বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

প্রোডাক্ট-নির্দিষ্ট নীতি

আচরণ সংক্রান্ত নীতি

AdMob-এর সাহায্যে প্রকাশকরা তাদের অ্যাপে AdMob ও Google Ads ব্যবহার করে উপার্জন করতে পারেন। যেসব প্রকাশক AdMob-এ অংশগ্রহণ করতে চান, তাদের নিম্নলিখিত ব্যতিক্রম ও অতিরিক্ত শর্তাবলী সহ আমাদের অনলাইন AdSense-এর প্রোগ্রাম নীতি মেনে চলতে হবে। আপনি এই নীতি না মেনে চললে, আমরা যেকোনও সময় নিজস্ব বিবেচনার ভিত্তিতে আপনার অ্যাপে বিজ্ঞাপন দেখানো এবং/অথবা AdMob অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি।

AdSense নীতির ব্যতিক্রম

সাধারণত সব AdMob প্রকাশককে আমাদের অনলাইন প্রোগ্রাম নীতি মেনে চলতে হয়, তবে কিছু নীতির ক্ষেত্রে AdMob ও AdSense-এর মধ্যে পার্থক্য আছে। নিচে ব্যতিক্রমগুলি উল্লেখ করা হল।

ব্যতিক্রমগুলি দেখুন

বিজ্ঞাপনের আচরণ

AdMob-এ বিজ্ঞাপন রিফ্রেশ করার ফাংশন আছে, Google Mobile Ads SDK ব্যবহার করে এমন মোবাইল অ্যাপ্লিকেশন এটি ব্যবহার করতে পারবে। SDK-তে উল্লেখ করা রেঞ্জের বাইরে রিফ্রেশ রেট সেট করা যাবে না।

ভুল ক্লিক ও ইম্প্রেশন

প্রকাশকরা তাদের নিজস্ব বিজ্ঞাপনে ক্লিক করতে পারবেন না অথবা ম্যানুয়াল পদ্ধতি সহ কৃত্রিমভাবে ইম্প্রেশন এবং/অথবা ক্লিক বাড়ানোর চেষ্টা করতে পারবেন না। পরীক্ষা করার জন্য নিজের বিজ্ঞাপনে ক্লিক করা নিষিদ্ধ।

ভুল ক্লিক যাতে জেনারেট না হয় সেই জন্য পরীক্ষামূলক বিজ্ঞাপন (AndroidiOS-এর জন্য উপলভ্য) ব্যবহার করুন।

ভুল ক্লিক ও ইম্প্রেশন সম্পর্কে আরও জানুন

Google ভুল অ্যাক্টিভিটির বিষয়টি খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে। সব ক্লিক ও ইম্প্রেশন বিশ্লেষণ করে দেখা হয় যে সেগুলি কোনও ব্যবহারের প্যাটার্ন মেনে চলছে কিনা, যাতে বিজ্ঞাপনদাতার খরচ বা প্রকাশকের উপার্জন কৃত্রিমভাবে বেড়ে যায়। কোনও AdMob অ্যাকাউন্ট বিজ্ঞাপনদাতাদের ক্ষতি করতে পারে এমন সম্ভাবনা দেখা দিলে, আমরা বিজ্ঞাপনদাতার স্বার্থ রক্ষা করতে অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারি।

ভুল অ্যাক্টিভিটি বা নীতি লঙ্ঘনের কারণে যেসব প্রকাশককে ব্লক করা হয়েছে তাদের ভবিষ্যতে অন্যান্য Google প্রকাশকদের জন্য মনিটাইজেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে নাও দেওয়া হতে পারে। অর্থাৎ, ধরে নিন যে ভুল অ্যাক্টিভিটি বা নীতি লঙ্ঘনের কারণে কোনও প্রকাশকের AdMob অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তাকে মনিটাইজেশনের জন্য AdSense ব্যবহার করতে দেওয়া হবে না। এটি বিপরীত দিক দিয়েও প্রযোজ্য হবে। সেই কারণে, এই প্রকাশকদের নতুন অ্যাকাউন্ট নাও খুলতে দেওয়া হতে পারে।

কোনও প্রকাশক আরও অ্যাকাউন্ট খুললে সেটি ডুপ্লিকেট হিসেবে ফ্ল্যাগ করা হবে এবং তারপরে একটি বা দুটি অ্যাকাউন্টই বন্ধ করে দেওয়া হবে।

