Google Maps-এ জায়গা সম্পর্কে তথ্য চেক করা

Google কোনও জায়গার বিষয়ে অতিরিক্ত কোনও তথ্য যাচাই করতে চাইলে আপনি তা যাচাই করার জন্য সাহায্য করতে পারবেন। যেকোনও Maps ব্যবহারকারী মডারেটর হতে পারেন। একটি সত্যতা যাচাই করার জন্য স্থানীয় গাইড ১ পয়েন্ট উপার্জন করবেন। 

আপনার লোকেশন ইতিহাসসার্চ ইতিহাসের উপর নির্ভর করে নির্দিষ্ট কিছু এডিট আপনাকে সাজেস্ট করা হয়। আপনার লোকেশন সংক্রান্ত তথ্য চালু করা না থাকলে, আপনি 'মডারেটর' মোড চালু করতে পারবেন না। ম্যাপে, আপনি এই ধরনের জিনিসের ক্ষেত্রে তথ্য যাচাই করতে পারবেন:

  • জায়গাটির অস্তিত্ব রয়েছে কিনা
  • খোলা ও বন্ধ থাকার সময়সূচি
  • পরিষেবা বন্ধ হওয়া সংক্রান্ত তথ্য
  • যেসব পরিষেবা আবার চালু হচ্ছে

পরামর্শ: একমাত্র সেইসব প্রশ্নেরই উত্তর দিন যা আপনি সঠিকভাবে জানেন ও নিজে যাচাই করতে পারবেন।

জায়গা সম্পর্কে তথ্য যাচাই করা

  1. আপনার ফোন বা ট্যাবলেটে, 'Google Maps অ্যাপ Maps' খুলুন।
  2. 'কন্ট্রিবিউট করুন Contribute and then কন্ট্রিবিউট করার আরও পদ্ধতি' বিকল্পে ট্যাপ করুন।
  3. স্ক্রিনের উপরে থাকা বিভাগগুলি বাঁদিকে সোয়াইপ করুন।
  4. তথ্য যাচাই করুন বিকল্পে ট্যাপ করুন।
  5. স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13714841464639023506
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false