Android থেকে নতুন Android ডিভাইসে অ্যাপ ও ডেটা কপি করা

আপনি নতুন ডিভাইস সেট-আপ করলে, পুরনো Android ডিভাইস থেকে আপনার ডেটা নতুন Android ডিভাইসে সরিয়ে নিয়ে যেতে পারবেন।

গুরুত্বপূর্ণ:

  • আপনি যদি পুরনো Android ডিভাইস থেকে Pixel 8 বা Pixel 8 Pro-তে ডেটা ট্রান্সফার করেন, তাহলে Pixel সহায়তা কেন্দ্রে যান
  • Samsung ডিভাইসে ডেটা ট্রান্সফার করার একাধিক বিকল্প রয়েছে। Samsung স্মার্ট সুইচ সম্পর্কে আরও জানুন
  • এইসব ধাপের মধ্যে কয়েকটি শুধু Android 10 ও তার পরবর্তী ভার্সনগুলিতে কাজ করে। কীভাবে আপনার Android ভার্সন চেক করবেন তা জানুন
  • একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা কপি করার জন্য আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আমাদের সাজেশন, দুটি ডিভাইসই ওয়াই-ফাইয়ের সাথে কানেক্ট করুন।
  • ডেটা ট্রান্সফার করার জন্য কেবেল বা ওয়্যারলেস বিকল্প বেছে নিতে পারেন। একই ডেটা দুটি পদ্ধতিতেই ট্রান্সফার করা যায়। কেবেল ব্যবহার করলে, সেই কেবেল দুটি ডিভাইসেই ফিট করছে কিনা ভাল করে দেখে নিন। ফিট না করলে, আপনাকে অ্যাডাপ্টর কিনতে হতে পারে।
  • আপনি একবারই ডেটা ট্রান্সফার করতে পারবেন। আমাদের সাজেশন, সেট-আপ করার সময়েই এই কাজটি সেরে নিন, কারণ পরে এই বিকল্প উপলভ্য নাও থাকতে পারে।
  • ব্যবসা বা স্কুলের মতো কোনও প্রতিষ্ঠান আপনার Android ফোন ম্যানেজ করলে, আপনি হয়ত সব ডেটা ট্রান্সফার করতে পারবেন না।

ট্রান্সফার করার আগে

  • আপনার দুটি ফোনেই পুরো চার্জ আছে কিনা দেখে নিন।
  • সিম কার্ড অদল বদল করতে, সিম কার্ড টুল ডাউনলোড করুন।
  • হাতে কিছুটা সময় রাখুন। ডেটা ট্রান্সফারের জন্য কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
  • আপনার নতুন ও পুরনো, দুটি ডিভাইসেই স্টোরেজ চেক করে নিন। নতুন ডিভাইসে পর্যাপ্ত স্টোরেজ না থাকলে, আপনি কোন কোন ডেটা ট্রান্সফার করবেন তা বেছে নিতে পারেন।
  • Samsung ডিভাইসের ক্ষেত্রে আপনার পুরনো ফোন থেকে ডেটা কপি করার অন্য উপায়ও আছে। Samsung স্মার্ট সুইচ সম্পর্কে আরও জানুন
সেট-আপ করার সময় কী কী কপি করা হয়
  • অ্যাপ এবং বিশেষ কিছু অ্যাপ ডেটা
  • মিউজিক
  • ফটো
  • ভিডিও
  • আপনার ফোন বা সিম কার্ডে স্টোর করা পরিচিতি
  • টেক্সট মেসেজ
  • বেশিরভাগ ফোন সেটিংস (ফোনের মডেল এবং Android ভার্সন অনুযায়ী আলাদা হতে পারে)
  • টেক্সট মেসেজে থাকা মাল্টিমিডিয়া
  • ওয়ালপেপার
  • কলের ইতিহাস
সেট-আপ করার সময় কী কী কপি করা হয় না
  • ডাউনলোড করা ফাইল, যেমন পিডিএফ ফাইল
  • লুকানো ফোল্ডারে স্টোর করা ফটো, ভিডিও এবং মিউজিক
  • Google Play Store-এর বাইরের অ্যাপ
  • অ্যাপের যেসব ডেটা Android ব্যাক-আপ ব্যবহার করে না
  • Google অ্যাকাউন্ট বাদে অন্যান্য অ্যাকাউন্ট এবং সেগুলির ডেটা
  • Google ছাড়া অন্যান্য পরিষেবায় সিঙ্ক করা পরিচিতি ও ক্যালেন্ডার
  • রিংটোন
  • বিশেষ কিছু ফোন সেটিংস (ফোনের মডেল এবং Android ভার্সন অনুযায়ী আলাদা হতে পারে)