ভুল অ্যাক্টিভিটি সম্পর্কে আরও তথ্য পেতে, আমাদের বিজ্ঞাপন ট্রাফিক কোয়ালিটি রিসোর্স কেন্দ্র দেখুন।

বিভিন্ন ধরনের প্লেসমেন্ট ও বিজ্ঞাপনের ফর্ম্যাট নিয়ে প্রকাশকদের পরীক্ষা করতে উৎসাহ দেওয়া হলেও, তাদের Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি মেনে চলতে হবে। এছাড়াও, প্রয়োগ সংক্রান্ত নির্দেশাবলী পড়ে দেখতে পারেন।

Apps that offer compensation programs

Google ads may not be placed on apps that promise payment or incentives to users who click on ads, surf the web, read emails, or perform other similar tasks. Placing Google ads on such apps may result in invalid impressions or clicks and is therefore prohibited. Similarly, Google ads may not be placed on apps that primarily drive traffic to, promote, or provide instructional materials on how to implement such services.

সাব-সিন্ডিকেশন ও বিজ্ঞাপন নেটওয়ার্ক মধ্যস্থতা

প্রকাশকরা সাব-সিন্ডিকেশন প্রক্রিয়ায় (অর্থাৎ প্রকাশকের সাথে Google-এর সরাসরি সম্পর্ক থাকতে হবে, কোনও মধ্যস্থতাকারী থাকলে চলবে না) অংশগ্রহণ করতে পারবেন না।

সাব-সিন্ডিকেশন ও বিজ্ঞাপন নেটওয়ার্ক মধ্যস্থতা সম্পর্কে আরও জানুন

বিধিনিষেধযুক্ত তথ্য শেয়ার করা

  • মেট্রিক্স: প্রকাশকরা AdMob রিপোর্টিং কনসোলের (কোন মেট্রিক্স শেয়ার করা যাবে সেই ব্যাপারে AdMob-এর থেকে আগেই লিখিত অনুমতি না থাকলে) অ্যাক্সেস শেয়ার করতে পারবেন না।
  • কোড: প্রকাশকরা সোর্স বা কম্পাইল করা নয় এমন Google SDK কোড কোনও থার্ড-পার্টির সাথে শেয়ার করতে পারবেন না।

AdMob মধ্যস্থতা

AdMob-এর নেটওয়ার্ক মধ্যস্থতা পরিষেবা থার্ড-পার্টি বিজ্ঞাপন নেটওয়ার্কে ফার্স্ট-পার্টি বিজ্ঞাপনদাতার চাহিদা (এক্সচেঞ্জ, মধ্যস্থতাকারী বা অপ্টিমাইজারের চাহিদা অনুযায়ী নয়) অনুযায়ী অ্যাক্সেস দেওয়ার জন্য ব্যবহার করা হয়। AdMob-এর নেটওয়ার্ক মধ্যস্থতা ফিচারের মাধ্যমে পরিবেশন করা বিজ্ঞাপনের ক্ষেত্রে AdMob-এ রিপোর্টিং থার্ড-পার্টি বিজ্ঞাপন নেটওয়ার্কের রিপোর্টিংয়ের থেকে আলাদা হতে পারে। রিপোর্টে অসঙ্গতি অথবা থার্ড-পার্টি বিজ্ঞাপন নেটওয়ার্ক বা সফ্টওয়্যারের পারফর্ম্যান্স বা ফলাফলের ব্যাপারে AdMob দায়বদ্ধ থাকে না। AdMob-এর নেটওয়ার্ক মধ্যস্থতা বা অন্য কোনও মধ্যস্থতা ফিচার ব্যবহার করছেন এমন প্রকাশকদের ক্ষেত্রে নিম্নলিখিত নীতি প্রযোজ্য হয়:

