মেসেজ পাঠানোর সুবিধা iMessage থেকে Messages-এ নিয়ে যান

আপনার নতুন Android ফোনে টেক্সট মেসেজ পেতে, Apple-এর iMessage থেকে Android-এর Messages-এ পরিবর্তন করুন। 

কীভাবে আপনার Pixel ফোনে মেসেজ পাবেন তা আমাদের ধাপে ধাপে টিউটোরিয়ালের সাহায্যে জানুন।

আপনার iPhone থেকে সিম কার্ড সরানোর আগে

আপনার iPhone থেকে সিম কার্ড সরানোর আগে iMessage বন্ধ করেছেন কিনা ভাল করে দেখে নিন। নাহলে, আপনার এসএমএস/এমএমএস মেসেজ নতুন ফোনের পরিবর্তে আপনার পুরনো iPhone যাবে।

iMessage বন্ধ করুন

  1. আপনার iPhone-এ, সেটিংস-এ যান।
  2. মেসেজ বিকল্পে ট্যাপ করুন।
  3. iMessage বন্ধ বিকল্পে সেট করা হয়েছে।

গ্রুপ চ্যাট রিস্টার্ট করুন

iPhones আছে এমন বন্ধুদের গ্রুপ চ্যাটে আপনি থাকলে তাদের মেসেজ পেতে নতুন গ্রুপ চ্যাট শুরু করুন। আপনার বন্ধুরাও নতুন গ্রুপ চ্যাট শুরু করতে পারবেন। 

আগে থেকেই আপনার iPhone থেকে সিম কার্ড মুছে ফেলেছেন

আপনার পুরনো iPhone না থাকলে অথবা আপনার সিম কার্ড আগে থেকেই সরিয়ে দিলে Apple-কে অনুরোধ করুন যাতে iMessage-এ রেজিস্টার করা আপনার ফোন নম্বর সরিয়ে দেয়

সম্পর্কিত নিবন্ধ

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3352625295963208311
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false