পরিষেবা বা কন্টেন্টে সাবস্ক্রাইব করা

কিছু স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কিত অ্যাপ, ভিডিও বা মিউজিক স্ট্রিমিং সম্পর্কিত অ্যাপ, ডেটিং অ্যাপ ও আরও অনেক কিছু আপনাকে কোনও নির্দিষ্ট দামে প্রিমিয়াম পরিষেবা ও ফিচার ব্যবহার করার বিকল্প দেয়। আপনি Google Play থেকে এইসব অ্যাপ সাবস্ক্রাইব করতে পারবেন।

আপনি সাবস্ক্রাইব করলে:

  • সাবস্ক্রিপশনের সময়সীমা নির্দিষ্ট নয় এবং প্রতিটি বিলিংয়ের মেয়াদের শুরুতে আপনাকে চার্জ করা হবে। এটি আপনার সাবস্ক্রিপশনের সময়সীমা অনুযায়ী নেওয়া হবে, যেমন সাপ্তাহিক, বার্ষিক অথবা অন্য সময়সীমার জন্য।
  • আপনি ট্রায়ালের অফার নিলে, ট্রায়ালের মেয়াদ শেষ হয়ে এলে একটি ইমেল পাবেন।
    • আপনার ট্রায়ালের মেয়াদের শেষে, প্রথম বিলিংয়ের মেয়াদ শুরু হবে এবং আপনার সাবস্ক্রিপশনের শর্ত অনুযায়ী অটোমেটিক চার্জ করা হবে।
    • চার্জ এড়িয়ে যেতে, ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন বাতিল করুন।
  • পরবর্তী বিলিংয়ের মেয়াদের সর্বাধিক ২৪ ঘণ্টা আগে, আপনার পেমেন্ট পদ্ধতিতে পেমেন্টের অনুমোদন চাওয়া হতে পারে কিন্তু আপনাকে শুধুমাত্র বিলিংয়ের মেয়াদ রিনিউ হওয়ার তারিখে চার্জ করা হয়। পেমেন্টের অনুমোদন সরাতে, আপনার পরবর্তী বিলিং চক্র শুরু হওয়ার আগে সাবস্ক্রিপশন বাতিল করুন।
  • আপনি Google Play-তে সাবস্ক্রিপশন থেকে যেকোনও সময়ে আপনার সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন। আপনি বাতিল করলে, আপনার বর্তমান বিলিংয়ের মেয়াদের শেষে সাবস্ক্রিপশন অ্যাক্সেস করতে পারবেন না, যদি না আপনি পেমেন্ট প্ল্যানের সাহায্যে আপনার সাবস্ক্রিপশন কেনেন। পেমেন্ট প্ল্যানের জন্য বাতিল করার সুবিধা কীভাবে কাজ করে তা জানতে নিচে “পেমেন্ট প্ল্যানের অটোমেটিক-রিনিউ করা বন্ধ করুন” বিকল্প দেখুন।
  • নির্দিষ্ট জায়গার জন্য, আপনার কাছে এইসব বিকল্প আছে:
  • এছাড়াও, কোনও কারণে প্রাথমিক পেমেন্ট পদ্ধতির মেয়াদ শেষ হয়ে গেলে বা সেটি কাজ না করলে, সাবস্ক্রিপশন পরিষেবায় বিঘ্ন প্রতিরোধে সাহায্য করতে আপনার Google Play-তে দ্বিতীয় পেমেন্ট পদ্ধতি যোগ করতে পারবেন। কীভাবে ব্যাক-আপ পেমেন্ট পদ্ধতি যোগ করবেন, সেই সম্পর্কে জানুন
  • আপনার পেমেন্ট সম্পূর্ণ না হলে, আপনার পেমেন্ট পদ্ধতি আপডেট করার জন্য অতিরিক্ত সময়কাল পেতে পারেন। অতিরিক্ত সময়কালে, আপনি হয়ত সাবস্ক্রিপশন চালিয়ে যেতে পারবেন। অতিরিক্ত সময়কাল শেষ হলে অথবা কোনও অতিরিক্ত সময়কাল না থাকলে আপনার অ্যাকাউন্ট সর্বাধিক ৬০ দিন হোল্ড করা হবে এবং আপনি সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন না। যেকোনও অতিরিক্ত সময়কালে এবং অ্যাকাউন্ট হোল্ড থাকার সময়, Play নিয়মিত সময়ের ব্যবধানে পেমেন্ট করার জন্য আবার চেষ্টা করবে। যেকোনও অতিরিক্ত সময়কাল এবং অ্যাকাউন্ট হোল্ড থাকার সময় শেষ হওয়ার আগে পেমেন্ট সংক্রান্ত সমস্যার সমাধান না হলে, সাবস্ক্রিপশন অটোমেটিক বাতিল হয়ে যায়।
  • সাবস্ক্রিপশন অফার করার ব্যাপারে ডেভেলপারদের সাহায্য করতে, Google আপনার সাবস্ক্রিপশন সংক্রান্ত সেইসব ডেটা শেয়ার করতে পারে যেগুলি ব্যক্তিগতভাবে আপনাকে শনাক্ত করে না।

