Gemini অ্যাপে এক্সটেনশন ব্যবহার করা

Gemini অ্যাপ বিভিন্ন এক্সটেনশনের মাধ্যমে অন্যান্য Google অ্যাপ এবং পরিষেবা ব্যবহার করতে পারে যাতে আপনার প্রম্পটে আরও ভাল উত্তর দেওয়া যায়। উদাহরণস্বরূপ, Gemini অ্যাপ যেসব বিষয়ে আপনাকে সাহায্য করতে পারে:

  • কাস্টমাইজ করা ভ্রমণ প্ল্যান করার জন্য ফ্লাইটের টিকিট ও হোটেল বুকিং সম্পর্কে রিয়েল-টাইম তথ্য পেতে
  • বেস্ট ম্যান স্পিচ লেখার জন্য একটি টেমপ্লেট তৈরি করতে এবং মজাদার ধারণার জন্য YouTube ভিডিও খুঁজে বের করতে
  • Google Maps থেকে লোকেশন-ভিত্তিক তথ্য পেতে

আপনি অনুমতি দিলে কিছু Gemini এক্সটেনশন আপনার ব্যক্তিগত তথ্য এবং কন্টেন্ট অন্যান্য Google পরিষেবার সাথে কানেক্ট করতে পারে। যেমন, আপনি এগুলি করতে পারবেন:

  • Google Workspace-এর সাথে কানেক্ট করুন এবং Gmail, Docs ও Drive-এর মতো অ্যাপ ও পরিষেবায় আপনার কন্টেন্টের বিষয়ে তথ্য ও চটপট উত্তর সরাসরি Gemini অ্যাপ থেকে দেখতে পাবেন
  • আপনার YouTube Music প্লেলিস্টে অ্যাক্সেস পেতে ও মিউজিক চালাতে YouTube Music-এর সাথে কানেক্ট করুন

What you need

Gemini অ্যাপে এক্সটেনশন ব্যবহার করতে:

  • আপনার ব্যক্তিগত Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করুন, যেটি আপনি নিজেই ম্যানেজ করেন। Google Workspace সহ অন্যান্য এক্সটেনশন বর্তমানে অফিস বা স্কুলের অ্যাকাউন্টের জন্য উপলভ্য নয়। Gemini for Google Workspace অ্যাড-অন ব্যবহারকারীদের জন্য, শীঘ্রই এক্সটেনশন উপলভ্য হবে।
  • Gemini অ্যাপ অ্যাক্টিভিটি চালু রাখুন। Gemini অ্যাপ অ্যাক্টিভিটি চালু থাকলে, তবেই এক্সটেনশন ব্যবহার করা যায়।

এক্সটেনশন ব্যবহার করা

গুরুত্বপূর্ণ: বেশিরভাগ এক্সটেনশন ডিফল্ট হিসেবেই চালু হয়ে যায়। এক্সটেনশন সেটিংসে গিয়ে আপনি যেকোনও সময় এক্সটেনশন বন্ধ করে দিতে পারেন।

  1. আপনার কম্পিউটারে, gemini.google.com লিঙ্কে যান।
  2. স্ক্রিনের নিচে দেখানো টেক্সট বক্সে আপনার প্রশ্ন বা প্রম্পট লিখুন।
    • বিকল্প হিসেবে, Gemini ওয়েব অ্যাপের ব্যবহারের জন্য কোনও পরিষেবা বা অ্যাপ নির্দিষ্ট করে দেখাতে, @ লিখে এক্সটেনশন বেছে নিন। তবে, আপনার বেছে নেওয়া এক্সটেনশন বন্ধ থাকলে, এটি চালু হয়ে যাবে অথবা এটি চালু করতে Gemini ওয়েব অ্যাপ আপনার কাছ থেকে অনুমতি চাইবে।
  3. 'জমা দিন ' বিকল্পে ক্লিক করুন। কোনও এক্সটেনশন উপলভ্য হলে, Gemini ওয়েব অ্যাপ অটোমেটিক এটি ব্যবহার করে।
  4. প্রয়োজন হলে, Gemini ওয়েব অ্যাপকে এক্সটেনশন ব্যবহার করার জন্য অনুমতি দিতে:
    1. চালিয়ে যান বিকল্পে ক্লিক করুন।
    2. অন-স্ক্রিন নির্দেশাবলী ফলো করুন।

