Google News-এ যা দেখতে চান তা খুঁজুন

Google News-এ আপনি বিভিন্ন ধরনের খবর ও ভিডিও খবর দেখতে পাবেন। কিছু বিভাগে পাঠকদের জন্য একই বিষয় কভার করা হয়। কিছু ক্ষেত্রে আপনার আগ্রহের ভিত্তিতে খবর বেছে নেওয়া হয়।

গুরুত্বপূর্ণ:

  • আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করলে কিছু ফিচার উপলভ্য থাকে।
  • পেমেন্ট করে পড়তে হবে এমন কোনও খবর আপনি শেয়ার করলে, এটির জন্য পেমেন্ট না করা পর্যন্ত অন্যরা এটির অ্যাক্সেস নাও পেতে পারেন।

সম্পূর্ণ কভারেজ পান

Google News-এ কম্পিউটার অ্যালগরিদম খবর খুঁজে আপনার জন্য তালিকাবদ্ধ করে দেয়। কোনও খবরের ব্যাপারে আগ্রহ থাকলে আরও রিসোর্স, ভিন্ন দৃষ্টিকোণ ও প্রসঙ্গ সম্পর্কে জানতে "সম্পূর্ণ কভারেজ" বিকল্পে ক্লিক করতে পারেন। "সম্পূর্ণ কভারেজ" বিকল্পে আপনার ভাষা, অঞ্চল ও সাবস্ক্রিপশন ছাড়া পছন্দমতো আর কিছু বেছে নেওয়া যায় না।

কোনও বিষয়ের সব উপলভ্য সোর্স খুঁজে পেতে: খবরের নিচে সেটির 'সম্পূর্ণ কভারেজ' সম্পূর্ণ কভারেজ বিকল্পে ট্যাপ করুন।

আপনার সাবস্ক্রাইব করা "সম্পূর্ণ কভারেজ"-এর সোর্স খুঁজে পেতে: "আপনার সাবস্ক্রাইব করা সোর্স থেকে" বিকল্পে স্ক্রল করে যান।

Search for specific content

  1. Open your Google News app Google News অ্যাপ.
  2. At the top left, tap Search সার্চ করুন.
  3. Enter your search, like a:
    • Topic to read about
    • Place to follow
    • Source to read from

আপনার পছন্দ অনুযায়ী কন্টেন্ট খুঁজুন

আপনার সেটিংস ও পুরনো অ্যাক্টিভিটির উপরে ভিত্তি করে আপনি অ্যালগরিদমের মাধ্যমে বেছে নেওয়া খবর পেতে পারেন। Google Search ও YouTube-এর মতো Google-এ আপনার পুরনো অ্যাক্টিভিটি, আগ্রহ ও সোর্সের উপর ভিত্তি করে অ্যালগরিদম Google News সেটিংস আপনার পছন্দমতো করে তোলে। কীভাবে খবর বেছে নেওয়া হয় অথবা কীভাবে সেটিংস পরিবর্তন করতে এবং পুরনো অ্যাক্টিভিটি দেখতে হয় তা জানুন।

  1. Google News অ্যাপ Google News অ্যাপ খুলুন।
  2. সেরা খবর, স্থানীয় খবর বা আপনার জন্য বাছাই করা বিকল্পে ট্যাপ করুন।
    • স্থানীয় খবর দেখতে না পেলে বুঝবেন, স্থানীয় খবর সংক্রান্ত কোনও ফলাফল নেই।
  3. আপনার আগ্রহের বিষয়ের ভিত্তিতে পছন্দমতো ফিড খুঁজে পেতে, 'ফলো করা হচ্ছে পছন্দসই' বিকল্পে ট্যাপ করুন।
  4. আপনার ফলো করা ফিডে আগ্রহের বিষয় যোগ করতে:
    • আগ্রহের বিষয় বাছাই করার বিকল্পে সাজেস্ট করা আগ্রহের বিষয়ে ট্যাপ করুন। আপনার লাইব্রেরিতে ৫টির কম আগ্রহের বিষয় থাকলে তবেই এটি দেখায়।
    • যোগ করুন বোতামে ট্যাপ করুন এবং যেকোনও বিষয়, সোর্স অথবা লোকেশন সার্চ করুন।
    • সবচেয়ে উপরে, সার্চ বারে ট্যাপ করুন।

Read your saved stories or subscriptions

  1. Google News অ্যাপ Google News অ্যাপ খুলুন।
  2. স্ক্রিনের নিচে 'ফলো করা হচ্ছে পছন্দসই' বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার ফলো ও সেভ করা খবর ব্রাউজ করতে, বুকমার্ক বিকল্পে ট্যাপ করুন।

Improve what stories show for you

আপনি যে ধরনের খবর পেতে চান সেগুলি দেখার জন্য Google News নিজের পছন্দমতো করে নিতে পারবেন। Google News কীভাবে নিজের পছন্দমতো করবেন তা জানুন

সম্পর্কিত রিসোর্স

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3935531298776785303
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false