ধাপ ১: আপনার Android ডিভাইস চালু করা

আপনার Android ডিভাইস চালু করুন ও শুরু করুন বিকল্পে ট্যাপ করুন।

পরামর্শ: এই পর্যায়ে প্রয়োজন হলে ফোনের ভাষা বা ভার্সন সংক্রান্ত সেটিংস পরিবর্তন করতে পারবেন।

ধাপ ২: কোনও ওয়াই-ফাই অথবা মোবাইল নেটওয়ার্কে কানেক্ট করা

  1. ওয়াই-ফাইতে কানেক্ট করতে, প্রম্পট করা হলে উপলভ্য নেটওয়ার্কের তালিকা থেকে বেছে নিন।
  2. আপনার ডেটা নেটওয়ার্ক চালু করতে, সিম কার্ড যোগ করুন অথবা নিজের পরিষেবা প্রদানকারীর থেকে ই-সিম ডাউনলোড করুন।

পরামর্শ:

  • আমরা এই দুটি ধাপই অনুসরণ করতে সাজেস্ট করি। তবে, আপনার ইন্টারনেট কানেকশন থাকলে যেকোনও একটি ধাপ অনুসরণ করেই ডেটা ট্রান্সফার করা যাবে।
  • নতুন Android ডিভাইস সেট-আপ করার সময়, আমরা সাজেস্ট করি যে আপনার দুটি ফোনই অ্যাক্টিভ ইন্টারনেট নেটওয়ার্কে কানেক্ট করুন।

ধাপ ৩: আপনার অ্যাপ ও ডেটা কপি করা

নতুন Android ডিভাইসে অ্যাপ ও ডেটা কপি করতে, কপি করুন বিকল্পে ট্যাপ করুন।

কেবেলের মাধ্যমে (সাজেস্ট করা হয়েছে)

কেবেলের মাধ্যমে দুটি ডিভাইস কানেক্ট করতে অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।

গুরুত্বপূর্ণ: আপনার কাছে মানানসই কেবেল না থাকলে, হয়ত অ্যাডাপ্টর প্রয়োজন হবে অথবা ওয়্যারলেস পদ্ধতি ব্যবহার করতে হবে।

  1. পুরনো ডিভাইসে, কপি করুন বিকল্পে ট্যাপ করুন।
    • সম্পূর্ণ ডেটা ট্রান্সফার করার জন্য, আমরা সাজেস্ট করি যে নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. কী কপি করবেন তা বেছে নিন।
  3. কপি করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. কপি করার প্রসেস চলাকালীন, নতুন ডিভাইসে “আপনার ডেটা কপি করা হচ্ছে…” মেসেজ দেখানো হবে এবং প্রসেসটি শেষ হয়ে গেলে, পুরনো ডিভাইসে “কপি করা হয়ে গেছে” মেসেজ দেখানো হবে।
    • এই প্রসেস সম্পূর্ণ হতে কয়েক মিনিট থেকে এক ঘণ্টারও বেশি সময় লাগতে পারে, তবে পুরোটাই নির্ভর করছে আপনি কত পরিমাণ ডেটা ট্রান্সফার করছেন তার উপর।

পরামর্শ:

