বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

মনিটাইজেশন এবং বিজ্ঞাপন

ব্যবহারকারীর তৈরি করা কন্টেন্ট ফোরাম অ্যাপের প্রয়োজনীয়তা

আমাদের অন্যতম অগ্রাধিকার হল একটি উপযুক্ত ডিজিটাল বিজ্ঞাপন ইকোসিস্টেম চালানো যেটি সবাই ব্যবহার করতে পারবে: ব্যবহারকারী, বিজ্ঞাপনদাতা, প্রকাশক ও ডেভেলপার, সকলেই। এই কর্মসূচীর মাধ্যমে আমাদের নেটওয়ার্কের সাথে যুক্ত দক্ষ ডেভেলপারদের সঠিকভাবে কাজ করতে এবং তারা যাতে সর্বাধিক পরিমাণে রোজগার করতে পারে সেই ব্যাপারে আমরা সাহায্য করে থাকি।

প্রাথমিকভাবে, ব্যবহারকারীর তৈরি করা কন্টেন্ট সহ অ্যাপ, যেমন, ফোরাম ইত্যাদি যা ব্যবহারকারীদের মধ্যে আলোচনা হোস্ট করে বা ব্যবহারকারীরা কমেন্ট করতে পারে এবং এখানে নীতি লঙ্ঘনের সম্ভাবনা থাকে। তাই অ্যাপে প্রতিটি পৃষ্ঠায় বিজ্ঞাপনের অনুরোধ পাঠায় এমন একই ধরনের ওয়েব কন্টেন্ট দিতে হবে। বিজ্ঞাপনদাতা ও ব্যবহারকারীদের সুরক্ষিত করতে অ্যাপ কন্টেন্ট দেখে নিতে এবং বিজ্ঞাপন পরিষেবা সীমিত রাখতে এই প্রসেস সাহায্য করে।

কন্টেন্ট দেখার জন্য লগ-ইন করতে হলে, আমাদের ক্রলারকে পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত সেই কন্টেন্ট অ্যাক্সেস করার অনুমতি দিয়ে চেক করিয়ে নিতে পারেন। বিজ্ঞাপন ম্যানেজার ব্যবহারকারীরা এই নির্দেশাবলী অনুসরণ করে লগ-ইন ক্রেডেনশিয়াল দিতে পারবেন। AdMob ব্যবহারকারী আপনার লিঙ্ক করা AdSense অ্যাকাউন্টে লগ-ইন করে ক্রেডেনশিয়াল দিতে পারেন এবং এই নির্দেশাবলী অনুসরণ করে লগ-ইন ক্রেডেনশিয়াল লিখতে পারেন।

অ্যাপে যে বিজ্ঞাপনের অনুরোধগুলি ব্যবহারকারীর তৈরি করা কন্টেন্টের মধ্যে অথবা পাশে দেখানো হয় না, সেগুলির ক্ষেত্রে URL-এর সাথে হুবহু মিল থাকা তথ্য দেওয়ার প্রয়োজন নেই। তবে, ব্যবহারকারীর তৈরি করা কন্টেন্টের মধ্যে বা তার পাশে বিজ্ঞাপনের অনুরোধ থাকলে (ইন্টারস্টিশিয়াল বিজ্ঞাপন সহ) একই ধরনের কন্টেন্টের (কোনও পোস্ট, কমেন্ট ইত্যাদি সহ) ওয়েব ভার্সনে URL পাঠানো হবে।

আপনি হুবহু একই ইউআরএল ম্যাচিং কনফিগার করে থাকলে এবং এখনও আপনাকে অ্যাপের জন্য সীমাবদ্ধ চাহিদার নোটিশ পাঠানো হচ্ছে, তা ঠিকঠাক সেট-আপ করা হয়েছে কিনা সেটা চেক করে নিতে পারেন এবং ওয়েব কন্টেন্টকে নির্দেশ করা ইউআরএল পয়েন্ট আপনার অ্যাপের বিজ্ঞাপনের প্লেসমেন্টের পাশে থাকা কন্টেন্টে প্রতিফলিত হচ্ছে কিনা সেটি দেখে নিতে হবে। নিচে উল্লেখ করা লিঙ্কে সম্ভাব্য ক্রলার সংক্রান্ত সমস্যা নিয়ে আরও তথ্য পাওয়া যাবে: বিজ্ঞাপন ম্যানেজার, AdMob (AdSense-এর মাধ্যমে)

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11734530958729254825
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false