বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

আপনার AdSense অ্যাকাউন্টে থার্ড-পার্টির অ্যাক্সেস ম্যানেজ করা

AdSense-এর "থার্ড-পার্টি" পৃষ্ঠা থেকে আপনার অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত সব প্ল্যাটফর্ম ও থার্ড-পার্টির ব্যাপারে তথ্য পাবেন। আপনি কোনও প্ল্যাটফর্ম বা থার্ড-পার্টির সাথে উপার্জন শেয়ার করলে, সেটির বিবরণ এখান থেকে দেখতে পাবেন। এছাড়াও, প্ল্যাটফর্ম বা থার্ড-পার্টির উপর নির্ভর করে আপনি তার সাথে নিজের সম্পর্ক ম্যানেজ করতে পারবেন।

নির্দিষ্ট প্ল্যাটফর্ম বা থার্ড-পার্টি সম্পর্কে এবং "থার্ড-পার্টি" পৃষ্ঠায় আপনি কী অ্যাকশন নিতে পারেন সেই সম্পর্কে জানতে নিচে উল্লেখ করা বিভাগ দেখুন।

সরাসরি এইসব বিভাগে যান: প্ল্যাটফর্ম পার্টনার সাইট | ম্যানেজ করা অ্যাকাউন্ট | YouTube চ্যানেল | হোস্ট পার্টনার অ্যাকাউন্ট | Ad Manager অ্যাকাউন্ট

আপনার থার্ড-পার্টি পৃষ্ঠা অ্যাক্সেস করা

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. অ্যাকাউন্ট বিকল্পে ক্লিক করুন।
  3. অ্যাক্সেস ও অনুমোদন বিকল্পে ক্লিক করুন।
  4. থার্ড-পার্টি বিকল্পে ক্লিক করুন।

প্ল্যাটফর্ম পার্টনার সাইট

প্রশ্ন উত্তর
আপনার সাথে এর কী সম্পর্ক? আপনার একটি বা তার বেশি সাইট কোনও একটি AdSense প্ল্যাটফর্ম পার্টনার হোস্ট করেছে।
আপনার অ্যাকাউন্টের তথ্য কি অ্যাক্সেস করা যাচ্ছে? প্ল্যাটফর্ম পার্টনার আপনার অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করবে তা প্ল্যাটফর্ম পার্টনারের সাথে Google-এর চুক্তিতে উল্লেখ করা আছে, কিন্তু প্ল্যাটফর্ম পার্টনারের আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেই।
আপনি কি উপার্জন ভাগ করে নিচ্ছেন? প্ল্যাটফর্ম পার্টনার আপনার সাথে উপার্জনের ভাগ ০% হিসেবে সেট করে না রাখলে, তার মানে হল আপনি তার সাথে উপার্জন ভাগ করছেন।

উপার্জনের ভাগ হিসেবে আপনাকে যা পেমেন্ট করা হয়েছে তা প্ল্যাটফর্ম পার্টনারের সাথে আপনার যে চুক্তি সেট করা হয়েছে তা এক হতে হবে। প্ল্যাটফর্ম পার্টনারের তরফে যে পরিমাণ উপার্জনের ভাগ আপনার পাওয়া উচিত সেটি Google নির্দিষ্ট করে, তবে আপনাকে উপার্জনের ভাগ হিসেবে সঠিক পেমেন্ট করা হয়েছে কিনা তা দেখার দায়িত্ব প্ল্যাটফর্ম পার্টনারের।

আপনি কী পদক্ষেপ নিতে পারেন?
  • আপনি উপার্জনের ভাগ সম্পর্কে তথ্য দেখতে পাবেন।
  • আপনার সাইটের তালিকা অ্যাক্সেস করতে, সাইটে যান বিকল্পে ক্লিক করুন।
    মনে রাখবেন: প্ল্যাটফর্ম পার্টনারের সাথে আর উপার্জন ভাগ করতে না চাইলে, আপনাকে সাইট পৃষ্ঠাতে যেতে হবে এবং সাইটের তালিকা থেকে আপনার সাইট সরিয়ে দিতে হবে

ম্যানেজ করা অ্যাকাউন্ট

প্রশ্ন উত্তর
আপনার সাথে এর কী সম্পর্ক? একাধিক গ্রাহক ম্যানেজমেন্ট (MCM) ম্যানেজার আপনার AdSense অ্যাকাউন্ট ম্যানেজ করেন।
আপনার অ্যাকাউন্টের তথ্য কি অ্যাক্সেস করা যাচ্ছে? MCM ম্যানেজারকে আপনার হয়ে অ্যাকাউন্ট অ্যাক্সেস করার এবং/অথবা অ্যাকাউন্ট সেটিংস পরিবর্তন করার অনুমতি দেওয়া হয়েছে। আপনার MCM ম্যানেজার কীভাবে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করবে তা আপনার সাথে Google-এর চুক্তিতে উল্লেখ করা আছে।
আপনি কি উপার্জন ভাগ করে নিচ্ছেন? আপনার MCM ম্যানেজার উপার্জন শেয়ার করা সেট-আপ করে থাকলে, তার মানে হল আপনি তার সাথে উপার্জন শেয়ার করছেন।

আপনার ও MCM ম্যানেজারের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, আপনার হয়ে Google, MCM ম্যানেজারকে তার প্রাপ্য উপার্জনের ভাগ হিসেবে পেমেন্ট যাতে সহজে করা যায় তার জন্য সম্মত হয়েছে। আপনাকে ও MCM ম্যানেজারকে সঠিক উপার্জনের ভাগ হিসেবে পেমেন্ট করা হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব আপনার।