উদাহরণ

  • ক্রিসমাসে মিয়ামি যাওয়ার ফ্লাইট খোঁজো। ওখানে ওই সময় সাধারণত কেমন তাপমাত্রা থাকে?
  • মার্চে ফুকেতে গিয়ে এক সপ্তাহ থাকার জন্য হোটেল খোঁজো আর সঙ্গে কী কী নিয়ে যেতে হবে সেটাও বলে দিও
  • কলকাতার ধর্মতলা থেকে বাসে হাওড়া স্টেশন  যেতে কতক্ষণ লাগে? আর বাবুঘাট থেকে হেঁটে ভিক্টোরিয়া মেমোরিয়াল কতক্ষণে পৌঁছানো যায়?
  • বিশেষ কোনও গাছের যত্ন নেওয়া সম্পর্কিত কিছু YouTube ভিডিও খুঁজতে আমাকে সাহায্য করো
Gemini অ্যাপ Google এক্সটেনশনের সাথে কোন কোন কাজ করতে পারে না

Gemini অ্যাপ এক্সটেনশন ব্যবহার করে অন্যান্য অ্যাপ ও পরিষেবায় কয়েকটি অ্যাকশন পারফর্ম করতে পারে না, যেমন:

  • ফ্লাইটের টিকিট বা হোটেল বুক করা
  • YouTube প্লেলিস্ট তৈরি করা
  • Google Maps-এর কোনও জায়গায় রিভিউ যোগ করা

উপলভ্য এক্সটেনশন ব্রাউজ করুন

গুরুত্বপূর্ণ: সব অঞ্চলে সব এক্সটেনশন উপলভ্য থাকে না।

  1. On your computer, go to gemini.google.com.
  2. At the bottom, click Settings  এবং তারপর Extensions .

এক্সটেনশন চালু অথবা বন্ধ করুন

গুরুত্বপূর্ণ: আপনি একটি এক্সটেনশন বন্ধ করলে, সেই এক্সটেনশনের সাথে সম্পর্কিত আপনার অ্যাক্টিভিটির ডেটা আপনার Gemini অ্যাপ অ্যাক্টিভিটি থেকে মুছে ফেলা হয় না অথবা অন্যান্য পরিষেবার সাথে শেয়ার ও তাতে স্টোর করা ডেটাও মুছে ফেলা হয় না। এক্সটেনশনের সাথে ডেটা কীভাবে কাজ করে তার ব্যাপারে আরও জানুন।

  1. আপনার কম্পিউটারে, gemini.google.com দেখুন।
  2. স্ক্রিনের সবচেয়ে নিচে, 'সেটিংস  এবং তারপর এক্সটেনশন ' বিকল্পে ক্লিক করুন।
  3. এক্সটেনশনটি খুঁজে বের করে বন্ধ করুন অথবা চালু করুন
  4. যেকোনও অন-স্ক্রিন নির্দেশাবলী ফলো করুন।

গুরুত্বপূর্ণ: Gemini অ্যাপ তার উত্তরে ভুল বা পুরনো তথ্য প্রদান করতে পারে। যেমন, একটি নতুন ইমেল থাকা সত্ত্বেও পুরনো ইমেল থেকে তথ্য দেখানো। তথ্য চেক করে দেখতে, উত্তরের পরে তালিকায় দেখানো সোর্সে ক্লিক করে পর্যালোচনা করুন।

Google Workspace-এ কানেক্ট করলে, আপনি Gemini অ্যাপে কোনও কন্টেন্টের সারাংশ তৈরি করতে, দ্রুত উত্তর পেতে এবং Gmail, Docs এবং Drive-এর মতো অ্যাপ ও পরিষেবা থেকে সরাসরি তথ্য খুঁজে দেখতে পারবেন।

চ্যাটে Google Workspace কানেক্ট করতে:

  1. যে অ্যাকাউন্ট থেকে Google Workspace ব্যবহার করছেন, সেই অ্যাকাউন্টেই সাইন-ইন করেছেন কিনা তা ভালো করে দেখে নিন।
  2. Gemini ওয়েব অ্যাপকে Google Workspace থেকে তথ্য সংগ্রহ করতে বলুন।
    • পরামর্শ: আপনার প্রম্পটে কোনও ডকুমেন্ট বা ইমেলের URL পেস্ট করবেন না। Google Workspace-এ থাকা কোনও কন্টেন্টের রেফারেন্স দেওয়ার জন্য কন্টেন্টের কীওয়ার্ড ব্যবহার করুন এবং অ্যাপ, পরিষেবা বা কন্টেন্টের ধরন নির্দিষ্টভাবে উল্লেখ করুন।
  3. এখনও Google Workspace-এ কানেক্ট করে না থাকলে, আপনাকে কানেক্ট করার বিকল্প দেখানো হবে।
  4. অন-স্ক্রিন নির্দেশাবলী ফলো করুন।

পরামর্শ: এছাড়াও আপনি এক্সটেনশন সেটিংস থেকে Google Workspace চালু অথবা বন্ধ করে দিতে পারবেন।

