বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

অটোমেটিক বিজ্ঞাপন

আপনার Blogger ব্লগে অটোমেটিক বিজ্ঞাপন দেখানো

আপনি AdSense-এর অটোমেটিক বিজ্ঞাপন ব্যবহার করে আপনার ব্লগ মনিটাইজ করতে পারেন। সাইটের যে জায়গায় বিজ্ঞাপন দেখালে তা আরও ভালভাবে কার্যকর হবে এবং আরও বেশি উপার্জনের সম্ভাবনা তৈরি হবে, অটোমেটিক বিজ্ঞাপন সেখানে বিজ্ঞাপনকে অটোমেটিক সেট করবে।

আপনি শুরু করার আগে

  • AdSense অ্যাকাউন্টে আপনার Blogger ডোমেন (যেমন, mysite.blogspot.com) যাচাই করা সাইট হিসেবে তালিকাভুক্ত আছে কিনা দেখে নিন। আপনার সাইটের তালিকা কীভাবে দেখবেন এবং নতুন সাইট কীভাবে যোগ করবেন সেই সম্পর্কে আরও তথ্যের জন্য, AdSense-এ আপনার সাইট ম্যানেজ করুন বিকল্পটি দেখুন।
  • Contempo, Notable, Soho, বা Emporio-এর মতো থিম ব্যবহার করুন যাতে আপনার সাইট যেকোনও ডিভাইসে দেখতে ভাল লাগে।
  • আপনি যদি এমন কোনও থিম ব্যবহার করেন যেটিতে আপনাকে মোবাইল ভার্সন বেছে নেওয়ার জন্য দেখানো হয়, তাহলে আপনি, না। মোবাইল ডিভাইসে ডেস্কটপ থিম দেখান বিকল্পটি বেছে নিন, এবং সব ডিভাইসেই দেখতে ভাল লাগবে এমন একটি প্রতিক্রিয়াশীল থিম ব্যবহার করুন।
মনে রাখবেন: আপনি Blogger-এ আপনার থিম পরিবর্তন করলে, ব্লগে 'অটোমেটিক বিজ্ঞাপনের কোড' আবার যোগ করতে ভুলবেন না।

আপনার ব্লগে 'অটোমেটিক বিজ্ঞাপনের কোড' যোগ করুন

  1. Blogger-এ সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের উপরে বাঁদিকে, নিম্নমুখী তীরচিহ্নে Down Arrow ক্লিক করুন।
  3. যে ব্লগে অটোমেটিক বিজ্ঞাপন দেখাতে চান সেটিতে ক্লিক করুন।
  4. বাঁদিকের মেনুতে গিয়ে উপার্জন বিকল্পে ক্লিক করুন।
  5. "আপনার ব্লগে কীভাবে বিজ্ঞাপন দেখানো হবে তা নিয়ন্ত্রণ করুন" বিকল্পের নীচে, 'বর্তমান সেটিংস' বিকল্পে ক্লিক করুন (যেমন, কোনও বিজ্ঞাপন নেই)।
  6. অটোমেটিক বিজ্ঞাপন বিকল্প বেছে নিন।
  7. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

    প্রায় ১০-২০ মিনিটের মধ্যে আপনার পৃষ্ঠাতে অটোমেটিক বিজ্ঞাপন আসতে শুরু করবে।

আপনি ক্লাসিক থিম ব্যবহার করলে

আপনি ব্লগের জন্য ক্লাসিক থিম ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে 'থিম ডিজাইনার'-এর মতো অনেক নতুন ফিচার আপনি অ্যাক্সেস করতে পারবেন না। ক্লাসিক থিমে অটোমেটিক বিজ্ঞাপন প্রয়োগ করার জন্য, AdSense-এ আপনাকে প্রথমে অটোমেটিক বিজ্ঞাপন সেট আপ করুন বিকল্প বেছে নিতে হবে এবং তারপরে আপনার Blogger-এ ব্লগের HTML-এ অটোমেটিক বিজ্ঞাপন কোড যোগ করুন।

  1. বাঁদিকের মেনুতে, থিম বিকল্পে ক্লিক করুন।
  2. থিম HTML এডিট করুন বিভাগে যান।
  3. আপনার HTML-এ, <head> এবং </head> ট্যাগের মধ্যে অটোমেটিক বিজ্ঞাপনের কোড কপি করে পেস্ট করুন। এটি কীভাবে করতে হয় সে সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে কোড প্রয়োগ করার গাইড দেখুন।
  4. থিম সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

    প্রায় ১০-২০ মিনিটের মধ্যে আপনার পৃষ্ঠাতে অটোমেটিক বিজ্ঞাপন আসতে শুরু করবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9064678153726157545
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false