বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

এএমপি বিজ্ঞাপন

এএমপি-এর সাথে মানানসই ডিসপ্লে বিজ্ঞাপন ইউনিট তৈরি করা

আপনার এএমপি পৃষ্ঠাতে AdSense বিজ্ঞাপন দেখাতে কীভাবে এএমপি-এর সাথে মানানসই ডিসপ্লে বিজ্ঞাপন ইউনিট তৈরি করতে হয় তা জানতে এই গাইড পড়ে দেখুন। মনে রাখবেন সব AdSense ফিচার (যেমন, ব্লক করার অ্যাকশন কন্ট্রোল করা, অভিযোগ ইত্যাদি) এএমপি বিজ্ঞাপনের সাথে কাজ করে।

এএমপি সুবিধাযুক্ত পৃষ্ঠায় প্রতিক্রিয়াশীল বিজ্ঞাপন, অন্য বিজ্ঞাপনের তুলনায় ভাল পারফর্ম করে। অন্য প্রকাশক যারা আগে থেকেই প্রতিক্রিয়াশীল এএমপি বিজ্ঞাপন ব্যবহার করছেন, তারা যে বিজ্ঞাপন প্রতিক্রিয়াশীল নয় তার তুলনায় গড়ে ৪৫% বেশি RPM* দেখছেন।

* ইম্প্রেশনের RPM, ২০১৯ সালের ১৭ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ডেটার ভিত্তিতে হিসেব করা হয়েছে।

Monetizing your AMP pages with AdSense

এএমপি পৃষ্ঠার জন্য একটি ডিসপ্লে বিজ্ঞাপন ইউনিট তৈরি করা

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. বিজ্ঞাপন বিকল্পে ক্লিক করুন।
  3. বিজ্ঞাপন ইউনিট হিসেবে বিকল্পে ক্লিক করুন।
  4. ডিসপ্লে বিজ্ঞাপন-এ ক্লিক করুন।
  5. আপনার বিজ্ঞাপনের ইউনিটের একটি নাম দিন। আপনার বিজ্ঞাপন ইউনিট পরে সহজে খুঁজে পেতে আমরা একটি অনন্য ও বর্ণনামূলক নাম ব্যবহার করার সাজেশন দিই।
  6. যে সাইজের বিজ্ঞাপন দেখাতে চান সেটি "বিজ্ঞাপনের সাইজ" বিভাগ থেকে বেছে নিন:
  7. সেভ করুন এবং কোড পান-এ ক্লিক করুন।
  8. এএমপিতে ক্লিক করুন।
  9. এএমপি স্ক্রিপ্ট কপি করে আপনার এএমপি পৃষ্ঠার <head></head> ট্যাগের মধ্যে পেস্ট করুন।

    এই স্ক্রিপ্ট প্রয়োজনীয় amp-ad লাইব্রেরি লোড করে। amp-ad কম্পোনেন্ট সম্পর্কে আরও জানতে এই লিঙ্কে গিয়ে দেখুন: https://www.ampproject.org/docs/reference/components/amp-ad

  10. এএমপি বিজ্ঞাপন কোড কপি করে আপনার এএমপি পৃষ্ঠার <body></body> ট্যাগের মধ্যে যেখানে বিজ্ঞাপন দেখাতে চান, সেখানে পেস্ট করুন। এটি কীভাবে করতে হবে তা বুঝতে না পারলে, আমাদের কোড প্রয়োগ করার গাইড পড়ে দেখুন।
  11. হয়ে গেছে বিকল্পে ক্লিক করুন।

    সাধারণত কয়েক মিনিটের মধ্যে পৃষ্ঠায় বিজ্ঞাপন দেখা যায়, কিন্তু কখনও কখনও পৃষ্ঠাতে বিজ্ঞাপন দেখাতে ১ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

আপনার এএমপি বিজ্ঞাপন ইউনিটের পারফর্ম্যান্স ট্র্যাক করা

আপনার এএমপি বিজ্ঞাপন ইউনিটের পারফর্ম্যান্স ট্র্যাক করতে কন্টেন্ট প্ল্যাটফর্ম রিপোর্ট দেখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14656955381310044285
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false