বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

রিপোর্ট

আপনার রিপোর্টের মেট্রিক বেছে নিন

ফিল্টার এবং ব্রেকডাউন-এর সাথে যে মেট্রিকগুলি থাকে, সেগুলিই নির্ধারণ করে দেয় যে আপনার রিপোর্টে কেমন ডেটা দেখানো হবে। আপনি যে মানগুলির পরিমাপ করছেন, মেট্রিক থেকে সেগুলি জানা যায়। যেমন, উপার্জন, কতগুলি ক্লিক হয়েছে তার সংখ্যা, পেজভিউয়ের সংখ্যা এবং আরও অনেক কিছু পর্যালোচনা করে আপনি নিজের অ্যাকাউন্টের পারফর্ম্যান্স পরিমাপ করতে পারেন।

মেট্রিকের কাজ কী?

রিপোর্টে যে ধরনের ডেটা বা মান থাকে, সেগুলি তুলে ধরাই মেট্রিকের কাজ। এগুলি সাধারণত কলাম আকারে সাজানো থাকে এবং তাতে সংখ্যা বা শতকরা হারের উল্লেখ থাকে।

আপনি ব্রেকডাউন বিকল্প যোগ করলে, তাতে যে নতুন বিন্যাস বা গ্রুপ তৈরি হবে তার উপর ভিত্তি করে মেট্রিক সংক্রান্ত মান আবার নতুন করে হিসেব করতে হবে। মেট্রিক যোগ করলে বা সরালে, আপনার রিপোর্ট থেকে তথ্য সংক্রান্ত কলাম যোগ হয় বা বাদ পড়ে যায়।

আপনি মেট্রিক ব্যবহারের মাধ্যমে, মেট্রিকের গড় মানের সাথে পৃথক মেট্রিকের মান তুলনা করে আপনার অ্যাকাউন্টের পারফর্ম্যান্সে হওয়া উত্থান-পতন শনাক্ত করতে পারেন।

রিপোর্টে মেট্রিক কোথায় থাকে?

উপলভ্য মেট্রিকের তালিকা অ্যাক্সেস করতে, চার্ট এরিয়ার উপরে 'এডিট করুন' সম্পাদনা বিকল্পে ক্লিক করুন।

একটি রিপোর্টে উল্লেখ থাকা মেট্রিক্সের উদাহরণ।

রিপোর্টে আগে থেকে ব্যবহার হচ্ছে এমন মেট্রিক রিপোর্টের সারণীতে কলাম হেডার হিসেবে দেখা যায়।

দেখতে পাওয়া মেট্রিক পরিবর্তন করুন

ডিফল্ট হিসেবে সব উপলভ্য মেট্রিক দেখানো হয় না। আপনার রিপোর্টে দেখানোর জন্য বিভিন্ন ধরনের মেট্রিক বাছতে পারেন।

  1. রিপোর্ট দেখার সময়, 'এডিট করুন' সম্পাদনা বিকল্পে ক্লিক করুন।
  2. "আপনার মেট্রিক বাছুন" উইন্ডোতে গিয়ে, রিপোর্ট থেকে যে মেট্রিক যোগ করতে বা সরাতে চান, সেটি বেছে নিন।
    পরামর্শ: তালিকায় মেট্রিক খুঁজে দেখতে সার্চ বক্স ব্যবহার করুন।
  3. প্রয়োগ করুন বিকল্পে ক্লিক করুন।

    বাছাই করা মেট্রিক ও ডেটা আপনার রিপোর্টে অটোমেটিক দেখানো হয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8194475895994194703
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false