  • আপনার ডিভাইসে যদি WhatsApp ইনস্টল করা থাকে, তাহলে আপনি নতুন Android ডিভাইসে সাইন-ইন করে অ্যাপ খুললে তবেই চ্যাট ও ডেটা রিস্টোর করা হবে।
  • WhatsApp চ্যাট ও ডেটা রিস্টোর করতে হলে, আপনার আগেকার ডিভাইসে অবশ্যই আগে থেকে WhatsApp ব্যাক-আপ চালু করা থাকতে হবে।
ওয়াই-ফাই কানেকশনের সাহায্যে

মানানসই কেবেল বা অ্যাডাপ্টর না থাকলেও আপনি ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে নিজের অ্যাপ ও ডেটা কপি করতে পারবেন।

আপনার নতুন ডিভাইসে

  1. কেবেল খুঁজতে বলা হলে, কেবেল নেই বিকল্পে ট্যাপ করুন।
  2. “ওয়্যারলেস পদ্ধতিতে ট্রান্সফার করুন” বিকল্প দেখানো হলে, পরবর্তী বোতামে ট্যাপ করুন।
  3. পুরনো ডিভাইসে পিন লিখুন।

আপনার পুরনো ডিভাইসে

  1. পুরনো ডিভাইসে Google অ্যাপ খুলুন।
  2. set up my device লিখে সার্চ করুন।
  3. পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।
  4. “শুরু করুন” বিকল্পটি দেখতে পেলে, পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।
  5. আকার ও নম্বর দুটি ফোনেই ম্যাচ করছে কিনা চেক করুন।
  6. পরবর্তী এবং তারপর কপি করুন বিকল্পে ট্যাপ করুন।
    • আমাদের সাজেশন, নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  7. কোন অ্যাপ ও ডেটা কপি করবেন তা বেছে নিন।
  8. ডেটা কপি হওয়ার প্রসেস সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সম্পূর্ণ হলে আপনাকে মেসেজ দেখানো হবে।

পরামর্শ:

  • আপনার ডিভাইসে যদি WhatsApp ইনস্টল করা থাকে, তাহলে আপনি নতুন Android ডিভাইসে সাইন-ইন করে অ্যাপ খুললে তবেই চ্যাট ও ডেটা রিস্টোর করা হবে।
  • WhatsApp চ্যাট ও ডেটা রিস্টোর করতে হলে, আপনার আগেকার ডিভাইসে অবশ্যই আগে থেকে WhatsApp ব্যাক-আপ চালু করা থাকতে হবে।
Google One থেকে ডেটা রিস্টোর করা

আপনার কাছে পুরনো ডিভাইস উপলভ্য না থাকলে, নিজের Google অ্যাকাউন্টে স্টোর করা পুরনো ডিভাইসের ব্যাক-আপ থেকে ফিরিয়ে আনতে পারবেন। Android ডিভাইসে কীভাবে ব্যাক-আপ নেবেন বা ডেটা ফিরিয়ে আনবেন তা জানুন

  • অ্যাপ ও ডেটা কপি করতে বলা হলে, পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।
  • USB কেবেল কানেক্ট করতে বলা হলে, নিচে বাঁদিকে, কেবেল ফিট করছে না বা অ্যাডাপ্টর নেই? বিকল্পে ট্যাপ করুন।
  • আপনি একাধিক ডিভাইস থেকে ব্যাক-আপ নিয়ে থাকলে, যে ব্যাক-আপ ভার্সনটি চান সেটি বেছে নিতে বলা হতে পারে।
    1. আপনার বেছে নেওয়া কনফার্ম করতে, পুরনো ডিভাইসের জন্য পিন লিখতে বলা হতে পারে।
    2. আপনার ক্লাউড ব্যাক-আপ থেকে যে ধরনের ডেটা ফিরিয়ে আনতে চান তা বেছে নিন।
    3. ফিরিয়ে আনুন বিকল্পে ট্যাপ করুন।

পরামর্শ: ফিরিয়ে আনার জন্য উপলভ্য থাকা ব্যাক-আপ খুঁজতে, আপনার পুরনো ডিভাইসে ব্যাক-আপ চালু করতে হবে।

সম্পর্কিত রিসোর্স

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10912269510219737834
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false