বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

আপনার সাইটে বিজ্ঞাপন সেট-আপ করা

আপনার হয়ে Google-কে বিজ্ঞাপন ইউনিট প্লেসমেন্ট করার অনুমতি দিতে বা নিজে ম্যানুয়ালি বিজ্ঞাপন প্লেসমেন্ট করতে পারেন। #autoads #adunits

আপনার AdSense অ্যাকাউন্ট চালু হওয়ার পর নিজের সাইটে বিজ্ঞাপন সেট-আপ করতে পারবেন। এটি দু'টি উপায়ে করতে পারবেন: অটোমেটিক বিজ্ঞাপন অথবা বিজ্ঞাপন ইউনিট

অটোমেটিক বিজ্ঞাপন

AdSense প্রকাশকদের জন্য তৈরি হওয়া এবং বিজ্ঞাপন দেখানোর সবথেকে দ্রুত এবং সহজ উপায় হল অটোমেটিক বিজ্ঞাপন।

প্রয়োজন হলে অটোমেটিক বিজ্ঞাপন বিকল্প বেছে নিন:

  • অটোমেশন: কোন বিজ্ঞাপন দেখানো হবে এবং কোথায় দেখানো হবে তা Google ঠিক করে, এর জন্য আপনাকে কিছু করতে হবে না, সেই কারণে আপনি আরও দারুণ কন্টেন্ট তৈরি করার উপর মন দিতে পারবেন।
  • নির্ঝঞ্ঝাট: একটি সুইচের মাধ্যমে আপনি সব বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করেন।
  • স্বাচ্ছন্দ্য: মোবাইল, ট্যাবলেট এবং ডেস্কটপে অটোমেটিক বিজ্ঞাপন কাজ করে এবং আপনার পৃষ্ঠায় দারুণ বিজ্ঞাপন কভারেজ প্রদান করে।

অটোমেটিক বিজ্ঞাপন সেট-আপ করবেন কীভাবে, তা জানুন।

অটোমেটিক বিজ্ঞাপন সম্পর্কে জানা প্রয়োজন এমন কিছু বিষয়:

  • অটোমেটিক বিজ্ঞাপন নিজে থেকে কাজ করে, সেই কারণে আপনার বিজ্ঞাপনের জন্য Google সবথেকে বেশি উপযোগী বিজ্ঞাপন প্লেসমেন্ট বেছে নেয়।
  • Google শুধুমাত্র তখনই অটোমেটিক বিজ্ঞাপন দেখায়, যখন এগুলি সবার চোখে পড়ার এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা ভাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

বিজ্ঞাপন ইউনিট

বিজ্ঞাপন ইউনিট হল সেইসব AdSense প্রকাশকের জন্য যারা তাদের বিজ্ঞাপন প্লেসমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ন্ত্রণ চান।

আপনি এগুলি দেখতে চাইলে, বিজ্ঞাপন ইউনিট বেছে নিন:

  • নিয়ন্ত্রণ: বিভিন্ন ধরনের এবং সাইজের বিজ্ঞাপন থেকে বেছে নিন এবং আপনার পৃষ্ঠার ঠিক যেখানে দেখাতে চান সেখানে প্লেসমেন্ট করুন।

কীভাবে বিজ্ঞাপন ইউনিট তৈরি করবেন তা জানুন।

বিজ্ঞাপন ইউনিটের সাথে আরও যেসব বিষয় জানা প্রয়োজন:

  • বিজ্ঞাপন ইউনিট হল ম্যানুয়াল, তাই আপনার যেসব পৃষ্ঠায় বিজ্ঞাপন দেখাতে চান সেখানে এগুলি প্লেসমেন্ট করতে ভুলবেন না।
  • মনে রাখবেন যে, বিজ্ঞাপন ইউনিট কোথায় দেখাতে পারবেন সেই সংক্রান্ত কিছু নিয়ম আছে। আপনার বিজ্ঞাপন যাতে AdSense প্রোগ্রাম নীতি মেনে চলে, তা নিশ্চিত করার দায়িত্ব আপনার।
  • বিজ্ঞাপন ইউনিটের জন্য অ্যাঙ্কর এবং ভিনয়েটের মতো কিছু বিজ্ঞাপন ফর্ম্যাট উপলভ্য নেই।
পরামর্শ: আপনি কি WordPress ব্যবহারকারী? AdSense কোড যোগ করা সম্পর্কে সাহায্য পান।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
সম্ভাব্য উন্নতি আনলক করুন

মূল্যবান AdSense ইনসাইট মিস করবেন না। পারফর্ম্যান্স রিপোর্ট, পছন্দমতো পরামর্শ এবং ওয়েবিনারের আমন্ত্রণ পাওয়ার বিকল্প চালু করুন। এগুলি আপনার উপার্জন বাড়াতে সাহায্য করতে পারে

চালু করুন

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
655119812089917205
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false