বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

ব্র্যান্ডের নিরাপত্তা

আপনার সাইটে বিজ্ঞাপন দেখানো এবং ব্লক করা সংক্রান্ত AdSense নির্দেশিকা

আপনার সাইটে যাতে সেরা বিজ্ঞাপনগুলি দেখানো হয় তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিন #blockingcontrols 

আপনার পৃষ্ঠায় কোন বিজ্ঞাপন দেখানো হবে সেটির উপর আপনাকে সম্পাদকীয় নিয়ন্ত্রণ দিতে, বিজ্ঞাপন পর্যালোচনা ও ব্লক করার বিভিন্ন বিকল্প AdSense অফার করে। নির্দিষ্ট কিছু বিজ্ঞাপন সাইটে দেখাতে না চাওয়ার অনেক কারণ থাকতে পারে। কন্টেন্ট, ব্যবসায়িক কারণ বা মতপার্থক্য থাকতে পারে। আপনার হয়তো ভেগান খাবারের ব্লগ আছে, তাই আপনি স্টেকহাউসের বিজ্ঞাপন দেখাতে চান না। আপনি হয়তো এমন কোনও বিজ্ঞাপন দেখেছেন যেটি Google-এর নীতি লঙ্ঘন করেছে এবং পরিবেশন করা উচিত নয়। এই নিবন্ধ আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী সঠিক ব্লকিং কন্ট্রোল বেছে নিতে সাহায্য করবে।

প্রকাশকরা যে ধরনের বিজ্ঞাপন ব্লক করতে পারেন

মনে রাখবেন: বিজ্ঞাপন ব্লক করার ফিচারটি খুব হিসেব করে ব্যবহার করতে হবে। বিজ্ঞাপনের জায়গার নিলামে সব বিজ্ঞাপন দেখালে নিলামে প্রতিযোগিতার মান খুব বেড়ে যায়, এর ফলে সবচেয়ে বড় বিজ্ঞাপন ইনভেনটরি একটি ইম্প্রেশন পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।

সঠিক ব্লকিং কন্ট্রোল বেছে নিন

বিজ্ঞাপন ব্লক করলে, সেটি আপনার উপার্জনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই সঠিক ব্লকিং কন্ট্রোল বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপন ব্লক করার জন্য আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী কন্ট্রোল বেছে নিতে, নিচের তালিকা ব্যবহার করুন। প্রথমে সবচেয়ে কম বিজ্ঞাপন ব্লক করে এমন কন্ট্রোল ব্যবহার করে শুরু করলে ভাল হয়।

স্বতন্ত্র বিজ্ঞাপন ব্লক করুন

বিজ্ঞাপন পর্যালোচনা কেন্দ্র থেকে আপনার পৃষ্ঠায় দেখানো স্বতন্ত্র বিজ্ঞাপন আপনি পর্যালোচনা করতে ও সেটির উপর অ্যাকশন নিতে পারেন। বিজ্ঞাপন পর্যালোচনা কেন্দ্র সম্পর্কে আরও জানুন।

অনুপযুক্ত বিজ্ঞাপন সম্পর্কে Google-এ অভিযোগ জানান

আমাদের নীতি লঙ্ঘন করে এমন কোনও বিজ্ঞাপন দেখতে পেলে আপনি এগুলির মধ্যে যেকোনও একটি করতে পারেন:

নির্দিষ্ট বিজ্ঞাপনদাতার সব বিজ্ঞাপন ব্লক করুন

ধরা যাক আপনি WidgetUniverse.com সাইটটি চালান এবং আপনার সবচেয়ে বড় প্রতিযোগী হল WidgetGalaxy.com সাইটটি। যেহেতু আপনার পৃষ্ঠায় উইজেট সম্পর্কে কন্টেন্ট থাকে, তাই WidgetGalaxy-র বিজ্ঞাপন আপনার সাইটের সাথে অটোমেটিক মেলানো হয়। আপনার প্রতিযোগীর বিজ্ঞাপন দেখানো বন্ধ করতে, WidgetGalaxy.com সাইটটিকে ব্লক করা বিজ্ঞাপনদাতার ইউআরএলের তালিকায় যোগ করতে পারেন। এরপরে, সেটির কোনও বিজ্ঞাপন আপনার সাইটে আর দেখানো হবে না। বিজ্ঞাপনদাতার URL ব্লক করা সম্পর্কে আরও জানুন।

সংবেদনশীল বিষয় নিয়ে কোনও বিজ্ঞাপন ব্লক করুন

আপনি ধর্ম, রাজনীতি এবং যৌন কার্যকলাপ ও যৌনতার মতো সংবেদনশীল বিষয় সম্পর্কিত বিভাগগুলি থেকে বিজ্ঞাপন ব্লক করতে পারেন। কিছু ভাষার জন্য সংবেদনশীল বিভাগ অনুযায়ী ব্লক করার সুবিধা উপলভ্য আছে। এটি আপনার সাইটের ভাষার উপর নির্ভর করে না।

