Health Connect থেকে আপনার ডেটা মুছে ফেলা

এখন আপনি Health Connect-এর মাধ্যমে আপনার ডিভাইসে স্টোর থাকা স্বাস্থ্য ও ফিটনেস সংক্রান্ত ডেটার পুরো কন্ট্রোল রাখতে পারবেন।

এছাড়াও আপনার সব ডেটা, ডেটার নির্দিষ্ট ধরন অথবা আগে কানেক্ট থাকা অ্যাপ থেকে সব ডেটা মুছতে পারবেন।এছাড়াও সঠিক নয় এমন ডেটা আপনি মুছতে পারবেন যাতে Health Connect এটি অন্যান্য অ্যাপের সাথে মার্জ অথবা শেয়ার করতে না পারে।

আপনি ডেটা মুছলে, আপনার ডিভাইসের Health Connect ডেটাবেস থেকে ডেটা মুছে যায়। অন্যান্য অ্যাপ অথবা ডিভাইসে আপনার ডেটার কপি থাকতে পারে। সব অ্যাপ ও ডিভাইস থেকে আপনি সম্পূর্ণভাবে ডেটা মুছে ফেলতে চাইলে, আপনাকে প্রতিটি অ্যাপ অথবা ডিভাইস থেকে ডেটা মুছতে হতে পারে।

যেমন, Health Connect থেকে আপনি যদি ঘুম সংক্রান্ত সব ডেটা মুছে ফেলে থাকেন কিন্তু যে স্লিপ অ্যাপ এই ডেটা তৈরি করেছে সেখান থেকে সেই ডেটা মুছে ফেলতে চান, আপনি স্লিপ অ্যাপ খুলতে এবং অ্যাপের ডেভেলপারের দেওয়া নির্দেশিকা মেনে চলতে পারবেন।

গুরুত্বপূর্ণ: অন্যান্য অ্যাপ অথবা ডিভাইসে আপনার ডেটার কপি সেভ করা থাকতে পারে। সেখান থেকেও এইসব ডেটা মুছে ফেলার জন্য তাদের সেটিংসে যান ও গাইড দেখুন।

সব Health Connect ডেটা মুছে ফেলা

  1. আপনার ডিভাইসে Health Connect অ্যাপ খুলুন।
  2. ডেটা ও অ্যাক্সেস করুন বিকল্প বেছে নিন।
  3. স্ক্রিনের নিচের দিকে সব ডেটা মুছে দিন বিকল্পে ট্যাপ করুন।
  4. একটি সময়সীমা বেছে নিন।
  5. ডেটা স্থায়ীভাবে মুছে ফেলতে, 'পরবর্তী এবং তারপর মুছুন' বিকল্পে ট্যাপ করুন।

আপনার ডেটা অটোমেটিক মুছে দেওয়া

  1. আপনার ডিভাইসে Health Connect অ্যাপ খুলুন।
  2. ডেটা ম্যানেজ করুন বিকল্প বেছে নিন।
  3. অটোমেটিক মুছে দিন ফিচার সেট করুন বিকল্পে ট্যাপ করুন।
    • আপনার সেট করা নির্দিষ্ট সময়সীমার থেকেও পুরনো ডেটা প্রত্যেক দিন অটোমেটিক মুছে দেওয়া হবে।
  4. একটি সময়সীমা বেছে নিন।

নির্দিষ্ট একটি বিভাগের ডেটা মুছে ফেলা

গুরুত্বপূর্ণ: আপনি একবার কোনও বিভাগের সব ডেটা মুছে দিলে, আরও ডেটা তৈরি না হওয়া পর্যন্ত, "ডেটা ব্রাউজ করুন" বিভাগ সংক্রান্ত তালিকায় বিভাগটি আর দেখা যাবে না।

  1. আপনার ডিভাইসে Health Connect অ্যাপ খুলুন।
  2. ডেটা ও অ্যাক্সেস করুন বিকল্প বেছে নিন।
  3. মোছার জন্য অ্যাক্টিভিটি বা ঘুমের মতো কোনও বিভাগ বেছে নিন।
  4. স্ক্রিনের নিচের দিকে সব ডেটা [category] মুছে দিন বিকল্পে ট্যাপ করুন।
  5. একটি সময়সীমা বেছে নিন।
  6. ডেটা স্থায়ীভাবে মুছে ফেলতে, 'পরবর্তী এবং তারপর মুছুন' বিকল্পে ট্যাপ করুন।

নির্দিষ্ট ধরনের ডেটা মুছে ফেলা

  1. আপনার ডিভাইসে Health Connect অ্যাপ খুলুন।
  2. ডেটা ও অ্যাক্সেস করুন বিকল্প বেছে নিন।
  3. মোছার জন্য অ্যাক্টিভিটি বা ঘুমের মতো কোনও বিভাগ বেছে নিন।
  4. মুছে দেওয়ার জন্য দূরত্ব বা কতটা হেঁটেছেন, এমন ধরনের ডেটা বেছে নিন।
  5. স্ক্রিনের নিচের দিকে এই ডেটা মুছে দিন বিকল্পে ট্যাপ করুন।
  6. একটি সময়সীমা বেছে নিন।
  7. ডেটা স্থায়ীভাবে মুছে ফেলতে, 'পরবর্তী এবং তারপর মুছুন' বিকল্পে ট্যাপ করুন।

নির্দিষ্ট কোনও ডেটা মুছে ফেলা

  1. আপনার ডিভাইসে Health Connect অ্যাপ খুলুন।
  2. ডেটা ও অ্যাক্সেস করুন বিকল্প বেছে নিন।
  3. মুছে ফেলার জন্য অ্যাক্টিভিটির মতো কোনও বিভাগ বেছে নিন।
  4. মুছে ফেলার জন্য কত পা হাঁটলেন, এমন কোনও সাব-ক্যাটেগরি বেছে নিন।
  5. আপনি যে ডেটা মুছে দিতে চান তার পাশে, 'আরও এবং তারপর ডেটা মুছে দিন' বিকল্পে ট্যাপ করুন।
  6. ডেটা স্থায়ীভাবে মুছে ফেলতে, মুছে দিন বিকল্পে ট্যাপ করুন।

নির্দিষ্ট কোনও অ্যাপের ডেটা মুছে ফেলা

  1. আপনার ডিভাইসে Health Connect অ্যাপ খুলুন।
  2. কানেক্ট করা অ্যাপ বিকল্পটি বেছে নিন।
  3. যে অ্যাপের ডেটা মুছে ফেলতে চান তার উপরে ট্যাপ করুন।
  4. স্ক্রিনের নিচের দিকে অ্যাপ ডেটা মুছে দিন বিকল্পে ট্যাপ করুন।
  5. একটি সময়সীমা বেছে নিন।
  6. ডেটা স্থায়ীভাবে মুছে ফেলতে, 'পরবর্তী এবং তারপর মুছুন' বিকল্পে ট্যাপ করুন।

সম্পর্কিত রিসোর্স

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16291613811561496291
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false