতে পারেন।

এই নীতি আপনার উপর কী প্রভাব ফেলে

আপনি যদি কন্টেন্ট পোস্ট করেন

এই নীতি লঙ্ঘন করা অনুপযুক্ত কন্টেন্টের কারণে বয়স সংক্রান্ত বিধিনিষেধ, কন্টেন্ট সরিয়ে দেওয়া বা স্ট্রাইকের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা, কন্টেন্ট সরিয়ে দেওয়া বা স্ট্রাইক ইস্যু করা হবে কিনা তার সিদ্ধান্ত গ্রহণ করার সময় আমরা নিম্নলিখিত বিষয় বিবেচনা করে দেখতে পারি।

  • যৌনতাপূর্ণ অনুপযুক্ত ভাষা বা বর্ণনার ব্যবহার
  • কন্টেন্টে অত্যধিক পরিমাণে অশ্লীলতার ব্যবহার 
  • কন্টেন্টের শীর্ষক, থাম্বনেল বা এর মেটাডেটাতে অশ্লীল বা যৌন ইঙ্গিতপূর্ণ শব্দের অত্যধিক ব্যবহার
  • যৌন ক্রিয়াকলাপের সাথে যুক্ত শব্দের অত্যধিক ব্যবহার

মনে রাখবেন: উপরে উল্লিখিত তালিকাটি সম্পূর্ণ নয়।

বয়স সংক্রান্ত বিধিনিষেধ যুক্ত কন্টেন্ট

বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হতে পারে এমন কিছু কন্টেন্টের উদাহরণ নিচে দেওয়া হল:
  • অশ্লীল শব্দের ব্যবহারের উপর ফোকাস করে কোনও ভিডিও তৈরি করা, যেমন কোনও সংগ্রহ, গান বা প্রসঙ্গ-বহির্ভূত কোনও ক্লিপ
  • ভিডিওর শীর্ষকে অনেক বেশি অশ্লীল কথাবার্তা দেখানো হলে 
  • কোনও ভিডিওতে বারংবার কদর্য বা যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করা হলে

ভিডিও, ভিডিওর বিবরণ, কমেন্ট, লাইভ স্ট্রিম, অডিও সহ যেকোনও YouTube প্রোডাক্ট অথবা ফিচারের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য। মনে রাখবেন, এখানে অল্প কয়েকটি উদাহরণ দেওয়া হল। এমন কোনও কন্টেন্ট পোস্ট করবেন না যা এই নীতি লঙ্ঘন করতে পারে বলে আপনার মনে হয়।

ভিডিওর মূল উদ্দেশ্য শিক্ষামূলক, বৈজ্ঞানিক বা শৈল্পিক হলে অথবা সেটি কোনও তথ্যচিত্রের (ডকুমেন্টারি) অংশ এবং অকারণে ব্যবহার করা না হলে, কদর্য ভাষা ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে। উদাহরণস্বরূপ, কোনও গানের শীর্ষকে কোনও কদর্য ভাষার ব্যবহার বা কোনও গানের মধ্যে বেশি পরিমাণে অশ্লীল শব্দের ব্যবহার। মনে রাখবেন, কন্টেন্ট, শীর্ষক ও বিবরণে প্রাসঙ্গিক তথ্য প্রদান করা হলে, আপনার ভিডিওর মূল উদ্দেশ্য বুঝতে আমাদের ও দর্শকদের সুবিধা হয়।

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে কী হবে

আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে, সেটি সরিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইমেল করে জানানো হবে। আপনার পোস্ট করা লিঙ্ক নিরাপদ কিনা তা যাচাই করতে না পারলে আমরা সেটি সরিয়ে দিতে পারি। মনে রাখবেন, ভিডিওতে বা ভিডিওর মেটাডেটায় কোনও নীতি লঙ্ঘনকারী URL পোস্ট করলেও ভিডিওটি সরিয়ে দেওয়া হতে পারে।

প্রথমবার কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করলে, চ্যানেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে আপনাকে শুধু সতর্ক করা হতে পারে। আপনি একটি নীতি সংক্রান্ত ট্রেনিং নিয়ে এই সতর্কতার মেয়াদ ৯০ দিনে শেষ করার সুযোগ পাবেন। তবে, ওই ৯০ দিন সময়সীমার মধ্যেই আবার একই নীতি লঙ্ঘন করলে, এই সতর্কতার মেয়াদ শেষ হবে না এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পরে আপনি যদি অন্য কোনও নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনাকে আবার সতর্ক করা হবে।

আপনি ৯০ দিনের মধ্যে ৩টি স্ট্রাইক পেলে, আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। স্ট্রাইক কীভাবে ও কেন প্রয়োগ করা হয়, সেই সম্পর্কে আরও জানুন

কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী বারবার লঙ্ঘনের কারণে আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। একবার গুরুতর কোনও অপব্যবহার করলে অথবা চ্যানেলটি নীতি লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি করা হলে, আমরা আপনার চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। যারা বার বার নীতি লঙ্ঘন করেন তাদের আমরা ভবিষ্যতে নীতি সংক্রান্ত ট্রেনিং নেওয়ার সুযোগ নাও দিতে পারি। চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সম্পর্কে আরও জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16288028798568476840
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false