বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

সুযোগ ও পরীক্ষা

ব্লকিং কন্ট্রোল সংক্রান্ত পরীক্ষা

ব্লক করার কন্ট্রোল সম্পর্কিত পরীক্ষার জন্য নিচে উল্লেখ করা অ্যাড ব্লকিং সেটিংস উপলভ্য:

মনে রাখবেন: আপনি একবারে শুধু একটিমাত্র ব্লকিং কন্ট্রোল নিয়ে পরীক্ষা করতে পারবেন।

ব্লকিং কন্ট্রোল সংক্রান্ত পরীক্ষা তৈরি করা

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. অপ্টিমাইজেশন ও তারপর পরীক্ষা বিকল্পে ক্লিক করুন।
  3. আগে থেকেই অন্যান্য পরীক্ষা চললে, নতুন পরীক্ষা বিকল্পে ক্লিক করুন।
  4. "ব্লকিং কন্ট্রোল" কার্ডের পরীক্ষা তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
  5. পরীক্ষাটির একটি নাম দিন।
  6. পরীক্ষার সেটিং বেছে নিন যেটা আপনি ড্রপ-ডাউন মেনু থেকে পরীক্ষা করতে চান। (যেমন, "অত্যন্ত গোপনীয় বিজ্ঞাপনের বিভাগ")।
  7. যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
  8. আপনার পরীক্ষায় যেসব বিভাগ বা বিজ্ঞাপন পরিষেবা বন্ধ করে দেওয়ার বিকল্পগুলি তুলনা করতে চান, আপনাকে দেখানো উইন্ডোতে সেগুলির প্রত্যেকটির পাশে থাকা অনুমতি দেওয়া হয়েছে বা ব্লক করা হয়েছে বিকল্পে ক্লিক করুন।
  9. হয়ে গেছে বিকল্পে ক্লিক করুন।
  10. আপনার হয়ে Google নিজে থেকে বিজয়ী নির্বাচন করবে কিনা সেটি বেছে নিন। আপনার পরীক্ষা শেষ হওয়ার পরে Google নিজে থেকেই বিজয়ী সেটিংটি প্রয়োগ করবে।
  11. তৈরি করুন-এ ক্লিক করুন। আপনার পরীক্ষা এখন "চালু" অবস্থায় আছে এবং আমরা ডেটা সংগ্রহ করতে শুরু করেছি।
মনে রাখবেন: আপনার পরীক্ষার প্রাথমিক ফলাফল পেতে কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10104288387633101348
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false