বিজ্ঞপ্তি

আমরা সম্প্রতি প্রকাশনা পৃষ্ঠার আপডেটের ঘোষণা করেছি। আরও তথ্য জানতে এখানে পড়ুন

ওয়েবে ক্রল করা কন্টেন্ট Google News-কে খুঁজে পেতে সাহায্য করা

খবরের ইন্ডেক্স একত্রিত করার জন্য আমরা অটোমেটেড সিস্টেম ব্যবহার করি। আপনার কন্টেন্ট আমরা যতগুলি সম্ভব ততগুলি দেখানোর চেষ্টা করি। তবে, প্রতিটি নিবন্ধ যে প্রকাশ করা হবে অথবা সেগুলির র‍্যাঙ্কিং প্রভাবিত এমন কোনও নিশ্চয়তা আমরা দিতে পারি না। উপযোগী ও প্রাসঙ্গিক খবরের কন্টেন্ট খুঁজে পেতে আমাদের News-এর অ্যালগরিদম বিভিন্ন সিগন্যাল ব্যবহার করে।

আপনার নিবন্ধ Google News-এর জন্য উপযুক্ত কিনা দেখুন

Google News সারফেসে কন্টেন্ট দেখানোর জন্য উপযুক্ত বলে বিবেচিত হতে, প্রকাশকদের সাইট জমা দিতে হবে না। Search প্রযুক্তি ব্যবহার করে Google অ্যালগরিদমের সাহায্যে খবরের কন্টেন্ট খুঁজে পায়। তবে, Google News সারফেসে দেখানোর জন্য উপযুক্ত বলে বিবেচিত হতে, আমাদের কন্টেন্টের নীতি প্রকাশকদের মেনে চলতে হবে।

গুরুত্বপূর্ণ: আপনার ডোমেনের কন্টেন্ট Google ইন্ডেক্স করছে কিনা যাচাই করতে, সাইট অপারেটর "site:yoursite.com" ব্যবহার করুন। অপারেটর যদি ব্যবহার না করেন, তাহলে আপনার ডোমেনে অনুরূপ কিন্তু আরও প্রাসঙ্গিক কন্টেন্ট থাকলে সেটি নাও দেখানো হতে পারে।

Google আপনার সাইট ক্রল ও ইন্ডেক্স করতে পারছে কিনা যাচাই করা

গুরুত্বপূর্ণ: আপনার নিবন্ধে প্রকাশনার নাম আলাদা হলে অথবা অন্য সাইটের ডোমেনের সাথে লিঙ্ক করা থাকলে, আপনার কন্টেন্ট ক্রল নাও করা হতে পারে। আমাদের সিস্টেমে পুরনো তথ্য থাকলে, এই সমস্যা হতে পারে। এই সমস্যার সমাধান করতে, প্রকাশক কেন্দ্রে আপনার সাইটের সাধারণ তথ্যকন্টেন্ট আপডেট করুন

একটি নির্দিষ্ট ইউআরএল পরীক্ষা করতে, Search Console-এ ইউআরএল খতিয়ে দেখার টুল ব্যবহার করুন। Google-এর ক্রলার আপনার পৃষ্ঠা কীভাবে দেখে এবং আপনার কন্টেন্ট ইন্ডেক্স করতে আমাদের সিস্টেমের কেন অসুবিধা হচ্ছে, সেগুলি আপনি এই টুলের সাহায্যে বুঝতে পারবেন।

আপনার সম্পূর্ণ সাইট পরীক্ষা করতে, ইন্ডেক্স কভার স্ট্যাটাস রিপোর্ট ব্যবহার করুন। আরও তথ্যের জন্য Search Console সহায়তা কেন্দ্র দেখুন।

আমাদের ক্রলারকে আপনার কন্টেন্ট দ্রুত খুঁজে পাওয়ার ব্যাপারে সাহায্য করতে এবং সমস্যার সমাধান করার ব্যাপারে উন্নতি করতে, Google News সাইটম্যাপ ব্যবহার করতে পারেন। Google News সাইটম্যাপ Google Search সাইটমাপের থেকে আলাদা হয়। Google News সাইটম্যাপ সম্পর্কে আরও জানুন

Google News অ্যাপ ও ওয়েবসাইটে আপনার নিবন্ধ দেখানোর সম্ভাবনা বাড়াতে, এখান থেকে ওয়েবে ক্রল করা কন্টেন্টের পেশাদার পদ্ধতি সম্পর্কে জানুন

পরামর্শ: একাধিক ভাষায় কোনও সাইট অপারেট করলে, অন্য ভাষার ভার্সনে দর্শকদের অটোমেটিক রিডাইরেক্ট করবেন না। একাধিক অঞ্চল ও একাধিক ভাষার সাইট কীভাবে ম্যানেজ করতে হয় সেই সম্পর্কে আরও জানুন

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12249740044501348821
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
100499
false
false