বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

বিজ্ঞাপন টার্গেট করা

AdSense কীভাবে কুকি ব্যবহার করে

কুকি বলতে কী বোঝায়?

কুকি হল ছোট টেক্সট ফাইল যা ব্যবহারকারীর ব্রাউজারে সেভ করা থাকে। অধিকাংশ কুকিতে কুকি আইডি নামের একটি অনন্য শনাক্তকারী থাকে: কিছু অক্ষর নিয়ে তৈরি এই স্ট্রিং ব্যবহার করে ওয়েবসাইট ও সার্ভারগুলি যে ব্রাউজারে কুকি সেভ করা আছে সেটি শনাক্ত করে। এটির সাহায্যে ওয়েবসাইট ও সার্ভারগুলি একটি ব্রাউজার থেকে অন্য ব্রাউজারকে পৃথকভাবে শনাক্ত করতে এবং প্রতিটি ব্রাউজারকে সেটির অনন্য কুকি আইডির মাধ্যমে চিনতে পারে।

যেসব সাধারণ পরিষেবা আমরা অনলাইন পেয়ে থাকি সেগুলির অধিকাংশ প্রদান করার জন্য ওয়েবসাইট ও সার্ভারগুলি কুকি ব্যবহার করে। আপনি কোনও ওয়েবসাইটে কেনাকাটা করলে, আপনার ভার্চুয়াল শপিং কার্টে কী কী আইটেম যোগ করেছেন সেগুলি মনে রাখতে ওয়েবসাইটটি কুকি ব্যবহার করে। আপনি কোনও ওয়েবসাইটে অভিরুচি সেট করলে, পরের বার আপনি যখন সেই ওয়েবসাইটে যান তখন কুকির সাহায্যে সেটি আপনার অভিরুচি মনে রাখে। অথবা আপনি কোনও ওয়েবসাইটে সাইন-ইন করলে, পরের বার আপনাকে যাতে আর সাইন-ইন করতে না হয়, সেই জন্য ওয়েবসাইটটি কুকি ব্যবহার করে আপনার ব্রাউজার শনাক্ত করতে পারে। ব্যবহারকারীর অ্যাক্টিভিটি সংক্রান্ত ডেটা সংগ্রহ করার জন্যও ওয়েবসাইটগুলি কুকি ব্যবহার করে থাকে, যেমন প্রতি মাসে কোনও পৃষ্ঠা কতগুলি অনন্য ভিউ পায়। উপরে উল্লিখিত সবকিছুই কুকিতে সেভ করা তথ্যের উপর নির্ভর করে।

AdSense কীভাবে কুকি ব্যবহার করে?

বিজ্ঞাপনের উন্নতির জন্য AdSense কুকি ব্যবহার করে। কিছু সাধারণ ব্যবহারের উদাহরণ হল: কোনও ব্যবহারকারীর কাছে কী প্রাসঙ্গিক সেটি অনুযায়ী বিজ্ঞাপন দেখানো, ক্যাম্পেন পারফর্ম্যান্সের ব্যাপারে আরও উন্নত রিপোর্ট দেখানো এবং ব্যবহারকারী আগেই দেখেছেন এমন বিজ্ঞাপন আবার না দেখানো।

কুকিতে কোনও ব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য তথ্য থাকে না। প্রকাশক ও ব্যবহারকারীর সেটিংসের উপর নির্ভর করে বিজ্ঞাপনে ব্যবহৃত কুকি সম্পর্কিত তথ্য ব্যবহারকারীর Google অ্যাকাউন্টে যোগ করা হতে পারে।

পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখার বিকল্প থেকে অপ্ট-আউট করা

ব্যবহারকারী Google-এর বিজ্ঞাপন সেটিংস ব্যবহার করে পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখার বিকল্প থেকে অপ্ট-আউট করলে, Google তাকে আর তার পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখাবে না।

AdSense কখন ব্রাউজারে কুকি পাঠায়?

কোনও ইম্প্রেশন, ক্লিক বা অন্যান্য অ্যাক্টিভিটির ফলে আমাদের সার্ভারে কল করা হলে, AdSense ব্যবহারকারীর ব্রাউজারে কুকি পাঠায়। ব্রাউজার কুকি গ্রহণ করলে, সেটি সেখানে সেভ করা থাকে।

সাধারণত, কোনও ব্যবহারকারী Google বিজ্ঞাপন দেখানো হয় এমন পৃষ্ঠা দেখলে AdSense তার ব্রাউজারে কুকি পাঠায়। Google বিজ্ঞাপন সহ পৃষ্ঠায় বিজ্ঞাপন ট্যাগ থাকে, এটি আমাদের সার্ভারে বিজ্ঞাপন কন্টেন্টের অনুরোধ করার জন্য ব্রাউজারকে নির্দেশ দেয়। সার্ভার বিজ্ঞাপন কন্টেন্ট পাঠানোর সময় কুকিও পাঠায়। কিন্তু, এটি হওয়ার জন্য কোনও পৃষ্ঠায় Google বিজ্ঞাপন দেখানোর প্রয়োজন নেই। শুধু ক্লিক ট্র্যাকার বা ইম্প্রেশন পিক্সেল লোড করে এমন বিজ্ঞাপন ট্যাগ সেটিতে থাকলেই চলবে।

ব্যবহারকারীদের কুকি সম্পর্কে জানানো

সাইটটি কুকি কীভাবে ব্যবহার করে তা দর্শকদের জানানোর জন্য সব প্রকাশককে স্পষ্টভাবে একটি গোপনীয়তা নীতি দেখাতে হবে। একইসাথে, সাইটের দর্শকদের থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রযোজ্য সব আইন প্রকাশককে মেনে চলতে হবে।

থার্ড-পার্টি ও ফার্স্ট-পার্টি কুকি

কোনও কুকি ব্যবহারকারী যে সাইটে যান সেটির ডোমেন সম্পর্কিত কিনা তার উপর নির্ভর করে থার্ড-পার্টি বা ফার্স্ট-পার্টি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। ব্যবহারকারী যে সাইটে যান সেটির ডোমেন ছাড়া অন্য কোনও ডোমেন সম্পর্কিত কুকিকে থার্ড-পার্টি বলা হয়। বিজ্ঞাপন দেখানোর জন্য AdSense-এর ব্যবহৃত থার্ড-পার্টি কুকি doubleclick.net বা google.com-এর মতো নির্দিষ্ট দেশের Google ডোমেন সম্পর্কিত হতে পারে। মনে রাখবেন যে এর ফলে আসল কুকির নাম বা কন্টেন্টে কোনও পরিবর্তন হয় না। থার্ড-পার্টি ও ফার্স্ট-পার্টি কুকির মধ্যে একমাত্র পার্থক্য হল ব্রাউজার কোন ডোমেনের দিকে নির্দেশ করছে। দুটি ক্ষেত্রেই একদম একই ধরনের কুকি পাঠানো হতে পারে।

এছাড়াও, কাস্টম সার্চ বিজ্ঞাপন (AdSense for Search, AdSense for Shopping ও Programmable Search Engine সহ) থার্ড-পার্টি ও ফার্স্ট-পার্টি কুকি একসাথে ব্যবহার করে। থার্ড-পার্টি কুকিতে সীমিত অ্যাক্সেস থাকলে বিজ্ঞাপন পরিবেশন করা চালিয়ে যেতে, প্রাথমিকভাবে ফার্স্ট-পার্টি কুকির উপর নির্ভর করা হয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2143033737204846584
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false