Health Connect-এ কানেক্ট করা অ্যাপগুলি ম্য়ানেজ করুন

Health Connect-এ কোন কোন অ্যাপ আপনার ডেটা অ্য়াক্সেস করতে পারবে আপনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

আলাদা আলাদা অ্যাপ কানেকশন এডিট করুন

অ্যাপকে দেওয়া অনুমতি পরিবর্তন করুন

  1. আপনার ডিভাইসে Health Connect অ্যাপ খুলুন।
  2. অ্যাপকে দেওয়া অনুমতি বিকল্পে ট্যাপ করুন।
  3. যে অ্য়াপকে অনুমতি দিতে চান বা যার থেকে অনুমতি তুলে নিতে চান সেটি বেছে নিন।
  4. সবাইকে অনুমতি দিন বিকল্প চালু বা বন্ধ করুন।

পরামর্শ: আপনি অ্যাপ কানেকশন সরিয়ে দিলে, সেই অ্য়াপের ডেটা দেখার ও তৈরি করার সব অনুমতিও তুলে নেওয়া হয়।

নির্দিষ্ট ধরনের ডেটা সংক্রান্ত অনুমতি পরিবর্তন করুন

  1. আপনার ডিভাইসে Health Connect অ্যাপ খুলুন।
  2. অ্যাপকে দেওয়া অনুমতি বিকল্পে ট্যাপ করুন।
  3. যে অ্যাপটি এডিট করতে চান সেটি বেছে নিন।
  4. নির্দিষ্ট ধরনের ডেটার জন্য, ডেটা দেখা এবং তৈরি করার অনুমতি বন্ধ করুন।

পরামর্শ: আপনি ডেটার অনুমতি সরিয়ে দিলেও, স্টোর করা ডেটা সরানো হয় না। Health Connect থেকে কীভাবে আপনার ডেটা মুছবেন তা জানুন

সব অ্যাপের অ্যাক্সেস সরান

  1. আপনার ডিভাইসে Health Connect অ্যাপ খুলুন।
  2. অ্যাপকে দেওয়া অনুমতি বিকল্পে ট্যাপ করুন।
  3. একদম নিচে, সব অ্যাপের অ্যাক্সেস সরান বিকল্প বেছে নিন।

আরও মানানসই অ্যাপ খুঁজুন

  1. আপনার ডিভাইসে Health Connect অ্যাপ খুলুন।
  2. অ্যাপকে দেওয়া অনুমতি এবং তারপর আপনার সব অ্য়াপ দেখতে পাচ্ছেন না? বিকল্পে ট্যাপ করুন এবং তারপর সবকটি মানানসই অ্যাপ দেখুন

সম্পর্কিত রিসোর্স

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16231025966379946638
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false