পরামর্শ: আপনি Chromebook ব্যবহার করলে এবং Google Play Store ইনস্টল করে থাকলে, Android-এ ট্যাপ করুন।

অ্যাপ থেকে পরিষেবা ও কন্টেন্টে সাবস্ক্রাইব করা

  1. On your Android phone or tablet, open your Google Play Store app Google Play.
  2. Make sure you’re signed in to the correct Google Account.
  3. Find and open the app that offers premium services for a fee.
  4. Tap Subscribe.
  5. Choose your subscription option and review your subscription and plan details.
  6. Select a payment method.
  7. Tap Subscribe.

Tip: To cancel a trial subscription and avoid charges, cancel your subscription before the trial period ends.

প্রোমো কোড ব্যবহার করে অ্যাপে সাবস্ক্রাইব করা

২ ধরনের প্রোমো কোড হয়।

আপনার কোডে শব্দ ও সংখ্যা ব্যবহার করা হলে, যেমন HAPPYHOLIDAYS2020
  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।
  2. কোন সাবস্ক্রিপশনে আপনার কোড প্রযোজ্য, সেটি সাবস্ক্রিপশন সংক্রান্ত অ্যাপে খুঁজে দেখুন।
  3. তালিকাভুক্ত পেমেন্ট পদ্ধতি দেখতে না পাওয়া পর্যন্ত চেক-আউট পদ্ধতি দেখতে থাকুন।
    • আপনার কোনও পেমেন্ট পদ্ধতি না থাকলে: একটি যোগ করুন।
  4. পেমেন্ট পদ্ধতি যোগ করার পরে, ডানদিকের তীরচিহ্নে right arrow ট্যাপ করুন।
  5. রিডিম কোড ট্যাপ করুন।
  6. আপনার কোড লিখুন, তারপরে স্ক্রিনে দেখানো নির্দেশিকা অনুসরণ করুন।
  7. আপনার কেনাকাটার সময় ওই প্রচার ব্যবহার করা হয়েছে কিনা, সে ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
  8. সাবস্ক্রাইব করুন বিকল্পে ট্যাপ করুন।
  1. Google Play অ্যাপ Google Playখুলুন।
  2. সবচেয়ে উপরের ডানদিকে, 'প্রোফাইল' আইকনে ট্যাপ করুন।
  3. পেমেন্ট ও সাবস্ক্রিপশন এবং তারপর গিফ্ট কোড রিডিম করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. কোডটি লিখুন
  5. রিডিম করুন-এ ট্যাপ করুন।
  6. সাবস্ক্রিপশনের জন্য অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।
  7. আপনার কোড প্রযোজ্য হবে, অ্যাপে এমন ধরনের সাবস্ক্রিপশন খুঁজে দেখুন।
  8. প্রোমো কোড ব্যবহার করে কেনা হয়েছে কিনা তা নিশ্চিত করতে, আপনার কার্ট দেখুন।
  9. অ্যাপ-মধ্যস্থ পদক্ষেপ অনুসরণ করুন।
  10. সাবস্ক্রিপশন নেওয়ার প্রসেস সম্পূর্ণ করতে অ্যাপ খুলুন।

