'গাড়ির ডিজিটাল চাবি' সেট-আপ সংক্রান্ত সমস্যার সমাধান করা

গাড়ির ডিজিটাল চাবি সেট-আপ ও ইনস্টল করা সম্পর্কিত সমস্যার সমাধান পেতে উত্তর খুঁজুন।

'স্ক্রিন লক' সেট-আপ করুন
গাড়ির গাড়ির ডিজিটাল চাবি সেট-আপ ও ব্যবহার করতে, আপনার ফোনে স্ক্রিন লক সেট করা থাকতেই হবে। আপনার Android ডিভাইসে কীভাবে স্ক্রিন লক সেট করবেন জানুন
ভুল এন্ট্রি
আপনি “অ্যাক্টিভেশন কোডটি ভুল” লেখা সমস্যার মেসেজ দেখতে পেলে, কোডটি আবার লিখুন। আপনি “ইমেলের লিঙ্ক ভুল” লেখা সমস্যার মেসেজ দেখতে পেলে, অন্য একটি পদ্ধতিতে আবার গাড়ির সাথে ফোন পেয়ার করুন

পেয়ারিং সংক্রান্ত সমস্যা

কানেকশন সংক্রান্ত সমস্যা
আপনি পেয়ার করার সময়ে “কানেকশন নেই” লেখা সমস্যার মেসেজ দেখতে পেলে, ইন্টারনেটে আবার কানেক্ট করুন ও 'কী' রিডারে ফোনটি রাখুন। তারপর ফোন ও গাড়ি কানেক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 
অফিস প্রোফাইল সংক্রান্ত সমস্যা
আপনি নিজের Workspace অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করার চেষ্টা করলে, সমস্যার মেসেজ দেখতে পাবেন। গাড়ির ডিজিটাল চাবি ব্যবহার করতে চাইলে নিজের Google অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন-ইন করুন।
অ্যাকাউন্ট সরানো হয়েছে
আপনার Google অ্যাকাউন্ট না থাকলে গাড়ির ডিজিটাল চাবি সেট-আপ করতে পারবেন না। গাড়ির ডিজিটাল চাবি সেট-আপ করার পর অ্যাকাউন্ট সরিয়ে দিলে, গাড়ির ডিজিটাল চাবিটি মুছে দেওয়া হয়। 
এই ফোনটি আপনার গাড়িতে কাজ করবে না
আপনার ফোনটি গাড়ির সাথে মানানসই না হলে, আপনাকে একটি সমস্যার বিজ্ঞপ্তি পাঠানো হয়।
গাড়িতে কাজ করে না
আপনার গাড়িতে ফোনটি কাজ না করলে, আপনি সমস্যার বিষয়ে লেখা একটি বিজ্ঞপ্তি পাবেন।
Find My Device চালু করুন
সমস্যার মেসেজের বক্সে Find my Device বন্ধ করা আছে লেখা মেসেজ দেখতে পেলে, চালু করুন বিকল্পে ট্যাপ করুন। অথবা আপনার ফোন থেকে, Find my Device চালু করুন লিঙ্কে যান।
অক্ষর সীমা
গাড়ির ডিজিটাল চাবির নামের ক্ষেত্রে অক্ষর সীমা হল ৩০টি। আপনার লেখা নামটি খুব বড় হলে, এটি পরিবর্তন করার কথা জানিয়ে আপনাকে একটি সমস্যার মেসেজ দেখানো হবে।
পেয়ার করা যাচ্ছে না
আপনি “পেয়ার করা যাচ্ছে না” লেখা সমস্যার মেসেজ দেখতে পেলে তার অর্থ হল, আপনার ডিভাইসটি সরিয়ে দেওয়া হয়েছে অথবা টাইম-আউট হয়ে গেছে। আবার চেষ্টা করুন ও ফোনটি 'কী' রিডারের উপর রাখুন। পেয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ডিভাইসে হাত দেবেন না। আপনি এর পরেও সমস্যার মেসেজ দেখতে পেলে, আরও তথ্যের জন্য গাড়ির স্ক্রিন অথবা গাড়ির ডিজিটাল চাবির অ্যাপটি চেক করে দেখুন।

ডাউনলোড করতে সমস্যা হয়েছে

ইন্টারনেট কানেকশন বা স্টোরেজ স্পেস নেই
আপনি গাড়ির ডিজিটাল চাবির অ্যাপটি ডাউনলোড বা ইনস্টল করতে না পারলে, আপনার ফোনে ইন্টারনেট কানেকশন রয়েছে কিনা ও নতুন অ্যাপ ইনস্টল করার জন্য ডিভাইসে স্টোরেজ স্পেস যথেষ্ট রয়েছে কিনা তা ভালো করে দেখে নিন।
এই অঞ্চলে কাজ করে না
আপনি “এই অঞ্চলে কাজ করে না” লেখা মেসেজটি দেখতে পাওয়ার অর্থ হল, আপনি যে লোকেশনে রয়েছেন সেখানে ফিচারটি উপলভ্য নেই।
ফোনে কাজ করে না
আপনি “ফোনে কাজ করে না” লেখা মেসেজটি দেখতে পাওয়ার অর্থ হল, আপনার ডিভাইসে ফিচারটি উপলভ্য নেই।
Google Play পরিষেবা আপডেট করুন
আপনার Google Play পরিষেবা আপডেট করা না থাকলে, এটি আপডেট করার কথা জানিয়ে আপনাকে একটি সমস্যার মেসেজ দেখানো হবে। Google Play সিস্টেম আপডেট কীভাবে পাবেন জেনে নিন
কোনও সমস্যা হয়েছে
আপনি অ্যাপ ইনস্টল করার সময়ে “কোনও সমস্যা হয়েছে” লেখা মেসেজ দেখতে পেলে, কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।
নিয়ার ফিল্ড কমিউনিকেশন বন্ধ করা আছে

গাড়ির ডিজিটাল চাবি ব্যবহার করতে হলে, NFC চালু রাখতেই হবে। NFC চালু করতে এইসব ধাপ অনুসরণ করুন:

  1. ফোনে সেটিংস অ্যাপ খুলুন।
  2. NFC সার্চ করুন।
  3. NFC ব্যবহার করুন বিকল্পটি চালু করুন।

অন্যান্য সমস্যা

ফোন কেসের মধ্যে ফোন ও কী রিডারের মাঝে নির্দিষ্ট ধরনের কার্ড রাখা থাকলে, আপনার 'গাড়ির ডিজিটাল চাবি' প্রভাবিত হতে পারে। এর প্রভাব যেখানে পড়তে পারে:

  • পেয়ার করা
  • গাড়ি লক অথবা আনলক করা
  • ইঞ্জিন স্টার্ট করা

এই ধরনের অন্যান্য রিসোর্স

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9296210014763868610
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false