সাধারণ বিজ্ঞাপনের গ্রুপ ব্লক করুন

আপনি পোশাক, ইন্টারনেট, রিয়েল এস্টেট ও গাড়ির মতো সাধারণ বিভাগ থেকে দেখানো বিজ্ঞাপনগুলি ব্লক করতে পারেন। কিছু ভাষার জন্য সাধারণ বিভাগ অনুযায়ী ব্লক করার সুবিধা উপলভ্য আছে। এটি আপনার সাইটের ভাষার উপর নির্ভর করে না।

থার্ড-পার্টি বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে দেখানো বিজ্ঞাপন ব্লক করুন

ডিফল্ট হিসেবে সার্টিফায়েড Google বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে আপনার পৃষ্ঠায় বিজ্ঞাপন দেখানো হয়। আপনি নির্দিষ্ট থার্ড-পার্টি বিজ্ঞাপন নেটওয়ার্ক বা ভবিষ্যতের সব বিজ্ঞাপন নেটওয়ার্ককে অনুমতি দিতে বা ব্লক করতে পারেন। বিজ্ঞাপন নেটওয়ার্ককে অনুমতি দেওয়া ও ব্লক করা সম্পর্কে আরও জানুন।

নির্দিষ্ট কয়েক ধরনের বিজ্ঞাপনের ফর্ম্যাট বা আচরণ ব্লক করুন

আপনি AdSense-এ কিছু নির্দিষ্ট বিজ্ঞাপন ফর্ম্যাট ও নিলাম আচরণকে ব্লক করতে পারেন, যেমন আপনার অ্যাকাউন্টে ব্যবহারকারী-ভিত্তিক বিজ্ঞাপন ব্লক করা বা অতিরিক্ত বিজ্ঞাপন প্রযুক্তি ভেন্ডরদের বিজ্ঞাপন দেখানোর অনুমতি দেওয়া। বিজ্ঞাপন পরিবেশনের সেটিংস সম্পর্কে আরও জানুন।

আপনার সব সাইট জুড়ে কীভাবে ব্লকিং কন্ট্রোল প্রয়োগ করবেন তা বেছে নিন

আপনার একাধিক সাইট থাকলে, সেগুলিতে একই ব্লকিং কন্ট্রোল প্রয়োগ করার বিকল্প বেছে নিতে পারেন। তবে, আরও নিয়ন্ত্রণের জন্য প্রতিটি সাইটের ক্ষেত্রে আলাদাভাবে কিছু ব্লকিং কন্ট্রোল প্রয়োগ করার সুবিধাও আছে। এটিকে সাইট-লেভেলে ব্লক করা বলা হয়।

সাইট-লেভেলে ব্লক করা হলে আপনার ম্যানেজ করা প্রতিটি সাইটের জন্য আপনি ভিন্ন ভিন্ন ব্লক করার স্ট্র্যাটেজি বেছে নিতে পারেন। এর ফলে আরও কম বিজ্ঞাপনের ইম্প্রেশন ব্লক হয়। বিশেষত, আপনি প্রতিটি সাইটের জন্য বিজ্ঞাপনদাতার URL, সাধারণ ও সংবেদনশীল বিভাগ ব্লক করার বিকল্প কাস্টমাইজ করতে পারেন।

যেমন
আপনি ম্যানেজ করেন এমন বাচ্চাদের জন্য তৈরি সাইটে কোনও বিজ্ঞাপনের বিভাগ থেকে বিজ্ঞাপন দেখাতে না চাইলেও, আপনার ম্যানেজ করা অন্য একটি খেলাধূলা সম্পর্কিত সাইটে সেই বিজ্ঞাপনগুলি দেখানোর ব্যাপারে ইচ্ছুক হতে পারেন।

সাইট-লেভেলে ব্লক করা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:

  • শুধু কন্টেন্টের জন্য AdSense বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রযোজ্য।
  • প্রতিটি সাইটে শুধু বিজ্ঞাপনদাতার URL, সাধারণ ও সংবেদনশীল বিভাগ ব্লক করে।
  • একবারে একটি সাইটের উপর সাইট-লেভেলে ব্লক করার সুবিধা প্রয়োগ করা যায়, একাধিক সাইটের গ্রুপের উপর এটি প্রয়োগ করা যায় না। 

আপনার সাইটের ক্ষেত্রে সাইট-লেভেলে ব্লক করার সুবিধা সাইট ম্যানেজমেন্ট ফিচার থেকে পেয়ে যান

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17224276097740443227
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false