আপনার প্রোমো কোড অথবা সাবস্ক্রিপশন রিডিম না করতে পারলে, কোড ব্যবহার করে কীভাবে সমস্যার সমাধান করবেন, সে সম্পর্কে জানুন

সিজন পাসের সাহায্যে সাবস্ক্রাইব করা

সিজন পাস হল এমন একটি সাবস্ক্রিপশন যার জন্য রেকারিং বা একবার সাবস্ক্রিপশন দিতে হবে। এর সাহায্যে আপনি কোনও কন্টেন্টের সিজন অ্যাক্সেস করার সুবিধা পান। আপনি কোনও রেকারিং সিজন পাস কিনলে, ডেভেলপারের সেট করা তারিখে পরবর্তী সিজনের শুরুতে এটি অটোমেটিক রিনিউ হবে। কিছু সিজন পাস পেমেন্ট প্ল্যানের সাহায্যে কেনা হতে পারে। 

আপনি যেকোনও সময়ে সিজন পাস বাতিল করতে পারবেন। একটি সিজন পাস বাতিল করার পরে, বর্তমান বিলিংয়ের মেয়াদ শেষ হওয়ার পরে আপনার সাবস্ক্রিপশনে আর অ্যাক্সেস থাকবে না। আপনার যদি মাসিক পেমেন্ট প্ল্যান সহ একটি সিজন পাসের সাবস্ক্রিপশন থাকে, তাহলে পেমেন্ট প্ল্যান শেষ হয়ে গেলে আপনার সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হয়ে যাবে। একটি পেমেন্ট প্ল্যানের সিজন পাস বাতিল করার প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্যের জন্য, নিচে "পেমেন্ট প্ল্যান অটোমেটিক-রিনিউ বন্ধ করুন" শীর্ষক বিভাগটি দেখুন।

আপনার সিজন পাস সম্পর্কে আরও তথ্যের জন্য, Google Play-তে সাবস্ক্রিপশন অথবা অ্যাপ ডেভেলপারের সাথে যোগাযোগ করুন বিকল্প দেখুন।

পেমেন্ট প্ল্যানের সাহায্যে সাবস্ক্রাইব করা

পেমেন্ট প্ল্যান ব্যবহার করে কন্টেন্ট সাবস্ক্রাইব করলে, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে একাধিক পেমেন্ট করতে হবে। আপনি একটি রেকারিং পেমেন্ট প্ল্যান কিনলে রিনিউ হওয়ার তারিখে এটি অটোমেটিক রিনিউ হয়ে যাবে। 

পেমেন্ট প্ল্যানের উপলভ্যতা সম্পর্কে তথ্যের জন্য, লোকেশনের ভিত্তিতে সাবস্ক্রিপশনের জন্য পেমেন্ট প্ল্যান-এ যান। আপনি কোনও পেমেন্ট প্ল্যান সাবস্ক্রাইব করলে, Google Play-তে সাবস্ক্রিপশন বিভাগে যান অথবা আপনার প্ল্যান সম্পর্কে তথ্যের জন্য ইমেল রসিদ পর্যালোচনা করুন। পেমেন্ট প্ল্যান Google Play-এর পেমেন্ট প্ল্যানের পরিষেবার শর্তাবলী অনুযায়ী হয়।

পেমেন্ট প্ল্যান অটোমেটিক-রিনিউ করা বন্ধ করা

পেমেন্ট প্ল্যানের জন্য একবার পেমেন্ট পদ্ধতিতে চার্জ হলে, সেই পেমেন্ট প্ল্যানের জন্য বাকি থাকা কোনও পেমেন্ট আপনি বাতিল করতে পারবেন না। তবে, আপনি নিজের পেমেন্ট প্ল্যান অটোমেটিক-রিনিউ বন্ধ করতে পারবেন। এর মানে হল আপনার পরবর্তী সাবস্ক্রিপশন রিনিউ করার তারিখে আপনাকে চার্জ করা হবে না (যা আপনি Google Play-তে সাবস্ক্রিপশন অথবা আপনার ইমেল রসিদে দেখতে পাবেন) এবং তখনও পর্যন্ত আপনার নিজের কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবেন। আপনি নিজের পেমেন্ট প্ল্যান রিনিউ করার জন্য বন্ধ করে দিলেও, আপনার বর্তমান পেমেন্ট প্ল্যানে বাকি থাকা কোনও পেমেন্ট করতে হবে। Google Play-এর রিফান্ড সংক্রান্ত নীতিতে আলাদাভাবে উল্লেখ না থাকলে, Google Play টাকা ফেরত দেয় না।