উদাহরণ
  • এই সপ্তাহে পাওয়া সব ইমেলের বিষয়বস্তু সংক্ষেপে জানাও
এক্সটেনশন সেটিংয়ে Google Workspace অ্যাপ ও পরিষেবা কানেক্ট করুন
  1. আপনার কম্পিউটারে, gemini.google.com দেখুন।
  2. যে অ্যাকাউন্ট থেকে Google Workspace ব্যবহার করছেন, সেই অ্যাকাউন্টেই সাইন-ইন করেছেন কিনা তা ভালো করে দেখে নিন।
  3. স্ক্রিনের সবচেয়ে নিচে, 'সেটিংস  এবং তারপর এক্সটেনশন ' বিকল্পে ক্লিক করুন।
  4. Google Workspace চালু করুন।
  5. অন-স্ক্রিন নির্দেশাবলী ফলো করুন।
আমি Google Workspace-এ কানেক্ট করতে পারছি না কেন

শুধুমাত্র ব্যক্তিগত Google অ্যাকাউন্ট থেকেই এক্সটেনশন ব্যবহার করা যায়। স্কুল, ব্যবসা বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য Google Workspace অ্যাকাউন্টে সাইন-ইন করা থাকলে, আপনি Google Workspace-এ কানেক্ট করতে পারবেন না।

Gmail-এর প্রয়োজনীয় সেটিংস বন্ধ থাকতে পারে। Google Workspace-এর সাথে Gemini অ্যাপ কানেক্ট করতে, আপনার Gmail সেটিংসে "স্মার্ট ফিচার ও পছন্দসই" সেটিংস দুটিই চালু থাকতে হবে। আপনি চালু রাখলে, Gemini অ্যাপ রিলোড করুন এবং আবার কানেক্ট করার চেষ্টা করুন।

স্মার্ট ফিচার ও পছন্দসই সেটিংস কীভাবে পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে জানুন।

আপনার প্রম্পটে Gmail, Google Docs বা Google Drive উল্লেখ করুন। প্রতিটি নতুন কথোপকথনের ক্ষেত্রে, আপনার Google Workspace প্ল্যাটফর্ম থেকে নিজের ব্যক্তিগত তথ্য জানতে হলে Gemini অ্যাপের কাছে আপনাকে স্পষ্টভাবে তা জানাতে হবে। এটি করার জন্য, আপনি প্রম্পটে Gmail বা ইমেল, Docs বা ডকুমেন্ট এবং Drive বা পিডিএফ বলে উল্লেখ করতে পারেন। প্রথম উত্তরের পর, পরের প্রশ্নের জন্য এটি আর করার দরকার নেই। যেমন:

  • প্রথম প্রম্পট: দুন ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাপ্ত সাম্প্রতিক ইমেলের সারাংশ দেখান
  • পরের প্রম্পট: পায়জামা দিবস কোন দিন পালন করা হয়?
Gemini অ্যাপ Google Workspace-এর সাথে কোন কোন কাজ করতে পারে না

Gemini অ্যাপ যেসব কাজ করতে পারে না:

  • Docs বা Gmail-এ অ্যাটাচমেন্ট, কমেন্ট বা ছবি অ্যাক্সেস করা
  • আপনার Drive-এ ফোল্ডার, প্রেজেন্টেশন, স্প্রেডশিট, ছবি ও ভিডিও অ্যাক্সেস করা
    • ডকুমেন্ট বা পিডিএফ ফর্ম্যাটে নেই এমন যেকোনও কন্টেন্ট এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে
  • Gmail-এ ইমেলের ড্রাফ্ট তৈরি করা অথবা ইমেল মোছা
  • স্প্রেডশিট, পিডিএফ, ডকুমেন্ট ও প্রেজেন্টেশন তৈরি করা, ড্রাফ্ট তৈরি করা বা মোছা
  • আপনার Drive-এ কন্টেন্ট ম্যানেজ করা, যেমন, ফোল্ডার তৈরি বা একটি ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে কন্টেন্ট সরানো
  • Drive-এ কটা আইটেম রয়েছে তা গুনে দেখা বা আপনার Drive-এ কতটা স্টোরেজ স্পেস খালি রয়েছে তা জানানো
  • বড় সাইজের ফাইল প্রসেস করা বা উত্তর দেওয়া
  • Slides বা Sheets-এর ব্যাপারে করা কোনও প্রম্পটের উত্তর দেওয়া
  • ছবি অথবা ডকুমেন্ট বা পিডিএফ-এ করা কমেন্টের বিষয়ে কোনও প্রম্পটের উত্তর দেওয়া