আপনি কী পদক্ষেপ নিতে পারেন?
  • ম্যানেজারকে অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিন লিঙ্কে ক্লিক করে, আপনার MCM ম্যানেজারের সাথে উপার্জন ভাগ করা বন্ধ করতে পারেন অথবা তাকে আপনার অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিতে পারেন। এই অ্যাকশনটি আগের অবস্থায় ফেরানো যাবে না।
  • আপনার MCM ম্যানেজারের থেকে পাওয়া উপার্জন শেয়ার করতে না চাইলে, উপার্জন শেয়ার করা বন্ধ করুন বিকল্পে ক্লিক করুন। এই অ্যাকশনটি আগের অবস্থায় ফেরানো যাবে না।
মনে রাখবেন: চুক্তি অনুযায়ী, MCM ম্যানেজারের সাথে উপার্জন শেয়ার করা বন্ধ করে দেওয়ার অধিকার আপনার আছে কিনা তা দেখে নেওয়ার দায়িত্ব আপনার।

YouTube চ্যানেল

প্রশ্ন উত্তর
আপনার সাথে এর কী সম্পর্ক? আপনার YouTube-এর জন্য AdSense অ্যাকাউন্টটি একটি YouTube চ্যানেলের সাথে যুক্ত আছে। বিজ্ঞাপনের মাধ্যমে মনিটাইজেশনে পরিবর্তন করতে, YouTube-এর Creator Studio-তে যান।
আপনি কী পদক্ষেপ নিতে পারেন? আপনার YouTube চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে মনিটাইজেশন বন্ধ করা থাকলে, সেটি চালু করতে বোতামটিতে ক্লিক করতে পারেন।

হোস্ট পার্টনার অ্যাকাউন্ট

প্রশ্ন উত্তর
আপনার সাথে এর কী সম্পর্ক? আপনার AdSense অ্যাকাউন্ট আমাদের অন্য কোনও হোস্ট পার্টনারের সাথে যোগ করা আছে।
আপনার অ্যাকাউন্টের তথ্য কি অ্যাক্সেস করা যাচ্ছে? হোস্ট পার্টনারকে আপনার হয়ে অ্যাকাউন্ট অ্যাক্সেস করার অনুমতি দিয়েছেন। 'টগল' বিকল্প চালু করা থাকলে, আপনার অ্যাকাউন্টে হোস্ট পার্টনারের অ্যাক্সেস থাকবে। হোস্ট পার্টনার আপনার অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করবে তা Google-এর সাথে আপনার চুক্তিতে উল্লেখ করা আছে।
আপনি কি উপার্জন ভাগ করে নিচ্ছেন?

হোস্ট পার্টনার আপনার সাথে উপার্জনের ভাগ ০% হিসেবে সেট করে না রাখলে, তার মানে হল আপনি তার সাথে উপার্জন ভাগ করছেন।

উপার্জনের ভাগ হিসেবে আপনাকে যা পেমেন্ট করা হয়েছে, তা হোস্ট পার্টনারের সাথে আপনার যে চুক্তি সেট করা হয়েছে তা এক হতে হবে। হোস্ট পার্টনারের তরফে যে পরিমাণ উপার্জনের ভাগ আপনার পাওয়া উচিত সেটি Google নির্দিষ্ট করে, তবে আপনাকে উপার্জনের ভাগ হিসেবে সঠিক পেমেন্ট করা হয়েছে কিনা তা দেখার দায়িত্ব হোস্ট পার্টনারের।

আপনি কী পদক্ষেপ নিতে পারেন? 'টগল' বিকল্পে ক্লিক করে আপনি হোস্ট পার্টনারের অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে পারবেন।​ ​ ​ ​ ​ ​ ​
মনে রাখবেন: এটি আপনার হোস্ট পার্টনারের সাথে উপার্জন ভাগ করে নেওয়ার বিষয়টি প্রভাবিত করে না। আপনি উপার্জন শেয়ার করা বন্ধ করতে চাইলে, আপনাকে হোস্ট পার্টনার অ্যাকাউন্ট থেকে সেটি করতে হবে।

Ad Manager অ্যাকাউন্ট

প্রশ্ন উত্তর
আপনার সাথে এর কী সম্পর্ক? আপনার AdSense অ্যাকাউন্ট একটি Ad Manager অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে
আপনার অ্যাকাউন্টের তথ্য কি অ্যাক্সেস করা যাচ্ছে? লিঙ্ক করা Ad Manager অ্যাকাউন্টে সাইন-ইন করে আছেন এমন ব্যবহারকারী আপনার অ্যাকাউন্টের তথ্য দেখতে পাবেন ও সেটিতে পরিবর্তন করতে পারবেন।
আপনি কী পদক্ষেপ নিতে পারেন?
  • আপনার AdSense অ্যাকাউন্টের সাথে Ad Manager অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য আপনি বোতামটিতে ক্লিক করতে পারেন।
  • আপনার AdSense অ্যাকাউন্ট অন্য Google অ্যাকাউন্টের মাধ্যমে Ad Manager অ্যাকাউন্টে লিঙ্ক করা থাকলে, সেটি বন্ধ করতে 'টগল' বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8433299829476784028
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false