  • প্রকাশকদের চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (COPPA)-এর জন্য AdSense-এর প্রোগ্রাম নীতি মেনে চলতে হবে;
  • প্রকাশকদের প্ল্যাটফর্ম প্রোগ্রাম নীতি ও Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি মেনে চলতে হবে;
  • AdMob প্রদান করতে পারে এমন কোনও প্রয়োগ বা প্রযুক্তি সংক্রান্ত অতিরিক্ত নির্দেশাবলী;
  • প্রকাশকরা কোনও থার্ড-পার্টি বিজ্ঞাপন নেটওয়ার্কের সাথে তাদের চুক্তি লঙ্ঘন হতে পারে এমন পদ্ধতিতে AdMob-এর মধ্যস্থতা পরিষেবা ব্যবহার করতে পারবেন না;
  • AdMob উপার্জনের ভাগ শুধু প্রকাশককে দেওয়া হবে;
  • কোনও থার্ড-পার্টিকে সহায়তা প্রদান করা, মানানসই হবে এমন গ্যারান্টি দেওয়া অথবা আলোচনা করে অসঙ্গতি সমাধান করার ব্যাপারে AdMob দায়বদ্ধ নয় এবং
  • বিজ্ঞাপনের নিলামে বাধা দিতে, সেটির অপব্যবহার করতে অথবা অনৈতিক সুবিধা পেতে কোনও ইম্প্রেশনের ক্ষেত্রে প্রকাশকরা Google বিজ্ঞাপনের জন্য বারবার কল করতে পারবে না।
  • For publishers using app platform feature(s), publishers are not permitted to pass the impression opportunity through any intermediary (including publisher’s own system) that dynamically or programmatically allocates ad requests based on actual, estimated, or other real-time pricing information. App platform feature(s) include bidding.

বিটা ফিচার

কিছু ফিচার "বিটা" অবস্থায় আছে বা কাজ করে না ("বিটা ফিচার") হিসেবে চিহ্নিত থাকতে পারে। Google নিজস্ব বিবেচনার ভিত্তিতে যেকোনও সময় বিটা ফিচার প্রদান করা বন্ধ করে দিতে পারে। Google নিজস্ব বিবেচনার ভিত্তিতে বিটা ফিচারের জন্য কোনও প্রযুক্তিগত সহায়তা নাও প্রদান করতে পারে। প্রকাশকরা থার্ড-পার্টিকে কোনও বিটা ফিচার বা সর্বজনীন নয় এমন বিটা ফিচারের অস্তিত্ব সম্পর্কে তথ্য অথবা বিটা ফিচারে অ্যাক্সেস প্রদান করতে পারবেন না।

পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন

আগ্রহ ও ডেমোগ্রাফিক তথ্য (যেমন, 'খেলাধূলার ব্যাপারে আগ্রহী') জেনারেট করতে Google যে ডিভাইসে বিজ্ঞাপন দেখানো হচ্ছে সেটির বিজ্ঞাপন আইডি ব্যবহার করতে পারে। ব্যবহারকারীদের ভালভাবে টার্গেট করে বিজ্ঞাপন দেখানোর জন্য আগ্রহ, ডেমোগ্রাফিক ও অন্যান্য ডেটা ব্যবহার করা হতে পারে। এছাড়াও, Google Mobile Ads SDK-র মাধ্যমে পরিবেশন করা পছন্দ অনুযায়ী বিজ্ঞাপনের (আগে আগ্রহ-ভিত্তিক বিজ্ঞাপন নাম পরিচিত ছিল) ব্যবহার সম্পর্কে জানিয়ে আপনার অ্যাপের গোপনীয়তা নীতি আপডেট করা হতে পারে। আপনার অ্যাপের গোপনীয়তা নীতি পর্যালোচনা করে সেটি আপ-টু-ডেট আছে কিনা দেখুন। বিভিন্ন দেশে প্রকাশকের পৃষ্ঠা ও আইন আলাদা হয়, তাই গোপনীয়তা নীতি সংক্রান্ত নির্দিষ্ট ভাষার ব্যবহার সম্পর্কে আমরা সাজেশন দিতে পারব না।

পছন্দ অনুযায়ী বিজ্ঞাপনের (আগে আগ্রহ-ভিত্তিক বিজ্ঞাপন নাম পরিচিত ছিল) পাশাপাশি, বিজ্ঞাপন সেটিংস প্রদান করা হয় যেটির সাহায্যে কোনও ব্যবহারকারী আগ্রহ ও ডেমোগ্রাফিক তথ্য দেখতে ও এডিট করতে পারেন। কিছু ব্যবহারকারী পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখার বিকল্প বেছে নাও নিতে পারেন।

সর্বশেষ আপডেট করা হয়েছে: ৩০ সেপ্টেম্বর, ২০২১

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1224571160334571622
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false