Gemini অ্যাপের সাথে YouTube Music কানেক্ট করুন

গুরুত্বপূর্ণ: YouTube Music এক্সটেনশন Gemini in Google Messages-এ উপলভ্য নয়। বর্তমানে YouTube Music এক্সটেনশন শুধুমাত্র ইংরেজি প্রম্পটের উত্তর দিতে পারে।

আপনার YouTube Music অ্যাকাউন্টে কানেক্ট করার পর আপনি Gemini অ্যাপকে YouTube Music থেকে মিউজিক দেখাতে, খুঁজতে বা চালাতে বলতে পারেন। যেমন আপনি গান, অ্যালবাম, শিল্পী, প্লেলিস্ট এবং আরও অনেককিছু দিয়ে খুঁজতে বলতে পারেন।

চ্যাটে YouTube Music কানেক্ট করতে:

  1. ভালভাবে দেখে নিন, YouTube Music-এ যে অ্যাকাউন্ট ব্যবহার করেন সেই অ্যাকাউন্টেই সাইন-ইন করেছেন কিনা।
  2. Gemini অ্যাপকে YouTube Music-এ খুঁজতে বা চালাতে বলুন।
  3. এখনও YouTube Music-এ কানেক্ট করে না থাকলে, আপনাকে কানেক্ট করার বিকল্প দেখানো হবে।
  4. অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।

পরামর্শ: এছাড়াও আপনি এক্সটেনশন সেটিংসে গিয়ে YouTube Music চালু অথবা বন্ধ করে দিতে পারেন।

উদাহরণ
  • Show some rock music
  • Turn on White Noise @YouTubeMusic
  • Play music that I like
  • Play rock music radio
  • Show me songs from modern artists keeping classic blues alive

You can also use these prompt formats:

  • Find [song name] by [artist name]
  • Find the album [album title] by [artist name]
  • Find [playlist name] playlist
  • Find [genre] music
  • Search for songs similar to [song name] by [artist name]
  • Find the song that goes [song lyrics]
  • Find the [song name] music video
  • Start a radio based on the song [song name]
  • Search for [artist name] songs
YouTube Music দেখার ইতিহাস সম্পর্কে

আপনি YouTube Music এক্সটেনশন ব্যবহার করলে YouTube Music দেখার ইতিহাস আপনার সেটিংসের ভিত্তিতে স্টোর করা হয়। আপনি YouTube Music দেখার ইতিহাসদেখতে ও ম্যানেজ করতে পারবেন। আপনার দেখার ইতিহাস কীভাবে ম্যানেজ করবেন তা জানুন

কীভাবে Gemini অ্যাপে এক্সটেনশন কাজ করে

  • Gemini অ্যাপ শুধুমাত্র সেইসব এক্সটেনশনই ব্যবহার করে যেগুলি আপনার এক্সটেনশন সেটিংসে উপলভ্য। এর মধ্যে সেইসব এক্সটেনশন রয়েছে, যেগুলিকে আপনার প্রম্পটে "@" ব্যবহার করে মেনশন করার মাধ্যমে চালু করেছেন।
  • Gemini অ্যাপ চেক করে দেখে যে কোন কোন এক্সটেনশন ব্যবহার করে আরও সহায়ক উত্তর তৈরি করা যায়। সহায়তা করতে পারে এমন কোনও এক্সটেনশন Gemini অ্যাপ পেলে, এটি অটোমেটিক সেই এক্সটেনশনের সাথে আপনার কথোপকথন থেকে পাওয়া তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য শেয়ার করে। উদাহরণস্বরূপ, আপনি Google Maps এক্সটেনশন চালু করে আপনার আশেপাশে কোনও কফি শপ খুঁজলে, Google Maps-এর সাথে Gemini অ্যাপ আপনার লোকেশন সম্পর্কিত ডেটা শেয়ার করবে।
  • Gemini অ্যাপ আপনার অনুমতি ছাড়া অন্যান্য পরিষেবায় থাকা আপনার ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করবে না।
  • আপনি Gemini অ্যাপ থেকে সরাসরি অন্য একটি Google পরিষেবার সাথে ইন্টার‌্যাক্ট করলে, সেই পরিষেবা আপনার অ্যাক্টিভিটি সম্পর্কিত ডেটা সেভ করতে পারে। উদাহরণস্বরূপ, Gemini অ্যাপে কোনও YouTube ভিডিও দেখলে, YouTube যেসব বিষয় করতে পারে:

আপনার ব্যক্তিগত ডেটার মাধ্যমে কীভাবে এক্সটেনশন কাজ করে তার ব্যাপারে আরও জানুন।

সম্পর্কিত রিসোর্স

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10153274512192887614
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
5295044
false
false