প্রিপেড প্ল্যান নিয়ে সাবস্ক্রাইব করা

প্রিপেড প্ল্যান হল কিছু অ্যাপের অফার করা নির্দিষ্ট সময়ের সাবস্ক্রিপশন এবং যা অটোমেটিক রিনিউ হয় না। আপনার পেমেন্ট পদ্ধতিতে যদি রেকারিং সাবস্ক্রিপশন কাজ না করে, তাহলে প্রিপেড প্ল্যান আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে।

সাবস্ক্রিপশনে নির্দিষ্ট সময়ের জন্য অ্যাক্সেস কিনতে, সাধারণ সাবস্ক্রিপশন প্ল্যানের পরিবর্তে প্রিপেড প্ল্যান ব্যবহার করা হয়। প্ল্যানের মেয়াদ শেষ হলে, সাবস্ক্রিপশনে আপনার আর অ্যাক্সেস থাকবে না।

আপনি যদি প্রিপেড প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার পরে সাবস্ক্রিপশনে আপনার অ্যাক্সেস পাওয়া চালিয়ে যেতে চান, তাহলে আপনি যা করতে পারেন:

  • প্রিপেড প্ল্যানের মেয়াদ বাড়াতে পারেন।
  • প্ল্যানটি কোনও রেকারিং সাবস্ক্রিপশনে পাল্টে নিতে পারেন।

সব অ্যাপে প্রিপেড প্ল্যান ব্যবহার করার বিকল্প নেই। প্রিপেড প্ল্যানে কোনও খরচ ছাড়াই ট্রায়াল নেওয়ার সুবিধা থাকে না।

প্রিপেড সাবস্ক্রিপশন প্ল্যানের জন্য সাইন-আপ করতে:

  1. Google Play অ্যাপ Google Playখুলুন।
  2. আপনি সঠিক Google Account-এ সাইন-ইন করেছেন কিনা তা ভাল করে দেখে নিন।
  3. যে অ্যাপ ফি নিয়ে প্রিপেড প্ল্যান অফার করে সেটি খুঁজে নিয়ে খুলুন।
  4. সাবস্ক্রাইব করুন বিকল্পে ট্যাপ করুন।
  5. আপনি যে প্রিপেড প্ল্যানটি কিনতে চান তা বেছে নিন।
  6. কাজ করে এমন কোনও পেমেন্ট পদ্ধতি বেছে নিন।
  7. কিনুন বিকল্পে ট্যাপ করুন।

একটি ওয়েবসাইট থেকে সাবস্ক্রিপশন করা শুরু করুন 

  1. যে ওয়েবসাইটে সাবস্ক্রিপশন অফার করা হয়েছে, সেখানে আপনার Google অ্যাকাউন্ট দিয়ে সাবস্ক্রাইব করুন অথবা Subscribe with Google বেছে নিন।
  2. আপনি সঠিক Google Account-এ সাইন-ইন করেছেন কিনা তা ভাল করে দেখে নিন।
  3. সাবস্ক্রিপশনের অফার বেছে নিন, যেমন বার্ষিক অথবা মাসিক। এটি ওয়েবসাইটে অফার করা সাবস্ক্রিপশনের উপরে নির্ভর করতে পারে।
  4. আপনার পেমেন্ট পদ্ধতি ও বিলিং ঠিকানা কনফার্ম করুন।

চালু থাকা সাবস্ক্রিপশন কীভাবে আপনার Google অ্যাকাউন্টে যোগ করবেন, সে সম্পর্কে জানুন

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2309349283188732873
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false